Apon Ghar Cancer Shelter Home

Apon Ghar Cancer Shelter Home A Home for Hope...

Little Fatema is battling blood cancer, carrying pain too heavy for her tiny body. Each day is a silent fight, and her i...
30/09/2025

Little Fatema is battling blood cancer, carrying pain too heavy for her tiny body. Each day is a silent fight, and her innocent smile is lost in endless suffering. No child deserves such pain… Please, I beg everyone to keep her in your heartfelt prayers. I request everyone to make dua for Fatema🙏

🌸 একটু ভালোবাসা, একটু দোয়া 🌸ফেনীর লক্ষীয়ারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাত্র ১৫ বছরের কিশোরী জান্নাতুল ফেরদৌস মারিয়া। বয়স...
10/08/2025

🌸 একটু ভালোবাসা, একটু দোয়া 🌸

ফেনীর লক্ষীয়ারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাত্র ১৫ বছরের কিশোরী জান্নাতুল ফেরদৌস মারিয়া। বয়সটা যেখানে স্বপ্ন আর হাসি-খুশিতে ভরপুর থাকার কথা, সেখানে সে লড়ছে ভয়ঙ্কর ব্লাড ক্যানসার নামের এক নিষ্ঠুর রোগের সঙ্গে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলছে।

মারিয়া আর তার মা এখন আমাদের
. আছেন—যেখানে থাকা, খাওয়ার সব ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। কিন্তু ওর চিকিৎসার প্রতিটি মুহূর্ত ভরিয়ে আছে ব্যথা, ভয় আর অনিশ্চয়তায়।

আপনাদের সবার কাছে একটাই অনুরোধ—
👉 দোয়া করবেন, যেন আল্লাহ এই মেয়েটিকে সুস্থ জীবন দান করেন
👉 তার হাসি আবার ফিরে আসে, যেন সে স্বপ্ন দেখতে পারে নতুন করে

দোয়া এক শক্তি, যা পাহাড়ও সরিয়ে দিতে পারে। আসুন, সবাই মিলে মারিয়ার জন্য সেই শক্তি হয়ে উঠি। 💔🙏

💔 সূর্য যেন নিভে না যায়...এই ছবির ছেলেটির নাম সূর্য চন্দ্র রায়। পঞ্চগড়ের দেবিগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম শেখবাধা ফুলবাড়ী থ...
01/08/2025

💔 সূর্য যেন নিভে না যায়...

এই ছবির ছেলেটির নাম সূর্য চন্দ্র রায়। পঞ্চগড়ের দেবিগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম শেখবাধা ফুলবাড়ী থেকে উঠে আসা এক মেধাবী শিক্ষার্থী। শেখবাধা ফুলবাড়িয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র, রোল ৩। জীবনটা যেনো ছিল স্বপ্নে মোড়া—স্কুলের বন্ধু, খেলার মাঠ, বইয়ের পাতায় ঘুমিয়ে থাকা স্বপ্ন...

কিন্তু হঠাৎই এক নির্মম বাস্তবতা সব কেড়ে নেয়।

সূর্য আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে—সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাঃ আনোয়ারুল করিম স্যারের অধীনে চলছে তার চিকিৎসা।

তার পরিবার?
একজন দিনমজুর বাবা, কাঁদতে থাকা এক মা... নিঃস্ব, অসহায়, অথচ সন্তানের জন্য পাহাড়সম ভালোবাসা নিয়ে ঢাকার এই ব্যস্ত, ইট-কাঠ-পাথরের শহরে ঠাঁই নিয়েছে “আপন ঘর ক্যান্সার হোম”-এ।

এই শহরে প্রতিদিন হাজারো গাড়ি চলে, হাজারো মানুষ স্বপ্ন বোনে, কিন্তু একটুখানি নিঃশ্বাস আর বাঁচার আশায় সূর্য প্রতিদিন লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। খেলাধুলা ভুলে গেছে, স্কুল ব্যাগ ছুঁয়েও না। এখন তার চেনা দুনিয়া শুধু হাসপাতালের বেড, স্যালাইন, কেমোথেরাপি আর চোখভরা জল।

একটি পরিবারের চোখের তারা আজ জীবন হাতে নিয়ে যুদ্ধ করছে।

পোস্টটি যারা পড়ছেন, আপনাদের কাছে শুধু একটা চাওয়া—
তার জন্য দোয়া করুন।
দোয়া করুন যাতে আবার সূর্য উঠতে পারে, স্কুলে ফিরতে পারে, বন্ধুদের মাঝে হাসতে পারে। এই ছোট্ট জীবনটা যেন থেমে না যায়, নিভে না যায়…



🍂 ছোট্ট তামিমের জন্য দোআ চাই 🍂এই শিশুটির নাম তামিম বেপারী। বয়স মাত্র ৮ বছর। পিতা চানমিয়া বেপারী একজন রং মিস্ত্রী। জীবনের...
18/06/2025

🍂 ছোট্ট তামিমের জন্য দোআ চাই 🍂

এই শিশুটির নাম তামিম বেপারী। বয়স মাত্র ৮ বছর। পিতা চানমিয়া বেপারী একজন রং মিস্ত্রী। জীবনের রঙ যিনি আঁকেন, আজ তার নিজের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার।

তামিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ডা. আনোয়ারুল করিম স্যারের অধীনে চিকিৎসাধীন।

তামিম ও তার মা এখন অবস্থান করছে “আপন ঘর ক্যান্সার শেল্টার হোমে”, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।

এই ছোট্ট ছেলেটার চোখে এখন শুধু ভয় আর সহ্য করার অভিমান— কিন্তু তার ভেতরে চলছে এক অসীম সাহসের যুদ্ধ।

আমরা কেউই ক্যান্সারের যন্ত্রণা বুঝি না, যতক্ষণ না তা আমাদের ছোট্ট কারো মুখের হাসি কেড়ে নেয়।

তামিম যেন আবার হাসতে পারে, স্কুলে যেতে পারে, বন্ধুদের সঙ্গে খেলতে পারে— তার জন্য দরকার আমাদের সবার ভালোবাসা, সহানুভূতি ও প্রার্থনা।

আপনিও চাইলে আমাদের সাথে এই সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
📞 যোগাযোগঃ +8801711-209899

💔 রাকিবের চোখে ক্যান্সার, চোখের সামনে নিভে যাচ্ছে তার শৈশব…মো: রাকিব, বয়স মাত্র ১১ বছর। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ...
03/06/2025

💔 রাকিবের চোখে ক্যান্সার, চোখের সামনে নিভে যাচ্ছে তার শৈশব…

মো: রাকিব, বয়স মাত্র ১১ বছর। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আরাজী আলমপুর গ্রামের এই নিষ্পাপ শিশুটি এখন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে লিপ্ত। তার বাবা মোঃ নাসিরুল একজন শারীরিকভাবে প্রতিবন্ধী কৃষক — নিজের সংসার চালাতেই যিনি হিমশিম খাচ্ছেন।

রাকিব আক্রান্ত হয়েছে এক ভয়াবহ রোগে — রেটিনোব্লাস্টোমা, যা চোখের ভিতরের মারাত্মক ক্যান্সার। এই রোগ ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে, শুধু চোখ নয়, হুমকির মুখে তার গোটা জীবন।

বর্তমানে তার চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU)। চিকিৎসার দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিতে হচ্ছে, যেখানে প্রতিটি দিনই অর্থ, আশা ও সহানুভূতির জন্য যুদ্ধ।

রাকিব এখন ঢাকায় আমাদের আপন ঘর শেল্টার হোম-এ অবস্থান করছে।
📍আমাদের শেল্টার হোমে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি।
এই ঘরটি অসহায় ক্যান্সার রোগীদের জন্য একটি আশ্রয়, যেখানে মানবতার আলো জ্বলে থাকে।

আসুন, আমরা সবাই রাকিবের পাশে দাঁড়াই। তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে, তার শৈশব রক্ষা করতে, তার জীবনটাকে বাঁচাতে।

👉 যদি কেউ এই সহযোগিতা পেতে চান বা রাকিবের পাশে দাঁড়াতে চান, তাহলে যোগাযোগ করুন:
📞 01711209899

একটি সাহসী শিশুর গল্প - প্রিন্স রায়এই ছোট্ট ছেলেটির নাম প্রিন্স রায়। বয়স খুব বেশি না, কিন্তু জীবন তাকে অনেক বড় একটা লড়াই...
24/05/2025

একটি সাহসী শিশুর গল্প - প্রিন্স রায়

এই ছোট্ট ছেলেটির নাম প্রিন্স রায়। বয়স খুব বেশি না, কিন্তু জীবন তাকে অনেক বড় একটা লড়াইয়ের সামনে দাঁড় করিয়েছে। সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। এখন সে “আপন ঘর - ক্যানসার শেল্টার হোম”-এ চিকিৎসাধীন অবস্থায় আছে।

প্রিন্সের চোখে এখনো স্বপ্ন আছে, হাসিমাখা মুখে সে লড়ছে – বেঁচে থাকার, সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য। এই যুদ্ধটা শুধু ওর একার না, এটা আমাদের সবার।

আমরা যদি একসাথে একটু সহযোগিতার হাত বাড়াই, প্রিন্সের জীবনে ফিরতে পারে আলো, ফিরতে পারে স্বাভাবিক শৈশব।

আপনারও চাইলে আমাদের সাথে এই সহোযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগঃ +8801711-209899

একটা ছোট্ট প্রাণ, একটা বড় যুদ্ধমেহরিমা আক্তার জান্নাত। বয়স মাত্র নয় বছর, অথচ সে লড়ছে এক ভয়ানক রোগ ব্লাড ক্যানসারের বিরুদ...
15/05/2025

একটা ছোট্ট প্রাণ, একটা বড় যুদ্ধ

মেহরিমা আক্তার জান্নাত। বয়স মাত্র নয় বছর, অথচ সে লড়ছে এক ভয়ানক রোগ ব্লাড ক্যানসারের বিরুদ্ধে। আমরা যখন আমাদের সন্তানদের স্কুলে পাঠানোর স্বপ্ন দেখি, তখন জান্নাত দিনের পর দিন হাসপাতালের বিছানায় কাটায়—কেমোথেরাপি আর অসহ্য যন্ত্রণার মধ্যে।জান্নাতএবং তার পরিবারসহ বেশ কিছু দিন ধরে আমাদের
্যানসার_শেল্টার_হোম এ রয়েছেন।
আপনারা সবাই জান্নাতের জন্য দোআ করবেন আর কেউ সহযোগীতা করতে চাইলে যোগাযোগ করবেন।
যোগাযোগঃ +8801711-209899

আজকের আমাদের আপন ঘড় ক্যানসার শেল্টার হোমের দুপুরের খাবারের ফটো।আজকের মেন্যুতে ছিলো মুরগীর রোস্ট সাথে পোলাও।
02/05/2025

আজকের আমাদের আপন ঘড় ক্যানসার শেল্টার হোমের দুপুরের খাবারের ফটো।
আজকের মেন্যুতে ছিলো মুরগীর রোস্ট সাথে পোলাও।

আমাদের   এ আজকে আরেকজন নতুন ব্লাড ক্যানসারের শিশু ও তার পরিবার আসছে।মোছা:মীম আকতার বয়স:৮বছর নারায়নগঞ্জের পাল্লাগ্রামে তা...
28/04/2025

আমাদের এ আজকে আরেকজন নতুন ব্লাড ক্যানসারের শিশু ও তার পরিবার আসছে।
মোছা:মীম আকতার বয়স:৮বছর
নারায়নগঞ্জের পাল্লাগ্রামে তাদের বাসা।বর্তামানে পিজিতে ডা:আতিকুর রহমান স্যারের অধিনে চিকিৎসা করতেছেন।সবাই মীমের জন্য দোআ করবেন আর আমাদের শেল্টার হোমে থাকা খাওয়া সম্পুর্ন ফ্রি পাশাপাশি চিকিৎসার আর্থিক সাহায্য করাও হয়।আপনারও চাইলে আমাদের সাথে এই সহোযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগঃ +8801711-209899

তামিয়া আক্তার স্বর্ণা বয়স:৬বছরনরসিংদীর গোতাশিয়ার মাধুশাল গ্রামে তাদের বাসা। স্বর্ণা দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছে।...
23/04/2025

তামিয়া আক্তার স্বর্ণা বয়স:৬বছর

নরসিংদীর গোতাশিয়ার মাধুশাল গ্রামে তাদের বাসা। স্বর্ণা দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার আনোয়ারুল করিম স্যারের কাছে চিকিৎসা করছে। সবাই স্বর্নার জন্য দোআ করবেন।
তাদের ঢাকার মধ্যে কোথাও থাকার যায়গা নেই,তার বাবা একজন সামান্য কৃষক বাসা ভাড়া নিয়ে থাকার মতো তাদের সামর্থ্য নেই তাই তারা আমাদের এ অবস্থান করছে।এরকম স্বর্ণার মতো অনেকেই আমাদের শেল্টার হোমে বর্তমানে আছেন। আমাদের শেল্টার হোমে সম্পুর্ন থাকা খাওয়া ফ্রি পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে।

আপনারও চাইলে আমাদের সাথে এই সহোযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগঃ +8801711-209899

মো:তানভীর হোসেন, বয়স:১৪খুলনার টিন সেট কলোনিতে বাসা। ৭ম শ্রেণিতে পড়ুয়া তানভীর দীর্ঘ ৮ মাস যাবৎ মরণব্যাধী ব্লাড ক্যানসার র...
24/03/2025

মো:তানভীর হোসেন, বয়স:১৪

খুলনার টিন সেট কলোনিতে বাসা। ৭ম শ্রেণিতে পড়ুয়া তানভীর দীর্ঘ ৮ মাস যাবৎ মরণব্যাধী ব্লাড ক্যানসার রোগে ভুগতেছে। তার এই জটিল রোগের জন্য তার পড়াশোনা বন্ধ আছে। ঢাকায় কোন আত্মীয়ের বাসা না থাকায় চিন্তায় পড়ে যান কোথায় থাকবেন। চিকিৎসার টাকাই যেখানে জোগার করা কষ্টসাধ্য সেখানে যান্ত্রিক এ শহরে থাকা খাওয়ার বাড়তি চাপ ছিল বিরাট বোঝা। আমাদের খোজ পান আরেক রোগীর কাছ থেকে৷ বর্তমানে তানভীর এবং তার বাবা-মা সহ সম্পূর্ণ বিনামূল্যে আমাদের আপন ঘর ক্যান্সার শেল্টার হোমে দুই মাস ২০ দিন যাবত থাকছে। বলা যাচ্ছে না আরও কতদিন থাকতে হবে। আমরা সবাই তানভীরের জন্য দোআ করি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারে। এরকম আরও অনেকেই আমাদের আপন ঘর ক্যান্সার শেল্টার হোমে থাকেন যাদের খাওয়া-থাকা সম্পূর্ণ ফ্রি এবং পাশাপাশি চিকিৎসার জন্যও আর্থিক সাহায্য করা হচ্ছে।

আপনারও চাইলে আমাদের সাথে এই সহোযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগঃ +8801711-209899

Address

374, Free School Street, Hatirpool
Dhaka
1205

Telephone

+8801711209899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon Ghar Cancer Shelter Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Apon Ghar Cancer Shelter Home:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category