Raqi Sultan Mahmud

Raqi Sultan Mahmud Raqi & Hijama specialist
Spiritual Healing & Researcher The Islamic Treatment

03/08/2025

যে ব্যক্তি আল্লাহর আদেশ অনুসরণ করে, আল্লাহ তাআলা তাঁকে শাইত্বানের চক্রান্ত ও ক্ষতি থেকে হেফাজতে রাখেন।

যে ব্যক্তি ফরয সালাত জামাতে আদায় করে, সে দিনভর আল্লাহর নিরাপত্তা ও করুণার ছায়ায় থাকে, আর শাইত্বানের প্রভাব তার ওপর পড়ে না।

যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে, আল্লাহ তাকে অদৃশ্য ও দৃশ্য সকল অনিষ্ট, জাদু, হাসাদ ও জ্বিন-শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেন।

আর যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে-

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
“বিসমিল্লাহিল লাযি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ়ি ওয়ালা ফিস্‌সামা'ই, ও হুয়াস্‌সামীয়ুল আলীম।”

সে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় নেয়, ফলে আসমান-জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে সব বিপদাপদ থেকে হেফাজত করেন।

ইনশাআল্লাহ, এসব আমল ও দোয়া নিয়মিত করলে আপনি আল্লাহর নিরাপত্তা ও রহমতের চাদরে ঢাকা থাকবেন।

Raqi Sultan Mahmud

03/08/2025

কি কি লক্ষণ থাকলে রুকইয়াহ প্রয়োজন হতে পারে?

হঠাৎ করে রিজিকে বন্ধ হয়ে যাওয়া।
স্বপ্নে সাপ, কুকুর, ছায়া দেখা।
বিয়ের প্রস্তাব এলে বাতিল হয়ে যাওয়া।
অকারণে ভয়, কান্না, একাকিত্ব।
ডাক্তারি চিকিৎসায় কাজ না হওয়া।
Raqi Sultan Mahmud

29/07/2025

বিয়ে বন্ধের যাদুর রুকইয়াহ।

Senior Raqi Nabawi Life
✅রুকইয়াহ অডিও শুনার নিয়ম -
কানে হেডফোন লাগিয়ে, বডির কনট্রোল ছেড়ে দিয়ে, রিলাক্সে শুনতে থাকুন।
✅ রিয়াকশন হলে কমেন্টবক্সে জানাবেন 💐

🎤Raqi Sultan Mahmud

28/07/2025

এ কেমন অলৌকিক ঘটনা??

এ কেমন বর্বরতা! শহীদ তাহমিদের কবরস্থান, যেখানে একটি নিষ্পাপ প্রাণ চিরনিদ্রায় শায়িত, সেই পবিত্র স্থানেও থেমে নেই অশুভ কার...
28/07/2025

এ কেমন বর্বরতা! শহীদ তাহমিদের কবরস্থান, যেখানে একটি নিষ্পাপ প্রাণ চিরনিদ্রায় শায়িত, সেই পবিত্র স্থানেও থেমে নেই অশুভ কার্যকলাপ। হৃদয়বিদারক খবর হলো, তার কবরের পাশে পাওয়া গেছে এমন কিছু জিনিসপত্র, যা স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্টের জন্য ব্যবহৃত 'যাদু' বলে ধারণা করা হচ্ছে।
যে ছেলেটি ঝরে গেল, তার শেষ আশ্রয়স্থলেও কেন এমন জঘন্য কাজ? এই ঘটনা কেবল ভয়ংকরই নয়, এটি মানবতা ও ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননা। কারা এমন অমানবিক কাজ করছে, এবং তাদের উদ্দেশ্যই বা কী?
আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই নিকৃষ্ট কাজের। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, এই ঘটনার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। তাহমিদের আত্মার শান্তি বিনষ্ট করার এই অপচেষ্টা মেনে নেওয়া যায় না।
আসুন, সবাই এই অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হই।
Raqi Sultan Mahmud
#শহীদতাহমিদ #কবর #যাদু #অমানবিকতা #বিচারচাই #প্রতিবাদ #মানবতারলজ্জা

26/07/2025

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। ক্ষুধার তাড়নায় নি*পী*ড়িত মানুষগুলো পা*গল*প্রায়। এই দৃষ্টিই বলে দিবে গা*জা"র অবস্থা। 💔
ওয়া মুতাসিমা!

আমাদের প্রতিটা লোকমার হিসেব
দিতে হবে আল্লাহুম্মাগফিরলি.

পুরো বিশ্ব আজকে চুপ হয়ে আছে, জাতিসংঘ, মানবাধিকার এখন আর দেখেনা।


25/07/2025

আল্লাহুমা সল্লী ওয়া'সাল্লীম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)❤️‍🩹
Raqi Sultan Mahmud

22/07/2025

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কিনা জেনে নিন ঘরে বসেই

বিস্তারিত কমেন্টে...

