HOME LAB BD

HOME LAB BD Committed to your welling
(7)

17/07/2025
✅পড়ার জন্যে বিশেষ অনুরোধ রইলো🙏♦️প্রসঙ্গ: খাবার স্যালাইন।♦️"প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজ...
16/07/2025

✅পড়ার জন্যে বিশেষ অনুরোধ রইলো🙏
♦️প্রসঙ্গ: খাবার স্যালাইন।♦️

"প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজনই ছাত্র...
কৌতূহল নিয়ে দেখছি কী করে!!
হাফ লিটার (৫০০ মি.লি) পানির বোতলে প্রথমে এক প্যাকেট খাবার স্যালাইন ঢালল... একটু ঝাঁকি দিল... এরপর আরেক প্যাকেট স্যালাইন বের করল... সব মিলে দুই প্যাকেট স্যালাইন ঢালল ঐ হাফ লিটার পানির মধ্যেই...
জিজ্ঞাসা করলাম, ভাই দুই প্যাকেট কেন ঢাললেন?
- এক প্যাকেটে অত স্বাদ পাওয়া যায় না... তাছাড়া যে গরম পড়েছে, তাতে বেশি খাওয়াই ভালো।

এরকম ভুল প্রায় লোকই করে... সবাই ভাবে, স্যালাইনই তো... কী আর হবে!! কিন্তু এটা যে কত মারা*ত্মক ভুল, তা বেশিরভাগ লোকই জানে না... বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি বিপজ্জনক...
কয়েক মাস আগের কথা... ডায়রিয়া হওয়ার পর খিঁচুনি নিয়ে এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসেছে।
একটু সন্দেহ হলো... জিজ্ঞাসা করলাম, কী খাইয়েছেন বাবুকে?
- কেন? স্যালাইন।
- বানিয়েছেন কীভাবে?
- হাফ গ্লাসের মতো পানিতে এক প্যাকেট স্যালাইন গুলিয়েছি।
- নিয়ম তো হাফ লিটার বা আধা সের পানিতে স্যালাইন গুলানো। কিন্তু হাফ গ্লাস পানিতে কেন?
- ছোট বাচ্চা, অত আর স্যালাইন খেতে পারবে?

তাড়াতাড়ি বাচ্চাকে মেডিকেলে রেফার করে দিলাম। অল্প পানিতে স্যালাইন গুলানোর কারণে বেশি ঘনত্বের লবণ শরীরের ভেতরে গিয়ে লবণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে খিচুনি শুরু হয়েছে, যা খুবই মারাত্মক... কিডনি নষ্ট হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এভাবে অনেক বাচ্চা মারা যায় ডায়রিয়ার কারণে নয়, ভুলভাবে স্যালাইন বানানোর কারণে।

মনে রাখা উচিত, খাবার স্যালাইন কোন সাধারণ পানীয় নয় যে ইচ্ছেমতো খাবেন। এটি ওষুধ... ব**মি, পাতলা পায়**খানা বা গরমের ফলে প্রচণ্ডরকম ঘেমে শরীর থেকে যে পানি, লবণ বের হয়ে যায়, তা পূরণ করার জন্য এটি খাওয়া হয়।

এটি নির্দিষ্ট নিয়মেই গুলাতে হবে... ছোট-বড় সবার জন্য একই নিয়মে বানাতে হবে... আধা সের বা হাফ লিটার পানির মধ্যে পুরো এক প্যাকেট মিশিয়ে স্যা*লাইন দ্রবণ প্রস্তু*ত করতে হবে। তবেই তা শরীরে গিয়ে কাজ করবে।

এর কম পানিতে বানালে লবণের ঘনত্ব বেড়ে গিয়ে কিড*নির ক্ষ*তি করবে... বেশি পানিতে বানালে লবণের ঘন*ত্ব কমে গিয়ে সঠিকভাবে ঘাটতি পূরণ হবে না।

একবার স্যালাইন বানালে, তা সর্বোচ্চ বারো ঘণ্টা পর্যন্ত রাখা যায়, তবে ছয় ঘণ্টা পর্যন্ত রাখতেও অনেকে পরামর্শ দেন।

কখনো হাফ প্যাকেট স্যালাইন, এক গ্লাস পানি- এভাবে বানাবেন না... কিংবা পরবর্তিতে বানানোর জন্য প্যাকেটে কিছু স্যালাইন রেখেও দিবেন না... এক প্যাকেট দিয়ে একসাথে হাফ লিটারই বানাবেন...
একবার বানানোর পর, বয়স ও প্রয়োজনভেদে যতটুকু দরকার, সেখান থেকে নিয়ে সেভাবে খাবেন। শেষ হয়ে গেলে আবার হাফ লিটার পানিতে এক প্যাকেট গুলিয়ে নতুন করে বানাবেন।
ডায়াবেটিস, উচ্চ*রক্ত*চাপ, কি*ডনি-রোগ কিংবা হা*র্টের রুগীর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন খাবেন।

আমরা কি জানি কোন ব্যথায় কোন সেক নিতে হবে? 🙄🙄🙄
15/07/2025

আমরা কি জানি কোন ব্যথায় কোন সেক নিতে হবে?
🙄🙄🙄

✅উর্বরতা সমস্যা (fertility issues) নির্ণয়ের জন্য এবং যাদের বন্ধ্যাত্বের সমস্যা আছে, তাদের জন্য (AMH) পরীক্ষা করা হয়। 🔵এ...
14/07/2025

✅উর্বরতা সমস্যা (fertility issues) নির্ণয়ের জন্য এবং যাদের বন্ধ্যাত্বের সমস্যা আছে, তাদের জন্য (AMH) পরীক্ষা করা হয়।

🔵এএমএইচ (AMH) পরীক্ষা হলো ডিম্বাশয়ের রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা এবং উর্বরতা অবস্থা মূল্যায়নের জন্য করা হয়।

🔵এএমএইচ পরীক্ষা ডিম্বাশয়ে কতগুলো ডিম্বাণু অবশিষ্ট আছে, তা জানতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাশয়ের রিজার্ভ কমতে থাকে। মেয়েদের সবচেয়ে বেশি ডিম্বাণু থাকে ১৫ বছর বয়সেই।তাই এই সময়ে কনসেপ করার হারও বেড়ে যায় অনেকগুন।

🔵পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) নির্ণয়ের জন্য এই পরীক্ষা করা হয়। অনেক ক্ষেত্রে, PCOS-এ আক্রান্ত মহিলাদের শরীরে AMH এর মাত্রা বেশি থাকে। এই পরীক্ষার মাধ্যমে PCOS শনাক্তকরণে সাহায্য করে।
অকাল মেনোপজ (premature menopause) নির্ণয়ের জন্যও পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে মেনোপজ হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়।

🔵তাই আপনার ফার্টিলিটি ইস্যু বা (PCOS) আছে কিনা জানতে
(AMH) পরীক্ষা করুন।

🔵এই পরীক্ষা করতে আমাদের Homelab bd পেইজে অর্ডার . করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
🌐homelabbd.com.

ধন্যবাদ সবাইকে❤️❤️❤️

💥ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল 💥✅এই হাসপাতালের নাম উল্লেখ করার  কারণ হচ্ছে, HER2- Neu FISH 1p, 19q F...
13/07/2025

💥ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল 💥

✅এই হাসপাতালের নাম উল্লেখ করার কারণ হচ্ছে, HER2- Neu FISH 1p, 19q FISH test করতে পারবেন এখানে।

এই টেস্ট গুলো বাংলাদেশ মাত্র দুটি জায়গা করা হয়, তার মধ্যে একটি জায়গা হচ্ছে নিউরোসাইন্স হাসপাতাল। এখন আসি HER2 Neu FISH test কেন করা হয়, সেই সম্পর্কে আসুন আমরা জানি।

