লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন

লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন Blood for Life

04/07/2025

👉পেটে জমজ বাচ্চা🤰
দূলর্ভ গ্রুপ বি নেগেটিভ, রক্তের অভাবে ২দিন যাবত সিজার হচ্ছে না, বাধ্য হয়ে হাসপাতাল থেকে রোগী নিয়ে চলে যাচ্ছিলো আবারও কুড়িগ্রাম জেলায়।
সেই সময় রক্তদাতা হাজির।
রক্তের ব্যাগ হাতে পেয়ে রোগীর মায়ের অবস্থা....ভালোবাসা রইল রক্তদাতা ভাইদের জন্য ❤️

বি.দ্র: রক্তদাতা যদি সব সময় রোগির কাছ থেকে এই রকম করে ভালোবাসা পাইতো, তাহলে আর রক্তদাতার অভাব হতো না🥲🫡

রক্ত দিন জীবন বাচান। আলহামদুলিল্লাহ, প্রথম বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য মোঃ সোহা...
25/06/2025

রক্ত দিন জীবন বাচান। আলহামদুলিল্লাহ, প্রথম বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য মোঃ সোহাগ মাতুব্বর। লাইফ ব্লাড সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ভাই। আল্লাহ আপনাকে এমন ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন।

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে কোটি মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ...
14/06/2025

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে কোটি মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর সকল সদস্যকে বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা।
আসুন আমরা সকলে স্বেচ্ছায় রক্তদান করি
মুমুর্ষ রোগীকে জীবন দান করি।
আমরা হয়ে উঠি একজন রোগীর
জীবনের আলো।

আলহামদুলিল্লাহ, ৩য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য মুহাম্মাদ আল সেলিম, আল্লাহ আপনাক...
13/06/2025

আলহামদুলিল্লাহ, ৩য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য মুহাম্মাদ আল সেলিম, আল্লাহ আপনাকে এমন ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন।

আলহামদুলিল্লাহ একটি শিশুর  জীবন বাচাতে আমাদের রক্তযোদ্ধাদের অদম্য চেষ্টা রাত ২:৪০ মিনিটে হাসপাতালে পৌছে O- ve  রক্ত দিয়ে...
09/06/2025

আলহামদুলিল্লাহ
একটি শিশুর জীবন বাচাতে আমাদের রক্তযোদ্ধাদের অদম্য চেষ্টা
রাত ২:৪০ মিনিটে হাসপাতালে পৌছে O- ve রক্ত দিয়েছেন মো: আকাশ খান
বিশেষ ধন্যবাদ তোমায়! এবং রাসেল আহমেদ কে!!
এখনো তারা অপেক্ষা করছেন অপারেশন থিয়েটারের সামনে
অপারেশন শেষ হলে তারা রওনা হবেন বাড়ির উদ্দেশ্যে
মানব সেবা যাদের মূল উদ্দেশ্য তাদের কাছে রাত দিন সমান
তাইতো প্রকৃত স্বেচ্ছাসেবকদের সবথেকে বড় অনুপ্রেরণাময় বাক্য
" মানুষ মানুষের জন্য"

আলহামদুলিল্লাহ, ৩ য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য Emran Hosain. আল্লাহ তোমার দানক...
09/06/2025

আলহামদুলিল্লাহ, ৩ য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন আমাদের লাইফ ব্লাড সংগঠন এর এক সদস্য Emran Hosain. আল্লাহ তোমার দানকে কবুল করুক এবং এমন ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।

"রক্তদানের মাধ্যমে আমি হয়েছি কারো জীবনের নায়ক — তুমি পারো না?"প্রথমবার রক্ত দিয়েছিলাম একটু ভয় নিয়ে। কিন্তু যখন জানলাম, আ...
14/05/2025

"রক্তদানের মাধ্যমে আমি হয়েছি কারো জীবনের নায়ক — তুমি পারো না?"
প্রথমবার রক্ত দিয়েছিলাম একটু ভয় নিয়ে। কিন্তু যখন জানলাম, আমার রক্তে একজন মুমূর্ষু মানুষ আবার হাঁটতে শুরু করেছে, তখন নিজের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম।

তখনই বুঝেছিলাম—জীবনে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে জীবনদান, আর রক্তদানই সেই পথের সূচনা।

রক্তদান করলেই আমরা হয়ে উঠি কারও বাবা, মা, ভাই বা বোনের নীরব রক্ষাকর্তা। কোনো সেলিব্রিটির মতো ক্যামেরা ফ্ল্যাশ পড়ে না আমাদের ওপর, কিন্তু কারো চোখের জল শুকিয়ে গেলে, তার হাসি ফিরিয়ে দিতে পারি—এটাই তো আসল সম্মান।

রক্ত দিন, কারণ—

আপনার এক ব্যাগ রক্ত তিনটি প্রাণ বাঁচাতে পারে।

এটি কোনো অসুস্থতা বাড়ায় না, বরং স্বাস্থ্যকর রক্তসঞ্চালনে সাহায্য করে।

এটি আপনার মানবিক দায়িত্ব।

আজকে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায় হলো—রক্তদান।

"আজ আমি দিয়েছি, কাল তুমি দেবে—এভাবেই গড়ে উঠুক এক মানবিক সমাজ।"

#রক্তদান_জীবনদান #মানবতা #আমি_রক্তদাতা #ভালোবাসার_রক্ত #রক্তদানের_গর্ব

লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন

আলহামদুলিল্লাহ ১ম বারের মতো A+ লাল ভালোবাসা দান করলেন আমাদের সংগঠনের নতুন সদস্য মোঃ রাসেল মাতুব্বর। দোয়া ও শুভকামনা রইল।...
05/05/2025

আলহামদুলিল্লাহ ১ম বারের মতো A+ লাল ভালোবাসা দান করলেন আমাদের সংগঠনের নতুন সদস্য মোঃ রাসেল মাতুব্বর। দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আমিন।

লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
30/03/2025

লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

০৬/০৩/২০২৫ ইংআলহামদুলিল্লাহ,   ১৭তম বার  B+ পজেটিভ রক্ত দান করলাম সবাই  দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা দান করেন।  আমৃত্য...
06/03/2025

০৬/০৩/২০২৫ ইং
আলহামদুলিল্লাহ,
১৭তম বার B+ পজেটিভ রক্ত দান করলাম সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা দান করেন।
আমৃত্যু এভাবেই মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই!!

উনার এবার দিয়ে তৃতীয় বার, স্বেচ্ছায় বিনামূল্যে ও পজেটিভ লাল ভালোবাসা দান করলেন।
06/03/2025

উনার এবার দিয়ে তৃতীয় বার, স্বেচ্ছায় বিনামূল্যে ও পজেটিভ লাল ভালোবাসা দান করলেন।

আলহামদুলিল্লাহ ২০ বারের মত রক্ত দান সম্পন্ন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন এভাবে মানুষের সেবায় পাশে থাক...
06/03/2025

আলহামদুলিল্লাহ ২০ বারের মত রক্ত দান সম্পন্ন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন এভাবে মানুষের সেবায় পাশে থাকতে পারি।

Address

Dhaka

Telephone

+8801629585857

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram