Nutrition for Healthy Life by Suraiya

Nutrition for Healthy Life by Suraiya I am here to help you to practice Healthy Life style. Feel free to share your problem with me.

অফিসের পরিচ্ছন্নতা কর্মীর ফোনে কথোপকথন থেকে মনে হলো ডিম নিয়ে কিছু কথা বলতেই হয়।তার আলাপ টা ছিল এরকম-সে তার কোনও আত্মীয়র ...
24/04/2024

অফিসের পরিচ্ছন্নতা কর্মীর ফোনে কথোপকথন থেকে মনে হলো ডিম নিয়ে কিছু কথা বলতেই হয়।

তার আলাপ টা ছিল এরকম-

সে তার কোনও আত্মীয়র সাথে কথা বলছিলো। আত্মীয় টি কারও শরীর খারাপ নিয়ে কিছু বলছিলো হয়তো। সেই কথার জবাবে এদিক থেকে সেই পরিচ্ছন্নতা কর্মী বললো,

" এতো শরীর খারাপ কেমনে হইছে? যে গরম পড়ছে, এই গরমে সবাই অসুস্থ হইয়া যাইতাছে। শোন, ওরে ডিম টিম একদম দিসনা কইলাম।"

কি আশ্চর্য। ডিম এর কি দোষ বুঝলাম না।

আমাদের দেশের কিছু মানুষের কাছে ডিম একটা কালপ্রিট এর নাম।

কোলেস্টেরল বেশি- ডিম খাওয়া বন্ধ

হার্ট অ্যাটাক - ডিম খাওয়া বন্ধ

ওজন বেশি- ডিম খাওয়া বন্ধ

গরম পড়েছে- ডিম খাওয়া বন্ধ

কেন রে বাবা? ডিম এর মতো এরকম একটা পুষ্টি কর খাবার কে কেন এতো অপবাদ দেয়া?

আসলেই কি ডিম এতোটাই খারাপ?

একটু দেখা যাক, আসলে ডিম কত খানি খারাপ।

ডিমের কোলেস্টেরল -

ডিমের মধ্যে যে চর্বি আছে তার তিন ভাগের দুই ভাগ হলো Unsaturated Fat,

যেটাকে আমরা ভাল চর্বি বলে থাকি। এটা আমাদের রক্তের কোলেস্টেরল বাড়াতে কোনও ভুমিকা রাখেনা। বরং রক্তের অতিরিক্ত কোলেস্টেরল কমাতে এটা সাহায্য করে থাকে। ডিমের কুসুমে ভাল (HDL) এবং খারাপ (LDL) দুই ধরনের কোলেস্টেরল ই আছে, তবে ভালর পরিমানই বেশি। HDL(High Density lipoprotien ) কে বলা হয় "Good Cholesterol "

এটা কে Good Cholesterol বলার কারন হলো এই চর্বি রক্ত নালীতে ভেসে বেড়ায় না। এটার ঘনত্ব বেশি হওয়ার কারনে রক্ত নালীর দেয়ালে আটকে থাকে। ফলে রক্ত নালী তে ব্লক সৃষ্টি করেনা যা খারাপ চর্বি বা LDL (Low density lipoprotien) করে। HDL বেশি থাকার আর একটা সুবিধা হলো, এটা খারাপ ফ্যাট টা কে কমাতে কাজ করে।

ডিম এর সাথে হার্ট এর রোগের সম্পর্ক -

ডিম খাওয়ার কারনে হার্ট এর অসুখ হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারন আমরা কিন্তু আগেই জেনেছি, যে ডিমের ফ্যাটের মধ্যে উপকারী চর্বির পরিমানটাই বেশি, যা হার্ট কে ভাল রাখে। তবে যাদের অন্য কারনে হার্টের অসুখ হয়ে যায়, তাদের কে অবশ্যই ডিম খাওয়ার ব্যাপারে একজন পুষ্টিবিদ এর পরামর্শ মেনে চলতে হবে।

ওজন বাড়ার সাথে ডিমের সম্পর্ক -

ডিম খেলে ওজন বাড়েনা। তবে কিভাবে খাওয়া হচ্ছে সেটা দেখতে হবে। ডিমের সাথে যদি তেল যোগ করা হয় যেমন ডিম ভাজি বা ডিম পোচ খেলে ওজন বাড়বে। সকালের নাস্তার সাথে যদি একটা সিদ্ধ ডিম খাওয়া যায় তাহলে কিন্তু অনেক্ষন ক্ষুধা লাগবেনা। দেখা যাচ্ছে, সঠিক নিয়মে ডিম খেলে ওজন কমানো সম্ভব।

গরম কালে ডিম খাবো? -

ডিম এ এমন কিছু উপাদান আছে যা গরম বা শীত সব সময়ে আমাদের শরীরের জন্য ভীষণ ভাবে উপকার করে। সেগুলো হলো-

• গরম কালে আবহাওয়ার সাথে শরীর কে মানিয়ে নিতে ডিম অনেক উপকারী। কারন এতে রয়েছে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

• ডিম শরীরের পানির ভারসাম্য বজায় রাখে যা গরমকালের জন্য উপযোগী।

• ডিম আমাদের শরীরে শক্তির যোগান দেয়, যা ক্লান্তি ও দুর্বলতা দূর করার জন্য অনেক প্রয়োজন।

এছাড়াও ডিমে আছে আরও গুরুত্বপূর্ণ কিছু উপাদান।

• ডিমে আছে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টি শক্তি কে ভাল রাখে।

• ডিম হচ্ছে সম্পুর্ন প্রোটিনের উৎকৃষ্ট উৎস। দ্রব্য মুল্য বৃদ্ধির এই যুগে প্রতিদিন একটা ডিম হতে পারে আদর্শ একটা খাবার।

• আয়রন আছে প্রচুর, যা রক্ত স্বল্পতা কমাতে খুবই কার্যকর।

• ভিটামিন ডি আছে যা হাড়কে মজবুত করতে সাহায্য করে।

• আছে ভিটামিন ই(ত্বক, চুলের জন্য ভাল) ভিটামিন বি ১২(রক্তাল্পতা প্রতিরোধ ও নিউরোলজিকাল কাজে সহায়তা করে)।

• ডিমে আছে কোলিন- যা লিভারের কাজে, মস্তিষ্কের বিকাশে, স্নায়ু এবং পেশীর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুস্থতার জন্য আমাদের পরিমান মতো সুষম খাবারের প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দাম অনেক বেশি। ইচ্ছা থাকলেও সবাই শরীরের চাহিদা পুরন করার জন্য প্রয়োজনীয় খাবার খেতে পারেন না।

ডিম এমন একটি পুষ্টিকর খাবার যা বর্তমান মূল্যে আর কোনো খাবারে পাওয়া যায় না।

ডিমে অ্যালার্জি না থাকলে, সুস্থ-স্বাভাবিক একজন মানুষ যে কোন বয়সে প্রতিদিন ১টা করে ডিম খেতে পারেন এবং তা স্বাস্থ্য সম্মত।

Alhamdulillah. এরকম সফলতায় অনেক আনন্দ হয়।এক মাসের একটু কম সময়ে এই ফলাফল। ওনার ওজন ছিল ৭১ কেজি।
19/11/2023

Alhamdulillah.
এরকম সফলতায় অনেক আনন্দ হয়।
এক মাসের একটু কম সময়ে এই ফলাফল।
ওনার ওজন ছিল ৭১ কেজি।

Hypothyroidism Blood এ TSH(thyroid stimulating hormone)  কেন বাড়ে:থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয়, যা আমা...
02/08/2023

Hypothyroidism

Blood এ TSH(thyroid stimulating hormone) কেন বাড়ে:

থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয়, যা আমাদের শরীরের বিভিন্ন কাজ গুলোকে নিয়ন্ত্রণ করে। কোনও কারনে যখন এই থাইরক্সিন হরমোন যথেষ্ট পরিমানে নির্গত হতে না পারে,তখন TSH স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি বেড়ে প্রয়োজনীয় থাইরক্সিন হরমোন বের করার জন্য থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে। এই কারনে Hypothyroidism এ রক্তে TSH এর পরিমান বেশি থাকে।

ওজন কেন বেড়ে যায় :

থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মেটাবলিক রেট কে প্রভাবিত করে। আমাদের শরীরের জন্য যত টুকু প্রয়োজন তত টুকু থাইরক্সিন যখন বের হতে পারেনা তখন শরীরের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায়, ক্যালরী বার্ন করা সহজ হয়না। যার জন্য ওজন ও বেড়ে যায়। এই অবস্থায় ওজন কমানোটা একটু কঠিন হয়ে পড়ে।

থাইরক্সিন কেন খালি পেটে খেতে হবে :

থাইরক্সিন যদি খাবারের সাথে বা কোনও সাপ্লিমেন্ট যেমন আয়রন, ক্যালসিয়াম, ইত্যাদির সাথে অথবা ক্যাফেইন এর সাথে গ্রহন করা হয় তাহলে শরীরে তা পরিপূর্ণ ভাবে কাজে আসতে পারেনা। খালি পেটে, বিশেষ করে সকালে নাস্তা খাওয়ার এক ঘন্টা আগে এটা খেতে হয়, যাতে করে তা অন্ত্রে সর্বোচ্চ শোষিত হতে পারে।

Hypothyroidism এ ওজন কমানো সম্ভব না:

এটা একদম ই একটা ভুল ধারণা। Hypothyroidism এ ওজন কমানো টা অন্য সবার তুলনায় একটু কঠিন, কিন্তু একেবারে অসম্ভব না। এটা ঠিক একটু কষ্ট বেশি করতে হয়। কিন্তু ওজন কমবে। সঠিক ভাবে খাবার, ওষুধ সব কিছু মেনে চললে, হেলদি লাইফ স্টাইল এর মধ্যে থাকলে দেরিতে হলেও অবশ্যই ওজন কমবে। তবে তার জন্য ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে।

বাচ্চার ছয় মাস বয়স শেষ হওয়ার সাথে সাথেই মায়ের দুধের পাশা পাশি ঘরের খাবার একটু একটু করে দেয়া শুরু করতে হবে। এ সময় বাচ্চা ...
12/05/2023

বাচ্চার ছয় মাস বয়স শেষ হওয়ার সাথে সাথেই মায়ের দুধের পাশা পাশি ঘরের খাবার একটু একটু করে দেয়া শুরু করতে হবে।
এ সময় বাচ্চা কে পাকা কলা দেয়ার সময় কলা টা খোসা সহ ভাল করে ধুয়ে নিয়ে তারপর কলার দুই পাশের মুখ একটু করে কেটে ফেলে দিয়ে তার পর বাচ্চা কে সেটা খেতে দিতে হবে। কারন, কলার দুই পাশের মুখে জীবাণু থাকে।

আলহামদুলিল্লাহ লেখা পড়া শেষ করেছি বেশ বহু বছর আগে। কিন্তু কর্মজীবনে এসেছি অনেক পরে। যদিও এটা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই, ...
08/05/2023

আলহামদুলিল্লাহ
লেখা পড়া শেষ করেছি বেশ বহু বছর আগে। কিন্তু কর্মজীবনে এসেছি অনেক পরে।
যদিও এটা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই, হয়তো আল্লাহ মনে করেছে এটাই আমার জন্য উপযুক্ত সময়। কারন, "আল্লাহ সর্বউত্তম পরিকল্পনাকারী"
কখন কার জন্য কি অপেক্ষা করছে, কোন অসম্ভব ঘটনা টা জীবনে সম্ভব করবেন আল্লাহ, সেটা তিনিই ভাল জানেন।
এতোদিন পরেও কাজ শুরু করে, আমি যত টুকু সাফল্য পেয়েছি সেটা আসলেই অনেক বেশি আমার জন্য। আল্লাহর কাছে তার জন্য প্রতিনিয়ত শুকরিয়া আদায় করি আমি।
ভীষণ খুশি লাগে, যখন আমার উসিলায় শারীরিক সমস্যা গুলো কাটিয়ে উঠে, কেউ একটা সুস্থ জীবন পায়।
মনে হয়, আমাকে দিয়ে একজনের উপকার হলো, এটা তো কম পাওয়া না।
আমার ডায়েট প্ল্যান এ অপ্রয়োজনীয় কোনও "বিশেষ শ্রেণীর খাবার" থাকেনা, আমি বিনা কারনে কোনও সাপ্লিমেন্ট সাজেস্ট করিনা, আমি কোনও কোম্পানির কথা মতো কোনও খাবারের কৌটা কিনতে বলিনা, এবং আমি কারও কনস্টিপেশন না থাকা সত্বেও তিন বেলা ইশবগুলের ভুষি খেতে বলিনা। কাজ করতে গিয়ে এধরনের কিছু ঘটনা আমি শুনেছি।
এগুলোর কোনও টাই আমাকে দিতে হয়নি। ঘরের সাধারন খাবার, যা আমরা প্রতিদিন খাই, সেগুলো দিয়েই ওজন কমানো সম্ভব।
আবার ওজন কমানোর মানে এটাও না, যে সব খাবার বন্ধ, শুধু শসা খেতে হবে। সবই খাওয়া যাবে, পরিমিত পরিমানে, প্রয়োজন অনুযায়ী।
সুস্থ থাকার জন্য ওজন কমানো টা অবশ্যম্ভাবী। ওজনাধিক্য, সব খারাপ অসুখ কে দাওয়াত দিয়ে নিয়ে আসে।
আমাদের সবারই উচিত, যার যার কাংখিত ওজন টা কে ধরে রাখার চেষ্টা করা।

রান্নার শুরুর  সময় যখন হাড়িতে বা কড়াইতে তেল গরম করা হয়, তখন খেয়াল রাখতে হবে সেটা অনেক বেশি যেন পোড়ানো না হয় যার ফলে ধোঁয়...
03/04/2023

