Prof. Dr. K M Formuzul Haque

Prof. Dr. K M Formuzul Haque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prof. Dr. K M Formuzul Haque, monisha building, Science lab quater, Dhaka.

রাজশাহীর সুস্বাদু আম এতোটা স্বাস্থ্যসম্মত উপায়ে বাজারজাতকরণের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শুভ কামনা রইল।
06/06/2021

রাজশাহীর সুস্বাদু আম এতোটা স্বাস্থ্যসম্মত উপায়ে বাজারজাতকরণের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শুভ কামনা রইল।

আকর্ষনীয় মূল্য ছাড়!! ১৫ কেজির প্রতি বক্সে ৫০ টাকা ছাড়!!
সাথে প্যাকিং ও কুরিয়ার চার্জ একদম ফ্রি!!!

অফারটি চলবে ১০ মে পর্যন্ত।

রাজশাহীর "সেভ ফ্রেশ ম্যাংগো প্রজেক্ট" নিয়ে এসেছি বাগানের সেরা আম, কম মূল্যে!
আকর্ষনীয় কার্টুন বক্সে প্যাকেটজাতকৃত, তাই উপহার হিসেবেও পাঠাতে পারেন। 🎁

⏹রাজশাহীর গোপালভোগ আমের মূল্য প্রতি কেজি ৭০/-
(১৫ কেজি আম সব খরচসহ = ১০৫০ টাকা)

⏹হিমসাগর/ ক্ষিরসাপাত আমের মূল্য প্রতি কেজি ৭৫/-
(১৫ কেজি আম সব খরচসহ = ১১২৫ টাকা)

⏹ বাড়তি কোন প্যাকেজিং চার্জ বা কুরিয়ার চার্জ নেই !!!

⏹ কোন ইনবক্স প্রাইসিং নেই, কোন বাড়তি খরচ নেই।

🔹প্রতি কার্টুনে ১৫ কেজি আম।
🔹স্ট্যান্ডার্ড সাইজঃ কেজিতে ৪-৫টি আম (আমের 🔹জাতভেদে)।
🔹রাজশাহীর বাগান থেকে সংগৃহকৃত কেমিক্যাল মুক্ত
🔹পরিছন্ন, দাগহীন ও স্ট্যান্ডার্ড সাইজের রসালো আম।

বিকাশ পেমেন্টঃ ০১৭২৮০৫২৬৯৬

অর্ডার করার জন্য ফোন করুন ০১৭২৮০৫২৬৯৬ এই নম্বরে। অথবা ভিজিট করুন https://www.facebook.com/SafeFreshMangoes/

17/10/2020

Our Honorable Guests in World Food Day' 2020

07/02/2020

175Sharesরাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত “রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস” এর ৪টি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার...

23/01/2020

160Sharesবর্নাঢ্য আয়োজনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভ....

গত ১১-০১-২০২০ তারিখ শনিবার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ৫০০ জন সম্মানিত  মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হ...
15/01/2020

গত ১১-০১-২০২০ তারিখ শনিবার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ৫০০ জন সম্মানিত মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টরের প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কে এম ফরমুজুল হক, ডীন, প্রকৌশল অনুষদ ও বিভাগীয় প্রধান, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান; জনাব নবীবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন কমান্ডার, মুক্তিযোদ্ধা সাংসদ, আক্কেলপুর উপজেলা এবং জনাব সায়েদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন পরিচালক, সাইবার বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আক্কেলপুর উপজেলার ইউএনও জনাব জাকিউল ইসলাম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

21/12/2019
14/12/2019

"ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।"

🔹শিক্ষাবিদ-৯৯১ জন
🔹সাংবাদিক-১৩ জন
🔹ডাক্তার-৪৯ জন
🔹আইনজীবি-৪২ জন
🔹অন্যান্য-১৬ জন

🔹🔹সর্বমোট = ১১১১ জন।

মাত্র একরাতে একটি জাতির হাজার বছর পিছিয়ে যাবার গল্প।

হে জাতির সূর্য সন্তানেরা! আপনারা আজীবন বেঁচে থাকবেন বাঙালি জাতির প্রতিটি মানুষের মনে।
"রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস" -এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

21/10/2019

🌏 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত "রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস"-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 🎓🎓
☀ সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৭ অক্টোবর, ২০১৯, পৃষ্ঠাঃ ১২

🔶 বিভাগসমূহঃ
🍀 মাইক্রোবায়োলজি (আসনঃ ৫০টি)
🍀 ফুড এন্ড নিঊট্রিশনাল সায়েন্স (আসনঃ ৫০টি)
🍀 এগ্রীকালচার (আসনঃ ৫০টি)
🍀 ফিশারীজ (আসনঃ ৫০টি)


🔷 সেকেন্ড টাইমাররা আবেদন করতে পারবে

🔷 জিপিএ ৭.৫ থাকলেই আবেদন করা যায়। শুধুমাত্র ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট হয়। জিপিএ যোগ হয় না। নেগেটিভ মার্কিং নেই।

🔷 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস, একই প্রশ্ন, একই স্যার খাতা মূল্যায়ন করেন। রেজাল্টও হয় একসাথে, একই সার্টিফিকেট প্রদান করে । একসাথে সমাবর্তন হয়।

🔷 সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা যায়।

🔷 বাংলাদেশের সবচেয়ে নির্মল ও পরিছন্ন শহর রাজশাহী। নেই কোন যানজট। থাকা- খাওয়ার খরচও কম।

🔷 বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইব্রেরি, নীল-সাদা বাস সবই ব্যবহার করতে পারবে।

☀ ওয়েবসাইটে www.rib.edu.bd থেকে "Admission Guideline 2019-20" ডাইনলোড করলে বিস্তারিত জানতে পারবেন। যোগাযোগঃ ০১৭১৪ ০৮১১৭২, ০১৭০১ ০০৪৩১৩।

14/09/2019

#খবরেরকাগজে_মোড়ানো_খাবার_ও_একটি_গণস্বাস্থ্যঝুঁকি

আমাদের ভারতীয় উপমহাদেশে প্রায় সবখানেই পাবলিকেরা স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড যেমন পেঁয়াজু, বেগুনি, জিলিপি, ছোলা ভাজা, চপ, সিঙ্গাড়া, বার্গার এসব তো আছেই তাছাড়া আমড়া, তেঁতুল, জলপাই, আনারস, বড়ই এসবের আচারও কিনে নেয় নিউজপেপারের বানানো প্যাকেটে করে বা বাদামী রঙের কিছু পাতলা কাগজের প্যাকেটে করে। এই ব্যাপারটা আসলে কেউ অস্বীকার করবেনা আশা করি। ২০১২ সালে US library of medicine এবং National Institute of health এর সহায়তায় ভারতীয় বিজ্ঞানীরা একটা গবেষণা চালায় এই কাগজের প্যাকেটের উপরে এবং ২০১৪ তে বিস্তারিত একটি আর্টিক্যাল প্রকাশ করে Our Food: Packaging and Public Health নামে। ওখানে যা বলা হয়েছে তা খুব সংক্ষেপে লিখছি।

আমরা প্রতিনিয়ত তেলে ভাজা খাবার জিনিস বা কাটা সবজি, পেঁয়াজ, রসুন এগুলো নেবার সময় খেয়াল করিনা যে ঐ কাগজের প্যাকেট তেল বা পানি শুষে সিক্ত হয়ে উঠেছে অথবা আমরা অনেকে তেলের খাবারের অতিরিক্ত তেল বের করার জন্য অনেক সময় খবরের কাগজে চেপে তেল বের করি। এই তেলে ভেজা নিউজপেপার কতটা মারাত্মক সেটা আসলে আমাদের মাথায় ছিলোনা এতদিন। পশ্চিমা বিশ্বে এই অভ্যাস নেই বলে তাঁরা এটার উপর তেমন গুরুত্ত্ব না দিয়ে প্লাস্টিক প্যাকেজিং এর উপরে গুরুত্ত্ব দিয়েছিলো। গবেষণায় দেখা গেছে যে এই নিউজপেপারের ছাপার কালি তেল বা পানিতে সহজেই দ্রবীভূত হয়ে খাবারে তাৎক্ষণিক মিশে যায়। এই নিউজ পেপারের কালি তৈরী হয় বিভিন্ন petroleum based minarel oil এবং benzophenon যা আমাদের Hormone Disruptor হিসেবে কাজ করে । এই কালিতে আরো থাকে arylamines নামক ক্যামিকেল গুলো যেমন benzidine, 2-Naphthylamine ও 4-Aminobiphenyl এই তিনটি ক্যামিকেল ব্লাডার ও ফুসফুস ক্যান্সারের ১০০ ভাগ ভূমিকা রাখে। এগুলো ছাড়াও হরেক রকমের colorants, pigments, binders, additives আর photo-initiators ব্যবহৃত হয় যা পাকস্থলীর ক্যান্সার সহ বিবিধ অসুবিধা সৃষ্টি করছে। এই সমস্ত কিছুই তেলে দ্রবীভূত হয়ে আপনার আমার শরীরে এসে জমা হচ্ছে। এবার আসি কালি ছাড়া ঐ কাগজে কি কি আছে সে প্রসঙ্গে। আমাদের যেসব নিউজপ্রিন্টের কাগজের উপরে খবর প্রিন্ট করা হয় সেগুলো প্রায়ই রিসাইকেল করা কাগজ। গবেষকেরা এগুলার কাঁচামাল পরীক্ষা করে দেখেন যে সেই কাঁচামালে cosmetics যেমন eye makeup, hair dye, sindhoor, lead-based paints, ceramic glazes আছে প্রচুর পরিমাণে এছাড়াও industrial emissions, battery units, diety-making units পর্যন্ত পাওয়া যায় যার অধিকাংশই সীসা সমৃদ্ধ ও lead poisoning এর জন্য দায়ী। এছাড়াও প্লাস্টিক গঠনকারী ক্যামিকেল diisobutyl phthalate ও di-n-butyl phthalate ও প্রচুর আছে যা পুরুষের টেস্টোস্টেরন রিসেপ্টরগুলো নষ্ট করে দেয়। মনে রাখতে হবে এসব কিছুও আমাদের মজার তৈলাক্ত খাবারের সাথে ঢুকছে আমাদের দেহে।

এই রিপোর্ট প্রকাশের পরে ইন্ডিয়া ও পাকিস্তান খাদ্য প্যাকেজিং এর উপরে কয়েকটা আইন তৈরী করে। কিন্তু আমাদের দেশের আমি আজ পর্যন্ত প্লাস্টিক প্যাকেজিং এর নিয়ম পেলেও এই নিউজপ্রিন্ট প্যাকেজিং সংক্রান্ত তেমন কিছু আইন বা নিয়ম বা নির্দেশবলী পেলামনা যদিও খাবারের এই অভ্যাস সাধারণ জনগনের ভেতরে অত্যন্ত সুলভ। ডাক্তারের পরামর্শবিহীন বছরের পর বছর এন্টি আলসারেন্ট খেয়ে যাচ্ছে এমন জনগণের সংখ্যা অসম্ভব রকমের বেশি ইদানীং। আমি নিশ্চিত নই যে এরকম কোন অভ্যাসের কারণে এই তথাকথিত “গ্যাস্টিকের সমস্যা”র কতটুকু সম্পর্ক আছে, তবু নিউজপ্রিন্ট ও ছাপার কালির স্বাস্থ্যঝুঁকি যেহেতু প্রমাণিত তাই সতর্ক করতে সমস্যা কোথায়?

সূত্র-
the hindustantimes ( 10 dec 2016)
The Dawn (4 may 2014)
NCBI

12/09/2019
07/09/2019

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন #আইনস্টাইনকে বললেন - "আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।"
-আইনস্টাইন তো অবাক!! উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মীটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো ।"
-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে, "সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ"

Seminar on "Dissemination of Knowledge about Food Adulteration and its Consequences" in August 31, 2019. Organized by De...
04/09/2019

Seminar on "Dissemination of Knowledge about Food Adulteration and its Consequences" in August 31, 2019. Organized by Department of Food Technology and Nutritional Science, Mawlana Bhashani Science and Technology University, Tangail.

গত ২১.০৮.১৯ ইং তারিখে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব জনাব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী এবং অতিরিক্ত সচিব জনাব ড. বেলাল হোসে...
23/08/2019

গত ২১.০৮.১৯ ইং তারিখে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব জনাব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী এবং অতিরিক্ত সচিব জনাব ড. বেলাল হোসেন এর সাথে পুষ্টি, খাদ্য ও পরিবেশ বিষয়ক গবেষনা নিয়ে মন্ত্রনালয়ের অফিস কক্ষে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- Research team - এর সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, ড. আব্দুজ জাহের, ড. সুমাইয়া মামুন এবং অধ্যাপক ড. ফরমুজুল হক, ডিন, প্রকৌশল বিভাগ ও বিভাগীয় প্রধান, খাদ্য প্রকৌশল বিভাগ, NPI বিশ্ববিদ্যালয়।

08/08/2019

"জাতীয় শোক দিবস ২০১৯" - এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Address

Monisha Building, Science Lab Quater
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. K M Formuzul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share