25/05/2025
ইনবাত হিলিং এর কার্যক্রম –
স্থান : আপাতত আমাদের অফিস মিরপুর–২, ঢাকা। আশা করি একদিন আমরা সারা দেশে পৌছে যেতে পারবো ইন শা আল্লাহ।
রাকিয়াহ : আপাতত আমরা নারীদের জন্য রুকইয়াহ দিয়ে শুরু করছি। ইনবাত হিলিং-এ রাকিয়াহ হিসেবে রয়েছেন মুহতারমাহ রবিয়াহ বিনতে মুস্তাফিজ (হাফি)। অর্থাৎ, এখন থেকে বোনেদের পর্দা নিয়ে আর টেনশন করতে হবে না ইন শা আল্লাহ।
কন্সাল্টেন্সি : অনেকেই জানে না রুকইয়াহ আসলে কীভাবে কাজ করে, রুকইয়াহর কার্যকারিতা পেতে শর্ত কী অথবা সেলফ রুকইয়াহ কতটা গুরুত্বপূর্ণ। একারণে ইনবাত হিলিং এ রুকইয়াহর পূর্বে কন্সাল্টেশন বাধ্যতামূলক।
কন্সালটেশন ফি – ২০০০৳ প্রতি ঘন্টা, প্রথম ২৫ জনের জন্য ২৫% ডিস্কাউন্ট। সেক্ষেত্রে ফি দাঁড়ায় ১৫০০৳। যদি ১ ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে পরবর্তী ঘন্টার জন্য ৫০০৳ যুক্ত হবে।
সেশন : আমরা চেষ্টা করি যাতে সর্বনিম্ন সেশনে সর্বোচ্চ ফায়দাটুকু পাওয়া যায় আর আমরা সেলফ রুকইয়ার ব্যাপারে বেশি জোর দিয়ে থাকি। পেশেন্টদের আমাদের রাকিয়াহ সেলফ রুকইয়াহ বিশেষভাবে শিখিয়ে দিবেন ইন শা আল্লাহ। অর্থাৎ, একাধিক সেশনের জন্য টাকা গোনা আর একাধিকবার যাতায়াতের ঝামেলার অবসান এখানেই।
রুকইয়াহ ফি – আমাদের রুকইয়াহ ফি নির্ধারিত নয়। রোগীর আমলী অবস্থা ও রোগের গভীরতার ওপর নির্ভর করে সেশন প্রতি সর্বনিম্ন ২০০০৳ থেকে ফী নির্ধারিত হয়। কন্সাল্টেশন ও রুকইয়াহ একসাথে করালে পুরো ফি-এর ওপর আরও ৫০০৳ ছাড় থাকবে।
আর ইনবাতের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফি–এর ওপর ১০% ছাড়।