Dr.Md.Mahmud Ur Rahman Masud

Dr.Md.Mahmud Ur Rahman Masud I am Urologist and Androlgist.Endo-Laparoscopic and reconstructive Surgeon.

24/11/2025

প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি জনিত সমস্যার এন্ডোসকপিক অপারেশন

অঙ্গ প্রতিস্থাপন ‌‌ আইন সংশোধন করে গেজেট প্রকাশ অনুমোদন পেল ইমোশনাল ডোনার। আগে  শুধু রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন অঙ্গ...
21/11/2025

অঙ্গ প্রতিস্থাপন ‌‌ আইন সংশোধন করে গেজেট প্রকাশ অনুমোদন পেল ইমোশনাল ডোনার। আগে শুধু রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন অঙ্গ দিতে পারত। এখন কারো সাথে ভালো সম্পর্ক থাকলে সে যদি চায় অঙ্গ দিতে পারবেন ফলে কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন সহজ হবে। তবে অঙ্গ কখনো টাকার বিনিময়ে বিক্রি যোগ্য নয় ইহা দণ্ডনীয় অপরাধ।

17/11/2025

অপারেশনের পর রোগী যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন সাজনের সবচেয়ে ভালো লাগা কাজ করে। আর রোগীর বয়স যদি হয় প্রায় ১০০ বছর তখন ভালোলাগা আরও বেড়ে যায়।

11/11/2025

UroLift প্রোস্টেট বৃদ্ধি জনিত সমস্যার একটি আধুনিক অপারেশন। যারা TURP অপারেশনের জন্য ফিট না এবং যাদের হার্টের সমস্যা আছে এবং ঔষধ বন্ধ করা যাবে না তাদের জন্য এটি একটি আধুনিক চিকিৎসা। তবে এ যন্ত্রটি বাংলাদেশে এখনো available হয়নি। এর প্রধান কারণ এ যন্ত্রটি বেশ‌ দামি।

01/11/2025

#কিডনি_পাথর
কিডনিতে বিভিন্ন ধরনের ও আকারের পাথর হতে পারে। কিডনি পাথর সাইজ এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম অপারেশন করে থাকি।

🟥 মূত্রশয়ের ক্যান্সার Urinary Bladder Cancer ⛔মূত্রশয়ের ক্যান্সারের লক্ষ্মণ সমূহঃ১. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। ২. কখনও...
28/10/2025

🟥 মূত্রশয়ের ক্যান্সার Urinary Bladder Cancer

⛔মূত্রশয়ের ক্যান্সারের লক্ষ্মণ সমূহঃ

১. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া।
২. কখনও কখনও মাংস পিন্ড প্রস্রাবের সাথে যায়
৩. তাছাড়া ঘন ঘন প্রস্রাব ও প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হয়ে থাকে।

⛔কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়সমূহঃ

১.বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ
২.ধূমপান, রেডিয়েশন, মূত্রাশয়ের পাথর তৈরি করতে পারে।
* শতকরা ৫০ ভাগেরও বেশি ক্যান্সার ঝুঁকির কারণ হচ্ছে ধূমপান।
* যারা সেলুন, টেক্সটাইল মিলে ও চামড়া শিল্পে কাজ করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।

⛔চিকিৎসার ফলাফলঃ

রোগী যদি রোগের লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত আমাদের কাছে চলে আসে তখন আমরা এন্ডোসকপিক্যালি টিউমার অপারেশন করে মুত্রথলির মধ্যে কিছু থেরাপি দেই তাতে রোগী অনেক সময় ভালো থাকে। কিন্তু দেরীতে আসলে টিউমার অনেক বড় হয়ে যায় এবং ক্যান্সার বিভিন্ন অঙ্গের মধ্যে ছড়িয়ে যেতে পারে তখন চিকিৎসা করা বেশ কঠিন হয়ে পরে। কেমোথেরাপি / রেডিওথেরাপি দেওয়ার পর আমরা পেট কেটে মূত্রাশয় ফেলে দেই এবং প্রস্রাবের রাস্তা পেটে করে দেই এবং মূত্র একটি পেটে লাগানো একটি থলিতে জমা হয়। যা রোগীর স্বাভাবিক জীবন যাপন ব্যহত করে। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

⛔প্রতিরোধঃ

এটা প্রতিরোধ করা কঠিন। ধূমপান পরিহার ও ঝুঁকিপূর্ণ পেশা পরিবর্তন করে কিছুটা প্রতিরোধ করা যায়।

ডাঃমাহমুদ-উর-রহমান মাসুদ
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমএস(ইউরোলজি)
01841-257567

🟥Wilms' tumor/ Nephroblastoma একধরনের বিরল কিডনি ক্যান্সার যা সাধারণত শিশুদের হয়ে থাকে। শিশু বয়সে যে ধরনের ক্যান্সার হয় ...
26/10/2025

🟥Wilms' tumor/ Nephroblastoma একধরনের বিরল কিডনি ক্যান্সার যা সাধারণত শিশুদের হয়ে থাকে। শিশু বয়সে যে ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি অন্যতম।

👉রোগের কারণঃ

রোগের কারণ সম্পর্কে এখনো সম্পুর্ন ভাবে জানা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে বংশগতির একটি সম্পর্ক পাওয়া যায়, যখন কিডনির কোষের মধ্যে জন্মগত ত্রুটি কারণে এ রোগ হতে পারে।

👉রোগের ঝুঁকি সমূহঃ

* আফ্রিকান আমেরিকানদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়
* পারিবারিক ইতিহাস থাকলে এ রোগের ঝুঁকি বাড়ে
* আরো কিছু রোগ আছে যাতে এ রোগের ঝুঁকি বাড়ে। যেমনঃ
- Aniridia
-Hemihypertrophy
-WAGAR Syndrome
-Denys-Drash syndrome

👉রোগের লক্ষণ সমূহঃ

এ ক্যান্সারে আক্রান্ত রোগীর অভিভাবক সাধারণত প্রস্রাবে রক্ত যাওয়া, পেটে ব্যথা এবং কখনও কখনও পেটে চাকা নিয়ে চিকিৎসকের কাছে আসেন।

👉রোগ নির্ণয়ঃ

আমরা চিকিৎসকরা শিশুর শারীরিক পরীক্ষা ও কিছু রেডিওলজিকাল পরীক্ষার যেমনঃ আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান এর মাধ্যমে রোগটি নির্ণয় করে থাকি।

👉চিকিৎসাঃ

রোগটি নির্ণয় করার পর যদি দেখাযায় এটি অপারেশন যোগ্য তবে অপারেশন করে কিডনি অপসারণ করলে রোগী ভালো থাকে। আর যারা দেরিতে আমাদের কাছে আসে অনেক সময় অপারেশন করার অবস্থায় থাকেনা, ক্যন্সার আশেপাশে এবং অন্যান্য অঙ্গে ছড়িয়ে যায় তখন আমরা কেমোথেরাপি / রেডিয়েশন দেওয়ার পর অপারেশন করা সম্ভব হলে অপারেশন করে থাকি।

👉প্রতিকারঃ

Wilms' Tumor / Nephroblastoma প্রতিকারের কোন উপায় নেই। যদি পারিবারিক এ রোগের ইতিহাস থাকে এবং এ রোগের ঝুঁকি বাড়ায় এমন রোগ গুলো থাকে তাহলে আমরা চিকিৎসকরা শিশুর নিয়মিত ফলোআপ করে থাকি আল্ট্রাসনোগ্রাম এর মাধ্যমে যাতে রোগটা প্রাথমিক পর্যায়ে ধরা পরে।

**একটি কিডনি নিয়েই একজন ব্যক্তি সুস্বভাবে বাঁচতে পারেন যদি তিনি কিডনি সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলেন।


ডাঃ মাহমুদ-উর-রহমান মাসুদ
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য), এমএস(ইউরোলজি)
01841-257567

🔘  মূত্রতন্ত্রে পাথর রোগরাসায়নিক পদার্থ শক্ত হয়ে বা জমাট বেঁধে মূত্রতন্ত্রে পাথর তৈরী হয়।➡️ মূত্রতন্ত্রে পাথর হওয়ার কারণ...
24/10/2025

🔘 মূত্রতন্ত্রে পাথর রোগ
রাসায়নিক পদার্থ শক্ত হয়ে বা জমাট বেঁধে মূত্রতন্ত্রে পাথর তৈরী হয়।

➡️ মূত্রতন্ত্রে পাথর হওয়ার কারণ এবং ঝুঁকিসমূহঃ

বিভিন্ন উপাদান মূত্রতন্ত্রে পাথর তৈরির জন্য দায়ী। এগুলোর মধ্যেঃ
১। অপর্যাপ্ত পানি পান
২। শরীরে পানিশূন্যতা
৩। প্রস্রাব তৈরি এবং প্রবাহ কমে যাওয়া
৪। প্রস্রাবে কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম, অক্সালেট,ইউরিক এসিড বেশি মাত্রায় থাকা
৫। কিছু পদার্থ যেমন সাইট্রেট অতিরিক্ত কম পরিমাণে থাকা
৬। যে কোন জন্মগত বা অন্য কোন ত্রুটি যদি প্রস্রাবের প্রবাহকে বন্ধ করে দেয় অথবা বাধা দেয়
৭। বিশেষ কিছু শারিরীক অসুস্থতা

➡️ মূত্রতন্ত্রে পাথর রোগের প্রতিরোধ

মূত্রতন্ত্রে পাথর প্রতিরোধ পরিকল্পনা নির্ভর করে কি ধরণের পাথর তার উপর।
১। রোগীর জীবন যাত্রার মান পরিবর্তন যেমন পর্যাপ্ত পানি পান ও খাদ্যাভ্যাস পরিবর্তনের উপদেশ দেয়া যেতে পারে।
২। লেবুর রস সাইট্রেটের ভালো উৎস যা অধিক পরিমাণে খাওয়া যেতে পারে
৩। পরিমিত মাংস, লবণ এবং উচ্চ অক্সালেটযুক্ত খাবার( চকোলেট, বাদাম ইত্যাদি) কম খাওয়া
৪। চিনি,এলকোহল,এন্টাসিড,ক্যাফেইন, কার্বনেটেড পানীয়, পরিশুদ্ধ সাদা আাটা এড়িয়ে চলা উচিত।
৫। যে রোগের জন্য কিডনি পাথর হয়েছে তার চিকিৎসাও প্রয়োজন।

ডাঃমাহমুদ-উর-রহমান মাসুদ
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এমএস(ইউরোলজি)
01841-257567

19/10/2025


বর্তমানে ওভারএকটিভ ব্লাডার(overactive bladder)এর সমস্যা নিয়ে অনেক রোগী চেম্বারে আসেন। দেখা যায় পুরুষের তুলনায় মেয়েরা এ রোগে বেশি ভোগে। এ রোগে দেখা যায় রোগীরা ঘন ঘন প্রস্রাব , রাতে ঘুম ভেঙ্গে প্রস্রাব করতে হয়, প্রস্রাব ধরলে দ্রুত বাথরুমে যেতে হয় তা না হলে কাপড় নষ্ট হয়ে যাওয়ার মত অবস্থার তৈরি হয়, এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। এ সমস্যায় পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তেমন কোন সমস্যাই পাই না, প্রস্রাবে কোন ইনফেকশন থাকে না তখন এই রোগটি ওভার একটিভ ব্লাডার(overactive bladder)হিসেবে চিহ্নিত হয়।

18/10/2025

প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি সাধারণত বয়স্কদের হয়ে থাকে। যেহেতু এটি বয়স্কদের রোগ, রোগী যদি ফিট থাকে তাহলে যেকোনো বয়সেই প্রোস্টেট অপারেশন করা যায়। আমরা এখন মেশিনের মাধ্যমে অপারেশন করে থাকি এন্ডোসকপিক্যালি। আমি ১০০ বছর বয়সের রোগীরও প্রোস্টেট অপারেশন করেছিলাম। অপারেশনে পরবর্তীতে সে খুব ভালো ছিল। ৮০ বছর বয়স্ক এক রোগীর প্রোস্টেট অপারেশনের পর আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছেন।

Address

Dhaka, Tangail
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Mahmud Ur Rahman Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category