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জা-দুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ ...
21/07/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জা-দুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভ-য়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তা-ন্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃ-তদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জা-দুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জা-দুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃ-ত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজা-দুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জা-দুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জা-দু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জা-দু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জা-দুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জা-দুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন।

Raqi Sultan Mahmud

17/07/2025

"তুমি না পেলে… তোমার রবের কাছেই ফিরে চাও…"
একবার নয়, বারবার চাও। না পেলে কেঁদে চাও…
তারপর ও না পেলে হৃদয় ভেঙে সিজদায় পড়ে যাও…
ভিজে চোখে বলো— “ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাই…”

কারণ, সবাই যখন ফিরিয়ে দেয়, তোমার রব তখনও শুনতে থাকেন…তোমার কণ্ঠের থেমে যাওয়া,
তোমার চোখের কান্না,তোমার অন্তরের আহাজারি—
সবটা তিনি জানেন, বুঝেন, গ্রহণ করেন।আর যখন তোমার রব খুশি হন…তখন তিনি শুধু দেন না—
তিনি এমন কিছু দেন,যা তুমি চাওনি, কল্পনাও করোনি,
তবুও তা হয়ে যায় তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।

সেদিন তুমি নির্বাক হয়ে শুধু তাকিয়ে থাকবে…
দেখবে, তোমার চাওয়ার সীমা যেখানে শেষ—
তোমার রবের দেওয়ার শুরুটা হয় ঠিক সেখান থেকে…

আর তখন তুমি আর নিজেকে ধরে রাখতে পারবে না…
চোখ ভিজে যাবে, হৃদয় কেঁপে উঠবে…
সিজদায় লুটিয়ে পড়ে তুমি শুধু বলবে—
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
"সকল প্রশংসা সেই রবের যিনি আমার না পাওয়া গুলোকে অপার পাওয়ায় রূপ দিলেন।"

Nabawi Life

15/07/2025

সতর্কতা! ছবি দিয়ে করা হচ্ছে যাদু।
আপনি কি সচেতন আছেন?

আজকাল আমরা সবাই সামাজিক মাধ্যমে ছবি আপলোড করি-নিজের, সন্তানের, পরিবার বা নতুন কেনা জিনিসের। কিন্তু অনেকেই জানেন না, এই ছবিগুলোর মাধ্যমেই এখন যাদু, বদনজর ও হাসাদে আক্রমণ হচ্ছে!

আপনি হয়তো জানেন না, কিন্তু কিছু মানুষ ছবির মাধ্যমে- হিংসা,
কালোজাদু,
বদ নজর লাগানো,
এমনকি "তাসরিফ" বা কন্ট্রোল ম্যাজিক করছে।

একটি চোখরাঙানি, একটিমাত্র হিংসুক দৃষ্টি, বা আপনি যে সুখে আছেন তা সহ্য করতে না পারা কেউ - অনেক সময় এগুলোই হয়ে দাঁড়ায় আপনার জীবনের দুর্ভোগের কারণ।

আমার কাছে এমন কিছু ভিডিও প্রমাণ আছে যেখানে ছবির মাধ্যমে যাদু করা হয়েছে - আজকে ভিডিওটি আপলোড করছি যেন সবাই বুঝতে পারে, বিষয়টি একেবারে কাল্পনিক নয়!

- কি করবেন?

1. অপ্রয়োজনে নিজের বা পরিবারের ছবি পাবলিক করে দেবেন না।

2. বিশেষ করে নতুন বিয়ে, সন্তান, গাড়ি/ফ্ল্যাট/সম্পদ - এগুলোর ছবি কম শেয়ার করুন।

3. যদি ছবি দিতেই হয়, দোয়া পড়ে দিন:
"اللهم بارك له/لها/لهم" (হে আল্লাহ, এতে বরকত দান করুন)।

4. নিয়মিত রুকইয়াহ করুন এবং বদনজর প্রতিরোধের আয়াত ও দোয়াগুলো পড়ুন।

নিজের এবং পরিবারের সুরক্ষার দায়িত্ব নিজেই নিন। অন্ধভাবে শেয়ার নয়, সচেতনভাবে চলুন।

নিচের ভিডিওটি দেখুন – ছবি দিয়ে যাদু করার বাস্তব প্রমাণ!

#ছবি_দিয়ে_যাদু
#সচেতনতা
#রুকইয়াহ
#নববী_পথে_চিকিৎসা
#সেলফ_প্রটেকশন

Address

Plot # 23, Road # 2/A Sector # 15 Block # C, Uttara- Dhaka-1230.
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Sultan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram