Tibbiya Habibiya College Hospital, Dhaka

Tibbiya Habibiya College Hospital, Dhaka This is the first Unani Medical College in Bangladesh (1930) . It's Official fan page

প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ কর্তৃক পরিচালিত "হিজামা সার্টিফিকেট কোর্স" এর...
24/12/2025

প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ কর্তৃক পরিচালিত "হিজামা সার্টিফিকেট কোর্স" এর নবম ব্যাচের ক্লাস শুরু হবে নতুন বছরের ৯ জানুয়ারি।

বরাবরের ন্যায় আসন সংখ্যা এবারও সীমিত। ইতোমধ্যে অধিকাংশ সিট পূর্ণ হয়ে গিয়েছে। কয়েকটি সিট এখনও ফাঁকা রয়েছে। আগ্রহী প্রশিক্ষণ গ্রহণকারীদের যোগাযোগের জন্য অনুরোধ করা গেল।

তথ্য ও যোগাযোগ :
Ruhul Amin Milon
প্রভাষক এবং কোর্স কো-অর্ডিনেটর
01913037403

#হিজামা

চলছে প্র্যাকটিক্যাল ডেমনসট্রেশান। চতুর্থ বর্ষ এবং ইন্টার্ন চিকিৎসকদের  হার্ট সাউন্ড এবং হার্টের বর্ডার নির্ণয়ের যৌথ প্র...
12/12/2025

চলছে প্র্যাকটিক্যাল ডেমনসট্রেশান। চতুর্থ বর্ষ এবং ইন্টার্ন চিকিৎসকদের হার্ট সাউন্ড এবং হার্টের বর্ডার নির্ণয়ের যৌথ প্র্যাকটিক্যাল ক্লাস।
Demonstration conducted by Hakeem Ruhul Amin Milon .



প্রথম বইটি স্যার কিনে আমাকে উৎসাহিত করলেন ধন্যবাদ স্যার কে
11/12/2025

প্রথম বইটি স্যার কিনে আমাকে উৎসাহিত করলেন ধন্যবাদ স্যার কে

10/12/2025

!! চলছে জোঁক থেরাপি !! Going on leech therapy at the regimental therapy unit in THC !!

#জোকঁথেরাপি
by Ruhul Amin Milon .

📘 যুগান্তকারী প্রকাশনা — ‘শারহে আসবাব ওয়াল আলামাত (Doctrine of Etiology)’ বাংলায় প্রথমবার!ইউনানী চিকিৎসা বিজ্ঞান—একটি ...
10/12/2025

📘 যুগান্তকারী প্রকাশনা — ‘শারহে আসবাব ওয়াল আলামাত (Doctrine of Etiology)’ বাংলায় প্রথমবার!

ইউনানী চিকিৎসা বিজ্ঞান—একটি প্রাচীন এবং বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষায় এই বিজ্ঞানের নির্ভরযোগ্য ও প্রামাণিক গ্রন্থের অভাব ছিল দীর্ঘদিন।

হাকীম আজিজুল ইসলাম মরহুম লিখিত গুটি কয়েক বাংলা পাঠ্যপুস্তক ব্যতীত ইউনানী চিকিৎসার মূল আকরগ্রন্থগুলোর ভাষা ছিল আরবি, ফার্সি, উর্দু কিংবা ইংরেজি—যার কারণে সাধারণ পাঠক তো বটেই, অনেক চিকিৎসক এবং শিক্ষার্থীর কাছেও ইউনানীর প্রকৃত জ্ঞান অর্জন ছিল বেশ কষ্টসাধ্য।

✨ এই প্রথম, বিশ্ববিখ্যাত গ্রন্থ এখন বাংলা ভাষায়!

ইউনানী চিকিৎসা বিজ্ঞানের অমূল্য রত্ন ‘শারহে আসবাব ওয়াল আলামাত (Doctrine of Etiology)’—
যা মূলত রোগের প্রকৃতি,কারণ, প্যাথোলজি, উপসর্গ এবং রোগ-চিকিৎসার গভীর বিশ্লেষণে ইউনানী চিকিৎসার এক অনন্য গ্রন্থ—এবার বাংলা ভাষায় পূর্ণরূপে অনূদিত।

চারটি খণ্ডে বিভক্ত এই মহাগ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন-
👉 হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ,
ইউনানী চিকিৎসার এক নিবেদিতপ্রাণ গবেষক, প্রথিতযশা চিকিৎসক।

📗 বইটির বর্ণাঢ্য ঐতিহাসিক ধারা:

মূল গ্রন্থ: আল আসবাব ওয়াল আলামাত — ফার্সি ভাষায়
রচনাকার: আল্লামা নাজমুদ্দীন সমরকন্দী (প্রায় ১২শ শতক)

আরবি ভাষায় ব্যাখ্যা: শারহে আসবাব ওয়াল আলামাত
রচনাকার: আল্লামা বুরহানুদ্দিন নাফিস ইবন ইওয়াজ কিরমানি (প্রায় ১৫শ শতক)

উর্দু অনুবাদ: তর্জুমায়ে কবীর — হাকীম কবীর উদ্দিন

উর্দু ব্যাখ্যা: তর্জুমায়ে শারহে আসবাব — হাকীম খাজা রিজওয়ান আহমদ

🔍 এই বইটি বিশেষত্ব?

✔ ইউনানী রোগতত্ত্বের প্রথম পূর্ণাঙ্গ বাংলা সংস্করণ
✔ সাধারণ পাঠক ও চিকিৎসক উভয়ের জন্য উপযোগী
✔ প্রাচীন চিকিৎসা সূত্রসমূহ বাংলায় একত্রে পাওয়ার এক বিরল সুযোগ
✔ আরবি–ফার্সি–উর্দু—এই তিন ভাষার জ্ঞান একসাথে সমন্বিত

👨‍⚕️ ছাত্র, শিক্ষক, গবেষক ও চিকিৎসকদের জন্য অপরিহার্য রেফারেন্স!

যে কেউ যদি ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূল তত্ত্ব—Etiology, Pathogenesis, Clinical Features, Diagnosis—সম্পর্কে গভীরভাবে জানতে চান, তবে এই বইটি হবে এক অমূল্য সহায়ক।

এখনই সংগ্রহ করুন – নিজের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন!

📞 অর্ডার ও তথ্যের জন্য:
📦 তিব্বিয়া হাবিবিয়া কলেজ অফিস কক্ষ।
01732428829, 01783-611511
📦 সারাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠে চলছে শিক্ষা কার্যক্রম....
27/11/2025

বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠে চলছে শিক্ষা কার্যক্রম....

আলহামদুলিল্লাহ্! শারহে আসবাবের ১ম খন্ড ছাপা হয়েছে। ইতিপূর্বে ২য় ও ৩য় খন্ড ছাপা হয়েছে, যা বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বো...
25/11/2025

আলহামদুলিল্লাহ্! শারহে আসবাবের ১ম খন্ড ছাপা হয়েছে। ইতিপূর্বে ২য় ও ৩য় খন্ড ছাপা হয়েছে, যা বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের তৃতীয় ও চতুর্থ বর্ষের সিলেবাস অনুযায়ী মু’আলাজাত, মাতাব ও আমরাজে আইন, উযুন, আনফ ও হলক এর পাঠ্যক্রমে (text book) অন্তর্ভূক্ত।

!! আমরা গভীর ভাবে শোকাহত !!ফেনী ইউনানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হাকীম শওকত হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন...
24/11/2025

!! আমরা গভীর ভাবে শোকাহত !!

ফেনী ইউনানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হাকীম শওকত হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২ঃ৪৫ মিনিটে বরিশাল শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে আমরা তিব্বিয়া হাবিবিয়া কলেজ পরিবার গভীর ভাবে শোকাহত।

সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি রইল গভীর সমবেদনা।

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রাক্তন হিসাব সহকারী মোহাম্মদ গোলাম কুদ্দুস সাহেব (বয়স ৬৫)...
14/11/2025

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রাক্তন হিসাব সহকারী মোহাম্মদ গোলাম কুদ্দুস সাহেব (বয়স ৬৫) আজ সকাল ৯ টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘ ১৯ বছর এ প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর নিজ জেলা নোয়াখালীতে অবস্থানকালে গত কয়েক বছর ধরে তিনি প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, সহধর্মিণীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

— তিব্বিয়া হাবিবিয়া কলেজ পরিবার

বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠে ইউনানী চিকিৎসা শিক্ষা অর্জন করে, চলো হই একজন গর্বিত ইউনানী চিকিৎসক।
13/11/2025

বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠে ইউনানী চিকিৎসা শিক্ষা অর্জন করে, চলো হই একজন গর্বিত ইউনানী চিকিৎসক।

চলছে হিজামা গ্রহণের নিরাপদ সময়। চলবে এ মাসের ১৮ তারিখ (২৬ জুমা দাউল উলা) পর্যন্ত।আজ হিজামা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্য...
11/11/2025

চলছে হিজামা গ্রহণের নিরাপদ সময়। চলবে এ মাসের ১৮ তারিখ (২৬ জুমা দাউল উলা) পর্যন্ত।

আজ হিজামা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রফেসর ড. ওলিউর রহমান সাহেব।

যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিংবা রোগমুক্ত সুস্থ জীবন প্রত্যাশা করেন তারা আজই যোগাযোগ করতে পারেন প্রাচীনতম ইউনানী শিক্ষা ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজের রেজিমেন্টাল থেরাপি ইউনিটে।

রেজিমিনাল থেরাপি ইউনিটে আপনাদের সেবায় রয়েছেন :
হাকীম মোঃ রুহুল আমিন
কনসালটেন্ট, রেজিমিনাল থেরাপি ও স্কিন কেয়ার ইউনিট
তিব্বিয়া হাবিবিয়া কলেজ হাসপাতাল, ঢাকা।

07/11/2025

!! আঙ্গুলের প্রচন্ড ব্যথা নিরাময়ে জোঁক থেরাপি | Leech therapy for a severe fingerpain !!

Address

25, Umesh Dutta Road, Bakshi Bazaar, Lalbag
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Tibbiya Habibiya College Hospital, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tibbiya Habibiya College Hospital, Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category