UdayTara Foundation Bangladesh

UdayTara Foundation Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UdayTara Foundation Bangladesh, Home Health Care Service, এয়ারপোর্ট রোড আশকোনা ১২৩০, Dhaka.

উদয় তারা ফাউন্ডেশন ভালোবাসা, সেবা ও সহানুভূতির এক আশ্রয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি দেওয়ার পাশাপাশি অসুস্থ রোগীদেরও যত্নসহ সেবা প্রদান করা হয়। প্রতিটি প্রাণের সম্ভাবনাকে জাগিয়ে তোলে এই প্রতিষ্ঠান, যেখানে ভালোবাসা ছুঁয়ে যায় হৃদয়ে

27/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি
স্পেশাল স্কুলের জন্য ফিমেল টিচার আবশ্যক
বসুন্ধরা রোড, প্রগতিসরণী ঢাকা ১২২৯
যোগাযোগ করুন ০১৬২৭১০৯৭৯৪

আপনার প্রিয়জনের জন্য সেরা যত্ন — উদয় তারা ফাউন্ডেশন।বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ কেয়ার গিভার, নির্ভরযোগ্য সেবা।ভালোবাস...
21/08/2025

আপনার প্রিয়জনের জন্য সেরা যত্ন — উদয় তারা ফাউন্ডেশন।
বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ কেয়ার গিভার, নির্ভরযোগ্য সেবা।
ভালোবাসা ও পেশাদারিত্বের ছোঁয়ায়, আপনাদের পাশে উদয় তারা ফাউন্ডেশন।

বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি। প্রয়োজনে ইনবক্স করুন বা কল দিন।
01627-109794

ঠিকানা : প্রগতির স্মরণ বসুন্ধরা রোড ১২২৯, hevaily কমপ্লেক্স ক-৬
বিশেষ মন্তব্য : ["ঢাকার মধ্যে সেবা প্রদান করা হয়", বা "নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার গিভার"]

#উদয়তারা_ফাউন্ডেশন

21/08/2025

🔔 ভর্তি চলছে
🏫 আলোর পথ স্পেশাল স্কুল
(APF কর্তৃক পরিচালিত)

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান

সেবা প্রদান:

ASD – Autism Spectrum Disorder (অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার)

CP – Cerebral Palsy (সেরিব্রাল পালসি)

DS – Down Syndrome (ডাউন সিনড্রোম)

ID – Intellectual Disability (বুদ্ধিবিকাশজনিত প্রতিবন্ধকতা)

ADHD – Attention Deficit Hyperactivity Disorder (মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা ব্যাধি)

📍 ঠিকানা:
Haveily Complex, KA-6, Lift-2, 7th Floor
বসুন্ধরা মেইন রোড, ঢাকা-১২২৯

📞 যোগাযোগ করুন এখনই:
01337-146744


16/08/2025

🗣️ কথা বলতে দেরি হওয়া শিশু

অনেক শিশু বয়স অনুযায়ী কথা বলতে শেখে না। তারা ডাকলে সাড়া দেয় না, শব্দ অনুকরণ করতে পারে না, বা ছোট ছোট বাক্যে কথা বলতে দেরি করে। সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে পরবর্তীতে শেখা, পড়াশোনা ও সামাজিক জীবনে সমস্যা দেখা দিতে পারে।

👶 সাধারণ লক্ষণসমূহ

✔️ বয়স অনুযায়ী শব্দ বলতে না পারা
✔️ ডাকলে সাড়া না দেওয়া
✔️ শুধু ইশারায় কিছু বোঝানো
✔️ অন্য শিশুদের তুলনায় ভাষা দক্ষতায় পিছিয়ে থাকা
✔️ অতি চঞ্চল বা মনোযোগ ধরে রাখতে না পারা

✅ সমাধান কী হতে পারে?

🟢 নিয়মিত স্পিচ থেরাপি নেওয়া
🟢 শিশুকে বারবার নাম ধরে ডাকা
🟢 ছোট ছোট শব্দ অনুকরণ শেখানো
🟢 গান, ছড়া ও ছবি ব্যবহার করে কথা শেখানো
🟢 সামাজিক খেলায় অংশগ্রহণ করানো
🟢 পরিবারের সবার সাথে বেশি বেশি কথা বলা

🌟 কেন আসবেন Alor Poth Special School এ?

🔹 অভিজ্ঞ ক্লিনিকাল স্পিচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট
🔹 প্রতিটি শিশুর জন্য ১:১ (One-to-One) সেবা
🔹 আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে থেরাপি প্রদান
🔹 শিশুর বয়স ও সমস্যার ধরণ অনুযায়ী আলাদা থেরাপি প্ল্যান
🔹 আনন্দময় পরিবেশে শেখানো হয় যাতে শিশু সহজেই অগ্রগতি করে

Md. Shakil Sarwar
Audiologist and Speech - Language Pathologist
Faculty Member, Dept. of Audiology and speech Language Pathology, PISER, Dhaka.

📞 Contact: 01337146744
📍 ঠিকানা: Haveily Complex, KA-6, Bashundhara Rain Road, ঢাকা-১২২৯

বিহেভিয়ার ম্যানেজমেন্ট বিষয়ক অভিভাবক সচেতনতামূলক আলোচনাআলোচনা পরিচালনায় আছেন –তাসমিয়া রহমানএবিএ সাপোর্ট প্রোগ্রামার ও বি...
05/08/2025

বিহেভিয়ার ম্যানেজমেন্ট বিষয়ক অভিভাবক সচেতনতামূলক আলোচনা
আলোচনা পরিচালনায় আছেন –
তাসমিয়া রহমান
এবিএ সাপোর্ট প্রোগ্রামার ও বিহেভিয়ার থেরাপিস্ট
পিএইচডি, মোনাশ ইউনিভার্সিটি

📞 যোগাযোগ: 01337146744
01627109794
📍 আলোর পথ স্পেশাল স্কুল



#উদয়তারা_ফাউন্ডেশন

আপনার প্রিয়জনের জন্য সেরা যত্ন — উদয় তারা ফাউন্ডেশন।বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ কেয়ার গিভার, নির্ভরযোগ্য সেবা।ভালোবাস...
22/07/2025

আপনার প্রিয়জনের জন্য সেরা যত্ন — উদয় তারা ফাউন্ডেশন।
বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ কেয়ার গিভার, নির্ভরযোগ্য সেবা।
ভালোবাসা ও পেশাদারিত্বের ছোঁয়ায়, আপনাদের পাশে উদয় তারা ফাউন্ডেশন।

বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি। প্রয়োজনে ইনবক্স করুন বা কল দিন।
01627-109794

ঠিকানা : এয়ারপোর্টে রোড,আশকোনা,ঢাকা ১২৩০
বিশেষ মন্তব্য : ["ঢাকার মধ্যে সেবা প্রদান করা হয়", বা "নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার গিভার"]

#উদয়তারা_ফাউন্ডেশন

ভর্তি চলছে ভর্তি চলছে বিষের চাহিদা স্বপ্ন শিশুদের স্কুলে ভর্তি চলছেক- ০৬ হ্যাভেল কমপ্লেক্স বসুন্ধরা রোডWhatsApp 01627109...
02/07/2025

ভর্তি চলছে ভর্তি চলছে বিষের চাহিদা স্বপ্ন শিশুদের স্কুলে ভর্তি চলছে
ক- ০৬ হ্যাভেল কমপ্লেক্স বসুন্ধরা রোড
WhatsApp 01627109794

23/06/2025

🧩 অটিজম কেন হয়? - একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা

(Autism Spectrum Disorder - ASD)

অটিজমের নির্দিষ্ট ও একক কোনো কারণ আজও ১০০% নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তবে আধুনিক গবেষণা ও বিজ্ঞান কিছু সম্ভাব্য কারণ এবং ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত করতে পেরেছে। নিচে তা সহজভাবে তুলে ধরা হলো:

---

🔬 ১. জেনেটিক বা বংশগত কারণ

অনেক ক্ষেত্রে অটিজম বংশগতভাবে আসে।

কিছু নির্দিষ্ট জিনের পরিবর্তন (mutation) এই সমস্যার সঙ্গে জড়িত।

যদি পরিবারের অন্য কেউ অটিজমে আক্রান্ত হন, ভবিষ্যৎ প্রজন্মেও ঝুঁকি কিছুটা বেশি থাকে।

🧠 ২. মস্তিষ্কের গঠন ও বিকাশজনিত সমস্যা

অটিজম আক্রান্ত শিশুদের মস্তিষ্কে কিছু অংশে অস্বাভাবিক সংযোগ (Neural Connectivity) থাকতে পারে।

সোশ্যাল স্কিল, কমিউনিকেশন ও সেন্সরি প্রসেসিংয়ের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়।

🤰 ৩. গর্ভকালীন ও জন্ম-পরবর্তী ঝুঁকি

মায়ের গর্ভাবস্থায় সংক্রমণ (যেমন রুবেলা বা দীর্ঘদিনের জ্বর)

বিষাক্ত ওষুধ বা রাসায়নিকের সংস্পর্শ (যেমন Valproate জাতীয় ওষুধ)

অতিরিক্ত মানসিক চাপ বা বিষণ্নতা

সময়ের আগে জন্ম (প্রি-ম্যাচিওর ডেলিভারি) ইত্যাদি

🌍 ৪. পরিবেশগত ও জৈবিক প্রভাব

বায়ুদূষণ

ভারী ধাতু যেমন লেড, মারকিউরি

কীটনাশক বা বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ – এসবও সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়ে।

🚫 ৫. ভ্যাকসিন নয়!

অনেকের ভুল ধারণা, MMR ভ্যাকসিন অটিজমের কারণ।

বিজ্ঞান বলছে – এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত।

অসংখ্য গবেষণা প্রমাণ করেছে, ভ্যাকসিন ও অটিজমের মধ্যে কোনো সম্পর্ক নেই।

---

✅ সারসংক্ষেপে:

অটিজম সাধারণত জেনেটিক ও পরিবেশগত প্রভাবের সম্মিলিত ফল। এটি কারো দায় নয়, বরং একটি জন্মগত নিউরো-ডেভেলপমেন্টাল অবস্থা।

---

🎗️ আপনার সন্তানকে সময়মতো সঠিক যত্ন দিন, জীবনকে দিন নতুন সম্ভাবনা।
🧡 এ জন্যই আছে "উদয় তারা ফাউন্ডেশন বাংলাদেশ" —
একটি আধুনিক ও যত্নশীল অটিজম কেয়ার স্পেশাল স্কুল, যেখানে আপনার শিশুর বিকাশ নিশ্চিত হবে ভালোবাসা, সহানুভূতি ও পেশাদার সহায়তায়।

📞 এখনই যোগাযোগ করুন
যোগাযোগ করুন আজই মোবাইল:01627-109794
ইনবক্স করুন বা কল করুন।
আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না!

ঠিকানা : এয়ারপোর্টে রোড,আশকোনা,ঢাকা ১২৩০
বিশেষ মন্তব্য : ["ঢাকার মধ্যে সেবা প্রদান করা হয়", বা "নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার গিভার"]

ঠিকানা স্পেশালিস্ট স্কুল
ক ৬ হেবেলি কমপ্লেক্স বসুন্ধরা রোড ঢাকা ১২১৯


Address

এয়ারপোর্ট রোড আশকোনা ১২৩০
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when UdayTara Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram