Therapy Station

Therapy Station Speech Therapy, Occupational Therapy, Physiotherapy Service and Special Schooling

11/07/2025

📢 আপনার উপস্থিতিই আপনার শিশুর সবচেয়ে বড় থেরাপি!

👨‍👩‍👧‍👦 থেরাপি সেশনে অভিভাবকদের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ?

✅ শিশুর অগ্রগতি নিজ চোখে দেখা যায়
✅ বাসায় অনুশীলন সহজ হয়
✅ আত্মবিশ্বাসী হয় শিশু
✅ থেরাপিস্টের সঙ্গে সরাসরি আলোচনা করা যায়
✅ থেরাপির কৌশল ভালোভাবে শেখা যায়
✅ দ্রুত উন্নতি নিশ্চিত হয়

🧠 শুধু Speech Therapy নয়, মাঝে মাঝে Occupational Therapy ও Behavioral Therapy সেশনেও আপনাদের উপস্থিতি শিশুর উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

🎯 আপনার সচেতন উপস্থিতিই পারে আপনার শিশুর ভবিষ্যৎ বদলে দিতে!

📍থেরাপি স্টেশন – স্পিচ, বিহেভিয়ার ও স্পেশাল এডুকেশনের জন্য নির্ভরযোগ্য কেন্দ্র
📍শান্তিনগর ও বনানী, ঢাকা
📞 01854784445

11/07/2025

অভিভাবকদের কেন প্রতি স্পিচ থেরাপি এবং মাঝে মাঝে অন্যান্য থেরাপি সেশনে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ —বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:



👨‍👩‍👧‍👦 অভিভাবকদের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ

১️⃣ সঠিক শেখার ধারাবাহিকতা নিশ্চিত হয়
যখন অভিভাবকরা সেশনে উপস্থিত থাকেন, তারা শিশুর উন্নতির ধাপগুলো সরাসরি দেখতে পারেন। এর ফলে বাড়িতেও সেই একই পদ্ধতি অনুসরণ করে শিশুর অনুশীলন চালিয়ে যাওয়া সহজ হয়।

২️⃣ বাসায় থেরাপির অনুশীলন করা সহজ হয়
থেরাপিস্ট যেসব কৌশল ব্যবহার করেন তা যদি অভিভাবক নিজে চোখে দেখেন, তাহলে বাসায় সেই অনুশীলনগুলো করার সময় তারা অনেক বেশি কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন।

৩️⃣ শিশুর আত্মবিশ্বাস ও মানসিক সাপোর্ট বৃদ্ধি পায়
অভিভাবক যখন পাশে থাকেন, শিশুটি নিরাপদ ও আত্মবিশ্বাসী অনুভব করে। এটি তার শেখার আগ্রহ ও মনোযোগ বাড়ায়।

৪️⃣ সরাসরি প্রশ্ন করার সুযোগ পান অভিভাবকরা
সেশনের সময় অভিভাবকরা থেরাপিস্টকে সরাসরি প্রশ্ন করে সন্তানের অগ্রগতি, সমস্যা বা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্পষ্ট ধারণা পেতে পারেন।

৫️⃣ থেরাপির লক্ষ্য ও পরিকল্পনা বুঝতে সহজ হয়
থেরাপি কেবল থেরাপিস্টের দায়িত্ব নয়, এটি একটি টিমওয়ার্ক। অভিভাবক উপস্থিত থাকলে তারা পুরো থেরাপি পরিকল্পনা ভালোভাবে বুঝতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী সেটিকে সমন্বয় করতে পারেন।

৬️⃣ শিশুর আচরণ ও যোগাযোগ দক্ষতা দ্রুত উন্নত হয়
যেহেতু অভিভাবকরা থেরাপিতে শেখানো কৌশল প্রতিদিন ব্যবহার করতে পারেন, তাই শিশুর ভাষা ও আচরণগত পরিবর্তন দ্রুত ঘটে।



✅ অন্যান্য থেরাপি যেমন: Occupational Therapy, Behavioral Therapy তেও মাঝে মাঝে উপস্থিত থাকা কেন প্রয়োজন?
• শিশুর মোটর স্কিল, ইন্দ্রিয়ের সংবেদনশীলতা এবং আচরণগত পরিবর্তনের বিষয়ে বাস্তব ধারণা পাওয়া যায়।
• ঘরে কিংবা স্কুলে প্রয়োগযোগ্য কৌশলগুলো শেখা যায়।
• থেরাপিস্টদের সাথে নিয়মিত যোগাযোগে থাকলে, থেরাপির প্রভাব ও প্রয়োজনীয় পরিবর্তন সহজে বুঝা যায়।



শেষ কথা:
“আপনার উপস্থিতি আপনার শিশুর সবচেয়ে বড় শক্তি।”
আপনি থাকলে থেরাপির ফলাফল দ্বিগুণ হয়, এবং শিশুটি খুব দ্রুত স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারে।

02/07/2025
30/04/2025

বাচ্চা ঘুমাবেনা। একটু দুষ্টুমি করবে। ব্যাস। চলে যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার ঔষধ দিবে। বাচ্চা সব Activities বাদ দিয়ে সারাদিন ঝিমাবে। আপনার শান্তি। কারন বাচ্চা আর দুষ্টুমি করছেনা, রাত জাগছেনা। আপনি শান্তিতে ঘুমাচ্ছেন, বাসায় শান্ত পরিবেশ পাচ্ছেন। যখন বুঝতে পারলেন বাচ্চার সাথে ভূল করছেন। এবং ওখান থেকে ফিরে আসতে চাচ্ছেন। সে জ্ঞান আসতে আসতে অনেক দেরী হয়ে যায়। (ভুক্তভোগী বাবা মা থেকে ঘটনা গুলো শুনা)

বাচ্চা কথা বলেনা। গেলেন ডাক্তারের কাছে। এবার ও ঔষধ। এটা কিসের ঔষধ! ব্যপারটা পুরাই মাথার উপ্রে দিয়া যায় আমার এবং আমার মত যারা আছে তাদের। (ভুক্তভোগী বাবা মা থেকে জানা)

বাচ্চা Autism diagnosed হওয়ার সাথে সাথে পাতার পাতা ঔষধ। এসব কিসের ঔষধ? আপনি জানেন না। এমন কি জানার চেষ্টা ও করছেননা। তারপরও দিচ্ছেন বাচ্চাকে। (ভুক্তভোগী বাবা মা থেকে জানা)

অতঃপর যখন কোনই কাজ হলনা, শেষ উক্তি,”আমাদের দেশে তো Special need দের কোন life নাই। ওসব বিদেশে হয়।”

অতচ বিদেশে যখন একটা বাচ্চা Autism diagnosed হয়, সাথে সাথে আমরা চেষ্টা করি বাবা মা কে Educate করতে Autism সম্পর্কে এবং সাহস যোগানোর চেষ্টা করি যে, বাচ্চার সাথে কাজ করলে সে Manageable হবে এবং সব কাজ করতে পারবে। সুন্দরমত তার Life lead করতে পারবে। হয় ও তা। হয়ত খুব Severe যারা তাদের হিসাব আলাদা। কারন আমরা জানি, পরিবার হচ্ছে বাচ্চাদের প্রধান শিক্ষার যায়গা। পৃথিবীর কোন দেশের স্কুলই কিংবা চিকিৎসাকেন্দ্রই এই গ্যারান্টি দিবেনা যে, তোমার বাচ্চার সাথে আমরা সারাক্ষন কাজ করব, ওর ইমপ্রুভের জন্য যা করতে হয় সবই করব। ওরা বলবেনা, কারন ওদের আরো অনেক অনেক বাচ্চার সাথে, মানুষের সাথে কমিটমেন্ট থাকে। ওদের অনেক ব্যস্ততা থাকে। সেজন্য উন্নত দেশে পেরেন্টদের Educate করা হয় যেন পেরেন্ট আপ্রান চেষ্টা করে বাচ্চা র ইমপ্রুভের জন্য।

আর আমাদের সহ প্রতিবেশী যারা আছে, একদল হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে বসা
একদল বনাজি ঔষধ নিয়ে বসা
একদল Gluten free casein fee খাবার

অন্যদিকে একদল থেরাপিস্ট যারা লুকাইয়া থেরাপি দিবে, বাবা মা জানতে চাইলে কি থেরাপি দেয়া হচ্ছে, তেডে আসবে তাদের দিকে। অশিক্ষিত, পাগল আরো বিভিন্ন নাম দিবে অসহায় বাপ মা দের।

আর এসবের গ্যারাকলে পড়ে, বাপ মা পাগলের মত এদিক সেদিক দৌড়াদৌডি শুরু করে। যে যা বলে তাই করে। তারপরও শিক্ষিত বাবা মা রা (অবশ্যই সবাই না) বসে বিভিন্ন Research/study গুলো পড়েনা। জানেনা, আসলে Autism কি? কিভাবে একে Handle করতে হয়।

Note: পোস্ট টা করা কেবল যে বাবা মা রা আমাকে তাদের Experience share করেছেন, তাদের Experience এর ভিত্তিতে। আমি মানি ও জানি, বহু বাবা মা আছেন এখন যারা Autism সম্পর্কে যথেস্ট সচেতন এবং নিজের সন্তানের সাথে সুন্দর কাজও করছেন। সে সাথে নিশ্চয়ই বেশ ভাল থেরাপিস্ট ও আছেন যারা বাচ্চার ও পেরেন্টদের মানসিক দিক বিবেচনা করে থেরাপি দিচ্ছেন এবং বাবা মার সাথে শেয়ার করছেন থেরাপির বিষয়গুলো। নিশ্চয়ই অনেক ডাক্তার ও আছেন, যারা পাতার পাতা ঔষধ সাজেস্ট না করে, বাচ্চার Need অনুযায়ী কাজ করার পরামর্শ দেন।

নিজের সন্তান Autism আছে জানার সাথে সাথে ভয় না পেয়ে কিভাবে তার Level অনুযায়ী কাজ করবেন সে চিন্তা করতে হবে।

‘World Autism Acceptance Week’ এ সকল Autism পরিবারকে জানতে ও মানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে যেঃ

# Beautiful not broken
# Different but not less
Mir Kamrunnesa Surma

Full time salary range (70,000-90,000)
24/02/2025

Full time salary range (70,000-90,000)

16/01/2025
13/01/2025

আপনার শিশুর কি কথা বলতে সমস্যা হচ্ছে কিংবা কথা অস্পষ্ট? আপনার শিশুর hand-eye coordination নিয়ে সমস্যায় ভুগছেন?
থেরাপি স্টেশন-এ, আমরা নিয়ে এসেছি আপনার সন্তানের জন্য speech and language থেরাপি ও অকুপেশনাল থেরাপি । আরও আছে 1:1 প্রিস্কুল সেশন যা আপনার সন্তানকে স্কুলের জন্য প্রস্তুত করবে।
Call for appointment: 01333322178 (Gulshan 2 Branch)
01854-784445 (Shantinagar Branch)
Therapy Station – Early Intervention. Real Results.

Address

Rajarbag

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01854784445

Alerts

Be the first to know and let us send you an email when Therapy Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Therapy Station:

Share

Our Story

We are Providing Speech and Language Therapy; Occupational Therapy; Sensory Integration Therapy and Special Schooling(1:1) Services. Therapy is for all ages and schooling is for early ages.