✅HER2/Neu FISH পরীক্ষা হল একটি বিশেষ রোগ নির্ণয়মূলক পরীক্ষা যা স্তন ক্যান্সার কোষের মধ্যে HER2 জিনের অতিরিক্ত কপি আছে কিনা তা দেখার জন্য করা হয়।

🔵এটি একটি "ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন" (FISH) পরীক্ষা, যা ক্যান্সার কোষের ডিএনএ-তে HER2 জিনের সংখ্যা গণনা করে।

🔵এই পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের চিকিৎসায় সঠিক পথ নির্ধারণ করা যায়। যদি HER2 জিনের অতিরিক্ত কপি থাকে, তাহলে সেই ক্যান্সারকে HER2-পজিটিভ বলা হয় এবং এটি অন্যান্য ক্যান্সারের তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এই পরীক্ষা গুলো বুকিং করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট 🌐homelabbd.com.

সচেতন হোন, সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে ❤️❤️❤️❤️

✅ঘরে বসে ল্যাব পরীক্ষা করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট🌐homelabbd.com Homelab bd মানেই সুস্থতার নতুন ঠিকানা। ♥️♥️♥️♥️♥️
12/07/2025

✅ঘরে বসে ল্যাব পরীক্ষা করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট🌐homelabbd.com

Homelab bd মানেই সুস্থতার নতুন ঠিকানা।
♥️♥️♥️♥️♥️

🔵আর সময় নষ্ট নয়, ঝামেলা মুক্ত ল্যাব টেস্ট এখন আপনার হাতের মুঠোই! ঘরে বসে সকল  নমুনা বা স্যাম্পল দিতে পারবেন। হোমল্যাব বি...
12/07/2025

🔵আর সময় নষ্ট নয়, ঝামেলা মুক্ত ল্যাব টেস্ট এখন আপনার হাতের মুঠোই! ঘরে বসে সকল নমুনা বা স্যাম্পল দিতে পারবেন।

হোমল্যাব বিডি(homelabbd.com) তে - বুকিং করেই ঘরে বসেই স্বল্প সময়ে দেশসেরা ডায়াগনস্টিক ল্যাব থেকে টেস্ট করাতে পারবেন।

আর এজন্য নমুনা দিতে আপনাকে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আমাদের অভিজ্ঞ ল্যাব ফ্লেবোটোমিস্ট আপনার বাসায় গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করবে । সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পেতে Homelab bd পাশেই থাকুন।

ধন্যবাদ সবাইকে ❤️❤️

#

✅যাদের হার্টের সমস্যা, তারা এ খাবারগুলো অ্যাভয়েড করবেন হার্ট ভালো রাখার জন্য । ৩৫ বছর হয়ে গেলে, মাঝে মাঝে হার্টের কিছু...
11/07/2025

✅যাদের হার্টের সমস্যা, তারা এ খাবারগুলো অ্যাভয়েড করবেন
হার্ট ভালো রাখার জন্য ।

৩৫ বছর হয়ে গেলে, মাঝে মাঝে হার্টের কিছু পরীক্ষা করে নিবেন।

🔵নিচে উল্লেখ্য করা পরীক্ষাগুলো করে নেবেন।

01.CBC
02. Lipid Profile
03. ECG
04.Troponin I

সচেতন থাকুন, সুস্থ থাকুন। Homelab bd সাথেই থাকুন।
♥️♥️♥️♥️

🔵 বৃষ্টির সময়ে মাতৃত্বকালীনের স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে আর নেই চিন্তা । 🤔🤔🤔🤔কারণ  হচ্ছে আপনারা আমাদের পেইজে পরীক্ষার ...
10/07/2025

🔵 বৃষ্টির সময়ে মাতৃত্বকালীনের স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে আর নেই চিন্তা । 🤔🤔🤔🤔

কারণ হচ্ছে আপনারা আমাদের পেইজে পরীক্ষার নাম অর্ডার করে বা (homelabbd.com) এ বুকিং করে যেকোনো টেস্ট করতে পারেন, আপনার দেশ সেরা পছন্দনীয় হসপিটালে।

✅আমাদের সেবা পেতে যেভাবে বুকিং করবেন:

✅ হোমল্যাব বিডি ফেসবুক পেইজে ইনবক্স করবেন,
✅ভিজিট করুন 🌐homelabbd.com,
✅ কল করুন 01337-460997 এই নাম্বারে।

ঘরে বসেই টেস্ট করুন, সহজে ও নিশ্চিন্তে!

✅আমাদের মুখের ভেতর জিহব্বা বা ঠোটের  মধ্যে ঘা হয়।যা অতি দ্রুত সারাতে সাহায্য করে লেবু , কমলা। আমাদের ঘা হয় ভিটামিন সি ...
08/07/2025

✅আমাদের মুখের ভেতর জিহব্বা বা ঠোটের মধ্যে ঘা হয়।
যা অতি দ্রুত সারাতে সাহায্য করে লেবু , কমলা।

আমাদের ঘা হয় ভিটামিন সি এর অভাবে।এই লেবু এবং কমলা এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে।

✅ ভার্টিগো কী?ভার্টিগো হলো এমন এক অনুভূতি যেখানে মনে হয় আপনার চারপাশ ঘুরছে,শরীর দুলছে।  🔵ভার্টিগোর লক্ষণ গুলো হচ্ছে :1️⃣...
07/07/2025

✅ ভার্টিগো কী?
ভার্টিগো হলো এমন এক অনুভূতি যেখানে মনে হয় আপনার চারপাশ ঘুরছে,শরীর দুলছে।

🔵ভার্টিগোর লক্ষণ গুলো হচ্ছে :

1️⃣ ব্লাড প্রেশারের হঠাৎ পরিবর্তন (Orthostatic Hypotension):
দাঁড়ালে রক্তচাপ কমে মাথায় রক্ত সরবরাহ কমে যায়।

2️⃣ ডিহাইড্রেশন বা পানিশূন্যতা:
শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি হলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত যায় না।

⬛03 রক্তস্বল্পতা (Anemia):
হিমোগ্লোবিন কম থাকলে মস্তিষ্কে অক্সিজেন কম যায়।

5️⃣ ডায়াবেটিসে ব্লাড সুগার কমে যাওয়া (Hypoglycemia):
শরীরে শক্তি কমে যায়, মাথা ঘোরে।

6️⃣ হৃৎপিণ্ডের সমস্যার কারণে (Arrhythmia):
হৃদস্পন্দন ঠিকমতো না হলে রক্ত সরবরাহ ব্যাহত।

🔵এজন্য কিছু পরীক্ষা করে নিতে পারেন:

০১। CBC
0২। RBS
0৩। Creatinine
০৪। Lipid Profile

পরীক্ষাগুলো করার জন্য 🌐homelabbd.com ওয়েবসাইট অথবা Homelab bd পেইজে বুকিং করুন।
ধন্যবাদ সবাইকে ♥️♥️♥️

🔵জ্বর নিয়ে চিন্তা, ঠান্ডা কাশি জ্বর, নাকি ডেঙ্গু জ্বর 🙄🙄🙄সন্দেহ হলে, ডেঙ্গু জ্বরের জন্য, ছবিতে দেওয়া এই পরীক্ষাগুলো করু...
06/07/2025

🔵জ্বর নিয়ে চিন্তা, ঠান্ডা কাশি জ্বর, নাকি ডেঙ্গু জ্বর 🙄🙄🙄
সন্দেহ হলে, ডেঙ্গু জ্বরের জন্য, ছবিতে দেওয়া এই পরীক্ষাগুলো করুন।

Homelab BD পেইজে অর্ডার করে, পরীক্ষাগুলো করাতে পারেন।
আপনার স্বাস্থ্য চিন্তায়,আমরা আছি আপনার পাশে।
🌐homelabbd.com

Address


Alerts

Be the first to know and let us send you an email when HOME LAB BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share