20/09/2025
#ব্রণপ্রবণ_ত্বকের_যত্নে_করণীয়:
1️⃣ দিনে ২-৩ বার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন, এর বেশী নয়(harsh scrub ব্যবহার করবেন না)।
2️⃣ ত্বকের ধরন অনুযায়ী (oily / combination) হালকা non-comedogenic ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
3️⃣ সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন (oil-free, gel based হলে ভালো)।
4️⃣ মেকআপ যতটা সম্ভব এড়িয়ে চলুন।
মেকআপ ব্যবহার করলে সেটি যেন হালকা, non-comedogenic হয়।
5️⃣ মুখে অযথা হাত দেবেন না, এতে ব্যাকটেরিয়া ছড়িয়ে ব্রণ বাড়ে।
6️⃣ প্রচুর পানি পান করুন, শরীর ও ত্বক হাইড্রেটেড থাকবে।
7️⃣ হেলদি ডায়েট মেনে চলুন – ফল, সবজি, বাদাম বেশি খান।
8️⃣ জাঙ্ক ফুড, অতিরিক্ত দুধ-চিজ ও মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিন।
9️⃣ ভারী হেয়ার অয়েল বা চুলের প্রসাধনী যেন মুখে না লাগে সেদিকে খেয়াল রাখুন।
🔟 পিম্পল খোঁচানো বা চেপে ধরবেন না – এতে দাগ থেকে যায়।
1️⃣1️⃣ কোনো স্টেরয়েড ক্রিম মুখে ব্যবহার করবেন না।
1️⃣2️⃣ প্রয়োজনে acne-friendly serum (যেমন salicylic acid বা niacinamide) ব্যবহার করতে পারেন।
1️⃣3️⃣ প্রয়োজনে ডার্মাটোলজিস্টের প্রেসক্রাইবড মেডিসিন (benzoyl peroxide, retinoid ইত্যাদি) ব্যবহার করুন।
1️⃣4️⃣ আপনার মুখ মুছার তোয়ালে, বালিশের কাভার ও বিছানার চাদর নিয়মিত পরিষ্কার করুন।
1️⃣5️⃣ পর্যাপ্ত ঘুমান (৬–৮ ঘণ্টা) – ঘুমের সময় স্কিন হিল হয়।
নিয়মিত যত্ন নিন। ত্বক থাকবে ব্রণমুক্ত ও গ্লোয়িং। ♥️♥️
-ডা. সানিয়া রিফাদ ইসলাম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
#চেম্বার:
1️⃣ ফেমাস স্পেশালাইজড হসপিটাল ✅
📍 ঠিকানা: বাড়ি #০৫, ব্লক # এইচ, মেইন রোড, মেরাদিয়া বাজার,দক্ষিণ বনশ্রী, ঢাকা-১২১৯
📱 সিরিয়ালের জন্য: ০১৬১৪-৭৫৭৩১১
2️⃣ বনশ্রী কেয়ার হসপিটাল লিমিটেড ✅
📍 ঠিকানা: বাড়ি-৩৪, রোড-৪, ব্লক-জে, মেরাদিয়া হাট, বনশ্রী, ঢাকা
📱 সিরিয়ালের জন্য:09647 404050
#ব্রণপ্রবণত্বক #ত্বকেরযত্ন