PharmaBangla

PharmaBangla ফার্মেসী আর ফার্মাসিস্টদের কথা নিয়ে ফার্মাবাংলা

25/09/2025

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস 💥

Southeast University, in collaboration with Southeast Pharmacy Club, is hosting PharmaFest 2025 on 24–25 September 2025 ...
24/09/2025

Southeast University, in collaboration with Southeast Pharmacy Club, is hosting PharmaFest 2025 on 24–25 September 2025 at their campus! 🏛️

This national-level festival brings together Pharmacy, Medical, and Life Science students from across the country with 5 Mega Competitions:
🔹 Pharma Olympiad
🔹 Pharma Debate (AP Format, Bangla)
🔹 Poster Presentation (Research/Review)
🔹 Public Speaking
🔹 Poster Presentation on Medicinal Plant (Exclusive for SEU Students)

🏆 Prize Pool: 50,000 BDT
🎁 All participants will receive T-shirts, gift packs & certificates.

👉 Register here: https://forms.gle/VRau3qZcdXHwqhv47

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত #ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলা...
19/06/2025

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
#ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্বারোপ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে আজ ১৯ জুন (বৃহস্পতিবার) “Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি বলেন, ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম। গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং নিয়ন্ত্রক কাঠামোর প্রতিটি ধাপে দক্ষ ফার্মাসিস্টের ভূমিকা গুরুত্বপূণ। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল খাতের সম্প্রসারণে একাডেমিক জ্ঞান, গবেষণা ও শিল্প-সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ফার্মাসিস্টদের উচিত নৈতিকতা মেনে চলা, যাতে ওষুধের মাধ্যমে মানুষের পাশাপাশি প্রাণিকূলেরও ক্ষতি না হয়। ওষুধ শিল্পের উন্নয়ন যেন নৈতিক প্রশ্নের মুখে না পড়ে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।
সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ফার্মাসিস্টরা শুধুমাত্র ওষুধ প্রস্তুত ও বিতরণে সীমাবদ্ধ নন- তাঁরা গবেষণা, ফার্মাসিউটিক্যাল বিশ্লেষণ, ক্লিনিক্যাল ট্রায়াল, গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওষুধ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষত, ড্রাগ ডিজাইন, সিন্থেসিস, টক্সিসিটি মূল্যায়ন এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স- এসব ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ওষুধ শিল্প ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ওষুধ উদ্ভাবন ও উন্নয়নের দিকে আরও কার্যকরভাবে অগ্রসর হওয়ার। এই লক্ষ্য অর্জনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন, দক্ষ মানবসম্পদ গঠন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং একটি আধুনিক, শক্তিশালী ও কার্যকর রেগুলেটরি কাঠামো গড়ে তুলতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) ও সেমিনার আয়াজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী।
সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন। এতে কি-নোট স্পিকার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেলিম রেজা। তিনি ওষুধ উন্নয়নের ভবিষ্যত নির্ধারণে সঠিক গবেষণা, নৈতিকতা এবং রেগুলেটরি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) মোঃ মিয়াজউদ্দিন মাহমুদ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির হোসেন।
সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ওষুধ উদ্ভাবন ও উন্নয়নে ফার্মাসিস্টদের বাস্তব ভূমিকা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন এবং নিয়ন্ত্রক নীতিমালার বাস্তব প্রয়োগ বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

API-এর বাল্ক উৎপাদন শুরু করলো ইনসেপ্টা কেমিক্যাল : বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাইলফলকইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড...
24/04/2025

API-এর বাল্ক উৎপাদন শুরু করলো ইনসেপ্টা কেমিক্যাল : বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাইলফলক

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইনসেপ্টা কেমিক্যাল ডিভিশন আনুষ্ঠানিকভাবে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এর বাল্ক উৎপাদন শুরু করেছে। এ অর্জন শুধু ইনসেপ্টার জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক ওষুধ শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইনসেপ্টা কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় বিশ্বমানের API বাংলাদেশেই উৎপাদনের লক্ষ্য নিয়ে। বর্তমানে এটি দেশের সর্ববৃহৎ API উৎপাদন সুবিধা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে ইনসেপ্টার অসংখ্য বিজ্ঞানী, গবেষক এবং বিভিন্ন ক্ষেত্রের দক্ষ পেশাজীবীদের নিরলস পরিশ্রম ও প্রতিশ্রুতি।

ইনসেপ্টা বিশ্বাস করে, API উৎপাদনের এই সক্ষমতা দেশের ওষুধ শিল্পকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে এবং বৈশ্বিক বাজারেও বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। বর্তমানে ৩ টি দেশে ওষ...
20/04/2025

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। বর্তমানে ৩ টি দেশে ওষুধ রপ্তানি করলেও আগামী ৩ বছরের মধ্যে নতুন করে আরও ১০টি দেশে রপ্তানি শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠান‌টি।

শুক্রবার (১৮ এপ্রিল) ওয়ান ফার্মার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়েছে।

জানানো হয়েছে, কোম্পানিটি বর্তমানে তিনটি দেশে ওষুধ রপ্তানি করছে। আরও কয়েকটি দেশে রপ্তানি করতে প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি করতে চায় তারা।

আজ ড্যাফোডিল ইউনিভার্সিটি ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্ভোধনী অনুষ্ঠান।
18/04/2025

আজ ড্যাফোডিল ইউনিভার্সিটি ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্ভোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিপিএসএ),ইবি এর নেতৃত্বে তাওহীদ এবং রানা। গত ১১/০২/২৫ ইং রোজ মঙ্গলবার ইসলামী...
14/02/2025

বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিপিএসএ),ইবি এর নেতৃত্বে তাওহীদ এবং রানা।

গত ১১/০২/২৫ ইং রোজ মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর ৩য় নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে প্রতিষ্ঠা সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাওহীদ ইসলাম (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রানা হোসেইন (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ)। বিপিএসএ, আই ইউ (২০২৫-২০২৬) নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন ফার্মেসি বিভাগের অন্যান্য সম্মানিত সভাপতি ড. মোঃ মিজানুর রহমান স্যার এবং নির্বাচনে বিভাগের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মো. সাইফ ইমরান(২০১৯-২০২০ শিক্ষাবর্ষ), ইমন খান(২০১৯-২০২০ শিক্ষাবর্ষ), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ), শাহনেওয়াজ সাজিদ (২০১৯-২০২০শিক্ষাবর্ষ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শাহরিয়ার ইমন (২০২০-২০২১শিক্ষাবর্ষ), যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন (২০২০-২০২১শিক্ষাবর্ষ)সেমিনার এবং সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক,নাফিছা আক্তার (২০২০-২০২১শিক্ষাবর্ষ), ক্রীড়া বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম হৃদয় (২০২০-২০২১শিক্ষাবর্ষ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরিমল চন্দ্র রয় (২০২০-২০২১শিক্ষাবর্ষ), কোষাধাক্ষ্য লাবিদ হোসেইন ইফতি (২০২০-২০২১শিক্ষাবর্ষ), এছাড়াও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান (২০২১-২০২২শিক্ষাবর্ষ),সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমেনা খাতুন মুক্তি (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জুবেল (২০২১-২০২২শিক্ষাবর্ষ), সহ সেমিনার এবং সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক শেখ তাজিম (২০২১-২০২২শিক্ষাবর্ষ)সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াসিন ইমন (২০২১-২০২২শিক্ষাবর্ষ), সহ কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) এবং আরও সক্রিয় সদস্যগণ কৌশিক দাস অর্ক (২০২২-২০২৩শিক্ষাবর্ষ )মাসুম আহমেদ (২০২২-২০২৩শিক্ষাবর্ষ )ফাহিম আবরার সাঈদ, (২০২৩-২০২৪শিক্ষাবর্ষ),সাদাত সালেহীন (২০২৩-২০২৪শিক্ষাবর্ষ)।
আগামী ১ বছর উক্ত কমিটির সদস্যরা বিপিএসএ, আই ইউ এর দায়িত্ব পালন করবেন।
গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন ফার্মেসি বিভাগের সম্মানিত সভাপতি ড. মোঃ মিজানুর রহমান স্যার এবং বিভাগের সাবেক সভাপতিবৃন্দ।

মাভাবিপ্রবির ফার্মেসী বিভাগের আয়োজনে পালিত হয়েছে -  "বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪"
25/09/2024

মাভাবিপ্রবির ফার্মেসী বিভাগের আয়োজনে পালিত হয়েছে - "বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪"

স্কয়ারের কেনিয়া প্ল্যান্ট থেকে রপ্তানি শুরু...
20/09/2024

স্কয়ারের কেনিয়া প্ল্যান্ট থেকে রপ্তানি শুরু...

SQUARE ফার্মা কেনিয়া, সোমালিশাতে তাদের প্রথম রপ্তানির মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। স্কয়ার ফার্মাসিউ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে নিজস্ব অর্থয়ানে নিজেদের ল্যাবে প্রস্তুতকৃত ১৭১৬ টি ...
28/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে নিজস্ব অর্থয়ানে নিজেদের ল্যাবে প্রস্তুতকৃত ১৭১৬ টি অ্যান্টিফাংগাল "হুইটফিল্ড ওয়েন্টমেন্ট" (৩% স্যালিসাইলিক এসিড ও ৬% বেনজয়িক এসিড) প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্যার্ত দের সহযোগিতাকারী মেডিকেল টিমের কাছে হস্তান্তর করে। নতুন করে আরো ওয়েন্টমেন্ট উৎপাদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন্যা পরবর্তী ও বন্যা চলাকালীন সময়ে ভেজা স্যাঁতস্যাঁতে অবস্থার কারনে বন্যা আক্রান্তদের শরীরে চর্মরোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ringworm এর প্রাদুর্ভাব অনেক বেড়ে যাবে।

ত্রাণ কার্যক্রমে ঔষধ শিল্প সমিতির সহায়তা প্রদানবন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ...
27/08/2024

ত্রাণ কার্যক্রমে ঔষধ শিল্প সমিতির সহায়তা প্রদান

বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সম্প্রতি ঢাকায় সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডি আব্দুল মুক্তাদির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান ও সিইও মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমানও অংশ নেন।

আজকে পড়ুন জেনেরিক ড্রাগের সংক্ষিপ্ত ইতিহাস শিরোনাম বিভিন্ন দেশে জেনেরিক ড্রাগের উৎপাদনের ইতিহাস।  লিখেছেন নাজমুল ইসলাম আ...
21/06/2024

আজকে পড়ুন জেনেরিক ড্রাগের সংক্ষিপ্ত ইতিহাস শিরোনাম বিভিন্ন দেশে জেনেরিক ড্রাগের উৎপাদনের ইতিহাস। লিখেছেন নাজমুল ইসলাম আবির।

জেনেরিক ড্রাগ উৎপাদনের পথটি অনেক পরিবর্তন এবং উদ্ভাবনের মধ্য দিয়ে গেছে, যা আজকের এই বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিল্পের ভিত্তি স্থাপন করেছে।

আমেরিকায় ১৮৮৮ সালের দিকে প্রথম জেনেরিক ওষুধের কারখানা তৈরির পর থেকেই ওষুধের গুণমান নিয়ে বিতর্ক তৈরী হয়।

মূল লেখার লিংক কমেন্ট সেকশনে যুক্ত আছে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when PharmaBangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PharmaBangla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram