Health Desk BD

Health Desk BD Trusted Medical Insights �
Your health, our responsibility.

Define the procedure ✌️
05/09/2025

Define the procedure ✌️

" কত রকমের জা*রামি চিকিৎসা যে আছে এইদেশে"" 😂😂কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গের গোড়ায় পরে রাখে। যখন ...
02/09/2025

" কত রকমের জা*রামি চিকিৎসা যে আছে এইদেশে"" 😂😂কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গের গোড়ায় পরে রাখে। যখন সেটি পঁচে ফুলতে শুরু করে সে ভাবে আংটি কাজ করা শুরু করেছে।(মোটা হচ্ছে 🤣🤣))
কিন্তু ব্যাথা ছিল অনেক৷ কবিরাজ বুঝিয়েছে, "কষ্ট করলে কেস্ট মেলে"। অবশেষে যখন সেটি পঁচে গোপনাঙ্গ কেটে ভেতরে ঢুকে যাচ্ছিল তখন ডাক্তারের কাছে আসে। সব চেষ্টা ব্যার্থ হলে এই হেক্সো ব্লেড দিয়ে সতর্কতার সাথে আংটি কেটে বের করে আনে ডাক্তার সাহেব।আশা করছি গোপনাঙ্গ রক্ষা পাবে।

কবিরাজি অপচিকিৎসা বন্ধ করুন। সমস্যা যত গোপনই হোক না কেন, ডাক্তারি পরামর্শ নিন।
Dr- Sohanur Rahman

এদেশ যাদুর দেশ সব হয়,আসলেই এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি😂

01/09/2025

Size and shape of different types of cannula

বাচ্চাটার হইছে Meningococcal septicemia কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা। সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চা...
24/08/2025

বাচ্চাটার হইছে Meningococcal septicemia
কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা। সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চাটার হাত পায়ে গ্যাংগ্রিন হয়,যার জন্য হাত পা কেটে ফেলতে হয়েছে জীবন বাঁচাতে।

এটার দায় প্রথমত সেই ফার্মেসীওয়ালার যে ডাক্তার না হয়ে ডাক্তার সেজে চিকিৎসা দিছে।

দ্বিতীয় বাচ্চার বাবা মায়ের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে গেছেন হাতুড়ে চিকিৎসা নিতে ফার্মেসীওয়ালার কাছে।

তৃতীয় দায় এই রাষ্ট্রের যেখানে রাষ্ট্র দেশব্যাপী ফার্মেসীওয়ালাদের,হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসা বন্ধ করতে পারেনি,তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি।

চতুর্থত মিডিয়ার,যারা দেশের মানুষকে হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা না নিতে সচেতন করতে পারেনি।

কিন্তু চ্যানেল ২৪ এর এই মূর্খ সাংবাদিক জিনিয়া কবির সূচনা নিউজ করেছেন চিকিৎসকের ভুলে চরম মূল্য দিচ্ছে শিশু তানভীর।

সেই সাংবাদিক জানেন না চিকিৎসক কাকে বলে, যেই সাংবাদিক একজন ফার্মেসীওয়ালাকে দেশবাসীর সামনে চিকিৎসক হিসেবে পরিচয় করিয়ে দেয় ,তিনি কি সাংবাদিক?

ভুল চিকিৎসা নিয়ে নিউজ করছে ভালো কথা।কিন্তু ভুল চিকিৎসা দিছে একজন ফার্মেসীওয়ালা সেটা হেডলাইনে না লিখে লিখছে চিকিৎসকের ভুল চিকিৎসা।

দেশের চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে মিডিয়ার এসব আচরণ উদ্দেশ্য প্রনোদিত শয়তানি।

যেই মহিলা একজন ফার্মেসীওয়ালাকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে দেশের মানুষকে প্রকৃত চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শয়তানি করলো,তার শাস্তি হওয়া উচিত।

এ কেমন সাংবাদিক ফার্মেসীর দোকানদারকে বলে চিকিৎসক?
Channel 24 এর লজ্জা হওয়া উচিত এমন মূর্খ মহিলাকে সাংবাদিকতা করতে দেওয়ার জন্য।

23/08/2025

Surgical instrument ❤️ .

Define the disease and diagnosis.
23/08/2025

Define the disease and diagnosis.

17/08/2025

Radiology mbbs 1st year .

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
17/08/2025

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে

পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃ*ত্যু।

তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

12/08/2025

NICU baby nebulization

এতগুলো নাপা!এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু...
11/08/2025

এতগুলো নাপা!
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।



11/08/2025

Doctor turning baby inside the mother's belly to avoid C- section

বইয়ের পৃষ্ঠাগুলো যখন বাস্তবে চোখের সামনে ভাসে!💥এই মূত্রের মধ্যে এতো প্রোটিন সেটা কিভাবে হচ্ছে ,ম্যকানিজম কী?third year t...
10/08/2025

বইয়ের পৃষ্ঠাগুলো যখন বাস্তবে চোখের সামনে ভাসে!💥

এই মূত্রের মধ্যে এতো প্রোটিন সেটা কিভাবে হচ্ছে ,ম্যকানিজম কী?

third year to final year সবার জন্য জরুরী!

প্রথমে বেসিকটা শিখি:
আমাদের kidney-র glomerular capillary wall basically ৩টা layer নিয়ে তৈরি —
💥1.Fenestrated endothelium – বড় molecule আটকায় না, কিন্তু blood cell আটকায়।
💥2.Glomerular basement membrane (GBM) – type IV collagen, laminin, proteoglycan; size barrier + negative charge দেয়, তাই negative charge-যুক্ত protein (যেমন albumin) repel হয়।

🛑3.Podocyte foot processes + slit diaphragm – Nephrin, podocin, ইত্যাদি দিয়ে তৈরি ,শেষ ফিল্টার।

Normal অবস্থায় albumin এর molecular size ছোট হলেও, negative charge আর slit diaphragm structure মিলেই বেশিরভাগ albumin ফিল্টার হতে পারে না।

এটা হচ্ছে নরমাল ফিজিলোজি।

nephrotic syndrome এ সমস্যাটা হচ্ছে কী?

🛑👉Nephrotic syndrome-এ যেকোনো কারণে (Minimal change disease, membranous nephropathy, FSGS, ইত্যাদি) glomerular filtration barrier damage হয়। Damage এর ধরন হতে পারে:

🫵Loss of negative charge in GBM (charge barrier defect) → albumin repel হয় না → সহজেই ফিল্টার হয়ে যায়।

🥲Structural damage to slit diaphragm (podocyte injury/effacement) → size barrier defect → বড় protein-ও leak হয়।

Result → Hypoalbuminemia
-প্রতিদিন >3.5 g/day protein loss হলে serum albumin কমে যায়।এই ফটোতে টেস্টটিউবে পুরোটাই ইউরিন দেখতে পাচ্ছেন।

-Hypoalbuminemia → plasma oncotic pressure ↓ → fluid vascular space থেকে interstitial space এ shift → generalized edema।
ঠিক এ কারণেই বাচ্চাটার generalized edema হচ্ছে।

এটা ফাইনাল প্রফে ফাইভ স্টার একটা টপিক এবং লং কেস।!!

আবার ভাইবার জিজ্ঞাসা করে ,hyperlipidemia কেনো হয়!

Hypoalbuminemia → liver ↑ protein synthesis → সাথে cholesterol, triglyceride synthesis বাড়ে → hyperlipidemia।

আবার infection হতে পারে কারণ কী?

Increased Risk of Infection
-Reason: Loss of immunoglobulins & complement factors in urine
-Common pathogens:
-Streptococcus pneumoniae
-Haemophilus influenzae
-Peritonitis risk (esp. in children, e.g., minimal change disease)

Hypercoagulability ও হয়
কারণ কী?
-Loss of antithrombin III in urine
-Increased fibrinogen synthesis
-Platelet aggregation ↑

💥Complications:কী কী হচ্ছে তাহলে?

-Renal vein thrombosis
-DVT, pulmonary embolism

Dr.Adnan Mahmud Tamim
MBBS,SOMC

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Desk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram