GyanGolpo-জ্ঞানগল্প

GyanGolpo-জ্ঞানগল্প মন ছুঁয়ে যাওয়া প্রতিটি গল্প…

30/06/2025

No excuse for salah ❤️🫶🫡

28/06/2025

মায়ের মত আপন...আর কেউ নেই 🥹🙏

28/06/2025

কোটি মানুষের একটি স্বপ্ন 🕋💫 এই পবিত্র মুহূর্ত💚💛

27/06/2025

পরীক্ষায় ভালো করতে... পড়ার দরকার নাই 🥶🥶

😊.....
25/06/2025

😊.....

📿 ঈদুল আযহার নামাজের নিয়ম এক নজরে!আসুন শুদ্ধভাবে ঈদের নামাজ আদায় করি।   #ঈদের_নামাজ  #কোরবানি২০২৫
06/06/2025

📿 ঈদুল আযহার নামাজের নিয়ম এক নজরে!
আসুন শুদ্ধভাবে ঈদের নামাজ আদায় করি।

#ঈদের_নামাজ #কোরবানি২০২৫

🌠অবশেষে বাংলাদেশে যাত্রা শুরু করলো Starlink!ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত এই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস এখন থেকে দেশ...
20/05/2025

🌠অবশেষে বাংলাদেশে যাত্রা শুরু করলো Starlink!
ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত এই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস এখন থেকে দেশের প্রত্যন্ত এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে।
এখন আর নির্ভর করতে হবে না সিম বা ফাইবার লাইনের উপর—সরাসরি স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট।
ডিজিটাল বাংলাদেশের পথে এটা হতে পারে একটি বিশাল পরিবর্তন!

🇧🇩 Starlink-এর বর্তমান মূল্য ও প্যাকেজ (২০২৫)

✅ এককালীন সেটআপ খরচ:

Starlink কিট: ৪৭,০০০ টাকা

এই কিটে রয়েছে স্যাটেলাইট ডিশ, রাউটার, পাওয়ার কেবল, মাউন্টিং স্ট্যান্ড ইত্যাদি।

📶 মাসিক সাবস্ক্রিপশন ফি:

৪,২০০ টাকা (প্রায় $৩৫)

উচ্চগতির ইন্টারনেট, কম লেটেন্সি, এবং নিরবিচ্ছিন্ন সংযোগের প্রতিশ্রুতি।

💡 কম খরচে Starlink ব্যবহারের কৌশল

1. গ্রুপ শেয়ারিং: একটি Starlink সংযোগ ৫-১০ জন মিলে ব্যবহার করলে মাসিক খরচ প্রতি জনে ৪২০–৮৪০ টাকার মধ্যে হতে পারে।

2. স্থানীয় ব্যবসা বা ক্যাফে মডেল: গ্রামের দোকান বা ক্যাফে মালিকরা Starlink ব্যবহার করে স্থানীয়ভাবে ইন্টারনেট সেবা দিতে পারেন, যা আয় বৃদ্ধির পাশাপাশি খরচও কমাবে।

3. প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহার: স্কুল, হাসপাতাল, NGO বা অফিসগুলো একটি সংযোগ ব্যবহার করে বহুজনকে ইন্টারনেট সুবিধা দিতে পারে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য

Starlink-এর এই সেবা বর্তমানে সারা বাংলাদেশে উপলব্ধ।

এই ইন্টারনেট সেবা সরকার বা স্থানীয় ISP দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাই রাজনৈতিক অস্থিরতার সময়েও এটি চালু থাকবে।

আপনার মতামত কমেন্টে জানান – Starlink ব্যবহার করতে চান কি না?

07/05/2025

***ভারত-পাকিস্তান: ৭৫ বছরের দ্বন্দ্বের গল্প

গতকাল ভারত “অপারেশন সিন্ধুর” (Operation Sindoor) নামে একটি সামরিক অভিযান চালায়, যার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতের দাবি অনুযায়ী, এই হামলাগুলো মূলত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যা ২২ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে বিবেচিত হয়। উক্ত হামলায় ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই হিন্দু পর্যটক ছিলেন ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাগুলো “সুনির্দিষ্ট, পরিমিত এবং অ-উত্তেজনামূলক” ছিল, এবং কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি । তবে পাকিস্তান এই হামলাকে “যুদ্ধের কাজ” হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে, হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন ।

এই ঘটনার পর পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা এবং ভারতীয় সেনাদের আটক করার দাবি রয়েছে । এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ।

১৯৪৭ সালে একসাথে স্বাধীন হয়েছিল ভারত ও পাকিস্তান। ভাগ হয়েছিল ভূখণ্ড, ভাগ হয়েছিল মন, আর শুরু হয়েছিল এক দীর্ঘ দ্বন্দ্বের গল্প—যার শেষ আজও অধরা।

প্রথম যুদ্ধ শুরু হয়েছিল কাশ্মীর নিয়ে, আর তারপর থেকে বারবার সেই কাশ্মীরই রক্তে ভিজেছে।
১৯৬৫, ১৯৭১, কারগিল—প্রতিবারই মানুষ মরেছে, সীমান্ত পুড়েছে, আর রাজনীতিবিদরা দিয়েছে বড় বড় বুলি।

৭৫ বছর পরেও আবার বন্দুকের মুখোমুখি। প্রশ্ন একটাই—এই যুদ্ধ কি সত্যিই শক্তির প্রতীক, নাকি ব্যর্থতার?

একদিকে পারমাণবিক অস্ত্র, অন্যদিকে খাদ্যাভাব ও বেকারত্ব—এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ?

আমরা যুদ্ধ চাই না,,,
আমরা চাই শান্তি||
GyanGolpo-জ্ঞানগল্প

02/05/2025

GyanGolpo-✅জ্ঞানগল্প একটি তথ্যনির্ভর, শিক্ষামূলক এবং উদ্বুদ্ধকর ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে আমরা কাজ করি মানুষের সচেতনতা, মানসিক উন্নয়ন ও সমাজ গঠনের লক্ষ্যে।
আমাদের কনটেন্টের বিষয়ভিত্তিক পরিসর—
•🌏 শিক্ষামূলক ভিডিও: বিভিন্ন বিষয়ের সহজবোধ্য ব্যাখ্যা ও ধারণা নিয়ে ভিডিও তৈরি।
•🤷‍♂️মোটিভেশনাল কনটেন্ট: জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা, স্বপ্ন পূরণ ও আত্মবিশ্বাস গঠনে সহায়ক বার্তা।
•🔇সতর্কতামূলক বার্তা: সামাজিক সমস্যাবলী, আসক্তি, অপরাধ ও বিপদসংকেত বিষয়ে আগাম সচেতনতা।
•🕚 উন্নয়নমূলক বিষয়: ব্যক্তি ও সমাজের উন্নয়ন, সময় ব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধির কৌশল।
•🧑‍🍳স্বাস্থ্য বিষয়ক পরামর্শ: স্বাস্থ্যকর জীবনযাপন, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ সম্পর্কে উপকারী দিকনির্দেশনা।
•👬 যুব উন্নয়ন: তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও দায়িত্ববান করে গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা।

আমাদের উদ্দেশ্য শুধু ভিডিও তৈরি নয়—একটি সচেতন, ইতিবাচক ও জ্ঞানের আলোয় আলোকিত সমাজ গড়ে তোলা।
GyanGolpo-জ্ঞানগল্প—আপনার জ্ঞানের সাথী, আপনার অনুপ্রেরণার গল্প।✅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when GyanGolpo-জ্ঞানগল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram