Izaz's First Solid

Izaz's First Solid Introduce first solid to your baby with homemade, organic and nutritious foods. Where every baby’s food journey begins with love and care.

please subscribe to my youtube channel for more:
https://youtube.com/?si=0L1Joi2OMu09_yAY

মা-বাবার সাথে খেলা ও সময় কাটানো শিশুর মানসিক বিকাশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।          ゚
24/10/2025

মা-বাবার সাথে খেলা ও সময় কাটানো শিশুর মানসিক বিকাশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

আজকে ইজাজ লাঞ্চ করেছে ছোট দাদীর বাসায়।👶🧡 সবটুকু খায় নাই যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ।
24/10/2025

আজকে ইজাজ লাঞ্চ করেছে ছোট দাদীর বাসায়।👶🧡 সবটুকু খায় নাই যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ।

বাচ্চাদের সকল খাবার অর্ডার করতে ইনবক্স করুন। 👇👇ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ৮০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা।   ゚      ゚
23/10/2025

বাচ্চাদের সকল খাবার অর্ডার করতে ইনবক্স করুন। 👇👇
ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ৮০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা।

゚ ゚

চিয়া সিড ছোট হলেও পুষ্টিতে ভরপুর — শিশুর জন্য দারুণ উপকারী!🔹 প্রোটিন: শিশুর পেশি ও টিস্যু গঠনে সহায়তা করে।🧠 ওমেগা-৩ ফ্যা...
23/10/2025

চিয়া সিড ছোট হলেও পুষ্টিতে ভরপুর — শিশুর জন্য দারুণ উপকারী!

🔹 প্রোটিন: শিশুর পেশি ও টিস্যু গঠনে সহায়তা করে।
🧠 ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্ক ও চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🔹 ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম: হাড় মজবুত করে।
🌾 ফাইবার: হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে।
🔹 অ্যান্টিঅক্সিডেন্ট: শরীরকে রোগ থেকে রক্ষা করে।

👉 শিশুর ৯ মাস বয়সের পর অল্প করে দুধ বা পায়েসে মিশিয়ে দেওয়া যায়। টক দইয়ের সাথে মিশিয়ে দেয়া যায়।

📌 অর্ডার করতে ইনবক্সে করুন।

সকাল থেকে ইজাজের একটু ঠান্ডা ভাব শরীরটা ভালো লাগছে না। শরীর খারাপ থাকলে বাচ্চাদের খাওয়ানো কষ্টকর তাই আজকে দুপুরে দিয়েছি ...
23/10/2025

সকাল থেকে ইজাজের একটু ঠান্ডা ভাব শরীরটা ভালো লাগছে না। শরীর খারাপ থাকলে বাচ্চাদের খাওয়ানো কষ্টকর তাই আজকে দুপুরে দিয়েছি হালকা ও সহজপাচ্য খাবার শিং মাছ দিয়ে খিচুড়ি যেন সহজে খাওয়ানো যায়।✨ 🥣✨👶
শরীর খারাপের সময় তোমরা কি দাও জানাও ??

ইজাজের পছন্দের চিকেন ফ্রাই আর টমেটো সস 🍗👶
22/10/2025

ইজাজের পছন্দের চিকেন ফ্রাই আর টমেটো সস 🍗👶

আজকে দুপুরে ছিল সাদা ভাত, সবজি দিয়ে মাছ। মাছটা অর্ধেক খেয়েছে। বাচ্চার দুপুরের খাবার হোক পুষ্টিকর আর রঙিন 🧡
22/10/2025

আজকে দুপুরে ছিল সাদা ভাত, সবজি দিয়ে মাছ। মাছটা অর্ধেক খেয়েছে।
বাচ্চার দুপুরের খাবার হোক পুষ্টিকর আর রঙিন 🧡

আজকে সকালে ইজাজকে দিয়েছিলাম ভেজিটেবল প্যানকেক। 🥞🥦🥕ভেজ প্যানকেক শুধু সুস্বাদু না, বরং বাচ্চার পুষ্টির ভাণ্ডারও 💚✨ পুষ্টিগ...
22/10/2025

আজকে সকালে ইজাজকে দিয়েছিলাম ভেজিটেবল প্যানকেক। 🥞🥦🥕

ভেজ প্যানকেক শুধু সুস্বাদু না, বরং বাচ্চার পুষ্টির ভাণ্ডারও 💚

✨ পুষ্টিগুণ:
🥕 এতে থাকে ভিটামিন A, C ও আয়রন — চোখ ও ত্বকের জন্য উপকারী
🌾 ওটস বা আটা ফাইবারে ভরপুর — হজমে সাহায্য করে
🥦 সবজি যেমন পালং, গাজর, লাউ – বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🧈 ডিম বা দুধ যোগ করলে প্রোটিনের পরিমাণ বাড়ে

👉 সকালের নাস্তা বা সন্ধ্যার হালকা খাবার হিসেবে দিতে পারেন।
বাচ্চার জন্য হেলদি, রঙিন আর মজাদার একটি অপশন! 💚

🥣  রাতে বেবির ডিনার কেমন হওয়া উচিত?দিনভর খেলার পর শিশুর শরীর চায় হালকা ও সহজপাচ্য খাবার।🍚 সেরা অপশন: নরম ভাত, ডাল, সবজি...
21/10/2025

🥣 রাতে বেবির ডিনার কেমন হওয়া উচিত?

দিনভর খেলার পর শিশুর শরীর চায় হালকা ও সহজপাচ্য খাবার।
🍚 সেরা অপশন: নরম ভাত, ডাল, সবজি, মাছ
কারণ: এই খাবারগুলো হজমে সহজ, ফলে রাতে বেবি ভালো ঘুমায় ও পেট আরাম থাকে।

🔹 টিপস:

রাতে মিষ্টি জাতীয় খাবার না দেওয়া ভালো।

ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে খাওয়ানো উচিত।

খাবার একটু গরম করে দিন, ঠান্ডা খাবারে কাশি হতে পারে।

Oats Chia Pudding ✨🥣এতে আছে 🌾 ওটসের ফাইবার, 🌱 চিয়া সিডের ওমেগা-৩ আর 🥛 দুধের ক্যালসিয়াম —Oats Chia Pudding শুধু মজাদার নয়...
21/10/2025

Oats Chia Pudding ✨🥣
এতে আছে 🌾 ওটসের ফাইবার, 🌱 চিয়া সিডের ওমেগা-৩ আর 🥛 দুধের ক্যালসিয়াম —
Oats Chia Pudding শুধু মজাদার নয়, এটি বেবির হজম, ওজন ও ব্রেইন ডেভেলপমেন্টের জন্যও অসাধারণ উপকারী 💪
বাচ্চার প্রতিদিনের ব্রেকফাস্টে একঘেয়েমি নয় রাখুন পুষ্টিকর খাবার!👶✨

👶“ বাচ্চা খাবার না খাওয়ার কারণ হতে পারে একটাই – একঘেয়েমি !”👶বাচ্চারা একঘেয়ে খাবার খেতে একদমই পছন্দ করে না! 🍚 তাই প্রতিদি...
20/10/2025

👶“ বাচ্চা খাবার না খাওয়ার কারণ হতে পারে একটাই – একঘেয়েমি !”👶
বাচ্চারা একঘেয়ে খাবার খেতে একদমই পছন্দ করে না! 🍚 তাই প্রতিদিনের খাবারে একটু নতুনত্ব, রঙ আর মজার পরিবেশন আনলেই খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় অনেক গুণ! 🌈

ইজাজের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত,ধুন্দল দিয়ে পাবদা মাছ,লেবু।🍛👶বয়স: ১৯ মাস     ゚
19/10/2025

ইজাজের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত,ধুন্দল দিয়ে পাবদা মাছ,লেবু।🍛👶

বয়স: ১৯ মাস

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Izaz's First Solid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram