
21/08/2025
*হাঁসের মাংস নিয়ে কিছু কথা*
১। হাঁস আর মুরগির মাংসের মধ্যে পার্থক্য খুঁজলে দেখা যায় হাঁসের মাংসের কোলেস্টেরল এবং চর্বির পরিমাণ একই পরিমান মুরগির মাংসের থেকে অনেক বেশি। হাঁসের চামড়ার কোলেস্টেরলও মুরগির চামড়ার থেকে অনেক বেশি। এছাড়াও হাঁসের মাংসের ফ্যাটের পরিমাণ মুরগির মাংসের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।।
সুতরাং যারা জীর্ণ শীর্ণ দেহের অধিকারী অর্থাৎ দেহে চর্বি কম, এছাড়া যারা নিয়মিত অনেক কাইক পরিশ্রম করেন, যারা অনেকদিন পর পর মাংস খান তাদের জন্য হাঁসের মাংস ভালো। অন্যদিকে যাদের শরীরে কোলেস্টেরল বেশি, ওজন বেশি, ঘন ঘন মাংস খান, তাদের হাঁসের মাংস কম খাওয়া উচিত।
২। হাঁসের ডিমের কোলেস্টরলও মুরগির ডিমের থেকে বেশি।
৩। যারা প্রচুর কায়িক পরিশ্রম করেন এবং ওই সকল সমস্যা নাই তাদের জন্য হাঁসের মাংস অনেক উপাদেয় একটি খাবার। কারন হাঁসের মাংসে মুরগির মাংসের তুলনায় কোলেস্টেরল যেমনি বেশি তেমনি ভাবে প্রোটিন, ক্যালোরি, সেলেনিয়াম, জিংক, ভিটামিন এ, আয়রনের পরিমাণও বেশি।।
৪। উচ্চ রক্তচাপ, হৃদরোগী, ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে, যারা ওভার ওয়েট, যাদের ইউরিক এসিড বেশি তাদের হাঁসের মাংস, হাসির ডিম ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন আছে।