Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital

Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital Raising awareness and treating hydrocephalus in Bangladesh. Room 227, Sat to Thursday, 9am to 1pm.

23/09/2025

আমাদের "স্পাইনা বিফিডা +জলমাথা " শিশু ইসমাত তার বাবা মায়ের পরম স্নেহের সাথে বেড়ে উঠছে। তার বয়স এখন সাড়ে তিন। জলমাথা ও স্পাইনা বিফিডা শিশুদের নিয়ে কাজ করতে যেয়ে অনেক ধরনের বাবা মায়ের দেখা আমরা পেয়েছি। কোন কোন বাবা মা সন্তানের ভবিষ্যত চিন্তা করে কোনরকম চিকিৎসা ই করান নি, আবার কিছু মা বাবা এই চরম বিপদেও আল্লাহ র এই আমানতের যত্ন ও চিকিৎসা নিয়ে যাচ্ছেন। সেই সব সবরকারী, বিশ্বাসী বাবা মাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।

খুব গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন।
12/09/2025

খুব গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন।

দেশের অর্ধেকের বেশি শিশু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার পথে! | Lead Pollution in Bangladesh | Somoy TVবাংলাদেশে...

05/09/2025

🌟 হাইড্রোসেফালাস সচেতনতা মাস 🧠💙
👉 এখানে আছে ১০টি চমকপ্রদ তথ্য যা আপনি জানতেও পারেন, আবার নাও জানতে পারেন!

1️⃣ হাইড্রোসেফালাস শুধু মানুষের নয়, প্রাণীদেরও হতে পারে 🐶🐱 – কুকুর ও বিড়াল জন্মগতভাবে হাইড্রোসেফালাস নিয়ে জন্মাতে পারে।

2️⃣ সব রোগীর সারাজীবন শান্টের প্রয়োজন হয় না ⏳ – শিশুদের ক্ষেত্রে অনেক সময় ETV (Endoscopic Third Ventriculostomy) করা যায়।

3️⃣ শান্ট সবসময় “ড্রেন” করে না 🚰 – আধুনিক শান্টে বিশেষ ভালভ থাকে, যা কেবল তখনই খোলে যখন মস্তিষ্কের ভেতরের চাপ বেড়ে যায়।

4️⃣ শান্ট ত্বকের নিচে অনুভূত হতে পারে 👕 – বিশেষ করে পাতলা রোগীদের গলা বা বুকে টিউব দেখা বা ধরা যেতে পারে।

5️⃣ চোখের পরিবর্তনও হয় 👀 – শিশুদের ক্ষেত্রে “সানসেটিং আইস” একটি ক্লাসিক লক্ষণ।

6️⃣ অতিরিক্ত ড্রেন করলে মস্তিষ্ক বসে যেতে পারে 😵 – এতে মাথাব্যথা ও মাথা ঘোরা হতে পারে।

7️⃣ হাইড্রোসেফালাস হলো শিশুদের মধ্যে মস্তিষ্কের অপারেশনের অন্যতম সাধারণ কারণ 🧒🧠।

8️⃣ প্রাচীনকালেও ছিল হাইড্রোসেফালাস 📜 – হিপোক্রেটিস লিখেছিলেন “মাথার ভেতরে পানি” সম্পর্কে।

9️⃣ চৌম্বক ক্ষেত্র প্রোগ্রামেবল শান্টকে প্রভাবিত করতে পারে 🧲 – যেমন এমআরআই বা শক্তিশালী হেডফোন ম্যাগনেট।

🔟 প্রতিটি শান্ট আলাদা ⚙️ – রোগীভেদে শান্ট সিস্টেম, ভালভ প্রেসার, ও টিউবিংয়ের পথ ভিন্ন হয়ে থাকে।

💙 সচেতনতা ছড়িয়ে দিন, কারণ তথ্যই জীবন বাঁচাতে পারে! 🙌

01/09/2025

জলমাথা আক্রান্ত সদ‍্য কিশোরী মেয়েটি এখন ঘর সংসার নিয়ে ব‍্যস্ত। অনেকেই প্রশ্ন করেন জলমাথা আক্রান্ত শিশুরা কি স্বাভাবিক জীবনে যায় কি না। রূপার বালিকা বয়সে অপারেশন হয়েছিল, এরপর বিবাহিত জীবনে যখন সে প্রথম " মা" হয়, তখন তার সিজারিয়ান অপারেশন ও ছিলাম। ওর ছেলে রাফি সম্পূর্ণ সুস্বাস্থ্যের অধিকারী, আলহামদুলিল্লাহ।

21/08/2025

ফেনী নিবাসী আলী হাসান ও সাজেদা আক্তারের কন‍্যা ২৩ সালের গোড়ার দিকে এসেছিল শান্ট ঘটিত জটিলতা নিয়ে। ওর নাম মোকসেদ আরা আয়াত। এখানে অপারেশনের পর শুরু হয় তার স্বাভাবিক বিকাশের চ‍্যালেন্জ। এক ই বয়সের একটি শিশুর শারীরিক ও বুদ্ধি বৃত্তিক বিকাশ থাকে পরিনত। সেই হিসেবে আমাদের জলমাথা ও স্পাইনা বিফিডা র সন্তানরা পিছিয়ে থাকে।
কিছু দিন হলো আয়াত হাটছে। অনেকে মনে করে পানির উপর হেটে যাওয়া একটা কারামত। কিন্তু আমি জানি যে, মাটিতে স্বাভাবিক হাটা অনেকর জীবনে চরম মিরাকল। সুবহানাল্লাহ।

03/08/2025

কিছু একান্ত সময়। কিছুটা সুখের বা কিছু টা দুঃখর।ভালোবাসায় কোন খাদ ছিল না।

28/07/2025

সাইমনকে সেই ২০১১ সালে শান্ট করেছি। মাঝখানে দু একবার দেখা হলেও স্মৃতি ফিকে হয়ে এসেছিলো। প্রথমে চিনতে পারিনি, চেনার কথাও নয়। সেই সাত মাসের অসুস্থ শিশুটি আজ মাশাআল্লাহ প্রানবন্ত কিশোর। ক্রিকেট নিয়ে ব‍্যস্ত থাকলেও ক্লাসের ফার্স্ট বয় সে। মেনিনজাইটিস থেকে তার জলমাথা হয়েছিল।

অনেকেই প্রশ্ন করেন শান্ট করা শিশুরা স্বাভাবিক জীবন পায় কি না... জলমাথা ধরা পড়ার পর অতি শীঘ্র চিকিৎসা আর যদি ভয়াবহ মেনিনজাইটিস, শান্ট ইনফেকশন বা জন্মত্রুটি না থাকলে আর বাবা মায়ের যত্নে ইনশাআল্লাহ এদের ফলাফল ভালো হয়।

আমাদের সাইমন, সব জলমাথা শিশুদের জন্য অনুপ্রেরণা 🙏

12/07/2025

আয়াতের এখন বয়স ১ বছ‍র। দুমাস আগে ভিপি শান্ট হয়েছে। এর মধ্যেই তার ঘাড় শক্ত হয়েছে, বসা শিখেছে আর মায়ের সাহায্য নিয়ে হালকা হাটলো...মাশাআল্লাহ। ও আছে পটুয়াখালী তে। যদি ফিজিওথেরাপি টা ঠিক মতো পায়, তাহলে ইনশাআল্লাহ আরো উন্নতি হবে। আর হ‍্যা, সে এখন বাবা মাকে ডাকতেও শিখেছে। আল্লাহ সবার সন্তান কে সুস্থ রাখুন।

03/07/2025

আসলে কষ্ট প্রকাশের কোন ভাষা নাই। জান্নাতের পাখি আবার জান্নাতেই ফিরে গেল। মুসাব্বির এসেছিল মেহেরপুর থেকে, রিকশা চালক বাবার কোলে গেলেই শান্ত। এজন্য পুরুষ ওয়ার্ডে ছিল সে। জন্মগত ভাবে খুবই স্বল্প পরিমাণ ব্রেন নিয়ে এসেছিলো। ভিডিও টি কাল রাতে খিচুনির পর করা, তখন ও ভাবিনি শেষরাতে ও সবাই কে ফাকি দিবে।
"বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার সময় কেউ ডাকে না তাকে
সবচেয়ে যে শেষে এসেছিল, তারি খাওয়া ঘুচেছে সব আগে"।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ তার পরিবার কে সবর দান করুন।

আজ এসেছিল আদনান। প্রায় আড়াই বছর আগে শান্ট করা। সে এখন মাদ্রাসায় যায়, চমৎকার ছড়া বলে কিন্তু সেই কোল ঘেষে থাকলো এতোদিন পর ...
28/06/2025

আজ এসেছিল আদনান। প্রায় আড়াই বছর আগে শান্ট করা। সে এখন মাদ্রাসায় যায়, চমৎকার ছড়া বলে কিন্তু সেই কোল ঘেষে থাকলো এতোদিন পর ও।

27/06/2025

আমাদের স্পাইনা বিফিডা পরিবারের সন্তান, যাদের বয়স তিন হয়ে গেছে এবং যারা হাটতে বা দাড়াতে পারে না, তাদের নাম, ছবি, ফোন নম্বর ও ঠিকানা দিয়ে অবিলম্বে 01817438105 হেল্পলাইন নম্বরে তাদের বাবা/ মা কে রেজিস্ট্রেশন করার অনুরোধ করছি।
আজকে ইসমতের ছবি ব‍্যবহার করা হলো। আশা করছি ভবিষ্যতে ওর অনেক আনন্দ ময় মূহুর্ত শেয়ার করবো।

রাইসুল, বরিশালের প্রত‍্যন্ত অন্চলের গ্রাম‍্য কৃষকের ছেলে। ১ মাস বয়সে ২০১৫ সালে তার শান্ট করা হয়েছিল। এতোদিন পর দেখা। স্ক...
23/06/2025

রাইসুল, বরিশালের প্রত‍্যন্ত অন্চলের গ্রাম‍্য কৃষকের ছেলে। ১ মাস বয়সে ২০১৫ সালে তার শান্ট করা হয়েছিল। এতোদিন পর দেখা। স্কুলে যাচ্ছে, বাবার কাজে সাহায্য করছে, আলহামদুলিল্লাহ। নিচে ওর জন্মের পর ও আজকের সিটি স্ক‍্যান দেখাচ্ছি। প্রথমে ওর মাথা টা সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ ছিল ( কালো অংশ), আর আজ দশ বছর পর পানি কমে ভর্তি হয়ে গিয়েছে ব্রেন দিয়ে। আলহামদুলিল্লাহ

Address

Rd 14A
Dhanmondi
1209

Opening Hours

Monday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801817438105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram