23/06/2025
আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু Rainbow Colour বা সকল কালারের সবজি এবং ফলের পুষ্টিগুন সম্পর্কে।
একটি রং একটি নিউট্রিয়েন্ট কে নির্দেশ করে সুতরাং আমরা বিভিন্ন রঙের সংমিশ্রণ যেন ঘুরিয়ে ফিরিয়ে খাই। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন একজন মানুষের সুস্থ থাকার জন্য ৪০০ গ্রাম এর মত সবজি বা ফল খাওয়া প্রয়োজন। এবং বাংলাদেশের পুষ্টিবিদরাও এখন এগুলো নিয়ে কথা বলতেছেন, ব্রিটিশ ডায়েটারি অ্যাসোসিয়েশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organisation (WHO) এই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেছে যেন আমরা বিভিন্ন কালারের সবজি এবং ফল খেয়ে থাকি। কারণ একেক ধরনের ফলে বা সবজিতে একেক ধরনের নিউট্রিয়েন্ট আছে।
সুতরাং আসুন আমরা আমাদের প্রতিদিনের খাবারে কালারের সবজি বা ফল অন্তর্ভুক্ত করি এবং সুস্থ সমৃদ্ধ জীবন গড়ি।।