জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের একটি বিশেষায়িত ইউনিট যা স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEC (Information Education & Communication) অপারেশনাল প্ল্যানের আওতায় মিডিয়া কম্পোনেন্ট। ১৯৭৫ সালের ১লা জুলাই বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে ছোট পরিবার গঠনে জনগণকে উদ্ধুদ্ধকরণের লক্ষ্য নিয়ে তথ্য মন্ত্রনালয়ের আওতায় জনসংখ্যা পরিকল্পনা সেল নামে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৯৮ সালের ১লা জুলাই থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে HPNSP -এর অন্তর্ভুক্ত করা হয়। জানুয়ারী/২০১৭ থেকে এর চতুর্থ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের মেয়াদ জুন/২০২৩ পর্যন্ত চলবে। এই সেলের আওতায় ১১টি উপ-সেলে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টির উপর জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান যেমন : নাটক, কথিকা, আলোচনা, বৈঠকী আসর, কুইজ, দলগত আলোচনা, সরেজমিন প্রতিবেদন, উন্নয়নমূলক গান, জিংগেল, বেতার কার্টুন ইত্যাদি আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়। প্রধান সেল এবং ১১টি উপ সেল থেকে মোট প্রচার সময় প্রতিমাসে ১০৪ ঘন্টা।
প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের IEC অপারেশনাল প্ল্যানের মিডিয়া ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হিসেবে বেতার অনুষ্ঠানের মাধ্যমে ছোট পরিবার গঠন, পরিবার পরিকল্পনা ও কল্যাণ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, এইচআইভি / এইডস, শিশু অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ, লিঙ্গ সমতা এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও আচরণগত পরিবর্তন আনয়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রপকল্প-২০২১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক কর্মসূচীর উপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলঃ
* পরিবার পরিকল্পনার সেবা ও সামগ্রী প্রাপ্তি এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রদান।
* পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণে সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গী তৈরী এবং এক্ষেত্রে পুরুষের অংশগ্রহণ উদ্ধুদ্ধ করা।
* শহরের বস্তিবাসী, অনগ্রসর জনগোষ্ঠীসহ দুর্গম অঞ্চলের মানুষের কাছে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয় তথ্য পৌঁছে দেয়া।
* মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি, গর্ভকালীন যত্ন এবং প্রসব পূর্ব ও পরবর্তী স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা সৃষ্টি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২ এর সাথে সম্পর্কিত)।
* শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী ও কন্যা শিশুর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে অনুষ্ঠান প্রচার ও সচেতনতা সৃষ্টি করা (টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-৫ এর সাথে সম্পর্কিত)।
Population Health & Nutrition Cell (PHNC) project of Bangladesh Betar was established 1st July 1975 under the Information Ministry. The aim & objective of the programme of PHNC is to change the behavioral pattern of our listeners by building awareness through motivating small family norms. But in 1998 the project was reconstructed under the Ministry of Health & Family Welfare with the collaboration of the Ministry of Information. Under the new project it was renamed as Population Health and Nutrition Cell.