Surgeon Dr Riaz Mahmud

Surgeon Dr Riaz Mahmud MBBS, BCS, MRCS- England,
MS-Surgery, FCPS Trainee - Colorectal Surgery , DMCH, General & Lap Surgeon

নিজ এলাকার ফ্রি মেডিকেল ক্যাম্প এ রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়ার পর কিছু মুহূর্ত।
26/11/2025

নিজ এলাকার ফ্রি মেডিকেল ক্যাম্প এ রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়ার পর কিছু মুহূর্ত।

11/11/2025

আলহামদুলিল্লাহ।।
রোগী টি অনেকদিন ধরে হার্নিয়া নিয়ে (Incisional Hernia) ভুগছিলেন। সিজার এর এর লাইনে জটিলতা হিসেবে এই রোগটি হয়েছিলো। অত্যাধুনিক চিকিৎসা ল্যাপারোস্কপির মাধ্যমে উনার হার্নিয়ার অপারেশন টি করি। আল্লাহর রহমতে রোগী ভালো আছেন।

08/11/2025

আলহামদুলিল্লাহ। ল্যাপারোস্কপির মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন এর পরে রোগীর ফলো-আপ ভিজিট এবং অভিজ্ঞতা শেয়ার।

27/10/2025

আলহামদুলিল্লাহ। এই রোগিটির প্রেগন্যান্সির সময় পিত্তথলির পাথর ধরা পড়ে। কিন্তু ওই সময় বাচ্চার জীবন এর কথা ভেবে অপারেশন করা যায় নি। ডেলিভারি সম্পন্ন হওয়ার ১০ মাস পড়ে ল্যাপারোস্কপির মাধ্যমে অপারেশন করা হয়েছে। রোগীর অনুভূতি প্রকাশ।

হার্নিয়া কখন ও কখন ও আটকে যেতে পারে। যেমন একজন রোগীর আজ অপারেশন করলাম তার হার্নিয়া টা ছোট হতো না। তাই অপারেশন এর সময় পেট...
10/10/2025

হার্নিয়া কখন ও কখন ও আটকে যেতে পারে। যেমন একজন রোগীর আজ অপারেশন করলাম তার হার্নিয়া টা ছোট হতো না। তাই অপারেশন এর সময় পেটের চর্বি কেটে (Omentum) ফেলে দিতে হয়েছে।তাই হার্নিয়া হলে দেরি না করে সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।

06/10/2025

আলহামদুলিল্লাহ। সফলতার সাথে ল্যাপারস্কপির মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করা রোগীর ফলো-আপ এবং রোগীর অনুভুতি প্রকাশ।

হার্নিয়া রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু হার্নিয়ার সাথে লাইপোমা বেশি একটা দেখা যায় না। আজকে এমন একজন পুরুষ র...
04/10/2025

হার্নিয়া রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু হার্নিয়ার সাথে লাইপোমা বেশি একটা দেখা যায় না। আজকে এমন একজন পুরুষ রোগির হার্নিয়া অপারেশন করলাম যার স্পারমাটিক কর্ডে একটা লাইপোমা ছিলো। লাইপোমা ফেলে দিয়ে মেশ দিয়ে হার্নিয়ার অপারেশন করে দিলাম। আলহামদুলিল্লাহ সফলভাবে অপারেশন টি সম্পন্ন হলো।

অনেকদিন ধরে পেটের ডান দিকের  নিচের দিকে ব্যাথা। পরিক্ষা করে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। ১৫ বছরের মেয়ে রোগী। অপারেশন এর সময়...
03/10/2025

অনেকদিন ধরে পেটের ডান দিকের নিচের দিকে ব্যাথা। পরিক্ষা করে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। ১৫ বছরের মেয়ে রোগী। অপারেশন এর সময় দেখি অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে অনেক বড় হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স এর ভিতরে স্টুল অনেক হার্ড হয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে সফলতার সাথে অপারেশন টি করলাম।

মাথায় এক ধরনের ছোট টিউমার হয় যেটা অনেক সময় স্পর্শ লাগলেই রক্তক্ষরণ হয়। যাকে আমরা Pyogenic Granuloma বলে থাকি। এটা একধরনে...
23/09/2025

মাথায় এক ধরনের ছোট টিউমার হয় যেটা অনেক সময় স্পর্শ লাগলেই রক্তক্ষরণ হয়। যাকে আমরা Pyogenic Granuloma বলে থাকি। এটা একধরনের রক্তনালির টিউমার যা সাধারণত কোন ইনফেকশন থেকে হতে পারে। অপারেশন করে বায়প্সি করা হয়। এমন একটি টিউমার এক মহিলা রোগীর মাথা হতে অপসারন করলাম।

21/09/2025

পিত্তথলির পাথরের জন্যে ল্যাপারোস্কপির মাধ্যমে সার্জারী করা হলো। রোগীর অভিভাবক কে পিত্তথলি কেটে পাথর দেখানো হচ্ছে।

19/09/2025

৫০ বছর বয়সের পুরুষ রোগির পিত্তথলির সার্জারী করা হচ্ছে ল্যাপারোস্কপির মাধ্যমে।

Address

Radical Hospital, Uttara, Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surgeon Dr Riaz Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram