05/09/2025
🌟 হাইড্রোসেফালাস সচেতনতা মাস 🧠💙
👉 এখানে আছে ১০টি চমকপ্রদ তথ্য যা আপনি জানতেও পারেন, আবার নাও জানতে পারেন!
1️⃣ হাইড্রোসেফালাস শুধু মানুষের নয়, প্রাণীদেরও হতে পারে 🐶🐱 – কুকুর ও বিড়াল জন্মগতভাবে হাইড্রোসেফালাস নিয়ে জন্মাতে পারে।
2️⃣ সব রোগীর সারাজীবন শান্টের প্রয়োজন হয় না ⏳ – শিশুদের ক্ষেত্রে অনেক সময় ETV (Endoscopic Third Ventriculostomy) করা যায়।
3️⃣ শান্ট সবসময় “ড্রেন” করে না 🚰 – আধুনিক শান্টে বিশেষ ভালভ থাকে, যা কেবল তখনই খোলে যখন মস্তিষ্কের ভেতরের চাপ বেড়ে যায়।
4️⃣ শান্ট ত্বকের নিচে অনুভূত হতে পারে 👕 – বিশেষ করে পাতলা রোগীদের গলা বা বুকে টিউব দেখা বা ধরা যেতে পারে।
5️⃣ চোখের পরিবর্তনও হয় 👀 – শিশুদের ক্ষেত্রে “সানসেটিং আইস” একটি ক্লাসিক লক্ষণ।
6️⃣ অতিরিক্ত ড্রেন করলে মস্তিষ্ক বসে যেতে পারে 😵 – এতে মাথাব্যথা ও মাথা ঘোরা হতে পারে।
7️⃣ হাইড্রোসেফালাস হলো শিশুদের মধ্যে মস্তিষ্কের অপারেশনের অন্যতম সাধারণ কারণ 🧒🧠।
8️⃣ প্রাচীনকালেও ছিল হাইড্রোসেফালাস 📜 – হিপোক্রেটিস লিখেছিলেন “মাথার ভেতরে পানি” সম্পর্কে।
9️⃣ চৌম্বক ক্ষেত্র প্রোগ্রামেবল শান্টকে প্রভাবিত করতে পারে 🧲 – যেমন এমআরআই বা শক্তিশালী হেডফোন ম্যাগনেট।
🔟 প্রতিটি শান্ট আলাদা ⚙️ – রোগীভেদে শান্ট সিস্টেম, ভালভ প্রেসার, ও টিউবিংয়ের পথ ভিন্ন হয়ে থাকে।
💙 সচেতনতা ছড়িয়ে দিন, কারণ তথ্যই জীবন বাঁচাতে পারে! 🙌