BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's

BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's বারিট - বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট।

যা হারিয়েছি তা পূরন হওয়ার নয়। শুধু রেডিওলজী এন্ড ইমেজিং না পুরো টেকনোলজিস্ট জাতির ক্ষতি হয়েছে।
01/07/2025

যা হারিয়েছি তা পূরন হওয়ার নয়। শুধু রেডিওলজী এন্ড ইমেজিং না পুরো টেকনোলজিস্ট জাতির ক্ষতি হয়েছে।

30/06/2025

পদ নাই যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে।
মেডিকেল টেকনোলজিস্ট(রেডিওলজী & ইমেজিং)দের। -- তার তালিকা নিম্নরূপ :-
👉৬৪ টি সিভিল সার্জন।
👉৬০ টি সদর উপজেলা স্বাস্থ্য অফিস।
👉৩৭ টি সরকারি মেডিকেল কলেজ।
👉২০ টি নার্সিং কলেজ।
👉৪৯ টি নার্সিং ইনস্টিটিউট।
👉১৪ টি পরমানু চিকিৎসা কেন্দ্র।

মোট = ২৪৪টি সরকারি প্রতিষ্ঠানে পদ সৃষ্টি হয় নাই মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজী এন্ড ইমেজিং) দের।

তথ্য সূত্র : মোজাম্মেল রাসেল।
প্রফেশনাল প্রেকটিস সেক্রেটারি।
বারিট, কেন্দ্রীয় কমিটি।

30/06/2025

৬২৩ টি সরকারি হাসপাতাল ও IHT আছেন মাত্র ৫০০ জন R&I টেকনোলজিস্ট।
তথ্য সূত্র : মোজাম্মেল রাসেল, প্রফেশনাল প্রেকটিস সেক্রেটারি।

Radiology & Imaging Technologist Conference at Malaysia. AI on Medical Imaging
19/06/2025

Radiology & Imaging Technologist Conference at Malaysia.
AI on Medical Imaging

𝐓𝐨𝐭𝐚𝐥 𝐑𝐚𝐝𝐢𝐨𝐥𝐨𝐠𝐲 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 (𝐂𝐏𝐃 𝐀𝐜𝐜𝐫𝐞𝐝𝐢𝐭𝐞𝐝)
Explore the future of imaging with AI breakthroughs, cardiac insights, breast imaging trends, and global radiography collaboration.

👉 𝐓𝐡𝐞 𝐜𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐟𝐫𝐞𝐞 𝐭𝐨 𝐣𝐨𝐢𝐧. 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐞𝐫 𝐧𝐨𝐰! >> https://lnkd.in/gNEe3JFh

Date: 18 July 2025
Time: 14:00 – 16:10
Room: Conference Room Hall 4

𝐅𝐞𝐚𝐭𝐮𝐫𝐞𝐝 𝐓𝐨𝐩𝐢𝐜𝐬:
* Medical Imaging & Generative AI
* Advancements in AI-Powered Radiotherapy
* Global Collaborations in Radiography
* AI in Cardiac Imaging

𝐒𝐞𝐞 𝐟𝐮𝐥𝐥 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚 >> https://rebrand.ly/89484e

𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 𝐂𝐡𝐚𝐢𝐫: Ts Sawal Marsait, President of the Malaysian Society of Radiographers
𝐈𝐧 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡:
* Malaysian Society of Radiographers - MSR
* Thai Society of Radiological Technologists (TSRT)
* International Society of Radiographers and Radiological Technologists (ISRRT)

📍See you at 𝗪𝗛𝗫 𝗞𝘂𝗮𝗹𝗮 𝗟𝘂𝗺𝗽𝘂𝗿 & 𝗪𝗛𝗫 𝗟𝗮𝗯𝘀 𝟮𝟬𝟮𝟱 | 16–18 July 2025 | Hall 2–4, MITEC, Malaysia

Agenda updated as of 22 May 2025. Subject to change without prior notice.

সার্টিফিকেট বিহীন, নন ডিপ্লোমা নন মেডিকেল লোক দিয়ে রেডিওলজী এন্ড ইমেজিং ডিপার্টমেন্ট পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন...
19/06/2025

সার্টিফিকেট বিহীন, নন ডিপ্লোমা নন মেডিকেল লোক দিয়ে রেডিওলজী এন্ড ইমেজিং ডিপার্টমেন্ট পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। ০১ জন মেডিকেল টেকনোলজিস্ট ও (রেডিওলজী এণ্ড ইমেজিং) নাই।
ভুল এক্সরে হচ্ছে চট্টগ্রামবাসী সাবধান।

📢 সতর্কবার্তা! রোগীর জীবনের সাথে এ কেমন খেলা? ⚠️চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল (CSCR Hospital)-এ দীর্ঘদিন ধরে অদক্ষ ও অপ্...
19/06/2025

📢 সতর্কবার্তা! রোগীর জীবনের সাথে এ কেমন খেলা? ⚠️

চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল (CSCR Hospital)-এ দীর্ঘদিন ধরে অদক্ষ ও অপ্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রেডিওলজি পরীক্ষা করানো হচ্ছে! 😡

🎯 যাদের নাম প্রকাশ্যে এসেছে:

দ্বীপক

তপন

সাদেক

সুমন

রানা (যিনি আগে পিয়ন ছিলেন, এখন রোগীর শরীরে এক্স-রে করছেন!)

❌ এদের কারোই সরকার অনুমোদিত রেডিওলজি বা রেডিওগ্রাফি ডিপ্লোমা নেই, তবুও এরা মানুষের শরীরের ভেতরে রশ্মি প্রয়োগের মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে! এটি শুধু বেআইনি নয়, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে সাধারণ মানুষের জন্য।

📣 আমরা এই অব্যবস্থার প্রতিবাদ জানাই এবং সকলকে সতর্ক করি:
👉 জীবনের ঝুঁকি নিয়ে কখনো এমন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পরীক্ষা করাবেন না!
👉 লাইসেন্সধারী রেডিওগ্রাফার ছাড়া এক্স-রে করানো আইন ও নৈতিকতার পরিপন্থী।

🙏 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অবিলম্বে এই বেআইনি কার্যক্রম বন্ধ করুন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন।

📢 ভুল চিকিৎসা নয়, নিরাপদ চিকিৎসা চাই।
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

শোক বার্তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
14/06/2025

শোক বার্তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত ৩১ মে,২০২৫ বারিটের প্রধান উপদেষ্টা  আবদুর রব স্যারের সাথে ইউজার ফি সংক্রান্ত মিটিং এর ছবি। বারিট পরিবার বাকরুদ্ধ এবং ...
13/06/2025

গত ৩১ মে,২০২৫ বারিটের প্রধান উপদেষ্টা আবদুর রব স্যারের সাথে ইউজার ফি সংক্রান্ত মিটিং এর ছবি।
বারিট পরিবার বাকরুদ্ধ এবং দুঃখ ভারাক্রান্ত।
উনার বিদায় আমরা মেনে নিতে পারছি না।
আল্লাহ উনাকে নিজ গুনে ক্ষমা করে, জান্নাত দান করুক। আমরা বারিট পরিবার সাক্ষাৎ দিচ্ছি আল্লাহ, উনি পেশার জন্য নিঃস্বার্থ শ্রম দিয়ে গেছেন এবং পরোপকারী ছিলেন। আপনি তাকে জান্নাতবাসী করুন।

বারিটের সাবেক সভাপতি এস এম আবদুর রব,  সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।উনার মৃত্যুতে গভীর শোক প্রক...
13/06/2025

বারিটের সাবেক সভাপতি এস এম আবদুর রব, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি,
আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমিন।

Address

Flat#C4, Elite Mazid Sarder Tower, 121 Taltola, West Kafrul, Sher E Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category