রান্নার শুরুর সময় যখন হাড়িতে বা কড়াইতে তেল গরম করা হয়, তখন খেয়াল রাখতে হবে সেটা অনেক বেশি যেন পোড়ানো না হয় যার ফলে ধোঁয়া উঠতে থাকে। তেল অনেক বেশি পোড়ালে সেটা ট্রান্স ফ্যাট এ পরিনত হয়ে যায়। যেটা শরীরের জন্য ভীষণ খারাপ।
সেই কারনে, রান্নার সময় তেল হালকা একটু গরম হলেই পেয়াজ, মশলা দিয়ে দিতে হবে।

আলহামদুলিল্লাহ
19/03/2023

আলহামদুলিল্লাহ

অনেকেই সকালে অফিসে যাওয়ার সময় ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হতে পারেন না। তাই অফিসে গিয়ে বা যাওয়ার পথে হোটেল থেকে নান রুট...
04/02/2023

অনেকেই সকালে অফিসে যাওয়ার সময় ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হতে পারেন না। তাই অফিসে গিয়ে বা যাওয়ার পথে হোটেল থেকে নান রুটি, সবজি কিনে খান সকালের নাস্তা হিসাবে। আবার অনেকে দুপুরের খাবার বাসা থেকে নিতে না পারলে অফিসে বসেই হোটেল থেকে কেনা খাবার কিনে এনে খান।
বেশিরভাগ মানুষের ধারণা যে, রুটিই তো খাচ্ছি, ভাত তো খাচ্ছিনা।
এটা তাদের আসলে ভুল ধারণা।
একটা আটার রুটি ( আনুমানিক ৩০ গ্রাম) থেকে আমরা পাই প্রায় ৭৫ ক্যালরী। আর একটা নান রুটি থেকে আমরা পাই প্রায় তার দ্বিগুণ ক্যালরী।
তার উপরে হোটেলের সবজি তে যে তেল থাকে সেটা আসলেই তেল কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারন ওদের সবজি রেখে দিলে সেটা চর্বির মতো জমে যেতে দেখেছি।
সুস্থ থাকার জন্য একটু কষ্ট করে বাসা থেকে বানানো রুটি নিয়ে অফিসে যেতে পারলে ভাল। আর সেটা সম্ভব না হলে দুপুরে যারা নান রুটি খাচ্ছেন তারা অন্তত সেটা না করে অল্প করে ভাত, বেশি করে সবজি, সালাদ দিয়ে খেয়ে নিতে পারেন। অবশ্যই সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভাল হবে। ক্যালরী গ্রহণের মাত্রাও কিছুটা কমবে।

Transformation আলহামদুলিল্লাহ আমার দেয়া প্ল্যান ফলো করে এই পরিবর্তন। ডায়েট প্ল্যান দিয়েছি অনেককেই কিন্তু সবাই মেনে চলতে ...
29/01/2023

Transformation
আলহামদুলিল্লাহ
আমার দেয়া প্ল্যান ফলো করে এই পরিবর্তন।
ডায়েট প্ল্যান দিয়েছি অনেককেই কিন্তু সবাই মেনে চলতে পেরেছে বলে মনে হয়না।
আসলে যদি একটু ধৈর্য্য ধরে যদি মেনে চলা যায়, তাহলে ঠিকই উপকার পাওয়া যায়।

ইদানীং সবাই ওজন কমানো নিয়ে বেশ সচেতন। কিন্তু সমস্যা হলো, সবাই শুধু অনেক কম সময়ে ওজন কমাতে উঠে পড়ে লেগে যায়। এটা শরীরের জ...
12/01/2023

ইদানীং সবাই ওজন কমানো নিয়ে বেশ সচেতন। কিন্তু সমস্যা হলো, সবাই শুধু অনেক কম সময়ে ওজন কমাতে উঠে পড়ে লেগে যায়। এটা শরীরের জন্য মোটেও ভালোনা।
আমাদের ওজন অনেক তাড়াতাড়ি যেমন বাড়েনি, ঠিক সেরকম অনেক তাড়াতাড়ি কামানো টাও হেলদি না। এতে করে শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে পারে।
২০১৯ এ আমার যা ওজন ছিল, সেটা থেকে ১৩ কেজি কমেছে ২০২৩ এ এসে।
সব কিছুরই একটা নিয়ম আছে।
ধৈর্য্য ধরে সঠিক পথে চললে ওজন তার সময় মতোই কমবে।
আর সেজন্য অবশ্যই একজন এক্সপার্ট এর শরনাপন্ন হতে হবে।

Address

Dhanmondi
Dhanmondi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832761709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutrition for Healthy Life by Suraiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutrition for Healthy Life by Suraiya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram