লাল ভালোবাসা

লাল ভালোবাসা "আমরা ধুনটবাসী ফাউন্ডেশন" কর্তৃক
পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন
"লাল ভালোবাসা"

আমরা ধুনটবাসী ফাউন্ডেশন আগামী ২৯ রমজান (৩০ মার্চ), রবিবারধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়ো...
26/03/2025

আমরা ধুনটবাসী ফাউন্ডেশন
আগামী ২৯ রমজান (৩০ মার্চ), রবিবার
ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার
ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করেছে।

উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকতে নিম্নোক্ত
লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন প্লিইজ।

https://forms.gle/nG72ZXreR1csYeaz5

... #লাল_ভালোবাসা_সংগঠনের_নতুন_কমিটি_ঘোষণা শিক্ষার আলোয় আলোকিত ধুনট গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কর্...
01/02/2024

...
#লাল_ভালোবাসা_সংগঠনের_নতুন_কমিটি_ঘোষণা

শিক্ষার আলোয় আলোকিত ধুনট গড়ার প্রত্যয়ে
প্রতিষ্ঠিত আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কর্তৃক
পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন
লাল ভালোবাসা।

"রক্তের অভাবে মৃত্যু নয়"
উপরোক্ত নীতি বাক্য বাস্তবায়নে সংগঠনের
সকল পর্যায়ের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা সর্বদা
তাদের মেধা, শ্রম, অর্থ ও পরামর্শ দিয়ে মানব
কল্যাণে কাজ করে যাচ্ছেন।

যেকোনো সংগঠন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য
একটি কমিটির দরকার হয়। আমাদের সংগঠনও তার
ব্যতিক্রম নয়। স্বাভাবিক নিয়মে সংগঠন প্রতিষ্ঠার পর
থেকেই নিয়মিতভাবে চৌকস কমিটি গঠনের মাধ্যমে
আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি।

ইতোপূর্বে গঠিত ধুনট উপজেলা কমিটি, ধুনট ডিগ্রি কলেজ শাখা কমিটি এবং বগুড়া শহর শাখা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় প্রয়োজন পড়ে আরেকটি কমিটি গঠনের। এই ঘোষণা তার'ই ধারাবাহিক প্রক্রিয়া।

আমরা মনেপ্রাণে বিশ্বাস করি-
কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন এবং যারা পাননি
সবাই সুচারুভাবে দায়িত্ব পালনের যোগ্য। যারা দায়িত্ব
পেয়ছেন আপনাদেরকে অভিনন্দন। আর যারা দায়িত্ব
পাননি তাদের জন্যও শুভ কামনা। আপনারা অতীতের
মতো ভবিষ্যতেও মানব কল্যাণে সংগঠনের সকল
কাজে এবং কমিটির দায়িত্বশীল ব্যক্তিদেরকে
আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি-
আপনাদের সাংগঠনিক দক্ষতা, মেধা, শ্রম ও সময়
দিয়ে সততার সাথে মানব কল্যাণে কাজ করে যাবেন।
কখনো কোথাও কোনো কারণে (হোক সেটা ব্যক্তিগত
কিংবা পারিবারিক) এমন কিছু করবেননা যার কারণে
সমাজে আপনাকে এবং আপনার পরিবারকে ছোট
হতে হয়। মনে রাখবেন- আপনার সকল মন্দ কর্মের
দায়ভার একান্তই আপনার। সংগঠন কোনোভাবেই
এর দায় নেবেনা, কখনো নিতে পারেনা।

ইতোপূর্বে যারা সফলভাবে স্বেচ্ছায় রক্তদান সংগঠন
লাল ভালোবাসা'র বিভিন্ন পদ অলঙ্কৃত করে সফলতার
সাথে দায়িত্ব পালন করেছেন, আপনাদের জন্য সুখবর
হলো "আমরা ধুনটবাসী ফাউন্ডেশন'র নতুন দায়িত্বে
আপনাদের জন্য চেয়ার সাজানোর কাজ চলমান!

মানব কল্যাণে আপনাদের পথচলা হোক-
আরও সুন্দর, মসৃন ও সাফল্যময়।
সবার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদান্তে,

আঁখিনূর জামান বকুল
প্রধান নির্বাহী, লাল ভালোবাসা।
সভাপতি, আমরা ধুনটবাসী ফাউন্ডেশন।

মোনাজ্জেমুল ইসলাম সুমন
নির্বাহী পরিচালক, লাল ভালোবাসা।
সাধারন সম্পাদক, আমরা ধুনটবাসী ফাউন্ডেশন।

Address

Dhunat
৫৮৫০

Telephone

+8801677486369

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাল ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লাল ভালোবাসা:

Share

Category