আতিক হাসান

আতিক হাসান নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী��
-----------সুরা আনফাল-৩০!

12/05/2025

❤️❤️বাংলাদেশে বউ-শাশুড়ির মধ্যে ঝামেলার কারণসমূহ

💔💔1. অভিমান ও মানসিক দূরত্ব

শাশুড়ি মনে করেন, ছেলেকে বউ “দূরে সরিয়ে নিয়েছে”, ছেলেটি আগের মতো তার কথা শোনে না। বউ মনে করে শাশুড়ি তার ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ করছেন।

💔💔2. প্রজন্মের ব্যবধান

শাশুড়ি সাধারণত পুরনো ধ্যানধারণা, রীতিনীতি অনুসরণ করেন। বউ আধুনিক চিন্তায় অভ্যস্ত, নতুন ধরণের পোশাক, খাবার, আচরণে চলে — এতে সাংস্কৃতিক দ্বন্দ্ব তৈরি হয়।

💔💔3. গৃহস্থালি নিয়ন্ত্রণ

সংসারের কাজ কে করবে, কীভাবে হবে, রান্নাঘরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে — এসব নিয়ে চাপা টানাপোড়েন শুরু হয়। শাশুড়ি চান তার নিয়মে চলুক, বউ নিজের মতো চালাতে চাইলে সমস্যা বাড়ে।

💔💔4. অর্থনৈতিক চাপ

যৌথ পরিবারের আয়-ব্যয় নিয়ে অনেকসময় মতবিরোধ হয়। কে কত আয় করছে, কে খরচ করছে, কোথায় টাকা যাবে — এসব নিয়ে ছোটখাটো কথা কাটাকাটি হয়।

💔💔5. সম্পর্কে হস্তক্ষেপ

শাশুড়ি ছেলে-বউয়ের সম্পর্ক বা বউয়ের জীবনযাত্রা নিয়ে বেশি কথা বললে বউ বিরক্ত হয়। আবার বউও শ্বশুরবাড়ির অন্য বিষয়ে (যেমন দেবর, ননদ) বেশি নাক গলালে সমস্যা হয়।

💔💔6. যোগাযোগের অভাব

অনেক ছোট কথা পরিষ্কারভাবে না বললে বা ভুল বোঝাবুঝি হলে তা ধীরে ধীরে অভিমান ও রাগে পরিণত হয়।

🥰🥰🥰সমস্যা কমানোর উপায়

😊😊1. খোলামেলা কথা বলা

যেকোনো সমস্যা বা অসন্তুষ্টি মুখে বলা, শান্তভাবে বোঝানো। ভিতরে জমিয়ে না রেখে, ভালোভাবে আলোচনা করা।

😊😊2. পারস্পরিক সম্মান

শাশুড়িকে মায়ের মতো সম্মান করা, বউকে নিজের মেয়ে হিসেবে ভালোবাসা — দুইদিকেই সমান গুরুত্বপূর্ণ।

😊😊3. সীমারেখা নির্ধারণ

সংসারের কোন বিষয়ে কে সিদ্ধান্ত নেবে, সেটা শুরুতেই স্পষ্ট ঠিক করে রাখা। যেমন, গৃহস্থালি বিষয় বউ দেখবে, আর বড় সিদ্ধান্ত সবাই মিলে নেবে।

😊😊4. ছেলের সঠিক ভূমিকা

ছেলে/স্বামীকে দুইপক্ষের মধ্যে সুষ্ঠু ভারসাম্য রাখতে হবে। একপক্ষের পক্ষ না নিয়ে, ন্যায়ের পক্ষে থাকা উচিত।

😊😊5. ছোট বিষয়ে ছাড় দেওয়া

সব বিষয়ে ঝগড়া না করে, কিছু ক্ষেত্রে মেনে নেওয়া বা কিছু বললে সহ্য করা — সম্পর্কের শান্তি রক্ষা করে।

😊😊6. মানিয়ে চলা ও সহনশীলতা

প্রজন্মের ফারাক বুঝে নেওয়া, নতুন প্রজন্মের স্বাধীনতা মানা আর পুরনো প্রজন্মকে সম্মান করা — দুজনের কাছেই গুরুত্বপূর্ণ।

😊😊7. একসাথে ভালো সময় কাটানো

উৎসবে একসাথে খাওয়া, গল্প করা, ঘুরতে যাওয়া — এতে পারিবারিক সম্পর্ক গভীর হয়।

❤️❤️❤️শাশুড়ির জন্য বিশেষ পরামর্শ

বউকে নিজের মেয়ের মতো ভাবুন।

তার ছোট ভুল বা নতুন ধরণের আচরণে রাগ না করে ধীরে বুঝিয়ে বলুন।

ছেলের প্রতি অধিকার কমিয়ে দিন, ওদের দাম্পত্যে হস্তক্ষেপ কমান।

❤️❤️❤️বউয়ের জন্য বিশেষ পরামর্শ

শাশুড়িকে সম্মান করুন, যদিও তিনি সবসময় আপনার পছন্দমতো নাও বলুন।

শাশুড়ির অভিজ্ঞতা ও বয়সকে মূল্য দিন।

ছোটখাটো বিষয়ে লড়াই না করে, ভালো সম্পর্ক গড়তে ধৈর্য ধরুন।

❤️❤️❤️শেষ কথা: ভালো সম্পর্কের মূল চাবিকাঠি — শ্রদ্ধা, ধৈর্য, আর খোলামেলা কথা। যদি দুপক্ষ একে অপরকে পরিবারের অংশ হিসেবে মেনে নেয়, তাহলে সমস্যার অনেকটাই কমানো সম্ভব।

11/05/2025

কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে
২৮,০০০ গুণ বেশি।
: ► প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)।
: ► একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
: ► মাছি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে ।
: ► পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
: ► হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।
: ► গিরগিটি একই সময়ে তার চোখ
দুটি দুই দিকেই নাড়তে পারে।
: ► টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে ।
: ► মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
: ► একমাএ পিঁপড়াই কোনদিন ঘুমায় না।
: ► সিডকা পোকা একটানা ১৭ বছর
মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেড়িয়ে এসে
চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।
: ► সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
: ► অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী হাঙর মারা পড়েছে।
: ► কাচ আসলে বালু থেকে তৈরী।
: ► আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে
পারেন।
: ► আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
: ► একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
: ► আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
: ► অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
:▬► চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।
: ► বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
:▬►পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
: ►একটি তেলাপোকা তার মাথা ছাড়া
৯দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর
তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
ভালো লাগলে শুধু একটা.....

Thanks লিখবেন।,,,,,,,,,

03/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

03/05/2025

Good morning everyone 🤣🤣🤣

02/05/2025

গরমে শরীরকে হাইড্রেটেড (hydrated) রাখার জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে:

1. পর্যাপ্ত পানি পান করুন: দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়, তাই বেশি পরিমাণে পানি পান করাই গুরুত্বপূর্ণ।

2. ফল ও সবজি খান: তরমুজ, খিরা, বাঙ্গি, আনারস, কমলা, লিচু ইত্যাদি পানিযুক্ত ফল এবং শাকসবজি খান। এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

3. নারকেলের পানি পান করুন: এতে ইলেক্ট্রোলাইট থাকে যা শরীরের পানিশূন্যতা পূরণ করে।

4. ঘরোয়া পানীয় পান করুন: লেবুর শরবত, জিরা বা তোকমা বীজ দেওয়া শরবত, ওরস বা সর্ভত শরীর ঠান্ডা রাখে ও হাইড্রেশন বজায় রাখে।

5. ক্যাফেইন ও সফট ড্রিংক এড়িয়ে চলুন: চা, কফি বা কার্বোনেটেড ড্রিংক অতিরিক্ত পান করলে ডিহাইড্রেশন হতে পারে।

6. হালকা খাবার খান: ভারী ও তেলযুক্ত খাবার এড়িয়ে হালকা ও পানিযুক্ত খাবার খান।

7. সোজা রোদে না যান: সম্ভব হলে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহার করুন।

02/05/2025

#জুম্মা মোবারক 🥰🥰🥰

Address

Zirabo, Ashulia, Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আতিক হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আতিক হাসান:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram