01/01/2026
২০২৬ সালের উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু হৃদয়স্পর্শী ও জাগ্রতকারী কথা
#হে #প্রিয় #উদ্যোক্তা,
২০২৫ সাল আমাদের জীবনের একটি অধ্যায় হয়ে বিদায় নিয়েছে।
আল্লাহর অশেষ মেহেরবানিতে সামনে এসেছে নতুন সম্ভাবনার বছর—২০২৬। এই বছর যেন আমাদের জীবনে উন্নতি, সম্মান, স্বচ্ছলতা ও সাফল্যের নতুন দরজা খুলে দেয়—সে জন্য এখনই কাজে নামতে হবে। আজ নয়, কাল নয়—এখনই।
#হে #আল #খিদমাহ #ন্যাচারাল #কেয়ার #কোম্পানির #সম্মানিত #সকল #উদ্যোক্তা,
এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই।
অলসতা, ভয় আর দেরি করার অভ্যাস দিয়ে জীবন নষ্ট করার সুযোগও নেই।
যে সময় চলে গেছে, তা আর ফিরে আসবে না—কিন্তু যে সময় সামনে আছে, সেটাই আমাদের ভবিষ্যৎ গড়বে।
নতুন বছরে আমাদের নতুনভাবে জাগ্রত হতে হবে।
শুধু কাজের ধরন নয়—মস্তিষ্ক চেঞ্জিং করতে হবে।
ভাবনার জগৎ বদলাতে হবে।
“আমি পারব না” এই শব্দটা আজ থেকেই জীবন থেকে বাদ দিতে হবে।
কারণ যে নিজেকে বিশ্বাস করতে পারে না, তাকে কেউ বিশ্বাস করে না।
আমাদের প্রত্যেকের দৃঢ় অঙ্গীকার হোক—
👉 গত বছরের তুলনায় এই বছর আমার আর্থিক অবস্থা আরও ভালো হবে
👉 আমি হালাল পথে ইনকাম বাড়াবো
👉 আমি আমার পরিবার ও উম্মাহর জন্য শক্ত অবস্থানে দাঁড়াবো
#বিশেষ করে আলেম ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে—
আপনাদেরকে এগিয়ে আসতেই হবে।
দুর্বল অবস্থায় থাকাটা এখন আর কোনো অপশন নয়।
দ্বীনের খেদমতের পাশাপাশি দুনিয়ার হালাল ব্যবস্থা শক্ত না হলে, প্রভাবও দুর্বল হয়ে যায়।
শক্ত আলেম মানেই শক্ত উম্মাহ।
আর যারা বেকার, তাদের জন্য স্পষ্ট কথা—
চুপচাপ বসে থাকার সময় শেষ।
আজই কাজের ব্যবস্থা করতে হবে।
ব্যবসা শুরু করতে হবে—ছোট হলেও চলবে, কিন্তু শুরু হতেই হবে।
একটা প্রোডাক্ট, একটা উদ্যোগ, একটা লক্ষ্য—এই একটুকু থেকেই ইনশাআল্লাহ বড় কিছু জন্ম নেবে।
মনে রাখবেন—
🔥 আজ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আগামী দিনের ফল দেবে
🔥 আজ যে কষ্ট করবেন, সেটাই আগামী দিনের সম্মান হবে
🔥 আজ যে পরিশ্রম করবেন, সেটাই আগামী দিনের স্বচ্ছলতা হবে
চলুন, ২০২৬ সালকে শুধু ক্যালেন্ডারের একটি বছর না বানিয়ে
নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাই।
আল্লাহর উপর ভরসা করে, সৎ নিয়ত নিয়ে, একসাথে কাজ শুরু করি।
এখনই সময়। এখনই সিদ্ধান্ত।
ইনশাআল্লাহ, সাফল্য আমাদেরই হবে।