
09/11/2023
#আপনি_কি_রক্ত_দিতে_ভয়_পান??
কথা দিলাম আপনাকে কল দিবো না!
বলব না একজন বাবা মারা যাচ্ছে রক্তের অভাবে।বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!
শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে রাখুন।
যে মা মৃত্যু যন্ত্রনাকে ভয় না পেয়ে আপনাকে জন্ম দিয়েছিলো।
সেই মায়ের জন্য যদি কখনও রক্ত লাগে তখন কি করবেন?
আমার রক্তের গ্রুপ..(AB+) এ বি পজেটিভ.
আপনার রক্তের গ্রুপ জানা থাকলে বলতে পারেন।
ধন্যবাদ🌹