Inbaat Healing

Inbaat Healing অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদ্গম

27/06/2025

আগামী ৩০/০৬/২৫ ইং সোমবারের জন্য আপনার রুক্বইয়াহ সেশনটি বুক কর‍তে আমাদেরকে ইনবক্স করুন।

বরকতময় সময়গুলোতে রুক্বইয়াহ সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। রুক্বইয়াহ হলো এক প্রকার দুয়া। দুয়া কবুল হওয়ার প্রতিটা বরকতময় সময় রুক...
02/06/2025

বরকতময় সময়গুলোতে রুক্বইয়াহ সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়।
রুক্বইয়াহ হলো এক প্রকার দুয়া। দুয়া কবুল হওয়ার প্রতিটা বরকতময় সময় রুক্বইয়াহ সবচেয়ে বেশি কার্যকরি হয়। তাই জিলহজ্জের এই বরকতময় সময়গুলোতে চলে আসুন আমাদের রুক্বইয়াহ সেন্টারে। আগামী ৭ ও ৮ জিলহজ্জ (৪ ও ৫ জুন) এপয়েন্টমেন্ট বুক কর‍তে আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন৷

হোয়াটসঅ্যাপ নাম্বার- 01630-078976

আগামী ৬ জিলহজ্জ ও ৮ জিলহজ্জ(৩ জুন ও ৫ জুন) এর জন্য এপয়েন্টমেন্ট বুক করতে এখুনি মেসেজ করুন আমাদের Inbaat Healing এর ফেইসব...
29/05/2025

আগামী ৬ জিলহজ্জ ও ৮ জিলহজ্জ(৩ জুন ও ৫ জুন) এর জন্য এপয়েন্টমেন্ট বুক করতে এখুনি মেসেজ করুন আমাদের Inbaat Healing এর ফেইসবুক পেইজে অথবা Whatsapp নাম্বারে।

হোয়াটসঅ্যাপ নাম্বার : 01630078976

ইনবাত হিলিং এর কার্যক্রম – স্থান : আপাতত আমাদের অফিস মিরপুর–২, ঢাকা। আশা করি একদিন আমরা সারা দেশে পৌছে যেতে পারবো ইন শা ...
25/05/2025

ইনবাত হিলিং এর কার্যক্রম –
স্থান : আপাতত আমাদের অফিস মিরপুর–২, ঢাকা। আশা করি একদিন আমরা সারা দেশে পৌছে যেতে পারবো ইন শা আল্লাহ।

রাকিয়াহ : আপাতত আমরা নারীদের জন্য রুকইয়াহ দিয়ে শুরু করছি। ইনবাত হিলিং-এ রাকিয়াহ হিসেবে রয়েছেন মুহতারমাহ রবিয়াহ বিনতে মুস্তাফিজ (হাফি)। অর্থাৎ, এখন থেকে বোনেদের পর্দা নিয়ে আর টেনশন করতে হবে না ইন শা আল্লাহ।

কন্সাল্টেন্সি : অনেকেই জানে না রুকইয়াহ আসলে কীভাবে কাজ করে, রুকইয়াহর কার্যকারিতা পেতে শর্ত কী অথবা সেলফ রুকইয়াহ কতটা গুরুত্বপূর্ণ। একারণে ইনবাত হিলিং এ রুকইয়াহর পূর্বে কন্সাল্টেশন বাধ্যতামূলক।
কন্সালটেশন ফি – ২০০০৳ প্রতি ঘন্টা, প্রথম ২৫ জনের জন্য ২৫% ডিস্কাউন্ট। সেক্ষেত্রে ফি দাঁড়ায় ১৫০০৳। যদি ১ ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে পরবর্তী ঘন্টার জন্য ৫০০৳ যুক্ত হবে।

সেশন : আমরা চেষ্টা করি যাতে সর্বনিম্ন সেশনে সর্বোচ্চ ফায়দাটুকু পাওয়া যায় আর আমরা সেলফ রুকইয়ার ব্যাপারে বেশি জোর দিয়ে থাকি। পেশেন্টদের আমাদের রাকিয়াহ সেলফ রুকইয়াহ বিশেষভাবে শিখিয়ে দিবেন ইন শা আল্লাহ। অর্থাৎ, একাধিক সেশনের জন্য টাকা গোনা আর একাধিকবার যাতায়াতের ঝামেলার অবসান এখানেই।
রুকইয়াহ ফি – আমাদের রুকইয়াহ ফি নির্ধারিত নয়। রোগীর আমলী অবস্থা ও রোগের গভীরতার ওপর নির্ভর করে সেশন প্রতি সর্বনিম্ন ২০০০৳ থেকে ফী নির্ধারিত হয়। কন্সাল্টেশন ও রুকইয়াহ একসাথে করালে পুরো ফি-এর ওপর আরও ৫০০৳ ছাড় থাকবে।

আর ইনবাতের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফি–এর ওপর ১০% ছাড়।

Address

Mirpur 2
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inbaat Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram