Psychotherapy & Islamic Counselling Center-PICC

  • Home
  • Psychotherapy & Islamic Counselling Center-PICC

Psychotherapy & Islamic Counselling Center-PICC Mental Health and Islamic Counselling Support by online post

20/11/2024

"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।
জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।
একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।
তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।
সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।
জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়।

সতর্কতা মূলক পোস্ট :আপনি দক্ষ বা অদক্ষ চালোক এটা বিষয় নয় । রাস্তায় আপনার আসেপাশে দক্ষ অদক্ষ সচেতন অসচেতন  সকল ধরনের গাড়ি...
01/11/2024

সতর্কতা মূলক পোস্ট :
আপনি দক্ষ বা অদক্ষ চালোক এটা বিষয় নয় । রাস্তায় আপনার আসেপাশে দক্ষ অদক্ষ সচেতন অসচেতন সকল ধরনের গাড়ি চালোক থাকে৷ তাদের ভুলের কারনে আপনার ক্ষতি হতে পারে। বা আপনি এই ভাবে বাইক চালিয়ে বাইকের ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। বেবি নিয়ে এত এত ব্যাগ নিয়ে বাইকে চলা কখনোই ঠিক নয় হোক সেটা হোক সেটা কম দূরত্বের পথ। আমার সামনেই ছিলো এই ভাই। তিনি এই ভাবে ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো অতিক্রম করলেন কিন্তুু কোন ট্রাফিক পুলিশ তাকে দেখে তেমন কিছুই বললেন না।

করনীয় :
১. আমাদের কাছের মানুষদেরকে এ বিষয়ে সতর্ক করা।
২. আপনার পাড়ায় /মহল্লায় /শহরে এমন দেখলে তাদের সতর্ক করা।
৩. সচেতনতা মূলক ক্যাম্পেইন / পোস্টের / সচেতনতা মূলক ভিডিও মেক করা৷
৪. ট্রাফিক পুলিশ বা সড়ক পরিবহন সেক্টরে যারা আছেন তাদের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেয়া।

তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইয়াহূদীদেরকে এবং সেই সমস্ত লোককে যারা প্রকাশ্যে...
05/10/2024

তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইয়াহূদীদেরকে এবং সেই সমস্ত লোককে যারা প্রকাশ্যে শিরক করে।
আল কুরআন (০৫:৮২)
রাসুলুল্লাহ (সা.) বলেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়। (সহিহ মুসলিম ৬৭৫৪)
আমাদের মুসলিম ভাইবোনদের প্রতিনিয়ত শহীদ করছে আমরা কি পরিমান তাদের সাহায্য করতে পরেরেছি বা পাচ্ছি?? আমরা এই হত্যা কান্ডের বিরুদ্ধে সঠিক ভাবে কথা বলেছি ?? আমরা অনেকেই নিজেকে মুসলিম দাবি করি কিন্তু এই ফিলিস্তিন লেবানন হত্যা নিয়ে সাম্প্রতি কোন চোখে পরারমত প্রতিবাদ হয়নি অথচ আমারাদের মাথায় অন্য সব চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়ে বিভাজন তৈরি করে চায়। ইসলাম প্রিয় মানুষের আবেগ দিয়ে তাদের এজেন্ডা বাস্তবতায় করতে চায়। যেন তারা আমাদের ইসলামের সেই মুল মাকসাদ থেকে দূরে রাখতে পারে। আমাদের আবেগে না চলে সত্য জানে বুঝে কাজ করা উচিৎ ।

বিটিএস ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এ ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০...
04/10/2024

বিটিএস ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এ ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে টু কুল ফর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়।
বিটিএস ব্যান্ডের প্রতি কেনো এত অভিযোগ?বিটিএসের গান ও আমাদের তরুণ-তরুণীদের ওপর এর প্রভাব কি?
বিটিএস আমাদের দেশের কালচারের সাথে যায় না।বাঙালি সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি দুটোর সাথে সাংঘর্ষিক। ছেলেরা মেয়েদের মতো আচরণ বা পোশাক পড়ে। ওদেরকে দেখলেই তাদের বিকৃত মানসিকতার মনে হয়।এই বিটিএস ইতিমধ্যে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বাঙালি তরুণ প্রজন্মের কাছেও। কিন্তু বাঙালি তরুণ-তরুণীদের ওপর এই হিপহপ গান নেতিবাচক প্রভাব নিয়ে আসছে। বিটিএসদের আর্মি নামেও ডাকা হয়। ব্যান্ড দলটি পশ্চিমা সংস্কৃতির অনুসারী হওয়ায় তাদের গানে সে সংস্কৃতির দৃশ্য দেখতে পাওয়া যায়, যা বাঙালিদের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে। এর একটি বৃহৎ অংশজুড়ে রয়েছে বাংলাদেশি যুবকেরা। সাধারণত বাঙালি হুজুগে বিশ্বাসী। বিটিএস অনেক জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষই এই ভাষা বুঝতে পারে না। কিন্তু কেন বিটিএসদের দিকে এত ঝোঁক, তা বলা মুশকিল। ভাষাটা মূলত কোরিয়ান। ভাষা তেমন বুঝতে না পারলেও। সেটা না বুঝেই গানের তালে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ড্যান্স করতে বেশ ভালো বাসে ভক্তরা ; মেয়েরাও তা-ই করে থাকে। শুধু গানে নয়, আচার-আচরণ, পোশাকে—সব ক্ষেত্রে তাদের অনুসরণ করে চলছে। বাহ্যিক স্টাইলে ছেলে-মেয়ে দেখতে প্রায় একই। কারণ, চুলের কাটিং, লিপস্টিক, মেকআপ বা সাজসজ্জা একই ধরনের প্রায়। আর এই স্টাইল নষ্ট করছে আমাদের ঐতিহ্যমণ্ডিত বাঙালির সংস্কৃতি। সাথে আমাদের ধর্মের নিয়ম নিয়তির পরিপন্থী কাজকে প্রমোট করছে।
বিটিএসদের মূল সমস্যা হলো পোশাক বা চেহারায়। কোরিয়ান ব্যান্ড সদস্যদের সাজগোজ করার ব্যাপারটাই বেশির ভাগ বাংলাদেশি সংস্কৃতির ওপর চরম ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসেছে।
তাদের ফেস আর্ট সবই প্রায় এক লিঙ্গের শামিল। মানে নারী-পুরুষের ভেদাভেদ বুঝতে পারা যায় না। এ জন্য তরুণ প্রজন্ম যখন তাদের অনুসরণ করছে, তখন থেকেই পোশাক-আশাকে তাদের নীতিমালা মেনে চলছে। এ বিষয়গুলোই বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে বেমানান। সংস্কৃতির চরম বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, পশ্চিমারা শর্টপিস পোশাকে অভ্যস্ত বা এটাই তারা পছন্দ করে বা তাদের সংস্কৃতি। অপর পক্ষে বাঙালিরা শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, বোরখা ও পাঞ্জাবিতেই বেশি মানানসই। এ জন্য আমাদের দেশে এটাই প্রচলিত ও প্রশংসনীয়। এটাই হলো সংস্কৃতিগত পার্থক্য। তাই আমাদের উচিত হাজার হাজার বছরের ঐতিহ্যকে হারাতে না দেওয়া। আমাদের শ্রেষ্ঠ সংস্কৃতিকে ধরে রাখতে না পারলে হয়তো হারিয়ে ফেলতে হবে বাঙালি গান, সুর, ইতিহাস ও ধর্মীয়
ঐতিহ্য। যে সংস্কৃতি বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ আসন গেঁড়ে বসে আছে, তা এভাবে বিলুপ্ত হতে দেওয়া যায় না। উপরিউক্ত সমস্যা সমাধানের জন্য তরুণ প্রজন্মকে মানসম্মত গান, নৈতিকতাপূর্ণ সিনেমা ও নাটক উপহার দিতে হবে। বাড়াতে হবে সামাজিক আচরণবিধি, যেন কোনোভাবেই আমাদের সংস্কৃতি খর্বিত না হয়।
কথা এখানেই শেষ নয়- এর মধ্যে অধিকাংশই তরুণ তরুণী এবং এই সাপোর্টারদের মধ্যে মুসলিমদের সংখ্যা নেহাত কম নয়। সমকামিতাকে পজিটিভ হিসেবে উপস্থাপন করছে বিটিএস , মুসলিম তরুণ প্রজন্মের মধ্যে এই চিন্তা প্রবেশ করিয়ে দিচ্ছে তারা। অনেক মুসলিমদের মধ্যে এই চিন্তা চেতনা প্রবেশ করায় তারা সেদিকে ধাবিত হচ্ছে। তরুণ প্রজন্মকে এভাবেই ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তারা। শুধু ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে এমন নয় তারা সকল ধর্মের মানুষকে প্রভাবিত করে ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে ধর্মহীন নিয়মবহির্ভূত নোংরা সমাজ গড়তে চায়।
সমকামিতা শুধু মুসলিম ধর্মে নিষিদ্ধ নয়, সব ধর্মেই নিষেধ করা আছে ও ভয়াবহ শাস্তির বর্ণনা দেয়া আছে। সুতরাং যারা বিটিএস সাপোর্ট করেন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দিক থেকে তারা এই মিউজিক থেকে দূরে থাকবেন এবং এই টক্সিক ব্যান্ডটিকে বয়কট করবেন।সকলের উচিত হবে এই ব্যান্ডের মিউজিক থেকে দূরে থাকা এবং এদের বয়কট করা।

20/08/2024
জীবনে কঠিন সময় আসবে বা কেউ হয়ত সেই কঠিন  সময় টি পার করছেন৷ এই সময়টাতে আপনাকে কেউ এসে বলবে না ভেঙে পরো না/ কষ্ট পেও না / ...
11/07/2024

জীবনে কঠিন সময় আসবে বা কেউ হয়ত সেই কঠিন সময় টি পার করছেন৷ এই সময়টাতে আপনাকে কেউ এসে বলবে না ভেঙে পরো না/ কষ্ট পেও না / হাল ছেড়ো না। নিজের হাল শক্ত করে ধরে নিজের পথ নিজেকেই পারি দিতে হবে। বেশি বেশি মহান আল্লাহর সাহায্য পার্থনা করতে হবে সাথে সাথে এগিয়ে যেতে হবে।

12/02/2024
Happy new year 2024
31/12/2023

Happy new year 2024

30/12/2023

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। [সূরা নিসা: 29]

আবূল আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা...
27/12/2023

আবূল আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে, ‘‘নিশ্চয় আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো নেকী করার সংকল্প করে; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না, আল্লাহ তাবারাকা অতা‘আলা তার জন্য (কেবল নিয়ত করার বিনিময়ে) একটি পূর্ণ নেকী লিখে দেন।
আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশ গুণ, বরং তার চেয়েও অনেক গুণ নেকী লিখে দেন। পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তা‘আলা তাঁর নিকট একটি পূর্ণ নেকী হিসাবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ঐ পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন।
- সহীহুল বুখারী ও মুসলিম।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Psychotherapy & Islamic Counselling Center-PICC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share