07/05/2025
***ভারত-পাকিস্তান: ৭৫ বছরের দ্বন্দ্বের গল্প
গতকাল ভারত “অপারেশন সিন্ধুর” (Operation Sindoor) নামে একটি সামরিক অভিযান চালায়, যার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতের দাবি অনুযায়ী, এই হামলাগুলো মূলত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যা ২২ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে বিবেচিত হয়। উক্ত হামলায় ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই হিন্দু পর্যটক ছিলেন ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাগুলো “সুনির্দিষ্ট, পরিমিত এবং অ-উত্তেজনামূলক” ছিল, এবং কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি । তবে পাকিস্তান এই হামলাকে “যুদ্ধের কাজ” হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে, হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন ।
এই ঘটনার পর পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা এবং ভারতীয় সেনাদের আটক করার দাবি রয়েছে । এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ।
১৯৪৭ সালে একসাথে স্বাধীন হয়েছিল ভারত ও পাকিস্তান। ভাগ হয়েছিল ভূখণ্ড, ভাগ হয়েছিল মন, আর শুরু হয়েছিল এক দীর্ঘ দ্বন্দ্বের গল্প—যার শেষ আজও অধরা।
প্রথম যুদ্ধ শুরু হয়েছিল কাশ্মীর নিয়ে, আর তারপর থেকে বারবার সেই কাশ্মীরই রক্তে ভিজেছে।
১৯৬৫, ১৯৭১, কারগিল—প্রতিবারই মানুষ মরেছে, সীমান্ত পুড়েছে, আর রাজনীতিবিদরা দিয়েছে বড় বড় বুলি।
৭৫ বছর পরেও আবার বন্দুকের মুখোমুখি। প্রশ্ন একটাই—এই যুদ্ধ কি সত্যিই শক্তির প্রতীক, নাকি ব্যর্থতার?
একদিকে পারমাণবিক অস্ত্র, অন্যদিকে খাদ্যাভাব ও বেকারত্ব—এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ?
আমরা যুদ্ধ চাই না,,,
আমরা চাই শান্তি||
GyanGolpo-জ্ঞানগল্প