Analysis of Surroundings BD

Analysis of Surroundings BD A place of Surrounding Knowledge & analysis.

পুরুষের জীবন!
11/09/2025

পুরুষের জীবন!

07/09/2025
07/09/2025
09/08/2025

আফসোস টা সারাজীবন থেকে যাবে, কতো বড় সুযোগ হারালো বাংলাদেশ।

গত এক বছরে কমপক্ষে ১ লাখ পুলিশ নিয়োগ দিয়ে এতোদিনে ট্রেইনিং শেষ হয়ে যেতো।

এটলিস্ট দুইটা বিসিএস কম্প্লিট করে যোগ্যদের নিয়োগ দেয়া যেতো!

এটলিস্ট দুইটা বিজেএস এর মাধ্যমে ৫০০ জজ নিয়োগ করা যেতো! সুপ্রিম কোর্টে ১০০ জন যোগ্য বিচারপতি নিয়োগ দেয়া যেতো।

দূর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযানের মাধ্যমে কোটি কোটি টাকা সরকারি খাতে নেয়া যেতো! পুরো ফ্যাসিস্ট রেজিমের সরকারি দায়িত্ব পালন করা লোকজন কট খেতো!!

অনেকগুলো উন্নয়ন প্রজেক্ট বাজেট রিভিউ করে শুরু করা যেতো!!

আর্মিতেও সৈনিক ও কমিশন্ড অফিসার হিসাবে বড় একটা সংখ্যা নিয়োগ করা যেতো!

অথচ সরকার আছে রিকশা, গ্রাফিতি, কনসার্ট আর শফিক ভাইয়ের ফেইসবুক স্টাটাস নিয়ে।

চেতনা দরকার আছে তবে চেতনায় পেট ও ভরে না, দেশ ও আগায় না।

Collected

06/08/2025

১) বাংলাদেশে রাস্তাঘাটে চলতে গিয়ে আশেপাশে যতদূর চোখ যায় তাকালে দেখতে পাবেন-
আপনার ভিশনের মধ্যে থাকা অঞ্চলটি থেকে কাগজ, পলিথিন আর বাদাম/ফলের খোসা এই তিন রকম জিনিস সিলেক্ট করে ডিলিট করে দিতে পারলে অটোমেটিক চারিপাশটা পরিষ্কার দেখাবে।

এই তিনধরণের জিনিস রাস্তায় ফেলা বন্ধ করাতে পারলে এদেশ অনেকাংশেই সুন্দর দেখাবে।

২) যে জায়গা গুলে পরিষ্কার তা অপরিষ্কার করতে মানুষ কয়েকবার ভাবে। কিন্তু যে জায়গা গুলো অপরিষ্কার সেগুলোকে আরো ময়লা করাটাকে স্বাভাবিক মনে করে।

আমাদের শিক্ষার ব্যবস্থার প্রতিটি লেভেলের কারিকুলামে বাধ্যতামূলক ভাবে "সিভিক সেন্স" বিষয়টি যুক্ত করা এখন অতি জরুরী। আশা করি, ব্যবস্থা নিবেন।

28/05/2025

জীননের এই ২১ টি "না" কে গুরুত্ত দিন

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

17/05/2025

The difference in our views makes us different.

এ এস পি পলাশ সাহা নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। দেশের মেধাবী সন্তানগুলো হারিয়ে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি। তার মৃত্যুর পে...
11/05/2025

এ এস পি পলাশ সাহা নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। দেশের মেধাবী সন্তানগুলো হারিয়ে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি। তার মৃত্যুর পেছনে থাকা পারিবারিক কারণ গুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে তখন অতীতের একটি স্মৃতি ভেসে ওঠে।

২০১৩/২০১৪ সালের আশেপাশে কলকাতার একটি আর্ট ফিল্ম দেখা হইছিল। ফিল্মটি ভালো লাগার মত।
ফিল্মটির নামঃ
ইচ্ছে (Icche) – ২০১১
পরিচালনা: শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়

অভিনয়: সোহিনী সেনগুপ্ত, ব্রাত্য বসু, সমদর্শী দত্ত

কাহিনী: এই চলচ্চিত্রে একজন আধিপত্যশীল মা মমতা ও তার ছেলে শমিকের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। মমতা তার ছেলের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে, যা শেষ পর্যন্ত তাদের সম্পর্ককে জটিল করে তোলে।

অতীতের দেখা সেই আর্ট ফিল্মটির বাস্তবিক উপস্থান যেন এ এস পি পলাশ সাহার জীবনের অংশ। ফিল্মের না বলা বাকি অংশটুকু হয়ত পলাশদের মৃত্যু অথবা পুরুষের ভীষন অভিমান নিয়ে বেচে থাকা,যা তার আশে-পাশের মানুষেরা বুঝতে পারে না অথবা চায় না।

মুভিটি ইউটিউবে বর্তমানে আছে। আশা করি ভালো লাগবে দেখলে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Analysis of Surroundings BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram