Bangladeshi Teaching Group of Musculo-skeletal Disorders

Bangladeshi Teaching Group of Musculo-skeletal Disorders This group is established in January 2014 in Dhaka. To develop the physiotherapy profession, awareness and to make the physiotherapy clinician.......

07/07/2019
দৈনিক‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকায়-৪ মার্চ ২০১৭-এ প্রকাশিত আমার লেখা।-------------------------------------------কোমর ব্যথায়...
06/03/2017

দৈনিক‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকায়-
৪ মার্চ ২০১৭-এ প্রকাশিত আমার লেখা।
-------------------------------------------
কোমর ব্যথায় ম্যানুয়াল থেরাপি...............................................
প্রফেসর আলতাফ হোসেন সরকার

31/12/2016
21 December 2016, Wednesday দৈনিক Daily Destiny পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: ব্যাক পেইন (রোগীর প্রশ্ন ও ডাক্তারের উ...
21/12/2016

21 December 2016, Wednesday
দৈনিক Daily Destiny পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: ব্যাক পেইন (রোগীর প্রশ্ন ও ডাক্তারের উত্তর)
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।

বুধবার ৭ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ ২১ ডিসেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ, image Url : http://www.edainikdestiny.com/2016/12/21/5/details/5_r2_c3.jpg

29 October 2016, Saturdayদৈনিক Alokito Bangladesh পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: যে মাথা ব্যথায় প্রয়োজন ফিজিওথেরাপি।স...
29/10/2016

29 October 2016, Saturday
দৈনিক Alokito Bangladesh পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: যে মাথা ব্যথায় প্রয়োজন ফিজিওথেরাপি।
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।..........................................
প্রফেসর আলতাফ হোসেন সরকার

07 October 2016, Fridayদৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: ব্যথা যখন ঘাড়ে!সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন...
09/10/2016

07 October 2016, Friday
দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: ব্যথা যখন ঘাড়ে!
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।

06 October 2016, Thursdayদৈনিক ‘আমাদের সময়’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: ব্যথাটা যদি হয় কোমরে...সময় ও সুযোগ সাপেক্ষ...
06/10/2016

06 October 2016, Thursday
দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: ব্যথাটা যদি হয় কোমরে...
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।

30 September 2016, Friday দৈনিক ‘দিনেরশেষে’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: নিরোগ ঘাড় ও ব্যথা মুক্ত জীবনসময় ও সুযোগ সা...
05/10/2016

30 September 2016, Friday
দৈনিক ‘দিনেরশেষে’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: নিরোগ ঘাড় ও ব্যথা মুক্ত জীবন
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।

27 September 2016, Tuesdayদৈনিক ‘জনকন্ঠ’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।বিষয়: সমস্যার নাম মাথা ব্যথাসময় ও সুযোগ সাপেক্ষে পড়...
27/09/2016

27 September 2016, Tuesday
দৈনিক ‘জনকন্ঠ’ পত্রিকায় প্রকাশিত আমার লেখা।
বিষয়: সমস্যার নাম মাথা ব্যথা
সময় ও সুযোগ সাপেক্ষে পড়ার আমন্ত্রণ।........ #লেখাটি_পড়ুন_এখানে.........
প্রফেসর আলতাফ হোসেন সরকার
----------------------------------
মাথা ব্যথা ও তার প্রতিকার
প্রফেসর আলতাফ হোসেন সরকার
মাথা ব্যথা-মাথা ব্যথা-মাথা ব্যথা। এমন কোন পরিবার খুজে পাওয়া যাবে না, যে পরিবারে মাথা ব্যথা নেই। প্রায় শতকরা ১৮ ভাগ লোক মাথা ব্যথায় ভুগে থাকেন। তরুন-তরুনী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত মাথা ব্যথায় ভুগে থাকেন। আপনারা অবশ্যই জানেন, যুগ যুগ ধরে মানুষ মাথা ব্যথায় ভুগে আসছেন। মাথা ব্যথা মেডিকেল কন্ডিশনের একটি অন্যতম অসুস্থতা। এই মাথা ব্যথা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। আর সে জন্যেই মাথা ব্যথার উপর আজকের এই ছোট লেখা। সুপ্রিয় পাঠক, লিখতে বসেছি কিভাবে, কোথা থেকে মাথা ব্যথা হয়, তার কারণ ও প্রতিকার নিয়ে।

মিসেস রাহিমা বেগম। বয়স ২৫ বছর। থাকেন ধামরাইতে। গত ৫ বছর যাবৎ মাথার ডান পার্শ্বে ব্যথায় ভুগছেন। মাথা ব্যথার সাথে সাথে তার চোখেও ব্যথা হয়। মাঝে মাঝে ভমিটিং এবং ডিজিনেস হয়। তিনি তার মাথা ব্যথার সঠিক কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই করেছেন এবং বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষাও করেছেন। সর্বপ্রকার রিপোর্ট-এ বলা হয়েছে, কোন অসুবিধা নেই। চোখের চিকিৎসকের পরামর্শ এবং তার উপদেশ অনুযায়ী চোখের বিভিন্ন পরীক্ষা করেছেন। এই রিপোর্ট-এও বলা হয়েছে কোন অসুবিধা নেই। মিসেস রাহিমা এখন খুবই হতাশ জীবন-যাপন করছেন। মাথার ব্যথায় তিনি অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু পরীক্ষা-নীরিক্ষায় বলা হয়েছে মাথায় কোন অসুস্থতা নেই।

মাথা ব্যথা- বিভিন্ন প্রকার হয়। যেমন- সার্ভিকো জেনিক, মাইগ্রেন, টেনশন এবং সাইনোসাইটিস থেকে মাথা ব্যথা হয়। মাথা ব্যথায় ভুগেন ১৮% লোক। এই ১৮%এর মধ্যে ১৪% লোক সার্ভিকো জেনিক হেডেক-এ ভুগেন। এছাড়াও প্যাথলজিক্যাল কারণের জন্যে মাথা ব্যথা হতে পারে। আমি যে মাথা ব্যথার চিকিৎসা করি এবং যে মাথা ব্যথার সম্পর্কে এখানে লিখছি- সে মাথা ব্যথার নাম সার্ভিকো জেনিক হেডেক। অর্থাৎ ব্যথা হয় মাথায় কিন্তু ব্যথার উৎপত্তি ঘাড়ের উপরিভাগে। ঘাড়ের উপরিভাগে অর্থাৎ সি-১-২-৩ লেভেলে কষ্ট থাকে কিন্তু রোগী কষ্ট পায় মাথায়। ঘাড়ের এই অংশের যে সমস্ত স্ট্রাকচারে কষ্ট হলে মাথা ব্যথা হয় তা হলো- মাসেল, লিগামেন্ট, জয়েন্ট, ডুরামেটার, ডিস্ক এবং ভার্টিব্রাল আর্টারি। এই সমস্ত স্ট্রাকচার সি-১-২-৩ সার্ভাইক্যাল স্পাইনাল নার্ভ দ্বারা ইনারভেটেড। ঐ সমস্ত স্ট্রাকচারগুলোই সার্ভিকো জেনিক হেডেক তৈরি করে। পৃথিবীর বিভিন্ন গভেষকগণ বলেছেন যে, সার্ভিকো জেনিক হেডেক-এর সঠিক ম্যাকানিজম বলা খুব কঠিন। তবে অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি বিজ্ঞানী এন বকডাক বলেছেন, সার্ভিকো জেনিক হেডেক-এর উৎপত্তি ঐ সমস্ত স্ট্রাকচার থেকে যে সমস্ত স্ট্রাকচার ইনারভেটেড বাই সি-১-২-৩ সার্ভাইক্যাল নার্ভ। এছাড়াও রিমাটয়েড আর্থ্রাইটিস, আপার নেক মাসেলের ট্রিগার পয়েন্ট, আপার সার্ভাইকাল জয়েন্ট ডিসফাংশন হলে সেখান থেকেও সার্ভিকো জেনিক হেডেক হতে পারে। এছাড়াও উইফ্লাস ইঞ্জুরি(গাড়ির এক্সিডেন্ট) থেকেও সার্ভিকো জেনিক হেডেক হয়। মহিলারা পুরুষদের চেয়ে বেশি এই রুগে ভুগে থাকেন।

মিসেস রাহিমার ঘাড় পরিক্ষা করে দেখলাম ঘাড়ের উপরি ভাগের ডান দিকে টেন্ডার। পাশ থেকে দেখা যায় যে, তার এন্টিরিওর হেড পোশ্চার আছে। তার অক্সিপিটো-নিউকিয়াল রিজিওনে লোকালাইজড পেইন আছে। তার ঘাড়ের মুভমেন্ট কম এবং মাসেল দূর্বল। এই সমস্ত পরীক্ষা, দিক-নির্দেশনা দেয় মিসেস রাহিমা সার্ভিকো জেনিক হেডেক-এ ভুগছেন। মনে রাখবেন, সার্ভিকো জেনিক হেডেক-এর ক্ষেত্রে মাথার এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই-তে কোন অসুবিধা থাকেনা।

মিসেস রাহিমার জন্য চিকিৎসা হবে ঘাড়ের সফট টিস্যু মোবালাইজেশন, স্ট্রেসিং, স্ট্রেন্দেনিং এবং হোল্ড রিলাক্স। তার সাথে পৃথিবীর বিখ্যাত সর্বাধুনিক ফিজিওথেরাপির প্রযুক্তি লো-লেভেল লেজার থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, হট বা কোল্ড থেরাপি(এ্যাসেসমেন্ট অনুযায়ী) ব্যবহার করতে হবে। মিসেস রাহিমা এই চিকিৎসায় ভাল হবে। অর্থাৎ তার মাথা ব্যথা চলে যাবে।

প্রিয় পাঠক, আমি আমার এই ছোট লেখার মাধ্যেমে ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনার যদি সার্ভিকো জেনিক হেডেক বা ঘাড়ের উপরি ভাগের কষ্টের জন্য মাথা ব্যথা হয় তাহলে আপনি কি ধরনের চিকিৎসা করবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, আমার চিকিৎসা অন্যান্যদের চেয়ে সর্বাধুনিক এবং উন্নততর। দেশেই আমরা দিচ্ছি আপনাকে সর্বাধুনিক সার্ভিকো জেনিক-এর চিকিৎসা। আপনার সার্ভিকো জেনিক হেডেক বা মাথা ব্যথার জন্য আপনার ঘাড়ের উপরি ভাগের যতœ নিন, মাংস শক্তিশালী রাখুন এবং মাথা ব্যথার কষ্ট দূরীভুত করে সুস্থ জীবন-যাপন করুন।

ব্যাকপেইন বিশেষজ্ঞ
লেজার ফিজিওথেরাপি সেন্টার
পান্থপথ, ঢাকা।
০১৭৬৫ ৬৬ ৮৮ ৪৬, ০১৭৮৫ ৯৯ ৯৯ ৭৭

সাপ্তাহিক ‘জনমন’ পত্রিকায় ২২ সেপ্টেম্বর ২০১৬-এ প্রকাশিত আমার লেখা।-------------------------------নিরোগ ঘাঁড়, ব্যথা মুক্ত...
22/09/2016

সাপ্তাহিক ‘জনমন’ পত্রিকায় ২২ সেপ্টেম্বর ২০১৬-এ প্রকাশিত আমার লেখা।
-------------------------------
নিরোগ ঘাঁড়, ব্যথা মুক্ত জীবন
---------------------------------
প্রফেসর আলতাফ হোসেন সরকার
---------------------------------
আমরা সরাজীবনে নানান রকম ব্যথায় ভুগে থাকি। আর সেই ব্যথা যদি হয় ঘাঁড়-এর ব্যথা তাহলেই নানা প্রকার বিপত্তি দাঁড়ায় যেমন- ঘুমাতে ব্যথা হয়, বসে বসে কাজ করতে ব্যথা হয়, ভ্রমন করতে ব্যথা হয় ইত্যাদি। এমনই একজন রুগী ৪৩ বছর বয়সী পাবনা জেলার বেড়া থানার রোকেয়া নাসরিন নিয়মিত হাঁটেন প্রতি সকালে। কিন্তু গত নয় মাস আগে হাঁটতে গিয়ে বাম কাঁধের উপর পড়ে যান। তখন থেকেই অল্প অল্প ব্যথা কাঁধে অনুভব করে। এখন ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে ব্যথা ডান কাঁধে এবং হাতে চলে আসছে। তার ডান কাঁধের রোটেটর কাফ এবং কেপসুলের পরীক্ষা করে দেখলাম কোন অসুবিধা নাই। কিন্তু রোগী অনেক কষ্ট পাচ্ছে। এরপর তার নেক বা ঘাড় পরীক্ষা করে দেখলাম অনেক অসুবিধা আছে যেমন- ফরোয়ার্ড হেড পোশ্চার আছে, রাউন্ডেড শোল্ডার আছে। ডান এবং বাম দিকে ঘাড়ের রোটেশন অনেক কমে গেছে। ডান দিকে নেক মাসেলে এবং ট্রাপিজিয়াস মাসেলে অনেক ব্যথা। এছাড়াও তার মিডিয়ান নার্ভ টাইট হয়ে আছে। এই রোগীকে আমরা যতই শোল্ডারের(কাঁধ) চিকিৎসা করি না কেন ব্যথা তার যাবে না। তার অসুবিধা হচ্ছে ঘাড়ে। সুতরাং ঘাড়ের সঠিক চিকিৎসা করে দিলে রোগী ভালো বোধ করবে ইন শাহ আল্লাহ। তার চিকিৎসা পদ্ধতি হবে- ওয়াক্সপ্যাক দিয়ে নেক ও ট্রাপিজিয়াস মাসেলকে স্ট্রোকিং করে দিতে হবে। এরপর আল্ট্রাসাউন্ড দিতে হবে। তারপর ফিজিওথেরাপি চিকিৎসার অন্যতাম মোডালিটিস লো-লেভেল লেজার থেরাপি সঠিকভাবে ব্যবহার করতে হবে। স্ট্রেসিং এই চিকিৎসায় অন্যতম রোল প্রদান করবে। সুতরাং নিয়ম অনুযায়ী স্ট্রেসিং করতে হবে। মনে রাখবেন, আমাদের সমস্ত শরীরে ফাসা এবং মাসেল অতপ্রোতভাবে জড়িয়ে আছে। যখনই কোন রুগীর এইরকম অসুবিধা হয় এবং দীর্ঘদিন যাবৎ সঠিক চিকিৎসা হয় না, তাদের ফাসাগুলো মাসেলের সঙ্গে টাইট হয়ে যায়। অবশ্যই এই টাইট ফাসা এবং মাসেলকে ফিজিওথেরাপি বিজ্ঞানীদের নিয়ম অনুযায়ী রিলিজ করতে হবে। এরপরে নেক মাসেল-এর শক্তি বাড়াতে হবে। রেঞ্জ বা মুভমেন্ট বাড়াতে হবে। সর্বোপরি, নেক-কে স্ট্যাবেলাইজড করতে হবে। উপুর হয়ে এবং চিৎ হয়ে শুয়ে সঠিক নিয়মে নেকের পেছনের এবং সামনের মাসেলকে শক্তিশালী করতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসকের দেয়া উপদেশ অনুযায়ী নিয়মিত এক্সারসাইজ সঠিকভাবে করতে হবে। বসা এবং শোয়ার সময় ভঙ্গি মেনে চলতে হবে। যে কাজ করলে কষ্ট বেড়ে যায় ঐ কাজ করবেন না। গরম সেক এবং গরম পানি দিয়ে কিছুদিন গোসল করতে হবে। ফার্মবেড-এ ঘুমাবেন এবং যেভাবে ঘুমালে কষ্ট না হয় সেভাবে ঘাঁড়, মাথা রেখে ঘুমাবেন। ধুমপান বর্জন করুন।

ঘাঁড় ব্যথার জন্যে অনেক লোকই তার দৈনিন্দন জীবনের কাজ সঠিকভাবে করতে পারছে না এবং আর্থিক ক্ষতি সাধনও হচ্ছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, ৬৭-৭১% লোক ঘাঁড় ব্যথায় ভুগে থাকেন। এই ঘাঁড় ব্যথায় বেশিরভাগ ভুগেন মহিলা, উন্নত দেশের লোক এবং যারা শহরে বাস করেন অধিকাংশ লোকের ঘাঁড়ের ব্যথা যেকোন সময় হতেই পারে এবং কম বয়সী ও বেশি বয়সেও হতে পারে। তবে ৩৫ কিংবা তার উর্ধে¦ বয়সী লোকদের বেশি দেখা যায়।
এই ঘাঁড় ব্যথা মাস্কুলোস্কেলিটাল রোগের মধ্যে অন্যতম রোগ। ইহা একটি গ্লোবাল বার্ডেন ডিজিজ। আমাদের দেশে যারা এই রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে- টেবিলে বসে যারা কাজ করে বা পড়াশুনা করে, গৃহিনী, শিক্ষক, কম্পিউটার ওয়ার্কার, ফিমেল অফিস ওয়ার্কার এবং আরও অনেকেই।
যে সমস্ত রুগীরা ঘাঁড় ব্যথায় ভুগেন তাদের ট্রাপিজিয়েস মাসেল অধিকাংশ সময়ই বিরামহীনভাবে কাজ করে। ঘাঁড় ব্যথার কারণের জন্যে অধিকাংশ সময় এই ট্রাপিজিয়াস মাসেল-কে দ্বায়ী করা হয়। ট্রাপিজিয়াস মাসেল-এর এরকম কাজ দিনের পর দিন মাসেলের বায়োমেকানিক্যাল মেটেরিয়াল-এর পরিবর্তন ঘটায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ট্রাপিজিয়াস মাসেল-এর কার্যকারীতা এবং ঘাঁড় ব্যথার মধ্যে সাদৃশ্য খুজে পাওয়া যায়।

সুপ্রিয় পাঠক মনে রাখবেন, বিভিন্ন কাজের জন্যে ঘাঁড় ব্যথা হতে পারে যেমন- যারা বেশি কম্পিউটারে কাজ করে তাদেরও ঘাঁড় ব্যথা হতে পারে। পঞ্চাশ ভাগ ওয়ার্কারদের কাজের সঙ্গে ঘাঁড়ের ব্যথার সম্পর্ক রয়েছে। যারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ঘাঁড়ের ব্যথার প্রবণতা অনেক বেশি। যেমন- অফিসে যারা কাজ করেন তাদের ঘাঁড়ের ব্যথা অন্যাদের তুলনায় ৫০-৬০% বেশি হয়।

ঘাঁড়ের ব্যথা প্রতিরোধ, চিকিৎসার চেয়ে অনেক উপকারী। যেমন- সার্ভাক্যাল কলার ব্যবহার করার সময় সতর্কতা মেনে চলতে হবে, কারণ কলার ব্যবহার করলে অনেক সময়ই নেকের বা ঘাঁড়ের মবিলিটি কমে যায় এবং মাংস দূর্বল হয় যাহা ঘাঁড়ের কষ্ট আরও বাড়িয়ে দেয়, সঠিকভাবে ঘুামনো, কম্পিউটার-এ কাজ করার সময় যেন কম্পিউটার স্ক্রীন এবং আই লেভেল সঠিক থাকে। একই অবস্থায় বেশিক্ষন কাজ না করা, কখনই যেন মাথা ও চোয়াল(চিন) কাঁধ থেকে সামনে চলে না আসে। কাজের মাঝে ভঙ্গি পরিবর্তন করতে হবে। সঠিক ভঙ্গিতে ফোনে কথা বলা এবং কান এবং কাঁধের মাঝে টেলিফোন ব্যবহার করা যাবে না, প্রচুর পানি পান করা, হাতে ওজন ব্যবহার করার সময় সঠিক নিয়ম মেনে চলা, মাথা- ঘাঁড় ও কাঁধের সঠিক ভঙ্গি মেনে চলা, ঘাঁড়ের মাংসের ট্রিগার পয়েন্ট রিলিফ করা, হুইপ্লাস প্রতিরোধ করা, প্রতিদিন ঘাঁড়ের মাংসের নিয়মিত স্ট্রেসিং ও স্ট্রেন্দেনিং করা।

খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনতে হবে যেমন- প্রচুর পানি খেতে হবে, দিনে ২ গ্লাস দুধ- খাবরের ১ ঘন্টা পূর্বে অথবা খাবারের ২ ঘন্টা পরে দুধ খাবেন। দুধের বিকল্প হিসেবে তিল বর্তা খেতে পারেন। গরুর কলিজা, প্রতিদিন ১টি করে পূর্ণ সিদ্ধ ডিম-এর সাদা অংশ, পনির, ১ চা-চামচ আঁদার রস ও ১ কোয়া রসুন নিয়মিত প্রতিদিন খেতে হবে। সুপ্রিয় পাঠক, আপনারা যারা এই রোগে ভুগছেন তারা উক্ত চিকিৎসার মাধ্যমে আশা করি দ্রুত আরোগ্য লাভ করবেন।
আমরা বিভিন্ন গবেষণা পড়ে জানতে পেড়েছি যে, এখনও এমন ঔষধ তৈরি হয় নাই যে ঔষধ খেলে আপনার মাংস পেশী লম্বা হবে, শক্তিশালী হবে এবং আপনার জয়েন্ট মবিলিটি বেড়ে যাবে এবং আপনার এন্টিরিওর হেড পোশ্চার করেকশন হবে। মনে রাখবেন, ফিজিওথেরাপি উক্ত অসুবিধার চিকিৎসার জন্য একমাত্র মেডিসিন সুতরাং সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে আপনাকে সঠিক মোবালাইজেশন, স্ট্রেসিং এবং স্ট্রেন্দ্রেনিং এর মতো চিকিৎসা করতেই হবেই।
ব্যাকপেইন বিশেষজ্ঞ
লেজার ফিজিওথেরাপি সেন্টার
পান্থপথ, ঢাকা।
০১৭৬৫ ৬৬ ৮৮ ৪৬
০১৭৮৫ ৯৯ ৯৯ ৭৭

সতর্কতা: এলার্জি, খাবারে এ্যালার্জী, অ্যানাফাইলাক্সিস, এজমা, Hay জ্বর, ইউরিক এসিড বেশি, ইমিউন সিস্টেম ডিসঅর্ডারস। যাদের ...
21/09/2016

সতর্কতা: এলার্জি, খাবারে এ্যালার্জী, অ্যানাফাইলাক্সিস, এজমা, Hay জ্বর, ইউরিক এসিড বেশি, ইমিউন সিস্টেম ডিসঅর্ডারস। যাদের উক্ত অসুস্থতা আছে, তারা গরুর কলিজা খাবেন না।

Address

Panthopath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Teaching Group of Musculo-skeletal Disorders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladeshi Teaching Group of Musculo-skeletal Disorders:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram