
30/07/2025
বুকের ব্যথা একটা ভয় ধরানো উপসর্গ - তবে সব সময় এর মানে এই না যে আপনি হার্ট অ্যাটাক করছেন।
জেনে নিন বুকের ব্যথার ৩টি সাধারণ কারণ -
🔹 ১. গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স (Acid Reflux)
খাবারের পর গলা-বুকের মাঝামাঝি জ্বালাপোড়া, বুক ধড়ফড়, এমনকি ব্যথাও হতে পারে।
অনেক সময় এটি হার্ট অ্যাটাকের মতোই মনে হয়।
🔹 ২. মাসল বা চেস্ট ওয়াল পেইন
খারাপ ভঙ্গিমায় ঘুম, বেশি ভার উত্তোলন বা হাঁচির চাপে পেশিতে টান পড়ে ব্যথা হতে পারে।
এটা স্পষ্টভাবে ব্যথার জায়গা দেখিয়ে বলা যায়।
🔹 ৩. হৃদরোগ বা অ্যাঞ্জাইনা/হার্ট অ্যাটাক
এটা হয় এক ধরণের চেপে ধরা বা ভারী ব্যথা, যা বাঁ কাঁধ, গলা, বা চোয়ালে ছড়ায়।
এর সঙ্গে ঘাম, দুর্বলতা বা শ্বাসকষ্ট থাকতে পারে।
🔸 আপনি যদি বুঝতে না পারেন ব্যথা কেন হচ্ছে –
▪︎ সময় নষ্ট না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখান।
▪︎ প্রয়োজন হলে ECG, Troponin বা ECHO করে নিশ্চিত হওয়া যায়।
▪︎ সময়মতো পদক্ষেপ নিলে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব।
❤️ আপনার হৃদয়ের যত্নে পাশে আছে - 𝐋𝐮𝐛𝐚𝐧𝐚 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 & 𝐂𝐚𝐫𝐝𝐢𝐚𝐜 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫
সিরিয়াল নিতে ফোন করুন এখানে : 𝟬𝟵𝟲𝟭𝟬 𝟵𝟵𝟵 𝟱𝟱𝟱
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিন এখানে :
https://lubanahospital.com/doctor-appointment.php
📍 𝐋𝐮𝐛𝐚𝐧𝐚 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 & 𝐂𝐚𝐫𝐝𝐢𝐚𝐜 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 - ভবন ৩
৮ - গাউসুল আজম এভিনিউ
সেক্টর-১৩, উত্তরা, ঢাকা ।
#বুকেব্যথা
#হার্টঅ্যাটাক
#হৃদরোগ
#গ্যাস্ট্রিক
#অ্যাংজাইটি