24/06/2025
#কান_ফুটার_আত্নকথা
ইহা একটা ❝কান ফুটা দিবসের❞ কেইক কাটা অনুষ্ঠান।
আমরা লক্ষ্য করেছি যে,
আমাদের কাছে অনেক রোগী আসে যারা পার্লার থেকে কান ফুটো করেছে তারপর কানে ইনফেকশন হয়েছে। কান ফুলে গিয়ে পচে গিয়েছে এবং কখনো কখনো কানে গুটি হয়েছে।
আবার কখনো কান পচে গিয়ে ছোট হয়ে গিয়েছে। এইসব বিষয়ের বিবেচনায় আমরা খেয়াল করেছি যে,
পার্লারে যখন একটি যন্ত্র দিয়ে বারবার অনেক মানুষের কান ফুটো করা হয় তখন একজন থেকে আরেকজনের মধ্যে জীবাণু ছড়িয়ে তা ইনফেশনের রূপ নেই।
তা পরবর্তীতে শখের কানকুটা অসুখের রূপ নেয় এবং গলার কাঁটা হয়ে দাঁড়ায়।
যা পরবর্তীতে আমাদের তথা নাক কান গলার নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হয় এবং প্রচুর পরিমাণ ওষুধ সেবন করতে হয়।
এই বিবেচনায় আমরা আমাদের চেম্বারের বাইরে লিখে রেখেছি এখানে #ব্যথা মুক্তভাবে সঠিক পদ্ধতিতে জীবাণুমুক্ত ভাবে #কান ফুটো করা হয়।
এর ই পরিপ্রেক্ষিতে ইতালি থেকে আগত
মেহজাবিন রহমান রায়নার কান ফুটো আমাদের চেম্বারে করা হয়েছে পাশাপাশি কান ফুটো উপলক্ষে একটি কেক কাটা হয়েছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যারা ব্যথা মুক্ত এবং জীবনম্মুক্ত হবে কানফুটা করতে চান আপনারা আমাদের হট লাইন(-০১৭২৯৩৮৫৭২০) নম্বরে অথবা আমাদের চিকিৎসালয় বা চেম্বারে যোগাযোগ করতে পারে আমাদের চেম্বারের ঠিকানা নিচে দেয়া হল।
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬
🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
Platinum Hospital Ltd. , Panthapath, Dhaka)
✅ পদ্মা হাসপাতাল ভৈরব নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)