10/07/2025
✅ বন্যা ও সাপের উপদ্রব: সবাই সতর্ক থাকুন!
বর্তমানে বন্যার কারণে বিভিন্ন এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাচ্ছে। সবার জন্য কিছু জরুরি পরামর্শ:
🐍 ✔️ রাতে হাঁটার সময় টর্চ বা লাইট ব্যবহার করুন।
🐍 ✔️ ঘরের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন।
🐍 ✔️ মাটিতে না শুয়ে উঁচু জায়গায় ঘুমানোর চেষ্টা করুন।
🐍 ✔️ জুতো ছাড়া বাইরে যাবেন না।
🐍 ✔️ চাল, কাপড়, কাঠ বা অন্য কিছু সরানোর আগে সাবধানে দেখুন।
🐍 ✔️ ছোটদের সবসময় নজরে রাখুন।
✅ সাপে কামড় দিলে করণীয়:
⚕️ ভয় পাবেন না – নড়াচড়া কম করুন।
⚕️ কামড়ের জায়গা নাড়াচাড়া করবেন না।
⚕️ শক্ত করে বাঁধবেন না।
⚕️ যত দ্রুত সম্ভব হাসপাতালে যান।
⚕️ ওঝা বা ঝাড়ফুঁক নয় – চিকিৎসকের কাছে নিন।
✅ আসুন আমরা সচেতন হই, নিরাপদ থাকি।