19/05/2023
আজকে আলোচনা করবঃ-
(ক)Cell, tissue,organ এবং systems এর সংক্ষিপ্ত পরিচয় নিয়ে :
(ক)কোষ (cell) : দেহের গাঠনিক একক কে cell বলা হয়। cell হলো একটি গোলাকার ক্ষুদ্র জেলির পিন্ড যা cell membrane দ্বারা আবৃত এবং এর মধ্যে ১/Nucleus,২/mitochondria, ৩/golgi complex, ৪/endoplasmic reticulam ইত্যাদি থাকে।
(খ)Nucleus কে cell এর প্রানকেন্দ্র বলা হয়। আর mitochondria কে cell এর power house বলা হয়।এ সম্পর্কে বিস্তারিত পরবর্তী তে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন যেনে নেয়া যাক Tissue সম্পর্কে।
(৩)Tissue : একই রকম কয়েকটি cell মিলে একটি টিস্যু তৈরি হয়। যেমন - epithets tissue, connective tissue, muscular tissue, nervous tissue ইত্যাদি।
অসংখ্য tissue নিয়ে তৈরি হয় একটি organ বা অঙ্গ।
(৪)অঙ্গ : এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরী একটা নির্দিষ্ট কাজ করতে সম্পূর্ন সক্ষম প্রাণিদেহের অংশবিশেষকে অঙ্গ (Organ) বলে । যেমন- হাত- পা, হৃদপিণ্ড, কিডনি ইত্যাদি।
দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থানবিদ্যা (Morphology) বলে।
মানবদেহে দুই ধরনের অঙ্গ আছে ।
(১)বাহ্যিক অঙ্গ যেমন-চোখ, মাথা,কান,হাত,পা- এগুলো ।
(২)অভ্যান্তরীণ অঙ্গ যেমন- প্লীহা,ফুসফুস, শুক্রাশয়, ডিম্বাশয়, পাকস্থলি, ইলিয়াম,যকৃত, মলাশয়,ডিওডেনাম,বৃক্ক-এগুলো হচ্ছে।
(গ)তন্ত্র কাকে বলে?
যখন কয়েকটি অঙ্গ একই রকম কাজে অংশ গ্রহণ করে তখন তাকে তন্ত্র বলা হয়।
পরিপাক,শ্বসন,রেচন,প্রজনন ইত্যাদি শরীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণী দেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় । যেমন -
পরিপাকতন্ত্র (Digestive system)
শ্বসনতন্ত্র (Respiratory system)
স্নায়ুতন্ত্র (Nervous system)
রেচনতন্ত্র (Excretory system)
জননতন্ত্র (Reproductive system)
ত্বকতন্ত্র (Integumentary system)
অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র (Endocrine system) ইত্যাদি।