CLINI KIDS

CLINI KIDS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CLINI KIDS, Child Development, 64-L/6 R. K Mission Road, Gopibag, Dhaka.

সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।দক্ষ ডাক্তার,ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান,পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন,অপথালমোলজি,মনোরোগ বিশেষজ্ঞ,অকুপেশনাল থেরাপিস্ট,স্পিচ থেরাপিস্ট,স্পেশাল এডুকেটর দ্বারা পরিচালিত।প্রতিটি ক্লাসে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রয়েছে।

এবারের বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় হল "Occupational Therapy in Action"। অর্থাৎ কোন কিছু করার ক্ষেত্রে ...
23/10/2025

এবারের বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় হল "Occupational Therapy in Action"। অর্থাৎ কোন কিছু করার ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি অত্যাবশ্যকীয়তা বা প্রয়োজনীয়তা । কিন্তু এই যে "Action অথবা কাজ অথবা করা" এটা কী যেমনে তেমনে করা? না এই করার মানে হলো মিনিংফুল বা অর্থপূর্ণভাবে করা। উদাহরণ দিয়ে যদি বলি, একজন মানসিক অসুস্থ ব্যক্তির নিজের দৈনন্দিন কাজ/ Activities of Daily Living (ADL) এ ব্যাঘাত ঘটে বিভিন্ন কারণে ! ওনার এই সমস্যার কারণে বুঝতে পারছে না, কীভাবে নিজের কাজটা নিজে করতে হবে! ঠিক তখনই ওনার অকুপেশনাল থেরাপির প্রয়োজন পড়ে,কারণ একজন অকুপেশনাল থেরাপিস্ট জানে কীভাবে একজন মানুষকে বিভিন্ন অর্থপূর্ণ কাজের মধ্যে অংশগ্রহণ করিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা যায়।

গোপিবাগ,গোলাপবাগ,মানিকনগর,ওয়ারী এলাকায় একমাত্র ডাক্তার দ্বারা পরিচালিত ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টার।অনেক...
20/10/2025

গোপিবাগ,গোলাপবাগ,মানিকনগর,ওয়ারী এলাকায় একমাত্র ডাক্তার দ্বারা পরিচালিত ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টার।

অনেক বাবা-মা চিন্তায় থাকেন—“আমার শিশুর জন্য কি আলাদা স্কুলিং দরকার? নাকি সাধারণ স্কুলেই যাবে?”
আসলে, Special Child দের জন্য ব্যক্তিগত মনোযোগ (1:1 Schooling) সবচেয়ে বেশি কার্যকর।

1:1 Schooling এর উপকারিতা:
1. ব্যক্তিগত মনোযোগ: শিক্ষক শুধুই তার জন্য সময় দেন।
2. শেখার গতি অনুযায়ী পাঠ: দ্রুত বা ধীরে—শিশুর প্রয়োজন অনুযায়ী শেখানো যায়।
3. আচরণ ও সামাজিক দক্ষতা: একা একা গাইড করলে শিশুর অনিচ্ছুক আচরণ ধীরে কমে যায়।
4. বিশেষ থেরাপির সমন্বয়: Speech Therapy, OT, Behavioral Support ক্লাসের সাথেই যুক্ত হয়।
5. আত্মবিশ্বাস বৃদ্ধি: ভুল করলে লজ্জা পায় না, নিজেকে নিরাপদ মনে করে।

ক্লিনিকিডসে আমরা:
শিশুর বয়স, ক্ষমতা ও সমস্যার ধরন অনুযায়ী 1:1 মডেল ব্যবহার করি। এতে শিশু ধীরে ধীরে একা শেখা থেকে গ্রুপে শেখার দিকে এগিয়ে যায়।

📞 এপয়েন্টমেন্ট বা ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুন:
01998-599468

📍 ৬৪-এল/৬ আর,কে মিশন রোড, গোপিবাগ,(বিসমিল্লাহ জামে মসজিদের সামনে), ঢাকা।

20/10/2025

দুঃখিত অক্টোবর মাসে আমাদের বিনামূল্যে ভর্তির অফারটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।এখন ভর্তির ক্ষেত্রে ৫০% ছাড় অফারটি চালু করা হয়েছে।

Only 1 free seat is available
16/10/2025

Only 1 free seat is available

‼️ ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️
ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য আর মাত্র ১ জন বাচ্চার জন্য ভর্তি সম্পুর্ন ফ্রি।
যোগাযোগ:ফোন ০১৯৯৮৫৯৯৪৬৮,০১৫৪০৬৮৪১০১
আমাদের সেবা সমূহ
👉👉 ১:১ অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান।
👉 অভিজ্ঞ অকুপেশনাল থেরাপীস্ট ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট দ্বারা থেরাপী প্রদান।
👉 বিহেভিয়র ম্যানেজমেন্ট।
👉 গ্রুপ প্লে থেরাপি
👉আউটিং এন্ড শপিং প্রোগ্রাম।

এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পরিচ্ছন্ন সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং স্বার্বক্ষনিক CCTV মনিটরিং এর সু-ব্যবস্থা।আপনার বিশেষ সন্তানের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্কুলের সময় সূচীঃ
(রবিবার থেকে বৃহস্পতিবার)
⭕ সকাল শিফট: সকাল ৯.০০ টা থেকে ১২.৩০ পর্যন্ত
⭕ দুপুর শিফট :দুপুর ১:৩০ টা থেকে ৫.০০টা পর্যন্ত
⭕ ইভনিং শিফট: বিকাল ৫.০০ টা থেকে ৭.৩० পর্যন্ত

ঠিকানা :৬৪-এল /৬ আর,কে মিশন রোড, গোপিবাগ (বিসমিল্লাহ জামে মসজিদ সামনে),ঢাকা।

‼️  ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য আর মাত্র ১ জন বাচ্চ...
16/10/2025

‼️ ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️
ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য আর মাত্র ১ জন বাচ্চার জন্য ভর্তি সম্পুর্ন ফ্রি।
যোগাযোগ:ফোন ০১৯৯৮৫৯৯৪৬৮,০১৫৪০৬৮৪১০১
আমাদের সেবা সমূহ
👉👉 ১:১ অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান।
👉 অভিজ্ঞ অকুপেশনাল থেরাপীস্ট ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট দ্বারা থেরাপী প্রদান।
👉 বিহেভিয়র ম্যানেজমেন্ট।
👉 গ্রুপ প্লে থেরাপি
👉আউটিং এন্ড শপিং প্রোগ্রাম।

এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পরিচ্ছন্ন সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং স্বার্বক্ষনিক CCTV মনিটরিং এর সু-ব্যবস্থা।আপনার বিশেষ সন্তানের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্কুলের সময় সূচীঃ
(রবিবার থেকে বৃহস্পতিবার)
⭕ সকাল শিফট: সকাল ৯.০০ টা থেকে ১২.৩০ পর্যন্ত
⭕ দুপুর শিফট :দুপুর ১:৩০ টা থেকে ৫.০০টা পর্যন্ত
⭕ ইভনিং শিফট: বিকাল ৫.০০ টা থেকে ৭.৩० পর্যন্ত

ঠিকানা :৬৪-এল /৬ আর,কে মিশন রোড, গোপিবাগ (বিসমিল্লাহ জামে মসজিদ সামনে),ঢাকা।

15/10/2025

স্ক্রীনিং টাইম মানেই যে শিশুর ক্ষতি হওয়া! এমনটা নয়.
স্ক্রিনিং টাইম হবে এমন, যেখানে একজন শিশু- আনন্দ পাবে, বিনোদন পাবে, কিছু শিখতে পারবে, হবে তার মানসিক বিকাশ।
আর যদি স্ক্রিনিং টাইম হয় গ্রুপ স্ক্রীনিং টাইম, তাহলেতো কথাই নেই। শিশু তখন আনন্দ, বিনোদন আর শিক্ষার সাথে শিখবে সামাজিকতা, কিভাবে একসাথে অনেকে মিলে নিজের পছন্দ-অপছন্দকে বিসর্জন দিয়ে একই ধরনের কাজ করা যায় অথবা একই ধরনের কাজের মাধ্যমে আনন্দ খুঁজে নেয়া যায়।

13/10/2025

‼️ ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️
ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য আর মাত্র ২জন বাচ্চার জন্য ভর্তি সম্পুর্ন ফ্রি।
যোগাযোগ:ফোন ০১৯৯৮৫৯৯৪৬৮,০১৫৪০৬৮৪১০১
আমাদের সেবা সমূহ
👉👉 ১:১ অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান।
👉 অভিজ্ঞ অকুপেশনাল থেরাপীস্ট ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট দ্বারা থেরাপী প্রদান।
👉 বিহেভিয়র ম্যানেজমেন্ট।
👉 গ্রুপ প্লে থেরাপি
👉আউটিং এন্ড শপিং প্রোগ্রাম।

এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পরিচ্ছন্ন সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং স্বার্বক্ষনিক CCTV মনিটরিং এর সু-ব্যবস্থা।আপনার বিশেষ সন্তানের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্কুলের সময় সূচীঃ
(রবিবার থেকে বৃহস্পতিবার)
⭕ সকাল শিফট: সকাল ৯.০০ টা থেকে ১২.৩০ পর্যন্ত
⭕ দুপুর শিফট :দুপুর ১:৩০ টা থেকে ৫.০০টা পর্যন্ত
⭕ ইভনিং শিফট: বিকাল ৫.০০ টা থেকে ৭.৩० পর্যন্ত

ঠিকানা :৬৪-এল /৬ আর,কে মিশন রোড, গোপিবাগ (বিসমিল্লাহ জামে মসজিদ সামনে),ঢাকা।

12/10/2025

Today is very special day for us. One of our cham perform GITER for our little Angeles.

Love for you big boy ❤️❤️❤️

‼️  ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য মাত্র ৫ জন বাচ্চার ...
06/10/2025

‼️ ফ্রি‼️ ফ্রি ‼️ ফ্রি ‼️
ক্লিনিকিডস স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য মাত্র ৫ জন বাচ্চার জন্য ভর্তি সম্পুর্ন ফ্রি।
যোগাযোগ:ফোন ০১৯৯৮৫৯৯৪৬৮,০১৫৪০৬৮৪১০১
আমাদের সেবা সমূহ
👉👉 ১:১ অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান।
👉 অভিজ্ঞ অকুপেশনাল থেরাপীস্ট ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট দ্বারা থেরাপী প্রদান।
👉 বিহেভিয়র ম্যানেজমেন্ট।
👉 গ্রুপ প্লে থেরাপি
👉আউটিং এন্ড শপিং প্রোগ্রাম।

এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পরিচ্ছন্ন সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং স্বার্বক্ষনিক CCTV মনিটরিং এর সু-ব্যবস্থা।আপনার বিশেষ সন্তানের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্কুলের সময় সূচীঃ
(রবিবার থেকে বৃহস্পতিবার)
⭕ সকাল শিফট: সকাল ৯.০০ টা থেকে ১২.৩০ পর্যন্ত
⭕ দুপুর শিফট :দুপুর ১:৩০ টা থেকে ৫.০০টা পর্যন্ত
⭕ ইভনিং শিফট: বিকাল ৫.০০ টা থেকে ৭.৩० পর্যন্ত

ঠিকানা :৬৪-এল /৬ আর,কে মিশন রোড, গোপিবাগ (বিসমিল্লাহ জামে মসজিদ সামনে),ঢাকা।

“কথায় বাধা নয়, আত্মবিশ্বাসে হোক শুরু!সাবলীল কথায় উজ্জ্বল হোক আগামীকাল”- আপনার শিশুর কি কথা বলতে দেরি হচ্ছে?- বয়সের তুলনা...
05/10/2025

“কথায় বাধা নয়, আত্মবিশ্বাসে হোক শুরু!
সাবলীল কথায় উজ্জ্বল হোক আগামীকাল”

- আপনার শিশুর কি কথা বলতে দেরি হচ্ছে?
- বয়সের তুলনায় কম কথা বলে?
- একই কথা বারবার বলে?
- শব্দ উচ্চারণে সমস্যা হচ্ছে?
- অন্যদের কথা বুঝতে পারছে না?

আপনার সন্তানের যে কোন ডেভেলপমেন্টজনিত সমস্যায় আজই যোগাযোগ করুন আমদের সাথে।

📞 যোগাযোগ: 01998-599468
📍 ঠিকানা: ৬৪-এল/৬ আর,কে,মিশন রোড,গোপিবাগ(বিসমিল্লাহ জামে মসজিদের সামনে), ঢাকা
(শর্ত প্রযোজ্য)

Address

64-L/6 R. K Mission Road, Gopibag
Dhaka
1203

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when CLINI KIDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram