12/07/2025
মো: সাইদুর রহমান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা বিভাগ ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)
কে নোট অব ডিসকাশন অনুযায়ী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের শূন্য পদে দ্রুত নিয়োগ, বে-সরকারি হাসপাতালের অর্গানোগ্রামে ০২টি পদ অন্তর্ভুক্তকরণ, ইন্টার্নশীপ ভাতা প্রদান এবং ইন্টার্নদের জন্য কোয়ার্টারের ব্যাবস্থা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছেন বাগেরহাট ম্যাটসের পক্ষ থেকে মোঃ রইচউদ্দিন হৃদয় ও মোঃ আসাদুল্লাহ
bagerhat
# MATS andolan news update
দাবি সমূহ
১- উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের শূণ্য পদ সমূহে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং বেসরকারী হাসপাতাল সমূহের অর্গানোগ্রামে নূন্যতম ০২টি করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ অন্তর্ভুক্ত
করা এবং অন্যান্য ডিপ্লোমা ধারীদের ন্যায় ১০ম গ্রেড বাস্তবায়ন চাই ২- আমাদের ইন্টার্নশিপ ভাতা চালু সহ ইন্টার্নদের সরকারি সদর হাসপাতালে থেকে ইন্টার্নশীপ করার জন্য কোয়ার্টারের ব্যাবস্থা করা