Dr. Saiful islam rana, Laparoscopic surgeon.

Dr. Saiful islam rana, Laparoscopic surgeon. MBBS ( Sir Salimullah Medical college and Mitford Hospital , Dhaka)
BCS Health
FCPS (Surgery)
General , Laparoscopic and LASER surgery specialist.

Dinajpur Medical College Hospital. Chamber : Popular Diagnostic center , Dinajpur
Contact: 09666787815

24/11/2025
স্বর্ণ, হীরা ও মুক্তা এক সাথে একই খনিতে !!! Fact: Gall Stone 🙈
21/11/2025

স্বর্ণ, হীরা ও মুক্তা এক সাথে একই খনিতে !!! Fact: Gall Stone 🙈

কয়েক সেকেন্ড এর ভূমিকম্পে কত কিছুই না হয়ে গেলোস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি মায়ের সঙ্গে ম...
21/11/2025

কয়েক সেকেন্ড এর ভূমিকম্পে কত কিছুই না হয়ে গেলো
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন বংশালের কসাইটুলিতে।

মাংসের দোকানের সামনে দাঁড়িয়েই ঘটে যায় সেই ভয়াল মুহূর্ত। সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ শুরু হয় তীব্র ভূমিকম্প।

শক্তিশালী ঝাঁকুনিতে পাশের ভবনের রেলিং ভেঙে সোজা পড়তে থাকে রাফি ও তার মায়ের ওপর।

আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। ভিডিও ও ছবিতে দেখা গেছে রাফির মাথা ও মুখমণ্ডল ভয়ানক থেঁতলে গিয়েছিল।

রাফির মা এখনও অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তিনি এখনও জানেন না তার ছেলে আর বেঁচে নেই। বারবার ছেলের কথা জিজ্ঞেস করছেন। কিন্তু জগতের কোনো মানুষের শক্তি নেই এই প্রশ্নের জবাব তাকে দেওয়ার।

02/11/2025

উত্তরাঞ্চলে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর
নভেম্বর ২, ২০২৫
আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। এরপর নভেম্বরে শেষ নাগাদ শীত জেঁকে বসবে সারা দেশে—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায়, ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীত শুরু হবে। পরে তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে। ঢাকায় শীত ভালোভাবে অনুভূত হবে ডিসেম্বরের প্রথমার্ধে।”

বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বমির সঙ্গে রক্ত বের হওয়ার কারণ কি কি এবং কি করতে হবে ।রক্ত বমি (হেমাটেমেসিস) কারণসমূহ১/গ্যাস্ট্রাইটিস এবং আলসার: পেটের ...
01/11/2025

বমির সঙ্গে রক্ত বের হওয়ার কারণ কি কি এবং কি করতে হবে ।

রক্ত বমি (হেমাটেমেসিস) কারণসমূহ
১/গ্যাস্ট্রাইটিস এবং আলসার: পেটের আস্তরণের প্রদাহ (গ্যাস্ট্রাইটিস) বা পেটের আস্তরণে ঘা (আলসার) রক্তপাতের কারণ হতে পারে।
২/ খাদ্যনালীর ফেটে যাওয়া বা চিরে যাওয়ার কারণে, রক্তপাত হতে পারে (ম্যালোরি-ওয়েইস সিনড্রোম)।
৩/ তীব্র অ্যাসিড রিফ্লাক্স (GERD): দীর্ঘমেয়াদী, তীব্র অ্যাসিড রিফ্লাক্স খাদ্যনালীতে প্রদাহ এবং রক্তপাতের কারণ হতে পারে।
৪/ গিলে ফেলা রক্ত: নাক দিয়ে রক্ত ​​পড়া বা তীব্র কাশির রক্ত ​​যা গিলে ফেলা হয় এবং তারপর বমি করা হয়, তা অভ্যন্তরীণ রক্তপাত বলে ভুল হতে পারে।
৫/ কিছু নির্দিষ্ট ওষুধ: অ্যাসপিরিন এবং আইবুপ্রোফেন, স্টেরয়েড এর মতো কিছু ব্যথানাশক পেটে জ্বালা এবং রক্তপাতের কারণ হতে পারে।
৬/ কম সাধারণ কারণ: এর মধ্যে রয়েছে খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সার, লিভারের রোগ, হিমোফিলিয়ার মতো রক্তের ব্যাধি, বা বিষক্রিয়া।

তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা নিন: সাহায্য চাইতে দেরি করবেন না। জরুরি কক্ষে যান অথবা অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন।
শকের লক্ষণগুলির জন্য নজর রাখুন: যদি আপনার মাথা ঘোরা, বিভ্রান্তি, দ্রুত বা অগভীর শ্বাস-প্রশ্বাস, অথবা ঠান্ডা, আঠালো ত্বক অনুভব করেন, তাহলে এটি শকের লক্ষণ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন।
খাবেন না বা পান করবেন না: যতক্ষণ না কোনও চিকিৎসা পেশাদার পরিস্থিতি মূল্যায়ন করছেন ততক্ষণ আপনার কিছু খাওয়া বা পান করা উচিত নয়।
নিজে গাড়ি চালাবেন না: নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না। জরুরি চিকিৎসা সহায়তার জন্য ফোন করুন।
মেডিকেল টিমকে জানান: আপনার বমি হওয়ার পরিমাণ, রঙ (উজ্জ্বল লাল, বাদামী, অথবা কফির গুঁড়োর মতো), এবং আপনার অন্য কোন লক্ষণ দেখা দিচ্ছে কিনা তা মেডিকেল টিমকে জানান।

ক্যান্সার সম্পর্কে ধারণা:
22/10/2025

ক্যান্সার সম্পর্কে ধারণা:

সেবাসিয়াস সিস্ট: মানুষের চামড়ার মধ্যে এক ধরণের সিস্ট (সিস্টিক টিউমার) নীচের উল্লেখিত কারণে তৈরি হয় ।কারণ:ক্ষতিগ্রস্ত ...
20/10/2025

সেবাসিয়াস সিস্ট:
মানুষের চামড়ার মধ্যে এক ধরণের সিস্ট (সিস্টিক টিউমার) নীচের উল্লেখিত কারণে তৈরি হয় ।
কারণ:
ক্ষতিগ্রস্ত গ্রন্থি: সেবেসিয়াস গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে।
সিবাম জমা হওয়া: সেবেসিয়াস গ্রন্থি দ্বারা উৎপন্ন তৈলাক্ত পদার্থ সিবাম জমা হয়ে সিস্ট তৈরি হতে পারে, বিশেষ করে যদি লোমকূপ বন্ধ থাকে।
বংশগত কারণ: কিছু ক্ষেত্রে জন্মগত ত্রুটি বা গার্ডনার সিনড্রোমের মতো বংশগত রোগের কারণে সিস্ট হতে পারে।
অন্যান্য কারণ: সংক্রমণ, মানসিক চাপ, বা দীর্ঘস্থায়ী প্রদাহও সিস্ট তৈরিতে ভূমিকা রাখতে পারে।

চিকিৎসা:
অস্ত্রোপচার: এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়।

চিকিৎসকের পরামর্শ: যদি সিস্টের আকার বৃদ্ধি পায়, প্রদাহ বা ব্যথা হয়, তবে একজন সার্জারী বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা জরুরি।

এপেন্ডিসাইটিস খুবই কমন সমস্যা। তবে সঠিক সময়ে চিকিৎসা না করলে জীবন বিপন্ন হতে পারে এমনকি মৃত্যু হতে পারে । এপেন্ডিসাইটিস...
19/10/2025

এপেন্ডিসাইটিস খুবই কমন সমস্যা। তবে সঠিক সময়ে চিকিৎসা না করলে জীবন বিপন্ন হতে পারে এমনকি মৃত্যু হতে পারে ।

এপেন্ডিসাইটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে :
১/ হঠাৎ পেটে ব্যথা: প্রথমে নাভির চারপাশে শুরু হয়ে পরে পেটের নীচের ডান দিকে চলে যায়।
২/ ক্ষুধামান্দ্য এবং বমি হয় বা বমি বমি ভাব।
৩/ জ্বর: হালকা জ্বর থাকে । তবে দেরি হলে এবং জটিলতা বা কমপ্লিকেশনস হলে তীব্র জ্বর আসতে পারে।

চিকিৎসা
অস্ত্রোপচার: সাধারণত, অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স অপসারণের জন্য সার্জারী (পেট কেটে/ ল্যাপারস্কোপির মাধ্যমে)করতে হয় ।
বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের উন্নত দেশগুলোতে পেট না কেটে ল্যাপারস্কপির মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় ।
ল্যাপারস্কপি করলে রোগীর সুবিধা বেশী । কিন্তু, জটিল ক্ষেত্রে কেটে সার্জারী করা হয়।

জটিলতা
অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়া: দ্রুত চিকিৎসা না করালে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে।

পেরিটোনাইটিস: অ্যাপেন্ডিক্স ফেটে গেলে সংক্রমণ পুরো পেটে ছড়িয়ে পড়তে পারে, যা পেরিটোনাইটিস নামক মারাত্মক অবস্থার সৃষ্টি করে।

পেটের ভিতর পুজ: সংক্রমণ থেকে পেটের মধ্যে পুঁজ তৈরি হয়ে রোগীর জীবন বিপন্ন হতে পারে।

সেপসিস: সংক্রমণ রক্তপ্রবাহে ছড়িয়ে পড়লে সেপসিস হতে পারে, যা জীবনঘাতী হতে পারে।

এ ছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে ।

15/10/2025

Address

Popular Diagnostic Center
Dinajpur
5200

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful islam rana, Laparoscopic surgeon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category