Dr. AL-Muzahid's Integrative & Unani Healthcare

Dr. AL-Muzahid's Integrative & Unani Healthcare রোগ নয়, দরকার রোগীর চিকিৎসা।।
চিকিৎসা নয়, চাই সুস্থতার পূর্ণতা।।

 #ডায়াবেটিক কিটো এসিডোসিস- Diabetic Ketoacidosis – (DKA) সম্পর্কে জানা খুবই জরুরি।এটি একটি নীরব ঘাতক, যা অসতর্কতায় বড়...
20/05/2025

#ডায়াবেটিক কিটো এসিডোসিস- Diabetic Ketoacidosis – (DKA) সম্পর্কে জানা খুবই জরুরি।
এটি একটি নীরব ঘাতক, যা অসতর্কতায় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।

#প্রাকৃতিক অভ্যাস ও ইউনানী একক ভেষজের মাধ্যমে এর প্রতিরোধ সম্ভব।

কী?
ডায়াবেটিক কিটো এসিডোসিস হলো ডায়াবেটিস রোগীদের একটি মারাত্মক জটিলতা, যেখানে শরীরে ইনসুলিনের অভাব (insulin deficiency) দেখা দিলে শরীর শক্তি উৎপাদনের জন্য চর্বি পোড়াতে শুরু করে। এর ফলে বিপজ্জনক ketone bodies তৈরি হয়, যা রক্তকে অতিরিক্ত acidic করে তোলে—এটিই acidosis। এটি সাধারণত টাইপ-1 রোগীর বেশি হয়ে থাকে, তবে টাইপ-2 র ক্ষেত্রেও হয়ে থাকে

যদি দ্রুত চিকিৎসা না করা হয়, তাহলে এটি জীবনঘাতী হতে পারে।

-এর সাধারণ লক্ষণ:
• • অতিরিক্ত পিপাসা
• • ঘন ঘন প্রস্রাব
• • বমি ও পেটব্যথা
• • শ্বাসকষ্ট
• • মুখে ফলের মতো গন্ধ (fruity breath) ketone bodies এর জন্য
👉 এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান।

প্রতিরোধে ইউনানী ভেষজ ও প্রাকৃতিক অভ্যাস:

#ইউনানী একক ভেষজ ও খাওয়ার নিয়ম:

1. জাম বীজ গুঁড়া – 1 চামচ, সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে সপ্তাহে ৫ দিন।

2. করলা রস – 1 চামচ, সকালে নাস্তার আগে সপ্তাহে ৪ দিন।

3. মেথি বীজ ভেজানো পানি – 1 চা চামচ বীজ + 1 গ্লাস পানি, সকালে খালি পেটে - সপ্তাহে ৫ দিন, শীতকালে নিষেধ।

4. নিম পাতার রস 1-2 চা চামচ, সকালে খালি পেটে (সপ্তাহে ৪ দিন)
☞ উপরের যেকোন ২টি অভ্যাস নিয়মিত মেনে চললেই হবে।

#বিশেষ সতর্কতা:

DKA রোধের জন্য জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস এর পরিবর্তন অর্থাৎ Alkaline foods সবচেয়ে কার্যকর উপায়। যদি আপনার ইনসুলিন থেরাপি প্রয়োজন হয়, তাহলে তা বন্ধ করবেন না; বরং ইউনানী ভেষজকে সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করুন।

Good morning to everyone who believes in natural healing!Let your soul breathe in the freshness of the morning, and your...
19/05/2025

Good morning to everyone who believes in natural healing!
Let your soul breathe in the freshness of the morning, and your body flow with balance and energy.

➤গ্রীষ্মের তীব্র গরমে শরীরের মিযাজ (Mizaj) প্রায়ই Safravi দিকে ঝুঁকে পড়ে। এতে দেখা দেয়:
☞ মাথা ঘোরা
☞ বদহজম
☞ ত্বকে ফুসকুড়ি বা চুলকানি
☞ অতিরিক্ত রাগ ও বিরক্তিভাব

≠ Unani Health Tips for Summer (গরমের জন্য ইউনানি টিপস):
_ সকালের শুরুতে ১ গ্লাস লেবু পানি পান করুন।
_ খালি পেটে তরমুজ, বেল বা শসা খান।
_ দুপুরে ভারী খাবার পরিহার করুন — বেছে নিন হালকা ও ঠান্ডা মিজাজের খাবার।
_ দিনে অন্তত ঘার, হাত পা এবং কান ঠান্ডা পানি দিয়ে ম্যাসাজ করুন।

, your Mizaj is your body’s weather.
Balance it daily to live wisely and well.

Stay tuned for more tips from Dr. Al-Muzahid’s Integrative & Unani Healthcare💜💜💜

ইনশা আল্লাহ,  প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার, হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল (বহির্বিভাগ) নিয়মিত রোগ...
16/05/2025

ইনশা আল্লাহ,
প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার,
হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল (বহির্বিভাগ) নিয়মিত রোগী দেখছি।

সময়: বিকাল ৪-৮টা পর্যন্ত।

16/05/2025

আসসালামু-আলাইকুম, জুম্মা মোবারক
#রোগ প্রতিরোধ বাড়ান ন্যাচারাল উপায়ে #

শুক্রবার ইবাদতের পাশাপাশি, নিজেকে উন্নত করার একটি স্পেশাল দিন।
– এটি নিজেকে ভিতর থেকে ভাইটালিটি বৃদ্ধি করারও একটি রুটিন।

শুক্রবার সহ সপ্তাহে অন্তত ২ দিনের ন্যাচারাল ফর্মুলা :
-সকালে ১ গ্লাস কুসুম গরম পানি
-১ চামচ খাঁটি মধু
-এক চিমটি জাফরান
-কালোজিরা পাউডার
-৩টি আখরোট (Walnut)

৩টি আখরোট খেয়ে, এক গ্লাস হালকা গরম পানিতে এক চিমটি জাফরান, ১ চামচ মধু, ১/২ চামচ কালোজিরা পাউডার চায়ের মত সেবন করে নিজের ভাইটালিটি বাড়ান প্রাকৃতিক উপায়ে।

#এটি হজমশক্তি বাড়ায়, দেহে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করে, এবং মনকে করে প্রশান্ত।

প্রতি শুক্রবার হোক আপনার ইমিউনিটি বুস্টিং সিডিউল★★★

👎 সান্ডার তেল নয় – যৌনশক্তি বাড়াতে বিজ্ঞানসম্মত প্রাকৃতিক সমাধান!"➤সম্প্রতি সান্ডা এবং সান্ডার তেল নিয়ে সোশ্যাল মিডিয়া...
15/05/2025

👎 সান্ডার তেল নয় – যৌনশক্তি বাড়াতে বিজ্ঞানসম্মত প্রাকৃতিক সমাধান!"

➤সম্প্রতি সান্ডা এবং সান্ডার তেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই।
তবে সত্যি কথা হলো—এই তেলের কার্যকারিতা নিয়ে নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি, PubMed, Google Scholar বা অন্যান্য বৈজ্ঞানিক ডাটাবেসে এই বিষয়ে ক্লিনিকাল ট্রায়াল বা প্রাসঙ্গিক আর্টিকেল খুব কম বা নেই বললেই চলে। তবে এর মাংস অনেকটাই সুস্বাদু বলে জানা গেছে, তবে দেখতে মারাত্মক রকমের Ugly,,

➤এর তেলের ব্যবহার অনেক সময় হতে পারে শরীরের জন্য বিপজ্জনক।

➤তাছাড়া সান্ডা একটি সংরক্ষিত প্রাণী — যা অনেক দেশেই ধরা বা বিক্রি করা আইনত অপরাধ।

➤যৌনস্বাস্থ্য বৃদ্ধির জন্য প্রকৃতিতেই রয়েছে নিরাপদ ও কার্যকর উপায়।

☞নিরাপদ ও কার্যকর প্রাকৃতিক উপাদানঃ
খেজুর ও মধু
আখরোট
অশ্বগন্ধা
শিলাজিত (পরিশোধিত )
জাফরান ও পপি সিডস

B.N: অবশ্যই মিযাজ অনুযায়ী এবং নির্দিষ্ট মাত্রায়।

#এগুলো শুধু শক্তি নয়, মন ও নার্ভ-সমুহকে করে চাঙ্গা।
#ইউনানি ও প্রাকৃতিক চিকিৎসায় পরীক্ষিত বহু বছরের অভিজ্ঞতায় গৃহীত উপাদান।

ইউনানি মনীষীদের দৃষ্টিতে —“রোগ নয়, রোগীকে বুঝুন”“The physician should not treat the disease, but the patient who is suff...
15/05/2025

ইউনানি মনীষীদের দৃষ্টিতে —
“রোগ নয়, রোগীকে বুঝুন”

“The physician should not treat the disease, but the patient who is suffering from it.” — Ibn Sina (Avicenna)

“Each body reacts in its own way. The wise physician adjusts the remedy to the person’s nature.” — Al-Razi (Rhazes)

“True healing comes when the cause is removed, not merely the symptoms.” — Al-Baladi

অল্টারনেটিভ চিকিৎসায় আমরা বিশ্বাস করি — রোগ নয়, রোগীর প্রকৃত চিকিৎসা।

তাই চিকিৎসার আগে আমরা বিশ্লেষণ করি:
— মিযাজ (Temperament)
— আহার ও নিদ্রার অভ্যাস
— মানসিক ও আত্মিক অবস্থা
— বর্জনক্রিয়া ও পরিবেশ

আমাদের লক্ষ্য একটাই — রোগ প্রতিরোধের শক্তি বাড়িয়ে দেহের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা।
আসুন খুব জরুরী প্রয়োজন ছাড়া কেমিক্যালাইজড মেডিসিন আর না।

এটাই আমাদের চিকিৎসা দর্শন —
Dr. Al-Muzahid’s Integrative & Unani Healthcare

 #অ্যাজমা / শ্বাসকষ্ট (Asthma, Dyspnea)ফর্মুলা:দুধিয়া গাছের শুকনো পাতা – ২ গ্রামমুলাঠি গুড়া – ১ গ্রামকালো জিরা – ১ গ্রাম...
13/05/2025

#অ্যাজমা / শ্বাসকষ্ট (Asthma, Dyspnea)

ফর্মুলা:

দুধিয়া গাছের শুকনো পাতা – ২ গ্রাম
মুলাঠি গুড়া – ১ গ্রাম
কালো জিরা – ১ গ্রাম

➤ ব্যবহার:
এই মিশ্রণ দিনে ২ বার মধুর সাথে সেবন করুন।
উপকারিতা: শ্বাসনালীর মিউকাস কমায়, বায়ু চলাচল সহজ করে,যা Natural Bronchodialator হিসেবে কাজ করে।

 #ঢাকা শহরে ফুটপাতের শরবত ও খাবার: সুস্বাদু না সুস্থতার শত্রু..; #ঢাকায় গরমের তীব্রতা থেকে একটু সস্তি পাওয়ার জন্য আখের...
10/05/2025

#ঢাকা শহরে ফুটপাতের শরবত ও খাবার: সুস্বাদু না সুস্থতার শত্রু..;

#ঢাকায় গরমের তীব্রতা থেকে একটু সস্তি পাওয়ার জন্য আখের রস, লেবুর শরবত এবং বরফ মিশ্রিত মিক্স ফ্রুটস খাচ্ছেন না তো। এখনই সাবধান হয়ে যান। এগুলো আপনার শরীরের কোন উপকারে আসবে না এটা ১০০% সত্য। এগুলোতে ব্যবহৃত প্রতিটি উপাদান ভয়ংকর যা জীবনের জন্য হুমকি। এগুলো তৈরীর প্রক্রিয়া জানলে আপনার চোখ কপালে উঠবে। খুবই ভয়ংকর কথা এগুলোর প্রত্যেকটিতে থাকে অপরিশোধিত বরফ। আসুন এগুলো সম্বন্ধে একটু বিস্তারিত এনালাইসিস করি,,,,,,

#মাইক্রোবায়োলজিক্যাল এনালাইসিস :
ফুটপাতের শরবতে যে বরফ ব্যবহৃত হয় সেগুলো কি লাশ প্রিজার্বড করা বরফ?
হতেও পারে তবে তাছাড়াও সাধারণত অপরিশোধিত পানির মাধ্যমে প্রস্তুত হয়। এতে থাকে Escherichia coli (E. coli), Salmonella typhi, Vibrio cholerae, Shigella spp., এবং Hepatitis A virus —এর মত হাজার রকমের ভয়ংকর ব্যক্টেরিয়া ও ভাইরাস। যেগুলো ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, আমাশয় ও হেপাটাইটিস-এর মত life threatening রোগ সৃষ্টি করে।

#খোলা জায়গায় প্রস্তুত খাবার:
ফুটপাতের খাবার খোলা পরিবেশে রান্না বা পরিবেশন করা হয়, যেখানে ধুলাবালি, দূষিত বায়ু ও মাছি-বসা জীবাণু সহজেই সংক্রমিত হয়। এই জীবাণুগুলো Staphylococcus aureus, Listeria monocytogenes, Campylobacter যা Skin infections (যেমন: boils, impetigo), Listeriosis (গর্ভবতী নারী ও নবজাতকের জন্য ঝুঁকিপূর্ণ), Campylobacteriosis (বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া ও পেটব্যথা) সহ অনেক ধরনের রোগ হচ্ছে🧐

#সাময়িক স্বস্তির জন্য আমরা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি গ্রহণ করছি, যার ফলে হতে পারে ফুড পয়জনিং, গ্যাস্ট্রোএন্টারাইটিস, জন্ডিস বা এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার মতো মারাত্মক অবস্থা।

☞স্বাস্থ্যকর বিকল্প:

1. ঘর থেকে বিশুদ্ধ পানি বা স্বাস্থ্যকর পানীয় নিয়ে বের হোন।

2. পরিচ্ছন্ন ও লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে খাবার গ্রহণ করুন।

3. বাসায় তৈরি লেবুর শরবত, ডাবের পানি, ফলের জুস গ্রহণ করুন।

4. সতর্কতা মানেই নিরাপত্তা। নিজের পরিবার ও সমাজের প্রতি সচেতন হোন।

“স্বাস্থ্যই সম্পদ” — মনে রাখবেন Prevention is better than cure অর্থাৎ রোগের পরে ওষুধ খোঁজো, তার চেয়ে আগে সাবধানে চলো😊

#স্বাস্থ্যসচেতনতা


  Seminar onHijama : "Prophetic Medicine and the Bridge with Modern Science " Venue: Hakim Habibur Rahman Unani Medical ...
10/05/2025

Seminar on
Hijama : "Prophetic Medicine and the Bridge with Modern Science "
Venue: Hakim Habibur Rahman Unani Medical College & Hospital Auditorium.

09/05/2025

"The peaceful sleep is the most valuable gift of life, which keeps our body and mind healthy."
— Ibn Sina
Good night to all of my beloved.

"The peaceful sleep is the most valuable gift of life, which keeps our body and mind healthy."                          ...
09/05/2025

"The peaceful sleep is the most valuable gift of life, which keeps our body and mind healthy."
— Ibn Sina.
Good night
to all of my beloved.

আল্লাহ সবাইকে ভালো রাখুক। জুম্মা মোবারক।
09/05/2025

আল্লাহ সবাইকে ভালো রাখুক। জুম্মা মোবারক।

Address

25th Umesh Dutta Road, Bakshi Bazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. AL-Muzahid's Integrative & Unani Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram