ডিপ্লোমা ইন মেডিকেল কোর্স

ডিপ্লোমা ইন মেডিকেল কোর্স LMAF uttora madical technology and Treding center

26/03/2025
19/02/2025
22/10/2024

উত্তরা মেডিকেল টেকনোলজি ট্রেনিং সেন্টার , বীরগঞ্জ দিনাজপুর
https://www.facebook.com/profile.php?id=100048591836260
পল্লী চিকিৎসক কোর্স....
বিঃদ্রঃ
শুধু মাত্র সার্টিফিকেট অর্জন নয়, দক্ষতা ও কর্মসংস্থান করাই আমাদের মূল লক্ষ্য।
“প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন,
ডিগ্রির চেয়ে, কর্মের গুরুত্ব অনেক বেশি

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আকর্ষনীয় ও ফলপ্রসূ প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিভিন্ন কোর্স এর মাধ্যমে যুব সমাজের জীবন যাত্রার মান উন্নয়ন ও সহজতর করা।
পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টারে একমাত্র তারাই অগ্রাধিকার পায় যারা জীবনে সফল হতে চায়, উদ্যোক্তা হতে চায় এবং শিক্ষিত হয়ে সেবা করতে চায়...

আমাদের কোর্স সমূহ:
✅ পল্লী চিকিৎসক (LMAF):
৬/১২ মাস মেয়াদী।
✅ ডিএমএ (DMA) :
১/২ বছর মেয়াদি
✅ মা ও শিশু স্বাস্থ্য (MCH) :
৬/১২ মাস মেয়াদি
✅ গবাদি প্রাণি পালন(ভেটেরিনারি DLV):
৬/১২ মাস মেয়াদি
বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন অথবা
🔜যোগাযোগ করুন এই নাম্বারে
📞01788826251
📞01727519334

🏫 প্রতিষ্ঠান এর বৈশিষ্ট্য :
# চাকরিজীবীদের জন্য শুক্রবার ক্লাসের ব্যাবস্থা |
# কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান।
# বিষয় ভিত্তিক লেকচার সীট বই প্রদান করা ।
# অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।

🎁কোর্স করে আপনার লাভ :
১। পল্লী চিকিৎসক হিসেবে চেম্বার করতে পারবেন।
২। ফার্মেসী দিয়ে ঔষধের ব্যাবসা করতে পারবেন।
৩। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও এনজিওতে নার্স / স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতে পারবেন
৪। প্যাথলজিক্যাল রিপোর্ট সম্পর্কে জানা।
৫। একজন সফল ফার্মেসি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
৬। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানা।
৭। এনাটমি ও ফিজিওলজি, প্যাথলজি সম্পর্কে শিক্ষা গ্রহন করা।
৮। ড্রেসিং ও ব্যান্ডেজ সম্পর্কে জানা।
৯। শিশুদের টিকা সম্পর্কে জানা।
১০। বিভিন্ন রোগ সম্পর্কে জানা।
১১। বেকার, গৃহিণী, কিন্ডারগার্ডেন এর শিক্ষক, শিক্ষিকা,স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক চাকুরীজীবী ,ব্যাবসায়ী,বিদেশ ফেরত, স্কুল কলেজের ছাএ/ছাএীরাও এই কোর্স টা করতে পারবেন।
১২। ফার্মেসির ব্যাবসায়ী,ও বিভিন্ন এনজিও,ক্লিনিক এ উচ্চ বেতনে চাকরি করতে পারবেন ইনশাআল্লাহ।

📖 ভর্তির নূন্যতম যোগ্যতা:
যে কোন বিভাগে SSC / দাখিল /সমমান পাশ।
♦ ভর্তি হতে যা যা লাগবে:
# ২ কপি পাসপোর্ট

LMAF uttora madical technology and Treding center

22/10/2024

LMAF uttora madical technology and Treding center

পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলতেছে।
02/02/2024

পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলতেছে।

আমাদের জুন23 ভর্তি কার্যক্রম অল রেডি শুরু হয়ে গেছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করুন খুব দ্রুত। জুনের মধ্যে ভর্তি...
03/06/2023

আমাদের জুন23 ভর্তি কার্যক্রম অল রেডি শুরু হয়ে গেছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করুন খুব দ্রুত। জুনের মধ্যে ভর্তি হলে দারুন ডিসকাউন্ট রয়েছে।

আজকে আলোচনা করবঃ-(ক)Cell, tissue,organ এবং systems এর সংক্ষিপ্ত পরিচয় নিয়ে :(ক)কোষ (cell) : দেহের গাঠনিক একক কে cell  বল...
19/05/2023

আজকে আলোচনা করবঃ-
(ক)Cell, tissue,organ এবং systems এর সংক্ষিপ্ত পরিচয় নিয়ে :

(ক)কোষ (cell) : দেহের গাঠনিক একক কে cell বলা হয়। cell হলো একটি গোলাকার ক্ষুদ্র জেলির পিন্ড যা cell membrane দ্বারা আবৃত এবং এর মধ্যে ১/Nucleus,২/mitochondria, ৩/golgi complex, ৪/endoplasmic reticulam ইত্যাদি থাকে।

(খ)Nucleus কে cell এর প্রানকেন্দ্র বলা হয়। আর mitochondria কে cell এর power house বলা হয়।এ সম্পর্কে বিস্তারিত পরবর্তী তে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন যেনে নেয়া যাক Tissue সম্পর্কে।

(৩)Tissue : একই রকম কয়েকটি cell মিলে একটি টিস্যু তৈরি হয়। যেমন - epithets tissue, connective tissue, muscular tissue, nervous tissue ইত্যাদি।

অসংখ্য tissue নিয়ে তৈরি হয় একটি organ বা অঙ্গ।

(৪)অঙ্গ : এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরী একটা নির্দিষ্ট কাজ করতে সম্পূর্ন সক্ষম প্রাণিদেহের অংশবিশেষকে অঙ্গ (Organ) বলে । যেমন- হাত- পা, হৃদপিণ্ড, কিডনি ইত্যাদি।
দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থানবিদ্যা (Morphology) বলে।

মানবদেহে দুই ধরনের অঙ্গ আছে ।

(১)বাহ্যিক অঙ্গ যেমন-চোখ, মাথা,কান,হাত,পা- এগুলো ।

(২)অভ্যান্তরীণ অঙ্গ যেমন- প্লীহা,ফুসফুস, শুক্রাশয়, ডিম্বাশয়, পাকস্থলি, ইলিয়াম,যকৃত, মলাশয়,ডিওডেনাম,বৃক্ক-এগুলো হচ্ছে।

(গ)তন্ত্র কাকে বলে?
যখন কয়েকটি অঙ্গ একই রকম কাজে অংশ গ্রহণ করে তখন তাকে তন্ত্র বলা হয়।

পরিপাক,শ্বসন,রেচন,প্রজনন ইত্যাদি শরীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণী দেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় । যেমন -

পরিপাকতন্ত্র (Digestive system)
শ্বসনতন্ত্র (Respiratory system)
স্নায়ুতন্ত্র (Nervous system)
রেচনতন্ত্র (Excretory system)
জননতন্ত্র (Reproductive system)
ত্বকতন্ত্র (Integumentary system)
অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র (Endocrine system) ইত্যাদি।

এক পলকে লিভার সমস্যার লক্ষণ গুলো দেখে নিন
19/05/2023

এক পলকে লিভার সমস্যার লক্ষণ গুলো দেখে নিন

Address

উল্লাসে মোড় বিরগন্জ
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিপ্লোমা ইন মেডিকেল কোর্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডিপ্লোমা ইন মেডিকেল কোর্স:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram