ডা.মো:রহমত উল্লাহ পাভেল

ডা.মো:রহমত উল্লাহ পাভেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা.মো:রহমত উল্লাহ পাভেল, Doctor, Bhairab Town, Dhaka.

🟥নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন।
🟩সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(ইএনটি)
ডিসিএমসি(ex)
🛄রেজিস্ট্রার(ইএনটি)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা।
🚫ফোন -০১৭২৯৩৮৫৭২০, ০১৩১৫৮৯৮০৮৬

🟥নাকের পলিপাস ❓নাকের পলিপাস হলে, দীর্ঘ সময় নাক বন্ধ থাকার কারণে কানের এবং মাথায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন 🗓️...
06/07/2025

🟥নাকের পলিপাস ❓

নাকের পলিপাস হলে,
দীর্ঘ সময় নাক বন্ধ থাকার কারণে কানের এবং মাথায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
যেমন 🗓️
✔️কান বন্ধ থাকা
✔️ কানে কম শোনা
✔️ কান ব্যথা হওয়া
✔️ কান দিয়ে পুত পড়া এবং
✔️ মাথা ব্যথা হওয়া
✔️গলা শুকিয়ে যাওয়া
✔️ স্মৃতিশক্তি কমে যাওয়া
✔️নাক ডাকা
✔️মেজাজ খিটখেটে হওয়া সহ
✔️যৌবন শক্তি কমে যাওয়ার মত জটিলতা হতে পারে

✅যারা নাকের পলিপাস অপারেশন করতে ভয় পান তারাও চিকিৎসার বাইরে থাকবেন না।

✅আমরা রোগীর পরিস্থিতি অনুসারে বিনা অপারেশনে নাকের পলিপাসের চিকিৎসা প্রদান করি।

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣ নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
( Platinum Hospital Ltd. Panthapath, Dhaka)
✅ পদ্মা হাসপাতাল ভৈরব ,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)
Pavel HealthCare

28/06/2025
 #কান_ফুটার_আত্নকথাইহা একটা ❝কান ফুটা দিবসের❞ কেইক কাটা অনুষ্ঠান। আমরা লক্ষ্য করেছি যে,আমাদের কাছে অনেক রোগী আসে যারা পা...
24/06/2025

#কান_ফুটার_আত্নকথা
ইহা একটা ❝কান ফুটা দিবসের❞ কেইক কাটা অনুষ্ঠান।

আমরা লক্ষ্য করেছি যে,
আমাদের কাছে অনেক রোগী আসে যারা পার্লার থেকে কান ফুটো করেছে তারপর কানে ইনফেকশন হয়েছে। কান ফুলে গিয়ে পচে গিয়েছে এবং কখনো কখনো কানে গুটি হয়েছে।
আবার কখনো কান পচে গিয়ে ছোট হয়ে গিয়েছে। এইসব বিষয়ের বিবেচনায় আমরা খেয়াল করেছি যে,
পার্লারে যখন একটি যন্ত্র দিয়ে বারবার অনেক মানুষের কান ফুটো করা হয় তখন একজন থেকে আরেকজনের মধ্যে জীবাণু ছড়িয়ে তা ইনফেশনের রূপ নেই।
তা পরবর্তীতে শখের কানকুটা অসুখের রূপ নেয় এবং গলার কাঁটা হয়ে দাঁড়ায়।
যা পরবর্তীতে আমাদের তথা নাক কান গলার নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হয় এবং প্রচুর পরিমাণ ওষুধ সেবন করতে হয়।

এই বিবেচনায় আমরা আমাদের চেম্বারের বাইরে লিখে রেখেছি এখানে #ব্যথা মুক্তভাবে সঠিক পদ্ধতিতে জীবাণুমুক্ত ভাবে #কান ফুটো করা হয়।
এর ই পরিপ্রেক্ষিতে ইতালি থেকে আগত
মেহজাবিন রহমান রায়নার কান ফুটো আমাদের চেম্বারে করা হয়েছে পাশাপাশি কান ফুটো উপলক্ষে একটি কেক কাটা হয়েছে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যারা ব্যথা মুক্ত এবং জীবনম্মুক্ত হবে কানফুটা করতে চান আপনারা আমাদের হট লাইন(-০১৭২৯৩৮৫৭২০) নম্বরে অথবা আমাদের চিকিৎসালয় বা চেম্বারে যোগাযোগ করতে পারে আমাদের চেম্বারের ঠিকানা নিচে দেয়া হল।

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল

এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
Platinum Hospital Ltd. , Panthapath, Dhaka)
✅ পদ্মা হাসপাতাল ভৈরব নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

মোবাইল অপারটের আবশ্যক -ডা.মো:রহমত উল্লাহ পাভেল স্যারের হটলাইন ফোন অপারেটিং এর জন্য মাসিক ভিত্তিতে একজন সহকারী আবশ্যক। নি...
22/06/2025

মোবাইল অপারটের আবশ্যক -
ডা.মো:রহমত উল্লাহ পাভেল স্যারের হটলাইন ফোন অপারেটিং এর জন্য মাসিক ভিত্তিতে একজন সহকারী আবশ্যক। নিজের বাসায় বসে ফোন রিসিভ করে গ্রাহকদের তথ্য প্রদান করবেন।
বেতন আলোচনা সাপেক্ষে।
ফোন -০১৭২৯৩৮৫৭২০,০১৩১৫৮৯৮০৮৬

বিনীত,
সাব্বির আহমেদ।
ম্যানেজার

নাকের পলিপাস/পলিপ(Polyp) হলে কি করবেন?🟥নাকের পলিপ বা পলিপাস কি?নাকের পলিপাস হল এক, ধরনের অ-ক্যান্সারযুক্ত বৃদ্ধি যা নাক ...
22/06/2025

নাকের পলিপাস/পলিপ(Polyp) হলে কি করবেন?

🟥নাকের পলিপ বা পলিপাস কি?
নাকের পলিপাস হল এক,
ধরনের অ-ক্যান্সারযুক্ত বৃদ্ধি যা নাক বা সাইনাসের মধ্যে দেখা যায়। এটি সাধারণত নিরীহ বা কম ক্ষতিকর তবে কিছু ক্ষেত্রে এটি শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।

🟥নাকের পলিপাসের লক্ষণ:
✔️নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে সমস্যা হওয়া।
✔️নাক দিয়ে ঘন শ্লেষ্মা পড়া।
✔️গন্ধ বা স্বাদ কমে যাওয়া।
✔️মাথা ব্যথা বা মুখের চাপ অনুভব করা।
✔️নাক দিয়ে কথা বলা।
✔️ঘন ঘন সাইনোসাইটিস হওয়া।

🟥নাকের পলিপাসের কারণ:
✔️অ্যালার্জি এবং হাঁপানি।
✔️দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস।
✔️কিছু নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়া।
✔️ধুলাবালি, ধোঁয়া এবং অন্যান্য বিরক্তিকর পদার্থের সংস্পর্শ।
✔️কিছু ক্ষেত্রে, জিনগত কারণও থাকতে পারে।

🟥নাকের পলিপাসের চিকিৎসা:
ডাক্তাররা প্রথমে স্টেরয়েড স্প্রে বা ড্রপ ব্যবহার করার পরামর্শ দিতে পারেন যা পলিপের আকার কমাতে সাহায্য করে।
গুরুতর ক্ষেত্রে, পলিপ অস্ত্রোপচারের( operation) মাধ্যমে অপসারণ করা লাগতে পারে।
অ্যালার্জি বা সাইনোসাইটিসের কারণে পলিপ হলে, সেই অবস্থার চিকিৎসা করা প্রয়োজন।

🟥নাকের পলিপাস প্রতিরোধ:
✔️অ্যালার্জেন এবং বিরক্তিকর পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলা,
✔️নাক পরিষ্কার রাখা
✔️এবং আর্দ্রতা বজায় রাখা,
✔️হাঁচি এবং কাশি হলে নাক ঢেকে রাখা,
✔️নিয়মিত হাত ধোয়া.
✔️যদি আপনি নাকের পলিপাসের লক্ষণ অনুভব করেন, তবে একজন নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

বিনা অপারেশনে পলিপ বা পলিপাসের চিকিৎসা নিতে আমাদের হটলাইনের ( -০১৭২৯৩৮৫৭২০) ফোনে কথা বলতে পারেন।
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

Address

Bhairab Town
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা.মো:রহমত উল্লাহ পাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category