03/01/2026
"বাসায় পারো, কিন্তু এক্সামে পারো না" এই সমস্যাটার সমাধান আসলে কোথায়?
অনেক স্টুডেন্টেরই একটা কমন প্রবলেম হচ্ছে বাসায় পড়লে সব ঠিকঠাক পারে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিচ্ছুই পারেনা। এক্সাম হলে ঢুকেই মাথা হঠাৎ ফাঁকা হয়ে যায়। টপিক টা পড়েছিলো কিন্তু তখন মনে পড়ে না!! আমিও এইরকম সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার। আসলে সমস্যাটা ভয়ের জন্য না, প্রস্তুতির ধরন ভুল হওয়ার ফল।
কেন এমন হয়? (এখানেই মূল গ্যাপ)
বাসায় পড়ার সময় আমাদের চারটা সুবিধা থাকে। বই সামনে নিয়ে বসতে পারি, সময় নিয়ে ভাবতে পারি, ভুল হলেও চাপ নাই
আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো সময় বাধা নেই।
কিন্তু এক্সামে গিয়ে সিচুয়েশন পুরো উল্টো। সময় কম, বই নেই, চারপাশে প্রচুর প্রেশার। আর ব্রেইন তখন “Recall Mode”-এ চলে যায়। বিজ্ঞান অনুযায়ী (learning science / cognitive psychology), যদি কেউ শুধু পড়ার সময় প্র্যাকটিস করে আর
মনে করার চেষ্টা না করে, তাহলে মেইন টাইমে ব্রেইন ইনফরমেশন বের করতে পারে না। এটার নামই হলো “Retrieval Failure”জানা আছে, কিন্তু বের করতে পারছো না।
• নিচের স্পেশাল টিপসগুলো ফলো করলে আশা করি তোমাদের প্রবলেম সলভ্ হয়ে যাবে। ইন শা আল্লাহ।
Solutions:
1. পড়ার শেষে বই বন্ধ করার অভ্যাস গড়ো-
রিভিশনের সময় শুধু চোখ বুলিও না। পড়া শেষ করে বই বন্ধ করে সেই টপিকটা একটু মনে করার ট্রাই করো, নিজের ভাষায় ভাবো এতোক্ষণ কি পড়লে অথবা অন্য কাউকে এক্সপ্লেইন ও করতে পারো। এই Recall practice এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
2. বাসায় নিজে নিজে এক্সাম দাও-
সপ্তাহে অন্তত ২-৩ দিন টাইম ধরে লিখে প্র্যাকটিস করো। প্রশ্ন বেছে নাও, ঘড়িতে টাইমার সেট করে নিজেই এক্সাম দাও, নিজেকে এক্সাম হলে বসে আছো এইভাবে ট্রিট করো। আগে থেকেই সিচুয়েশন ফিল করা শিখে গেলে তখন থেকেই অভ্যস্ত হয়ে যাবা।
3. ভুলগুলো ফেলে রেখো না-
বাসায় প্র্যাকটিসে যে উত্তরগুলো ভুল হয়, ওগুলোই আসলে তোমার সবচেয়ে দরকারি!! ভুলগুলো দেখে ভালোভাবে শিখে নাও যাতে ভুল না হয়।
❝ভুল মানে দুর্বলতা নয়; ভুল মানে উন্নতির জায়গা।❞
4. লেখার ল্যাঙ্গুয়েজ আগে থেকেই রেডি করো-
অনেক সময় আইডিয়া থাকে কিন্তু লিখতে গিয়ে মাথায় শব্দ আসে না। কারণ এক্সামে লেখার ভাষা তোমার আলাদা একটা স্কিল।একই টাইপ প্রশ্নে, একই কাঠামো বারবার ব্যবহার করলে
লেখা অনেক সহজ হয়।
আশা করি এই ছোট্ট টিপসগুলো তোমার কাজে দিবে। এরপর থেকে এক্সামে প্রশ্ন দেখে আর ভয় লাগবে না। সময় কম হলেও মাথা কাজ করবে, লেখা শুরু করতে আর দেরি হবে না।
সবচেয়ে বড় কথা হলো, বাসায় পারা আর এক্সামে পারার মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে। এইটাই কনফিডেন্স।
পদ্ধতি ঠিক হলে, এক্সাম হল আর বাসার পারফরম্যান্স
একদিন এক হয়ে যাবে।
• একদম ফ্রিতে স্টাডি টিপস ও ক্লাস পেতে কমেন্টে“Interested” লিখে দাও এবং দ্রুত গ্রুপে জয়েন করে ফেলো। পোস্টা টা শেয়ার করে দিতে ভুলোনা কিন্তু! শুভকামনা ❤
Shadman Abrar Khan
Sir Salimullah Medical College
Teacher, ACS Future School
ssc2026 acs future school shadman bhaiya acs