25/08/2025
ক্যালবো® জুনিয়র - Calbo® Junior
উপাদান : ক্যালসিয়াম ২৫০ মি.গ্রা. চুষে খাওয়া ট্যাবলেট।
নির্দেশনা : উচ্চমাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজন শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময়, অপুষ্টিকর খাদ্যজনিত ক্যালসিয়াম গ্রহণের স্বল্পতা, অষ্টিওপরোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায়, অষ্টিওজেনেসিস ও দন্ত্য সৃ ষ্টির গোলযোগে (সুনির্দিষ্ট চিকিৎসার অধিকন্তু), সুপ্ত টিটানিতে এবং গর্ভাবস্থা ও স্তন্যদানে।
মাত্রা ও ব্যবহার বিধি : শিশু : ১ টি ট্যাবলেট প্রতিদিন। কিশোরও কিশোরী: ১-২ ট্যাবলেট প্রতিদিন। প্রাপ্ত বয়স্ক : দিনে ২ টি ট্যাবলেট।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : হাইপারক্যালসেমিয়া, হাইপারপ্যারাথাইরয়ডিজম, হাইপারক্যাল সিউরিয়া, নেফ্রোলিথিয়াসিস, এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, বৃক্কের তীব্র অপর্যাপ্ততা, সমসাময়িক ডিগোক্সিন চিকিৎসা।
পার্শ্ব প্রতিক্রিয়া : মুখে সেব্য ক্যালসিয়াম কার্বনেট পরিপাকতন্ত্রের জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য ও কদাচিৎ হাইপারক্যালসেমিয়া হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : টেট্রাসাইক্লিন, ফ্লুরাইড প্রিপারেশন, ভিটামিন ডি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ক্যালসিয়াম পরিপূরক ও এন্টাসিড হিসেবে ক্যালসিয়াম সমন্বিত ওষুধসমূহ গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্তন্যদাকারী মায়েদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা যাবে।
সরবরাহ : ক্যালবো® জুনিয়র ট্যাবলেট : ৬ x ১০ টি চুষে খাওয়ার ট্যাবলেট।
--------------.