Dr SM Humayun Kabir PhD

Dr SM Humayun Kabir PhD Passionate about healing and dedicated to providing compassionate care.

With years of experience in health and fitness, I strive to make a positive impact on my patients' lives every day.

11/10/2025

আমরা নিয়মিত যেসব খাবার খাই তার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো চিনির থেকেও বেশি Glycemic Index (GI) বহন করে।।

আমাদের আজকের আলোচ্য বিষয় সেগুলো কি এবং কিভাবে আমরা তার থেকে প্রতিকার পেতে পারি।।

04/10/2025

মাত্র দুইটা বেসিক উপাদানের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব, একটি হচ্ছে পানি, এবং অন্যটি ফাইবার।।

আমাদের আজকের আলোচ্য বিষয় কোষ্ঠকাঠিন্য বা পাইলস প্রতিরোধের উপায়।।

25/09/2025

সুস্থ জীবন যাপনের জন্য Exercise খুবই অত্যাবশ্যকীয় একটি ব্যাপার।
খুবই সাধারণ যা অনায়াসে ঘরে বসে করা যায় এইরকম কিছু Exercise আমাদের আজকের আলোচ্য বিষয়।।

18/09/2025

Calf Muscle যাকে Peripheral Heart বলা হয়।।

আমরা এই Muscle কে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে হাটা, সাঁতার কাটা, দৌড়ানো অর্থাৎ পায়ের উপরে ভর দিয়ে আমরা যে সকল কাজ করি এই ধরনের সকল কাজে আমরা বাড়তি শক্তি পাব, পায়ের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে সহ এর নানান ধরনের উপকারী দিক আমাদের এবারের ভিডিওর আলোচ্য বিষয়।।

11/09/2025

সাপের কামড়ে মৃত্যু থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।।

31/08/2025

পোকামাকড়, মশা, মাছির উপদ্রব থেকে বাঁচার কিছু কার্যকর উপায়।।

*হাঁসের মাংস নিয়ে কিছু কথা* ১। হাঁস আর মুরগির মাংসের মধ্যে পার্থক্য খুঁজলে দেখা যায় হাঁসের মাংসের কোলেস্টেরল এবং চর্বি...
21/08/2025

*হাঁসের মাংস নিয়ে কিছু কথা*

১। হাঁস আর মুরগির মাংসের মধ্যে পার্থক্য খুঁজলে দেখা যায় হাঁসের মাংসের কোলেস্টেরল এবং চর্বির পরিমাণ একই পরিমান মুরগির মাংসের থেকে অনেক বেশি। হাঁসের চামড়ার কোলেস্টেরলও মুরগির চামড়ার থেকে অনেক বেশি। এছাড়াও হাঁসের মাংসের ফ্যাটের পরিমাণ মুরগির মাংসের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।।

সুতরাং যারা জীর্ণ শীর্ণ দেহের অধিকারী অর্থাৎ দেহে চর্বি কম, এছাড়া যারা নিয়মিত অনেক কাইক পরিশ্রম করেন, যারা অনেকদিন পর পর মাংস খান তাদের জন্য হাঁসের মাংস ভালো। অন্যদিকে যাদের শরীরে কোলেস্টেরল বেশি, ওজন বেশি, ঘন ঘন মাংস খান, তাদের হাঁসের মাংস কম খাওয়া উচিত।

২। হাঁসের ডিমের কোলেস্টরলও মুরগির ডিমের থেকে বেশি।

৩। যারা প্রচুর কায়িক পরিশ্রম করেন এবং ওই সকল সমস্যা নাই তাদের জন্য হাঁসের মাংস অনেক উপাদেয় একটি খাবার। কারন হাঁসের মাংসে মুরগির মাংসের তুলনায় কোলেস্টেরল যেমনি বেশি তেমনি ভাবে প্রোটিন, ক্যালোরি, সেলেনিয়াম, জিংক, ভিটামিন এ, আয়রনের পরিমাণও বেশি।।

৪। উচ্চ রক্তচাপ, হৃদরোগী, ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে, যারা ওভার ওয়েট, যাদের ইউরিক এসিড বেশি তাদের হাঁসের মাংস, হাসির ডিম ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন আছে।

13/08/2025

একই খাবারে ব্লাড সুগারের ভিন্নতা।।

যারা প্রি ডায়াবেটিসে আছেন অথবা ওজন নিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন।।

যারা ডায়াবেটিসের রোগী তারা পাকা ফল যেমন আম কলা ইত্যাদি খেতে পারবেন কিনা তা নিয়ে কনফিউশনে থাকেন। অবশ্যই আম কলায় High Glycemic Index থেকে থাকে। তার মধ্যে যেগুলো অনেক বেশি পাকা যেমন হলুদ কালারের আম বা কলা যেগুলো একদম পেঁকে গিয়ে বেশি মিষ্টি হয়ে গিয়েছে সেগুলোর পরিবর্তে যেগুলো তুলনামূলক কমপাকা বা কেবল পেকেছে সেগুলো আমরা পরিমিত পরিমাণ খেতে পারি।

এছাড়া খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে সুগারের পরিমাণ অনেক বেড়ে যায় সুতরাং তার আগে প্রোটিন জাতীয় কিছু খাবার যেমন ডিম, মাছ বা মাংস এগুলো খেয়ে তিনি পরিমিত পর্যায়ে কিছু সুগার জাতীয় খাবার খেতে পারেন কিন্তু তার পরেই আবার তাকে কিছু ফাইবার জাতীয় খাবার যেমন সবজি বা ইসুবগুলের ভুষি এই ধরনের কিছু খাবার খেয়ে নিতে হবে।

এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য নিম্নোক্ত ভিডিওতে বিস্তারিত বলা আছে।। ধন্যবাদ সকলকে।।

চিনা বাদাম একটি পুষ্টিকর খাবার। চিনা বাদামে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে কিছু ভালো ফ্যাট থাকে, কিছু ভিটামিন মিনারেল থাকে। চ...
31/07/2025

চিনা বাদাম একটি পুষ্টিকর খাবার। চিনা বাদামে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে কিছু ভালো ফ্যাট থাকে, কিছু ভিটামিন মিনারেল থাকে।

চিনা বাদাম যে কোন ভাবে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, তেলে ভেজে খাওয়া যায়, ভিজিয়ে রেখে খাওয়া যায়, এদিকে শুকনো খোলায় ভেজে খাওয়া যায়, অন্যান্য খাবারের সাথে এটা মিশিয়েও খাওয়া যায়, তবে তেলে ভেজে না খেয়ে খোলায় ভেজে খেলে ভালো হয়।

এক মুষ্টি পরিমাণ চিনাবাদাম প্রতিদিন খাওয়া ভালো, শুধুমাত্র থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এ ব্যাপারে সতর্কতা থাকতে হয়. চিনা বাদাম যেহেতু আমাদের দেশে হয় সুতরাং এটা Contaminated হওয়ার কোন সুযোগ নাই।

চিনা বাদামে যে সমস্ত খাদ্য উপাদান গুলো রয়েছে সেগুলো হচ্ছে mono and poly unsaturated fat, প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, কিছু মিনারেল যথা ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়া।

তবে চিনাবাদাম দীর্ঘদিন ঘরে বা দোকানে থাকার ফলে যদি ফাঙ্গাস থাকে বা পঁচা থাকে বা একটু গন্ধ থাকে তাহলে সেই চিনা বাদাম পরিত্যাগ করা উচিত কারণ সেই ফাঙ্গাস Aflatoxin নামক এক ধরনের ক্ষতিকারক উপাদান থাকে।

আরেকটা বিষয় যে চিনা বাদাম লবন দিয়ে ভাজা সে চিনা বাদাম যতদূর সম্ভব পরিহার করতে হবে। চিনা বাদামের যেহেতু ক্যালোরি বেশি সুতরাং আমরা এক মুষ্টি যা ৫০ গ্রামের মতো হতে পারে এই পরিমাণ খাওয়া ভালো, যদি কোনদিন বেশি খেয়ে ফেলি তাহলে তা যেন পরের দিন কম খেয়ে ব্যালেন্স করে ফেলি।।

28/07/2025

আসসালামু আলাইকুম

আজকে আমাদের আলোচ্য বিষয় নাস্তা বা জলখাবার যেগুলো মূলত চাল থেকেই হয়।

যেমন মুড়ি। মুড়ি আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি, বিশেষত যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মুড়ি খাওয়ার ব্যাপারে আমি সতর্কতা অবলম্বনের জন্য বলি কারণ মুড়িতে কোন ফাইবার থাকে না বিধায় এর GI (Glycemic Index) অনেক বেশি, যা চিনির থেকেও প্রায় ২০-২৫ শতাংশ বেশি।

আর একটি বিশেষ খাবার হচ্ছে চিড়া, চিড়া কিন্তু দুই ধরনের হয় লাল চিড়া এবং সাদা চিড়া, লাল চিড়ায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে দেখে এটা Low GI (Glycemic Index) হয়ে থাকে, অনুরূপভাবে সাদা চিড়ায় GI (Glycemic Index) এর পরিমাণ থাকে অনেক বেশি।

সুতরাং আমরা যে কোন ধরনের নাস্তা বা জল খাবার খাওয়ার আগে এইসব বিষয়গুলো শুধুমাত্র google-এ সার্চ দিয়েই দেখে নিতে পারি। যার ফলে আমরা নিজেরাই নিজেদের খাবার সম্পর্কে আরো বেশি সচেতন হতে পারব।।

এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য নিম্নোক্ত ভিডিওতে পেয়ে যাবেন।। ধন্যবাদ সকলকে।।

13/07/2025

আসসালামু আলাইকুম

আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ওটস।।

মানুষের খাদ্য সচেতনতার পাশাপাশি আধুনিকতারও বেশ ছাপ পড়েছে। সেই আধুনিক খাবারের মধ্যে ওটস একটি অন্যতম প্রধান খাবার।

ওটসের মধ্যে প্রধানত দুইটি প্রকারভেদ রয়েছে:

১। স্টিল কাট ওটস।
২। ইনস্ট্যান্ট ওটস।

স্টিল কাট ওটস দেখতে কিছুটা চিড়ার মত এইটার GI (Glycemic Index) খুবই কম। এইটার GI ৩০-৩৫ এরমধ্যে। অর্থাৎ এটা খুবই হেলদি একটা খাবার, এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা Blood suger কে খুব একটা বাড়ায় না বা খুব ধীরে ধীরে বাড়ায়।

অন্যদিকে ইনস্ট্যান্ট ওটস যেটা পানিতে দিলে সহজে মিশে যায় এবং পায়েসের মতো হয়ে যায় এটির GI (Glycemic Index) অনেক হাই প্রায় ৭৫-৭৮। সুতরাং যাদের ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেসার আছে তারা অবশ্যই এই ইনস্ট্যান্ট ওটস খাওয়া থেকে বিরত থাকুন।

ওটস আমরা কিসের সাথে খাচ্ছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রায়ই দেখি আম, কলা বা মিষ্টি জাতীয় কোন কিছুর সাথে অনেকেই ওটস খেয়ে থাকে, যেটি একদমই উচিত নয়। যেগুলো হাই প্রোটিন যেমন দুধ, ডিম, অল্প পরিমাণ অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে ভেজে, ইত্যাদি উপায় ওটস খাওয়া যেতে পারে।

23/06/2025

আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু Rainbow Colour বা সকল কালারের সবজি এবং ফলের পুষ্টিগুন সম্পর্কে।

একটি রং একটি নিউট্রিয়েন্ট কে নির্দেশ করে সুতরাং আমরা বিভিন্ন রঙের সংমিশ্রণ যেন ঘুরিয়ে ফিরিয়ে খাই। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন একজন মানুষের সুস্থ থাকার জন্য ৪০০ গ্রাম এর মত সবজি বা ফল খাওয়া প্রয়োজন। এবং বাংলাদেশের পুষ্টিবিদরাও এখন এগুলো নিয়ে কথা বলতেছেন, ব্রিটিশ ডায়েটারি অ্যাসোসিয়েশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organisation (WHO) এই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেছে যেন আমরা বিভিন্ন কালারের সবজি এবং ফল খেয়ে থাকি। কারণ একেক ধরনের ফলে বা সবজিতে একেক ধরনের নিউট্রিয়েন্ট আছে।

সুতরাং আসুন আমরা আমাদের প্রতিদিনের খাবারে কালারের সবজি বা ফল অন্তর্ভুক্ত করি এবং সুস্থ সমৃদ্ধ জীবন গড়ি।।

Address

Dhaka
1217

Telephone

+8801615007790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr SM Humayun Kabir PhD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr SM Humayun Kabir PhD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category