Dr Rahela Runa

Dr Rahela Runa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Rahela Runa, Doctor, Shonirakra, Bornomala school Road, Dhaka.

28/09/2025

ঢাকার বাহিরে থাকায় আজ এবং আগামী দু দিন ঢাকায় রোগী দেখছিনা।

মাশাআল্লাহ কি মিষ্টি একটা বাচ্চা। কিন্তু স্কিনের এই সমস্যা বয়ে বেড়াচ্ছে জন্মের পর থেকে। শরীরের বিভিন্ন স্থানেও রয়েছে এমন...
25/09/2025

মাশাআল্লাহ কি মিষ্টি একটা বাচ্চা। কিন্তু স্কিনের এই সমস্যা বয়ে বেড়াচ্ছে জন্মের পর থেকে। শরীরের বিভিন্ন স্থানেও রয়েছে এমন। ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনেক শিশু বিশেষজ্ঞ আর শিশু হাস্পাতালে দারস্থ হয়ে ছিলেন। ফলাফল চিকিৎসাধীন অবস্থায় সুস্থ, মেডিসিন ছেড়ে দিলেই আবার আগের পর্যায়ে চলে আসে। সত্যিকার অর্থে এটা কোন সমাধান হতে পারে না। ২ বছর বয়স পর্যন্ত বাচ্চাটিকে কত ধরনের মেডিসিন খেতে হয়েছে। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য 😔।

স্কিন সমস্যার পাশাপাশি তার আরো কিছু সিম্পটম নিয়ে মেডিসিন সিলেক্ট করেছি। ইশাআল্লাহ আশাবাদী ভালো রেজাল্ট পাবো...

নেক্সট টাইম After/Before ছবি শেয়ার করবো।
দোয়া করবেন বাচ্চাটার জন্য৷

25/09/2025
গ্যাস্টিক এর জন্য উনি জাদুকর 😍। আলহামদুলিল্লাহ,  বহু পুরনো গ্যাস্টিক সমস্যায়ও অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। পেসেন্ট দের রিভি...
24/09/2025

গ্যাস্টিক এর জন্য উনি জাদুকর 😍। আলহামদুলিল্লাহ, বহু পুরনো গ্যাস্টিক সমস্যায়ও অনেক ভালো রেজাল্ট পাচ্ছি।
পেসেন্ট দের রিভিউ এককথায় আলহামদুলিল্লাহ।


👉 সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় গ্যাস্ট্রিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

🔹 আন নাজাত হোমিও কেয়ার – আপনার সুস্থতায় আপনার পাশে সবসময় 🌿

#গ্যাস্ট্রিক #হোমিওপ্যাথি #হজমেরসমাধান #স্বাস্থ্যসেবা

23/09/2025
কর্মস্থল থেকে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছি। সাথে হাতে থাকা স্মার্ট ফোনটিকে সময় দিতে ভুলিন...
22/09/2025

কর্মস্থল থেকে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছি। সাথে হাতে থাকা স্মার্ট ফোনটিকে সময় দিতে ভুলিনি। তারপর যে কত সময় এর পেছনে চলে গিয়েছে বুঝতেও পারিনি।

এই ঘটনা আমাদের নিত্যদিনের বেশির ভাগ পরিবারেরই।

কিন্তু ঘরে থাকা ছোট প্রান গুলো যে ছটফট করছে আমাদের সময় এর অপেক্ষায়। কখন তাদের একটু সময় দিবো, কখন একটু তাদের সাথে খেলাধুলা বা অন্যান্য একটিভিটিস গুলো করবো। ভেবে দেখেছেন কি আমরা তাদের সময় বের করে কতটুকু সময় দিচ্ছি....

👨‍👩‍👧‍👦 পেরেন্টিং – শুধু সন্তান লালন নয়, নিজেরও নতুনভাবে বেড়ে ওঠা

সন্তানকে বড় করা মানে শুধু খাবার, পোশাক আর পড়াশোনার ব্যবস্থা নয়। পেরেন্টিং হলো—
✨ ধৈর্য শেখা
✨ ভালোবাসার নতুন মাত্রা খোঁজা
✨ ভুল করলে সেটা মেনে নিয়ে আবার শুরু করা
✨ প্রতিদিন একটু একটু করে সন্তানের সাথে সময় দিয়ে বড় হওয়া।

আমরা হয়তো সবসময় পারফেক্ট হতে পারি না, কিন্তু সন্তানের চোখে আপনি-ই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ❤️

👉 তাই সন্তানকে সময় দিন, শোনার মানুষ হোন, আর মনে রাখুন—ভালো পেরেন্ট হতে নিখুঁত হতে হবে না, হতে হবে আন্তরিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেখানে বন্ধুর মত সন্তানের সাথে আড্ডা দেওয়া যায় খেলাধুলা করা যায়।

অনলাইন পেসেন্ট।পেসেন্ট নতুন মা হয়েছেন। নবজাতকের জন্মের ৪-৫ দিন পর খেয়াল করলেন তার আদরের সন্তানটি সঠিক পরিমাণের দুধ পাচ্ছ...
19/09/2025

অনলাইন পেসেন্ট।

পেসেন্ট নতুন মা হয়েছেন। নবজাতকের জন্মের ৪-৫ দিন পর খেয়াল করলেন তার আদরের সন্তানটি সঠিক পরিমাণের দুধ পাচ্ছেনা। উনি আমাকে জানালেন তার বুকের দুধ এর সাপ্লাই কম মনে হচ্ছেন। যাকে আমরা মেডিকেল এর ভাষায় বলে থাকি "Lactation insufficiency" বা "Hypogalactia"।

তার লক্ষন ভিত্তিক এর উপর মেডিসিন দেই। আলহামদুলিল্লাহ শিশুটি এখন প্রচুর দুধ পাচ্ছে সাথে নতুন মা'ও এখন খুবই খুশি 😊💕।

এসকল ক্ষেত্রে মা কে শুধু মেডিসিনই নয়ে তার দৈনন্দিন রুটিন এবং খাওয়া-দাওয়ায় পরিবর্তন প্রয়োজন।

Lactation insufficiency বা Hypogalactia নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো। ইনশাআল্লাহ 🙂

#বুকেরদুধ

লক্ষন ভিত্তিক চিকিৎসায় পেসেন্ট এর পেট থেকে কথা বের করা আর খনি থেকে সোনা বের করার সমান....  দীর্ঘ ৪৫+ মিনিট এর সেশনে আমি ...
19/09/2025

লক্ষন ভিত্তিক চিকিৎসায় পেসেন্ট এর পেট থেকে কথা বের করা আর খনি থেকে সোনা বের করার সমান.... দীর্ঘ ৪৫+ মিনিট এর সেশনে আমি কথা টেনে বের করতে করতে হাপিয়ে গিয়েছি। 😪
এই ধরনের পেসেন্ট এর ক্ষেত্রে মেডিসিন সিলেকশন খুবই টাফ।

17/09/2025

চেম্বারের রেগুলার ভিজিটোর "ছোট কুটুরি" 🐱 😘 মাশাআল্লাহ 😍

আপনার নবজাত শিশুটি বা ৩/৪ মাস বয়স এর শিশু সন্তানটি কী কোনো কারণ ছাড়াই অনবরত কেঁদে যাচ্ছে। আপনি বুঝতে পারছেনই না কি কারনে...
17/09/2025

আপনার নবজাত শিশুটি বা ৩/৪ মাস বয়স এর শিশু সন্তানটি কী কোনো কারণ ছাড়াই অনবরত কেঁদে যাচ্ছে। আপনি বুঝতে পারছেনই না কি কারনে এমনটা হতে পারে? হতে পারে আপনার শিশুটি কলিক বেবি।

অর্থাৎ শিশুদের কলিক (Colic) বলতে বোঝায়, বিশেষ করে নিউবর্ন বা ৩–৪ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, অস্বাভাবিকভাবে বেশি কান্না করা ও পেটের ব্যথাজনিত অস্বস্তি। এটা সাধারণত শিশুর জন্য ক্ষতিকর বা মারাত্মক রোগ নয়, তবে বাবা–মায়ের জন্য খুব কষ্টকর অভিজ্ঞতা। আপনাদের সুবিধার্থে নিচে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরলাম:

---

🍼 কলিক কি?

কলিক মূলত এমন একটি অবস্থা যেখানে শিশু প্রতিদিন দীর্ঘ সময় ধরে অকারণে কাঁদে।

সংজ্ঞা অনুযায়ী, যদি শিশু দিনে ৩ ঘণ্টার বেশি, সপ্তাহে ৩ দিন বা তার বেশি, এবং এভাবে অন্তত ৩ সপ্তাহ ধরে কাঁদে, সেটিকে কলিক ধরা হয়।

---

🐣 কোন বয়সে হয়?

সাধারণত ২ সপ্তাহ থেকে শুরু হয়,

৬ সপ্তাহে বেশি হয়,

৩–৪ মাস বয়সের পর ধীরে ধীরে কমে যায়।

---

⚠️ কেন হয়? (সম্ভাব্য কারণ)

এখনও সঠিক কারণ জানা যায়নি, তবে কয়েকটি সম্ভাব্য কারণ হলো:

1. পেটের গ্যাস জমা হওয়া – শিশুর হজম সিস্টেম পুরোপুরি তৈরি না থাকায় দুধ হজমে সমস্যা হয়।

2. অতিরিক্ত বায়ু গেলা – দুধ খাওয়ার সময় বা কান্নার সময় বাতাস পেটে ঢুকে যায়।

3. ইম্যাচিউর ডাইজেস্টিভ সিস্টেম – জন্মের পর হজমপ্রণালী ঠিকমতো কাজ না করার কারণে ব্যথা হয়।

4. অতিরিক্ত উদ্দীপনা (Overstimulation) – চারপাশের পরিবেশের শব্দ, আলো বা বেশি নড়াচড়া শিশুকে অস্বস্তিতে ফেলে।

5. ফুড সেনসিটিভিটি – কখনও কখনও মায়ের খাওয়ার কিছু খাবার (দুধ, কফি, ঝাল খাবার) বুকের দুধে গিয়ে শিশুর অস্বস্তি বাড়ায়।

---

🩺 যে লক্ষন গুলো খেয়াল করবেন:-

🔸হঠাৎ করে অসংযত কান্না শুরু করা (বেশি করে বিকেল বা রাতে হয়)।

🔸শিশুর কান্না তীক্ষ্ণ ও চিৎকারের মতো।

🔸পা ভাঁজ করে পেটের দিকে টেনে নেয়।

🔸মুখ লাল হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে।

🔸পেট শক্ত মনে হয়, গ্যাস বের হতে কষ্ট হয়।

---

🧸 কি করলে উপকার হয়? বা আপনার সন্তানটি আরাম বোধ করবে।

1. ঢেঁকুর তোলা – খাওয়ানোর পর ভালোভাবে ঢেঁকুর তুলিয়ে দিন।

2. গ্যাস রিলিফ পজিশন – শিশুকে পেটের উপর কোলের ওপর শোয়ান, অথবা হাঁটুর উপর উপুড় করে আলতো করে চাপড় দিন।

3. হালকা পেট ম্যাসাজ – ঘড়ির কাঁটার দিকে হালকা করে পেট ম্যাসাজ করলে গ্যাস বের হতে পারে।

4. সোয়াডলিং – কাপড়ে ভালোভাবে জড়িয়ে নিলে আরাম পেতে পারে।

5. রিদমিক নড়াচড়া – কোলের মধ্যে হালকা দোলানো, গাড়িতে চড়ানো বা হোয়াইট নয়েজ (ফ্যানের শব্দ) কিছু শিশুর ক্ষেত্রে উপকার করে।

6. খাওয়ানোর পদ্ধতি ঠিক করা –
বোতলে খাওয়ালে নিপলের সাইজ ঠিক কিনা দেখুন।
বুকের দুধ খাওয়ালে উভয় স্তন থেকে সঠিকভাবে খাওয়াতে হবে।

7. শিশুকে হালকা কুসুম গরম সেক দেয়া।

8. মায়ের ডায়েট পরিবর্তন – যদি শিশু এক্সক্লুসিভ ব্রেস্টফিড হয়, তবে মায়ের দুধে গ্যাস তৈরি করে এমন খাবার (কফি, বাঁধাকপি, ডাল, দুধ) সীমিত করতে হতে পারে।

---

💊 চিকিৎসা

সাধারণত ওষুধের দরকার হয় না।

🚨 কবে ডাক্তার দেখাবেন?

যদি শিশুর সাথে নিচের কোনো উপসর্গ থাকে:

জ্বর, বমি, ডায়রিয়া বা রক্তযুক্ত পায়খানা।

শিশুর ওজন না বাড়া।

খুব দুর্বল বা অস্বাভাবিকভাবে ঘুমায়।

খাওয়ায় আগ্রহ নেই।

👉 কলিক শিশুদের একটি সাধারণ, সাময়িক এবং ক্ষতিকর নয় এমন অবস্থা। ধৈর্য, সঠিক খাওয়ানো ও পরিচর্যার মাধ্যমে বেশিরভাগ শিশুই ৩–৪ মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যায়।

#কলিকবেবি
#শিশুরস্বাস্থ্য
#নবজাতকেরযত্ন
#শিশুরকান্না


#শিশুরগ্যাসসমস্যা

#সুস্থশিশু


Address

Shonirakra, Bornomala School Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rahela Runa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category