19/06/2015
আমরা সারাদিন কষ্ট করে আল্লাহ্র সন্তুষ্টির রোজা রাখি। প্রতি রোজাতে ১ ফরজ, আর ৫ ওয়াক্ত সালাতে ১৭ ফরজ(৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ)। তাই রোজা রাখার পাশাপাশি আমরা যেন ৫ ওয়াক্ত সালাত নিশ্চিত করি।
আল্লাহ্ আমাদের সবাইকে তৌফিক দান করুক।