HOME LAB BD

HOME LAB BD Committed to your welling
(27)

প্রচন্ড রোদ, বৃষ্টি বা যানজটের ভয়ে আপনার রোগীকে একটা টেস্ট করাতে ল্যাব এ নিতে পারছেন না? ভাবছেন আপনার আপনজন আরো অসুস্থ ...
27/09/2025

প্রচন্ড রোদ, বৃষ্টি বা যানজটের ভয়ে আপনার রোগীকে একটা টেস্ট করাতে ল্যাব এ নিতে পারছেন না?

ভাবছেন আপনার আপনজন আরো অসুস্থ হয়ে যাবে কিনা!

তবে, আর নয় কোন চিন্তা বা ভয়। কারণ-
অনলাইনে শুধু খাবার বা নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ই নয়,
এখন Homelab bd -এর মাধ্যমে সকল প্রকার স্বাস্থ্য পরীক্ষাও করতে পারবেন ঘরে বসেই!!

যেখানে, একবার hello বলতেই অভিজ্ঞ টেকনোলজিস্ট চলে আসবে আপনার স্যাম্পল সংগ্রহ করতে। তাও আবার,
আপনার পছন্দের ডায়াগনস্টিক থেকে টেস্ট করাতে। শুধু তাই নয়, ২৪ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন নির্ভুল ডিজিটাল রিপোর্ট।

তাই আর নয় চিন্তা,,Homelabbd-এর অভিজ্ঞ টিম আছে সর্বদা আপনার পাশে!!
বিস্তারিত জানতে আমাদের 👉 এখনই কল করুন: 01337-460997
অথবা ওয়েবসাইট ভিজিট করুন। www.homelabbd.com

#ঘরে_বসে_পরীক্ষা





#রোগ_পরীক্ষা_সহজ
#স্বাস্থ্যসেবা_আপনার_দ্বারে #ডায়াগনস্টিক_হোম_সার্ভিস

A complete solution for diagnostic service

🔵 বৃষ্টির সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে আর নেই চিন্তা ।🌧️🌧️🌧️🌧️কারণ  হচ্ছে আপনারা আমাদের পেইজে পরীক্ষার নাম অর্ডার ক...
20/09/2025

🔵 বৃষ্টির সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে আর নেই চিন্তা ।
🌧️🌧️🌧️🌧️

কারণ হচ্ছে আপনারা আমাদের পেইজে পরীক্ষার নাম অর্ডার করে বা (homelabbd.com) এ বুকিং করে যেকোনো টেস্ট করতে পারেন, আপনার দেশ সেরা পছন্দনীয় হসপিটালে।

✅আমাদের সেবা পেতে যেভাবে বুকিং করবেন:

✅ হোমল্যাব বিডি ফেসবুক পেইজে ইনবক্স করবেন,
✅ভিজিট করুন 🌐homelabbd.com,
✅ কল করুন 01337-460997 এই নাম্বারে।

ঘরে বসেই টেস্ট করুন, সহজে ও নিশ্চিন্তে!

✅পড়ার জন্যে বিশেষ অনুরোধ রইলো🙏♦️প্রসঙ্গ: খাবার স্যালাইন।♦️"প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজ...
18/09/2025

✅পড়ার জন্যে বিশেষ অনুরোধ রইলো🙏
♦️প্রসঙ্গ: খাবার স্যালাইন।♦️

"প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজনই ছাত্র...
কৌতূহল নিয়ে দেখছি কী করে!!
হাফ লিটার (৫০০ মি.লি) পানির বোতলে প্রথমে এক প্যাকেট খাবার স্যালাইন ঢালল... একটু ঝাঁকি দিল... এরপর আরেক প্যাকেট স্যালাইন বের করল... সব মিলে দুই প্যাকেট স্যালাইন ঢালল ঐ হাফ লিটার পানির মধ্যেই...
জিজ্ঞাসা করলাম, ভাই দুই প্যাকেট কেন ঢাললেন?
- এক প্যাকেটে অত স্বাদ পাওয়া যায় না... তাছাড়া যে গরম পড়েছে, তাতে বেশি খাওয়াই ভালো।

এরকম ভুল প্রায় লোকই করে... সবাই ভাবে, স্যালাইনই তো... কী আর হবে!! কিন্তু এটা যে কত মারা*ত্মক ভুল, তা বেশিরভাগ লোকই জানে না... বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি বিপজ্জনক...
কয়েক মাস আগের কথা... ডায়রিয়া হওয়ার পর খিঁচুনি নিয়ে এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসেছে।
একটু সন্দেহ হলো... জিজ্ঞাসা করলাম, কী খাইয়েছেন বাবুকে?
- কেন? স্যালাইন।
- বানিয়েছেন কীভাবে?
- হাফ গ্লাসের মতো পানিতে এক প্যাকেট স্যালাইন গুলিয়েছি।
- নিয়ম তো হাফ লিটার বা আধা সের পানিতে স্যালাইন গুলানো। কিন্তু হাফ গ্লাস পানিতে কেন?
- ছোট বাচ্চা, অত আর স্যালাইন খেতে পারবে?

তাড়াতাড়ি বাচ্চাকে মেডিকেলে রেফার করে দিলাম। অল্প পানিতে স্যালাইন গুলানোর কারণে বেশি ঘনত্বের লবণ শরীরের ভেতরে গিয়ে লবণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে খিচুনি শুরু হয়েছে, যা খুবই মারাত্মক... কিডনি নষ্ট হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এভাবে অনেক বাচ্চা মারা যায় ডায়রিয়ার কারণে নয়, ভুলভাবে স্যালাইন বানানোর কারণে।

মনে রাখা উচিত, খাবার স্যালাইন কোন সাধারণ পানীয় নয় যে ইচ্ছেমতো খাবেন। এটি ওষুধ... ব**মি, পাতলা পায়**খানা বা গরমের ফলে প্রচণ্ডরকম ঘেমে শরীর থেকে যে পানি, লবণ বের হয়ে যায়, তা পূরণ করার জন্য এটি খাওয়া হয়।

এটি নির্দিষ্ট নিয়মেই গুলাতে হবে... ছোট-বড় সবার জন্য একই নিয়মে বানাতে হবে... আধা সের বা হাফ লিটার পানির মধ্যে পুরো এক প্যাকেট মিশিয়ে স্যা*লাইন দ্রবণ প্রস্তু*ত করতে হবে। তবেই তা শরীরে গিয়ে কাজ করবে।

এর কম পানিতে বানালে লবণের ঘনত্ব বেড়ে গিয়ে কিড*নির ক্ষ*তি করবে... বেশি পানিতে বানালে লবণের ঘন*ত্ব কমে গিয়ে সঠিকভাবে ঘাটতি পূরণ হবে না।

একবার স্যালাইন বানালে, তা সর্বোচ্চ বারো ঘণ্টা পর্যন্ত রাখা যায়, তবে ছয় ঘণ্টা পর্যন্ত রাখতেও অনেকে পরামর্শ দেন।

কখনো হাফ প্যাকেট স্যালাইন, এক গ্লাস পানি- এভাবে বানাবেন না... কিংবা পরবর্তিতে বানানোর জন্য প্যাকেটে কিছু স্যালাইন রেখেও দিবেন না... এক প্যাকেট দিয়ে একসাথে হাফ লিটারই বানাবেন...
একবার বানানোর পর, বয়স ও প্রয়োজনভেদে যতটুকু দরকার, সেখান থেকে নিয়ে সেভাবে খাবেন। শেষ হয়ে গেলে আবার হাফ লিটার পানিতে এক প্যাকেট গুলিয়ে নতুন করে বানাবেন।
ডায়াবেটিস, উচ্চ*রক্ত*চাপ, কি*ডনি-রোগ কিংবা হা*র্টের রুগীর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন খাবেন।

আলহামদুলিল্লাহ ❤️❤ক্লাইন্ট হ্যাপি মানে, আমাদের সার্ভিসের অগ্রগতি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালো সার্ভিস দিতে...
15/09/2025

আলহামদুলিল্লাহ ❤️❤
ক্লাইন্ট হ্যাপি মানে, আমাদের সার্ভিসের অগ্রগতি।
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালো সার্ভিস দিতে পারি।

আপনাকে ধন্যবাদ স্যার Homelab bd থেকে সার্ভিস নেওয়ার জন্য।

🔵হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত  আমাদের সবার।তাহলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পা...
14/09/2025

🔵হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত আমাদের সবার।তাহলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একটি উপসর্গ থাকে, কারো ক্ষেত্রে একাধিক উপসর্গ থাকে।

🔵হার্ট অ্যাটাকের প্রথম উপসর্গ হচ্ছে বুকে ব্যথা। বামে বা ডানে ব্যথা হবে না, একেবারে বুকের মাঝখানে ব্যথা হবে।এই স্টেজকে "সেন্ট্রাল চেস্ট পেইন"বলে।

🔵ব্যথা অনেক সময় বাম হাত ও ঘারে ছড়িয়ে পড়ে। যাদের ডায়াবেটিকস আছে, তারা ব্যথা অনেক সময় বুঝতে পারে না।
ফলে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়।

🔵বুকে ব্যথার সাথে যদি প্রচন্ড ঘাম হয়, তাহলে দেরি না করে
চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

🔵এই ধরনের লক্ষণ থাকলে, নিচের পরীক্ষাগুলো করে নিবেন।

01..CBC
02..FBS Lipid Profile
03..Troponine I
04..ECG

সচেতন থাকুন, সুস্থ থাকুন Homelab bd সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে❤️❤️❤️

✅✅HB Electrophoresis test ✅✅🔵 Hb Electrophoresis test কেন করবেন, এই বিষয়ে জানা আমাদের জন্য খুবই জরুরী। হিমোগ্লোবিন ইলেক...
11/09/2025

✅✅HB Electrophoresis test ✅✅

🔵 Hb Electrophoresis test কেন করবেন, এই বিষয়ে জানা আমাদের জন্য খুবই জরুরী।

হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস টেস্টের মাধ্যমে রক্তের মধ্যে থ্যালাসেমিয়া আছে কিনা নির্ণয় করা যায়।

🔵এই থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রোগ। যে বংশে আছে পরের জেনারেশনে এই থ্যালাসেমিয়া হবে।
হতে পারে থ্যালাসেমিয়া বাহক, হতে পারে মেজর থ্যালাসেমিয়া।
শুধু মা যদি থ্যালাসেমিয়া বাহক বা ট্রেট হয়,তেমন সমস্যা হয় না।

🔵কিন্তু মা ও বাবা যদি উভয়েই থ্যালাসেমিয়া বাহক হয়, তাহলে ২৫ শতাংশ একজন মেজর থ্যালাসেমিয়া হতে পারে, ৫০ শতাংশ থ্যালাসেমিয়া বাহক হওয়ার পসিবিলিটি থাকে।

🔵এ জন্য আমাদের উচিত হবে বিয়ে করার আগে এই টেস্টটা করে নেওয়া,তা না পারলে বেবি নেওয়ার আগে এই টেস্টটা করা।

🔵Hb electrophoresis পরীক্ষা করার জন্য, আমাদের পেইজ Homelab bd তে বুকিং করুন। অথবা ভিজিট করুন www.homelabbd.com

সচেতন থাকুন, সুস্থ থাকুন, জীবন সুন্দর গড়ুন।
ধন্যবাদ সবাইকে ❤️❤️

💥ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল 💥✅এই হাসপাতালের নাম উল্লেখ করার  কারণ হচ্ছে, HER2- Neu FISH 1p, 19q F...
10/09/2025

💥ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল 💥

✅এই হাসপাতালের নাম উল্লেখ করার কারণ হচ্ছে, HER2- Neu FISH 1p, 19q FISH test করতে পারবেন এখানে।

এই টেস্ট গুলো বাংলাদেশ মাত্র দুটি জায়গা করা হয়, তার মধ্যে একটি জায়গা হচ্ছে নিউরোসাইন্স হাসপাতাল। এখন আসি HER2 Neu FISH test কেন করা হয়, সেই সম্পর্কে আসুন আমরা জানি।

✅HER2/Neu FISH পরীক্ষা হল একটি বিশেষ রোগ নির্ণয়মূলক পরীক্ষা যা স্তন ক্যান্সার কোষের মধ্যে HER2 জিনের অতিরিক্ত কপি আছে কিনা তা দেখার জন্য করা হয়।

🔵এটি একটি "ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন" (FISH) পরীক্ষা, যা ক্যান্সার কোষের ডিএনএ-তে HER2 জিনের সংখ্যা গণনা করে।

🔵এই পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের চিকিৎসায় সঠিক পথ নির্ধারণ করা যায়। যদি HER2 জিনের অতিরিক্ত কপি থাকে, তাহলে সেই ক্যান্সারকে HER2-পজিটিভ বলা হয় এবং এটি অন্যান্য ক্যান্সারের তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

✅এই পরীক্ষা গুলো বুকিং করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট 🌐homelabbd.com.
অথবা আমাদের ফেসবুক পেইজ Homelab bd তে মেসেজ করুন।প্রয়োজনে কল করুন 01337-460997 এই নাম্বারে।


সচেতন হোন, সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে ❤️❤️❤️❤️

✅ভিটামিন ডি এবং ক্যালসিয়াম টেস্ট কেন করবেন? 🌞🌞🌞তার কিছু কারণ তুলে ধরা হলো। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে গেলে আমাদের হ...
09/09/2025

✅ভিটামিন ডি এবং ক্যালসিয়াম টেস্ট কেন করবেন? 🌞🌞🌞
তার কিছু কারণ তুলে ধরা হলো।

ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে গেলে আমাদের হাড়ে, জয়েন্টে, পিসিতে ব্যাথা হয়,হাড় ক্ষয় হয়।

তাছাড়া শিশুদের জন্যও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এর গুরুত্ব অনেক।

🔵অভাবের লক্ষণ:

হাড়ের সমস্যা: রিকেট, ব্যথা, সহজেই হাড় ভাঙা।

শারীরিক দুর্বলতা: ক্লান্তি, পেশি দুর্বলতা।

বাড়ন্ত শিশুর বৃদ্ধি ব্যাহত: উচ্চতা ও ওজন কম বৃদ্ধি।

ইমিউন সিস্টেম দুর্বল: ঘন ঘন সর্দি-কাশি।

ক্যালসিয়ামের ঘাটতি: দাঁত দেরিতে গজানো, ক্ষয়।

🔵এই ঘাটতি প্রতিরোধ করার জন্য Vitamin D, Calcium test করতে হবে।সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

🔵এই পরীক্ষা গুলো করার জন্য Homelab bd পেইজ অথবা homelabbd.com ওয়েবসাইটে বুকিং করুন।

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ♥️♥️♥️

06/09/2025

🌐 Home Lab BD – Your Trusted Health Partner
🧪 Home Lab BD 🏠
আপনার স্বাস্থ্য পরীক্ষার সঠিক সমাধান এখন ঘরে বসেই!
✅ দক্ষ টেকনোলজিস্ট
✅ সঠিক রিপোর্ট
✅ দ্রুত সার্ভিস
✅ ঝামেলাহীন হোম কালেকশন
আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আজই বুক করুন আমাদের Home Collection Service।
📞 কল করুন: 01337-460997
🌐 Home Lab BD – Your Trusted Health Partner

🔵সিজনাল জ্বর  নিয়ে আর নেই চিন্তা ! ডেঙ্গু, টাইফয়েড, চিকুনগুনিয়া আর ভাইরাল ফিভারের মতো জ্বর থেকে সুস্থ থাকতে ঘরে বসে ল...
06/09/2025

🔵সিজনাল জ্বর নিয়ে আর নেই চিন্তা ! ডেঙ্গু, টাইফয়েড, চিকুনগুনিয়া আর ভাইরাল ফিভারের মতো জ্বর থেকে সুস্থ থাকতে ঘরে বসে ল্যাব পরীক্ষা করুন।আপনাদের জন্য Homelab bd নিয়ে এসেছে সিজনাল সুরক্ষা প্যাকেজ।

প্যাকেজে যা থাকছে:
✅ CBC
✅ ডেঙ্গু NS1
✅ Widal (টাইফয়েড)
✅ চিকুনগুনিয়া IgG IgM
✅ CRP, Urine RE

অফারটি সীমিত সময়ের জন্য, তাই সময় থাকতেই ঘরে বসেই Homelab bd এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় টেস্ট করুন এবং রিপোর্ট পেয়ে যান ঘরে বসেই।

✅বুকিং ও বিস্তারিত জানতে: Homelab bd ফেসবুক পেইজে ইনবক্স করুন,ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.homelabbd.com।
অথবা কল করুন: 01337-460997 এই নাম্বারে।

# #

05/09/2025

🌐 Homelab BD – আপনার হাতের নাগালে ল্যাব সার্ভিস 🏥

🩸 এখন আর ল্যাব যেতে হবে না, আমরা আসব আপনার বাসায়!
🔹 রক্ত ও অন্যান্য স্যাম্পল কালেকশন
🔹 দ্রুত ও নির্ভরযোগ্য রিপোর্ট
🔹 সাশ্রয়ী হেলথ চেকআপ প্যাকেজ
🔹 অভিজ্ঞ টেকনোলজিস্টের মাধ্যমে নিরাপদ সেবা

✨ Take Care Today, Live Strong Tomorrow ✨

📞 কল করুন: +880 1337-460997
📩 ইনবক্সে মেসেজ করুন

👉 আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব।

🔵ভালোবাসার মানুষটির যত্নে কোনও কমতি নয় – এখন ঘরে বসেই ডায়াগনস্টিক টেস্ট করুন!"বয়স, অসুস্থতা কিংবা সময়ের অভাব?.. স্বাস্থ...
02/09/2025

🔵ভালোবাসার মানুষটির যত্নে কোনও কমতি নয় – এখন ঘরে বসেই ডায়াগনস্টিক টেস্ট করুন!"

বয়স, অসুস্থতা কিংবা সময়ের অভাব?..
স্বাস্থ্য পরীক্ষা এখন আর হাসপাতালে গিয়ে নয়, বরং ঘরে বসেই।

🔵"হোমল্যাব বিডি" নিয়ে এসেছে ঘরে বসে স্যাম্পল কালেকশন
সার্ভিস।যেখানে আমাদের অভিজ্ঞ ফ্লেবোটমিস্ট এসে আপনার বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করবে।

রিপোর্ট আপনি পাবেন আমাদের ওয়েবসাইট www.homelabbd.com থেকে।

🔵আমাদের সেবার বিশেষ সুবিধাসমুহ হচ্ছে :

✅ লাইনে দাঁড়াতে হবে না – সময় এবং কষ্ট দুই-ই সাশ্রয়
✅ বাসায় এসে স্যাম্পল সংগ্রহ করবে অভিজ্ঞ ফ্লেবোটোমিস্ট
✅ আপনার পছন্দের হাসপাতালেই টেস্ট করার সুবিধা
✅ দ্রুততম সময়ে রিপোর্ট ডেলিভারি – ইমেইল বা হাতে হাতে
✅ বয়স্ক ও দুর্বল রোগীদের জন্য বিশেষ যত্ন
✅ অ্যাপ বা ফোনের মাধ্যমে অর্ডার করা যাবে খুব সহজে

এই ছোট্ট সেবাটিই আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারে।
বিশ্বাস, ভরসা আর ভালোবাসা—Homelab BD এর অঙ্গীকার।

অর্ডার করতে এখনই কল করুনঃ 01337-460997
HomeLab BD – সুস্থতার নতুন ঠিকানা।

Address

Agargaon
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when HOME LAB BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HOME LAB BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram