Nurse & Nursing

Nurse & Nursing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurse & Nursing, Nursing home, Dinajpur.

🌿 Nurse & Nursing | সেবার স্পর্শে সুস্থতার পথে
💉নার্সিং শুধু পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব।
👩‍⚕️নার্সদের জীবনের গল্প, প্রেরণা ও অভিজ্ঞতা শেয়ার
📚হেলথ টিপস, মেডিকেল নলেজ ও নার্সিং গাইডলাইন
🌍স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে আমরা একসাথে

৮২৮ নার্স নিয়োগ পরিক্ষার জন্য সংবিধান থেকে সকল প্রশ্ন পার্ট -২
25/10/2025

৮২৮ নার্স নিয়োগ পরিক্ষার জন্য সংবিধান থেকে সকল প্রশ্ন পার্ট -২

৮২৮ নার্স নিয়োগ প্রশ্নের জন্য সংবিধান নিয়ে সকল প্রশ্ন পার্ট-১
25/10/2025

৮২৮ নার্স নিয়োগ প্রশ্নের জন্য সংবিধান নিয়ে সকল প্রশ্ন পার্ট-১

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন।
24/10/2025

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন।

24/10/2025

৩১. বৈদেশিক মুদ্রার রিজাব্বে ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান - ৪৫ তম।

৩২. পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল- মেসোপটেমিয়া। অপশনে নাথাকলে "মিশরীয়" হবে।

৩৩. দুই জার্মানি একগ্রিড হয়- ১৯৯০ সালে।

৩৪. বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট।

৩৫. মনপুরা দ্বীপ অবস্থিত - ভোলায়।

৩৬. জাতিসংঘ সনদের ৫১ নং ধারা অনুযায়ী ন্যাটো সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

৩৭. দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়- ১৪ সেপ্টেম্বর ২০২২।

৩৮: লিজ ট্রাস যুক্তরাজ্যের ৩য় নারী প্রধানমন্ত্রি ছিলেন।

৩৯. বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য লাভব

৪০. শিখা অনির্বাণ অবস্থিত ঢাকা সেনানিবাস। শিখা চিরন্তন অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান।

১. "GDP" তে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।

৪২. লাহোর প্রস্তাব ১৯৪০ এর মূল বিষয় ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা।

৪৩. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ- বায়ু প্রবাহ।

৪৪. আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়- ১৮০ বরাবর।

৪৫. স্ট্যাচ অব পিস সিউল, দক্ষিণ কোরিয়া।

পিস স্ট্যাচ নাগাসাকি, জাপান। কর্ণার স্টোন অব পিস ওকিনাওয়া, জাপান।

৪৬. ভারত ও শ্রীলঙকাকে পৃথক করেছে প্রক প্রণালী।

৪৭. সতীদাহ প্রথা রহিত করেন- লর্ড বেন্টিঙক।

৪৮. রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিল পাশ করা যাবেনা।

৪৯. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরণ।

৫০. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমারা কঙ্গোর অধিবাসী।

৫১. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে - সর্বপ্রথম কাজটি ঝুকিচিহ্নিত

৫২. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ ফলপ্রসু হবে।

২৩. সব কটা জানালা খুলে দাওনা সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীতিকার: নজরুল ইসলাম বাবু।

৫৪. তোমরা স্থলবন্দর অবস্থিত - সাতক্ষীরায়।

৫৫. বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা ব্যবহৃত হয়- চীনে।

৫৬. ব্রহ্মদেশ নামে পরিচিত - মিয়ানমার।

৫৭. বায়মন্ডেলের মোট শক্তির - ৯৯.৯৭% শক্তি আসে সূর্য হতে। ৫৮
প্রত্যেক ব্যাক্তির চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের-৩৯ (১১নং অনুচ্ছেদে বর্ণিত।

৫৯. এইডস প্রথম ধরাপড়ে – ১৯৮১ সালে।

৬০. মরিচ ঝাল লাগে ক্যাপসিনিন নামক উপাদানের জন্য।

23/10/2025

১. বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়- পাল বংশের মাধ্যমে।

২. বিষ্টবার ক্ষেপনাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি।

৩. অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আমেরিকায়।

৪. পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে- ইংরেজি ভাষায়।

৫. জার্মানির বিমান সংস্থার নাম লুফথানসা।

৬. বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে- ৮৭ নং অনুচ্ছেদে।

৭. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের আর্টিকেল আছে-১৭ টি (অধিকার বললে ১৮টি)

৮. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হলো বীরশ্রেষ্ঠ।

১. বার্ড এর প্রতিষ্ঠাতা হলেন আখতার হামিদ খাঁন।

১০. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রি শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে।

১১. সবচেয়ে ছোট পাখির নাম- হামিং বার্ড

১২. বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন আছে।

১৩. বিকেএসপি অবস্থিত- সাভারে।

১৪. হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি।

১৫. আন্তর্জাতিক ধান গভেষণা প্রতিষ্ঠান অবস্থিত ম্যানিলায়।

১৬ CTBT স্বাক্ষরিত হয়েছিল পারমানবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করণের উদ্দেশ্যে।

১৭. ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

১৮. লেবাননের মুদ্রার নাম পাউন্ড।

১৯. চীনের প্রথম প্রেসিডেন্ট-সান ইয়াৎ সেন ও গণচীনের প্রথম প্রেসিডেন্ট-মাও সেতুং।

২০. বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রমস্ততম ও গভীরতম নদী হল- মেঘনা।

২১. বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ।

২২. জর্জ হ্যারিসন ব্রিটিনের নাগরিক।

২৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাঈনুল হোসেন।

২৪. মুজিব নগর দিবস ১৭ এপ্রিল।

২৫ ইউরোপের দীর্ঘতম নদী- ভলগা। ভলগা নদী রাশিয়ায় অবস্থিত।

২৬. বাংলাদেশের কাল বৈশাখি ঝড় হয়- প্রাক মৌসুমি বায়ু ঋতুতে।

২৭. পূর্ব সতর্ক ছাড়াই সংঘটিত হয় - ভূমিকম্প।

২৮. ভারতের সেভেন সিস্টার্মের তিনটি রাজার সাথে বাংলাদেশের সীমান্ত নেই- নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর।

২৯. জুমচাষ পদ্ধতি দেখা যায়- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহে-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান

৩০. হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত- ইউ আকৃতির উপত্যকা।

23/10/2025

I got over 5,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Emergency Management নিয়ে যত প্রশ্ন জব এবং লাইসেন্স এক্সাম এর জন্য।
23/10/2025

Emergency Management নিয়ে যত প্রশ্ন জব এবং লাইসেন্স এক্সাম এর জন্য।

৩৪৮০টি সিনিয়র স্টাফ নার্স পদ সৃজন(২০২৫-২৬ অর্থ বছরে-৯৪১টি,২০২৬-২৭ অর্থবছরে-১২৪৮টি এবংl২০২৭-২৮ অর্থবছরে ১২৯১টি। বছর বছর স...
22/10/2025

৩৪৮০টি সিনিয়র স্টাফ নার্স পদ সৃজন
(২০২৫-২৬ অর্থ বছরে-৯৪১টি,
২০২৬-২৭ অর্থবছরে-১২৪৮টি এবংl
২০২৭-২৮ অর্থবছরে ১২৯১টি। বছর বছর সংরক্ষণের ভিত্তিতে
অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনে সম্মতি জ্ঞাপনের পরিপ্রেক্ষিতে উক্ত পদসমূহের বেতনগ্রেড নির্ধারণে নিম্নবর্ণিত শর্তাধীনে
নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা।

Emergency Management of  hypotension & hypertension
22/10/2025

Emergency Management of hypotension & hypertension

Dose & Drop calculation নিয়ে সকল প্রশ্ন ও উত্তর।
22/10/2025

Dose & Drop calculation নিয়ে সকল প্রশ্ন ও উত্তর।

মেনিনজাইটিস নিয়ে সৎ প্রশ্ন আছে জব ও লাইসেন্স এক্সাম এর জন্য সব পাবেন।
22/10/2025

মেনিনজাইটিস নিয়ে সৎ প্রশ্ন আছে জব ও লাইসেন্স এক্সাম এর জন্য সব পাবেন।

প্রাথমিক চিকিৎসা থেকে যত ধরনের প্রশ্ন আসে নার্সিং জব ও লাইসেন্স এক্সাম এ সব পাবেন।
21/10/2025

প্রাথমিক চিকিৎসা থেকে যত ধরনের প্রশ্ন আসে নার্সিং জব ও লাইসেন্স এক্সাম এ সব পাবেন।

Address

Dinajpur
1983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurse & Nursing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category