01/08/2025
💔 সূর্য যেন নিভে না যায়...
এই ছবির ছেলেটির নাম সূর্য চন্দ্র রায়। পঞ্চগড়ের দেবিগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম শেখবাধা ফুলবাড়ী থেকে উঠে আসা এক মেধাবী শিক্ষার্থী। শেখবাধা ফুলবাড়িয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র, রোল ৩। জীবনটা যেনো ছিল স্বপ্নে মোড়া—স্কুলের বন্ধু, খেলার মাঠ, বইয়ের পাতায় ঘুমিয়ে থাকা স্বপ্ন...
কিন্তু হঠাৎই এক নির্মম বাস্তবতা সব কেড়ে নেয়।
সূর্য আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে—সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাঃ আনোয়ারুল করিম স্যারের অধীনে চলছে তার চিকিৎসা।
তার পরিবার?
একজন দিনমজুর বাবা, কাঁদতে থাকা এক মা... নিঃস্ব, অসহায়, অথচ সন্তানের জন্য পাহাড়সম ভালোবাসা নিয়ে ঢাকার এই ব্যস্ত, ইট-কাঠ-পাথরের শহরে ঠাঁই নিয়েছে “আপন ঘর ক্যান্সার হোম”-এ।
এই শহরে প্রতিদিন হাজারো গাড়ি চলে, হাজারো মানুষ স্বপ্ন বোনে, কিন্তু একটুখানি নিঃশ্বাস আর বাঁচার আশায় সূর্য প্রতিদিন লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। খেলাধুলা ভুলে গেছে, স্কুল ব্যাগ ছুঁয়েও না। এখন তার চেনা দুনিয়া শুধু হাসপাতালের বেড, স্যালাইন, কেমোথেরাপি আর চোখভরা জল।
একটি পরিবারের চোখের তারা আজ জীবন হাতে নিয়ে যুদ্ধ করছে।
পোস্টটি যারা পড়ছেন, আপনাদের কাছে শুধু একটা চাওয়া—
তার জন্য দোয়া করুন।
দোয়া করুন যাতে আবার সূর্য উঠতে পারে, স্কুলে ফিরতে পারে, বন্ধুদের মাঝে হাসতে পারে। এই ছোট্ট জীবনটা যেন থেমে না যায়, নিভে না যায়…