23/10/2025
এবারের বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় হল "Occupational Therapy in Action"। অর্থাৎ কোন কিছু করার ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি অত্যাবশ্যকীয়তা বা প্রয়োজনীয়তা । কিন্তু এই যে "Action অথবা কাজ অথবা করা" এটা কী যেমনে তেমনে করা? না এই করার মানে হলো মিনিংফুল বা অর্থপূর্ণভাবে করা। উদাহরণ দিয়ে যদি বলি, একজন মানসিক অসুস্থ ব্যক্তির নিজের দৈনন্দিন কাজ/ Activities of Daily Living (ADL) এ ব্যাঘাত ঘটে বিভিন্ন কারণে ! ওনার এই সমস্যার কারণে বুঝতে পারছে না, কীভাবে নিজের কাজটা নিজে করতে হবে! ঠিক তখনই ওনার অকুপেশনাল থেরাপির প্রয়োজন পড়ে,কারণ একজন অকুপেশনাল থেরাপিস্ট জানে কীভাবে একজন মানুষকে বিভিন্ন অর্থপূর্ণ কাজের মধ্যে অংশগ্রহণ করিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা যায়।