রক্ত সন্ধানী - UITS

রক্ত সন্ধানী - UITS 🎓 UITS | 🩸 রক্তদাতা প্ল্যাটফর্ম | ❤️ রক্ত দিন, জীবন বাঁচান | 🤝 মানবতার টানে, রক্তদানে!

30/04/2025
।। আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান ।।⚠️ ‘রক্তদান করুন প্রতি ৩ মাস অন্তর, সচেতনভাবে’।📢 যারা নিয়মিত রক্তদান করেন, তাদ...
29/04/2025

।। আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান ।।
⚠️ ‘রক্তদান করুন প্রতি ৩ মাস অন্তর, সচেতনভাবে’।

📢 যারা নিয়মিত রক্তদান করেন, তাদের উদ্দেশ্যে বলছি—
আপনি যদি নিয়মিত রক্তদান করেন, তাহলে প্রতি তিন মাস পরপর রক্ত দিন।
কোনোভাবেই তিন মাসের আগে কিংবা এক মাসে দুইবার রক্ত দেওয়ার ভুল করবেন না।

বিঃদ্রঃ এই ভুল করলে আপনার শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে,
ফলে শরীর দুর্বল হয়ে পড়বে, যা অপ্রত্যাশিত পরিণতির কারণ হতে পারে।

💉 নিজের শরীরের সুরক্ষা, অন্যের জীবন রক্ষা।
💉 সুরক্ষিত দান, সুস্থ প্রাণ।

সকল রক্তযোদ্ধার প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া।
#রক্তসন্ধানী_uits

রক্ত সন্ধানী - UITS ডোনার ডেটাবেজআমাদের পরিবারে প্রতিদিনই কেউ না কেউ রক্তের জন্য সাহায্যের হাত বাড়ায়।তাদের পাশে দ্রুত পৌ...
20/04/2025

রক্ত সন্ধানী - UITS ডোনার ডেটাবেজ

আমাদের পরিবারে প্রতিদিনই কেউ না কেউ রক্তের জন্য সাহায্যের হাত বাড়ায়।
তাদের পাশে দ্রুত পৌঁছাতে চাই আমরা — আর এজন্যই তৈরি করছি একটি সংগঠিত ডোনার ডেটাবেজ।

যদি আপনি স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী হন,
তাহলে নিচের ফর্মটি পূরণ করে আমাদের পাশে দাঁড়ান ।

Donor Registration Form :
https://forms.gle/fkNHgbicgBMT8En58

তথ্যগুলো শুধুমাত্র রক্তদানের প্রয়োজনে ব্যবহার করা হবে।

আসুন, ভালো কাজের অংশীদার হই।
রক্ত দিন, জীবন বাঁচান।

স্বাগতম রক্ত সন্ধানী - UITS পরিবারে!মানবতার সেবায় এগিয়ে আসুন, হোন একজন রক্তযোদ্ধা। আমরা "রক্ত সন্ধানী - UITS" পরিবার, ...
19/04/2025

স্বাগতম রক্ত সন্ধানী - UITS পরিবারে!

মানবতার সেবায় এগিয়ে আসুন, হোন একজন রক্তযোদ্ধা। আমরা "রক্ত সন্ধানী - UITS" পরিবার, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াই রক্তের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে।

রক্ত সন্ধানী -UITS
Join us (messenger) : https://m.me/cm/AbbK5liQfji-QdWB/?send_source=cm%3Ashare_to_more

FB Group: https://www.facebook.com/groups/1333219517927684/?ref=share&mibextid=NSMWBT

FB Page : https://www.facebook.com/share/1BSa8Qzggx/

Welcome, everyone. This community is for members to chat and share important updates.

শুভ নববর্ষ ১৪৩২নতুন সূর্য উদয়ের সাথে আসুক নতুন আশার আলো।রক্তদান হোক আমাদের নববর্ষের অঙ্গীকার —"প্রতি ফোঁটা রক্তে বাঁচুক ...
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
নতুন সূর্য উদয়ের সাথে আসুক নতুন আশার আলো।
রক্তদান হোক আমাদের নববর্ষের অঙ্গীকার —
"প্রতি ফোঁটা রক্তে বাঁচুক একটি প্রাণ।"

রক্ত সন্ধানী - UITS পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

#রক্তসন্ধানী_UITS

"মানবতার পাশে, ফিলিস্তিনের পাশে — রক্ত সন্ধানী - UITS"রক্ত সন্ধানী - UITS সবসময়ই মানবতার পক্ষে।আমরা নির্যাতিত ফিলিস্তিনি...
06/04/2025

"মানবতার পাশে, ফিলিস্তিনের পাশে — রক্ত সন্ধানী - UITS"

রক্ত সন্ধানী - UITS সবসময়ই মানবতার পক্ষে।
আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পাশে আছি।
শান্তি ও ন্যায়বিচারই হোক আমাদের মূল বার্তা।

হে আল্লাহ! তুমি আমাদের মুসলিম ভাই-বোনদের হেফাজত কর। আমিন
আল্লাহ ভরসা, মুসলিমদের জয় হবেই — ইন শা আল্লাহ।

🌙✨ ঈদ মোবারক! ✨🌙আনন্দ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক এই ঈদ। রক্তদান করে মানবতার পাশে দাঁড়ানোর সংকল্প হোক ঈদের আনন্দের অংশ।রক্...
30/03/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙

আনন্দ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক এই ঈদ। রক্তদান করে মানবতার পাশে দাঁড়ানোর সংকল্প হোক ঈদের আনন্দের অংশ।

রক্তের প্রয়োজন? রক্ত সন্ধানী UITS সর্বদা আপনাদের পাশে

#রক্তদান_জীবনদান #রক্তসন্ধানী_UITS

27/03/2025

🔴 রক্ত সন্ধানী UITS – প্রতিনিধি নিয়োগ 📢

রক্ত সন্ধানী UITS-এ প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে (সেমিস্টার - ব্যাচ - সেকশন) ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

✅ যোগ্য প্রতিনিধির নির্বাচন সম্পূর্ণ কাজের দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

🌟 প্রতিনিধি হওয়ার সুবিধা:
✔️ ব্যাচ ও ডিপার্টমেন্টের মধ্যে সক্রিয় কানেকশন তৈরি হবে।
✔️ দ্রুত রক্ত ব্যবস্থা করা আরও সহজ হবে।

🚀 ব্যাচ রিপ্রেজেন্টেটিভ হিসেবে যুক্ত হতে আপনাকে স্বাগতম!
📞 যোগাযোগ করুন: 01755-459355 (Whatsapp)

🔗 মানবতার সেবায় একসঙ্গে এগিয়ে চলি! ❤️

🎓 UITS | 🩸 রক্তদাতা প্ল্যাটফর্ম | ❤️ রক্ত দিন, জীবন বাঁচান | 🤝 মানবতার টানে, রক্তদানে!

২৬ এ মার্চ - মহান স্বাধীনতা দিবস
25/03/2025

২৬ এ মার্চ - মহান স্বাধীনতা দিবস

12/03/2025

🩸 স্বাগতম রক্ত সন্ধানী - UITS এ! 🩸

🎓 এই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর কিছু মানবিক ও সদিচ্ছাসম্পন্ন শিক্ষার্থীর হাত ধরে — একটিই লক্ষ্য নিয়ে:
“রক্ত দিন, জীবন বাঁচান।”

❤️ আমরা বিশ্বাস করি, রক্তদানে শুধু একজন নয়, একটি পরিবারকেও বাঁচানো যায়।
🤝 জরুরি রক্তের প্রয়োজনে আমরা আছি পাশে — সাহায্য করতে, সাহস দিতে, জীবন বাঁচাতে।

📌 এই যাত্রায় আপনিও হতে পারেন একজন নায়ক — একজন রক্তদাতা, একজন মানবদরদী।
আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন।

মানবতার টানে, রক্তদানে!
#রক্ত_সন্ধানী #রক্তদান #মানবতা

Address

Holding 153, Near Baridhara Diplomatic Zone, South Nayanagar, Vatara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত সন্ধানী - UITS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram