UdayTara Foundation Bangladesh

UdayTara Foundation Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UdayTara Foundation Bangladesh, Home Health Care Service, এয়ারপোর্ট রোড আশকোনা ১২৩০, Dhaka.

উদয় তারা ফাউন্ডেশন ভালোবাসা, সেবা ও সহানুভূতির এক আশ্রয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি দেওয়ার পাশাপাশি অসুস্থ রোগীদেরও যত্নসহ সেবা প্রদান করা হয়। প্রতিটি প্রাণের সম্ভাবনাকে জাগিয়ে তোলে এই প্রতিষ্ঠান, যেখানে ভালোবাসা ছুঁয়ে যায় হৃদয়ে

 #ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি...
30/12/2025

#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।

অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

🌺 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌺আলোর পথ ফাউন্ডেশন APF Special School- Dhaka Brunch (  group)  ওউদয় তারা ফাউন্ডেশন ( )  পর...
16/12/2025

🌺 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌺

আলোর পথ ফাউন্ডেশন APF Special School- Dhaka Brunch ( group) ও
উদয় তারা ফাউন্ডেশন ( ) পরিবারের পক্ষ থেকে
সকলকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।

এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। স্মরণ করছি ১৯৭১ সালের সকল বীর শহীদকে, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা।

🇧🇩 বিজয়ের চেতনায় উজ্জীবিত হোক আমাদের আগামী পথচলা 🇧🇩

14/12/2025
আলোর পথ ফাউন্ডেশনে আরেকটি ব্রাঞ্চ চালু হলো খুলনাতে আলোর পথ স্পেশাল স্কুল
01/10/2025

আলোর পথ ফাউন্ডেশনে আরেকটি ব্রাঞ্চ চালু হলো খুলনাতে আলোর পথ স্পেশাল স্কুল

বাড়িতে বৃদ্ধ পিতা-মাতা?ব্যস্ত নাগরিক জীবনে কি নিজে তাদের যথাযথ যত্ন নিতে পারছেন না❓অসুখে-বিসুখে কি প্রপার কেয়ার নিশ্চিত ...
17/09/2025

বাড়িতে বৃদ্ধ পিতা-মাতা?
ব্যস্ত নাগরিক জীবনে কি নিজে তাদের যথাযথ যত্ন নিতে পারছেন না❓
অসুখে-বিসুখে কি প্রপার কেয়ার নিশ্চিত করতে চিন্তায় আছেন❓

👉 চিন্তার কোনো কারণ নেই!
আমরা এনেছি প্রশিক্ষিত কেয়ারগিভার ও নার্স সার্ভিস।

📌 আপনার প্রিয়জনদের সেবায় আছি একদল অভিজ্ঞ নার্স ও কেয়ারগিভার।
📌 বাসায় বা হাসপাতালে – যেখানেই প্রয়োজন, আমরা পৌঁছে দেব নির্ভরযোগ্য সেবা।
📌 স্বাস্থ্যসেবা, সহচরিতা, ও জরুরি সহায়তায় আমরা আছি পাশে।

📞 যোগাযোগ করুন: 01627109794
🩺 Udaytara Foundation – Care Giver Center

আপনার প্রিয়জনের জন্য খুঁজছেন একজন বিশ্বস্ত ও অভিজ্ঞ কেয়ারগিভার?বাড়ির বয়স্ক সদস্য, রোগী বা বিশেষ যত্ন প্রয়োজন এমন প্...
09/09/2025

আপনার প্রিয়জনের জন্য খুঁজছেন একজন বিশ্বস্ত ও অভিজ্ঞ কেয়ারগিভার?

বাড়ির বয়স্ক সদস্য, রোগী বা বিশেষ যত্ন প্রয়োজন এমন প্রিয়জনের জন্য আমরা দিচ্ছি প্রশিক্ষিত ও দায়িত্বশীল কেয়ারগিভার সেবা।

আমাদের সেবাসমূহ:

২৪ ঘণ্টা কেয়ার (ডে/নাইট শিফট)

ওষুধ দেওয়া ও নিয়মিত পর্যবেক্ষণ

স্ট্রোক, ডিমেনশিয়া, বেড-রিডেন রোগীর যত্ন

অভিজ্ঞ নারী ও পুরুষ কেয়ারগিভার

কেন আমাদের বেছে নেবেন?

অভিজ্ঞ ও যাচাইকৃত কেয়ারগিভার

সময় অনুযায়ী ফ্লেক্সিবল সার্ভিস

বাড়িতে গিয়ে সেবা

সাশ্রয়ী খরচে মানসম্পন্ন সেবা

আপনার প্রিয়জনের সুরক্ষা ও সান্ত্বনা আমাদের প্রথম অগ্রাধিকার।

আপনার প্রিয়জনের জন্য সেরা যত্ন — উদয় তারা ফাউন্ডেশন।
বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ কেয়ার গিভার, নির্ভরযোগ্য সেবা।
ভালোবাসা ও পেশাদারিত্বের ছোঁয়ায়, আপনাদের পাশে উদয় তারা ফাউন্ডেশন।

বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি।

যোগাযোগ করুন আজই মোবাইল:01627-109794
ইনবক্স করুন বা কল করুন।
আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না!


💥💥জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান ( এটা বৃত্তি নয় অনুদান)আবেদন করতে পারবে 💥 টাকার পরিমাণ ১০ হাজার।আবেদন করতে ...
08/09/2025

💥💥জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান ( এটা বৃত্তি নয় অনুদান)
আবেদন করতে পারবে
💥 টাকার পরিমাণ ১০ হাজার।
আবেদন করতে পারবেন, ৬ষ্ঠ - সব শ্রেণী ।
মাদ্রাসা, কারিগরি সবাই।
কিছু তথ্য,,

🏀🏀১. আবেদন ফ্রম ২ টাআছে ।
যে, যে ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক সেই ফ্রমে আবেদন করবেন। ( ফর্ম কমেন্টে দেওয়া আছে)
ফ্রম হাতে পূরণ করবে। ফ্রম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ( কমেন্ট এ ও দিয়ে দিছি)
🏀🏀২. নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখন অ্যাকাউন্ট না থাকলে যেকোনো কারো অ্যাকাউন্ট দেওয়া যাবে। সিলেক্ট হলে চেক দিবে। তখন নিজের মনে অ্যাকাউন্ট খুলে টাকা উঠাতে হবে।
🏀🏀৩. নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
(সত্যায়িত)
🏀🏀৪. যে, যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কাগজপত্র লাগবে। যেমন: প্রতিবন্ধী ক্যাটাগরিতে আবেদন করলে প্রতিবন্ধী সনদ আর নিজের এনআইডি কাডের ফটোকপি।

🏀🏀৫. মেধাবী শিক্ষার্থীতে অধ্যয়ন প্রতয়ন পত্র এবং মার্কশিট।
🏀🏀৬. দুস্থ, অসহায়তে শুধু নিজের এখনআইডি কাডের ফটোকপি। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র, অসহায় দুস্থ এমন কোন প্রতয়ন পত্র নিলে ভালো হয়। না থাকলেও সমস্যা নেই।
🏀🏀৭. এনআইডি কাডের ফটোকপি এবং ছবি সত্যায়িত করতে হবে।
🏀৮. মেধাবী শিক্ষার্থীদের ফ্রমে কলেজের অধ্যক্ষ বা ডিপার্টমেন্ট হেড থেকে সই নিতে হবে।
🏀৯. অন্য আরেকটি যে ফ্রম আছে ( দুস্থ,অসহায়)
উপজেলা সমাজসেবা অফিস থেকে উপজেলা সমাজসেবা অফিসারের সই নিলে ভালো হয়। তিনি না থাকলে যেকোনো কর্মকর্তার সিগনেচার নেওয়া যাবে।
🏀১০. সবকিছু রেডি করে ফ্রমের উপরে যে ঠিকানা আছে ওই ঠিকানায় পাঠাতে হবে। কুরিয়ার বা ডাকযোগে। ( ডাকযোগে খরচ কম হয় ১০ টাকা)

🏀১১. সিলেক্ট হলে জেলা সমাজসেবা কার্যালয় থেকে কল দিয়ে চেক আনতে বলবে।

🏀১২. ডিসেম্বর এর মধ্যে পাঠাবেন।
১৩. চেক জুলাই এর পরে দেয়। আবার আগেও দিতে পারে।
🏀১৪. এবারের অর্থবছর হবে ২০২৫-২০২৬।

08/09/2025

🌍✨ আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস ✨🌍
শরীর ও মনে সুস্থতা ফিরিয়ে আনার পথে ফিজিওথেরাপির অবদান অপরিসীম।
Udaytara Foundation Bangladesh – Care Giver Center সবসময় কাজ করছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সবার জন্য উন্নত থেরাপি সেবা দিতে। 💙

Address

এয়ারপোর্ট রোড আশকোনা ১২৩০
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when UdayTara Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram