26/05/2025
শিশুর চোখের নেত্রনালীর রোগ এবং তার প্রতিকার।
শিশুদের চোখের নেত্রনালীর একটি কমন সমস্যা হলো Nasolacrimal Duct Obstruction (বাংলায়: নেত্রনালীর বাঁধা বা ব্লক) হল এমন একটি অবস্থা, যেখানে চোখের জল (টিয়ার) সঠিকভাবে নাকের মাধ্যমে নিঃসৃত হতে পারে না কারণ চোখ থেকে নাক পর্যন্ত সংযুক্তকারী যে ছোট নালী বা duct থাকে তা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ বা ব্লক থাকে।
🍀 শিশুর নেত্রনালীর বাঁধা বা ব্লক রোগের কারণ:
এটি সাধারণত শিশুদের জন্মগত (Congenital) সমস্যা। কারণ শিশুর জন্মের সময় nasolacrimal duct-এর নিচের অংশে থাকা valve of Hasner সম্পূর্ণরূপে খুলে না বলেই নেত্রনালীর মাধ্যমে চোখের জল নাক দিয়ে নিঃসৃত হতে পারে না।
🍀 শিশুর নেত্রনালীর বাঁধা বা ব্লক রোগের লক্ষণ সমূহ:
শিশুর যে চোখে নেত্রনালীর বাঁধা বা ব্লক রয়েছে সে চোখে সবসময় পানি জমে থাকা (watering)
শিশুর চোখের কোণে বা পাপড়ির কাছে সাদা বা হলুদ রঙের স্রাব (discharge) দেখতে পাওয়া
শিশুর চোখের কোনায় লালচে ভাব বা ফোলাভাব
শিশুর চোখে মাঝে মাধ্যেই ব্যাকটেরিয়ার বা ভাইরাস দ্বারা চোখের সংক্রমণ (conjunctivitis)
🍀 শিশুর নেত্রনালীর বাঁধা বা ব্লক রোগ কিভাবে নির্ণয় করা যায়?
শিশুর চোখের রোগের ইতিহাস এবং লক্ষণ পর্যবেক্ষণ করে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক চোখ পরীক্ষা করে দেখে থাকেন।
প্রয়োজনে fluorescein dye disappearance test করা যায়
🍀 শিশুর নেত্রনালীর বাঁধা বা ব্লক রোগের চিকিৎসা কি?
১. মৃদু নেত্রনালী বাঁধা বা ব্লকের চিকিৎসার ক্ষেত্রে করণীয়:
বেশিরভাগ শিশুর ক্ষেত্রে (৯০%-এর বেশি) এটি নিজে থেকেই ১ বছরের মধ্যে সেরে যায়।
প্রতিদিন শিশুর মা বাবা কে ৪-৫ বার lacrimal sac massage (Crigler massage) করতে বলা হয়।
এটি চোখের কোনায়, নাকের পাশের অংশে আলতো চাপ দিয়ে করা হয়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শিশুর বাবা-মকে দেখিয়ে দিবেন কিভাবে শিশুর চোখে Crigler massage করতে হবে।
Crigler massage টি চোখের নিচের অংশ থেকে নাকের দিকে আঙুল দিয়ে ধীরে ধীরে নিচে চাপ দিয়ে দিয়ে দেওয়া হয়।
এতে নেত্রনালীর বাঁধা বা ব্লক খুলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে শিশুর চোখে বা শিশুর মুখে খাওয়ার অ্যান্টিবায়োটি ঔষধ ব্যবহার করা যেতে পারে।
২. জটিল বা দীর্ঘস্থায়ী নেত্রনালী ব্লকের চিকিৎসার ক্ষেত্রে করণীয়:
যদি এক বছর বয়সের পরও সমস্যাটি থাকে, তবে probing নামে একটি ছোট অস্ত্রোপচার করা যেতে পারে।
প্রয়োজনে intubation বা dacryocystorhinostomy (DCR) করা হতে পারে (খুব জটিল ও বিরল ক্ষেত্রে)।
🍀 শিশুর নেত্রনালীর বাঁধা বা ব্লক রোগের প্রতিকার:
শিশুর চোখ সবসময় চোখ পরিষ্কার রাখা
শিশুর চোখে হাত দেওয়া থেকে বিরত রাখা।
শিশুর চোখে কাজল ব্যবহার না করাই ভালো
আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।
বি.দ্র: দক্ষ Optometrist দ্বারা চোখ পরীক্ষা করে চোখের সঠিক পরামর্শ নিন।
দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।
Optom Md Rokonuzzaman Sarkar
B. Sc in Optometry (India)
Special training in Optometry at LV Prasad Eye institute, Hyderabad, India
Consultant Optometrist and Trainner