
27/12/2024
★শীতে ত্বকের যত্ন নেওয়ার জন্য নিচের বিষয়গুলি মেনে চলতে পারেন:
★প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী, ভেজলিন, ডাব, পন্ডস, প্যারাসুট, নেভিয়া, বরোপ্লাস, ইয়ার্ডলিসহ বিভিন্ন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
★মৃদু, হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করুন। ফোমিং ফেসিয়াল ক্লিনজার বা জেল ক্লিনজার ব্যবহার করবেন না, কারণ এগুলি ত্বকের তেল দূর করে শুষ্কতা বাড়িয়ে তুলতে পারে।
★ভিটামিন সি, ভিটামিন ই, হায়ালুরোনিক অ্যাসিড, অ্যালোভেরা ইত্যাদি উপাদানসমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন।
★শীতকালে স্কিনকেয়ার রুটিনে সিরামও ব্যবহার করতে পারেন। ভিটামিন সি সিরামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সিরাম ব্যবহার করলে ত্বকের নিস্তেজতা দূর হতে পারে।