আশার আলো হোমিও হল

আশার আলো হোমিও হল Homeo Practitioner Abu Bakar Siddique. M.A; L.H.M.P; D.H.M.S (In Course). ASHAR ALO HOMEO HALL
Gopalpur Bazar, Durgapur, Rajshahi.

কালের কষ্টি পাথরে যাচাই করা এক অনন্য সাধারন প্রতিভার নাম বিখ্যাত জার্মান চিকিৎসা ও রসায়নবিদ-ডা: কৃশ্চিয়ান স্যামুয়েল হ্যা...
17/06/2025

কালের কষ্টি পাথরে যাচাই করা এক অনন্য সাধারন প্রতিভার নাম বিখ্যাত জার্মান চিকিৎসা ও রসায়নবিদ-ডা: কৃশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যান-AAHH.

17/06/2025

একজন বিজ্ঞ চিকিৎসকের তিনটি বিষয়ে জ্ঞান থাকতে হয়-(১) রোগ (২) ঔষধ (৩) ঔষধের প্রয়োগ -AAHH.

15/06/2025

হোমিওপ্যাথিক ঔষধ- সালফার:
সালফারের রোগী গোছল করতে চায় না - গ্রীষ্ম প্রধান দেশে রোগীরা গোসল করে থাকতে পারেনা, এটি একটি স্বাভাবিক ঘটনা। এই কারণে সালফারের রোগী যদি গোসল করে! তাহলে অবাক হবেন না! গ্রীষ্মকালে গোসল করিতে ভালোবাসে অথচ শীতকালে পানির কাছেও যাইতে চায় না, তাহলে নিশ্চয়ই সালফারের রোগী হিসাবে গণ্য হবে। সালফারের শিশু গোসল করিবার সময় ভীষণ কান্না করিতে থাকে, গোসল করলে অসুস্থ হয়ে পড়ে। সালফারের রোগী গোসলের অনিচ্ছা এটির সাথে অনেকগুলো অস্বাভাবিক লক্ষণও থাকতে পারে যেমন অঙ্গ-প্রত্যঙ্গের জ্বালা খুব বেশি তারা যেমন গোসল পছন্দ করিতে পারে, তেমনি আবার অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাবের জন্য গোসল অপছন্দ করতে পারে। শীতকালে প্রায় সকল সালফারের রোগী গোসল করতে চায় না এবং করিলে হাঁপানি, পিত্তবমি, মাথাব্যথা সর্দি প্রভৃতি নানা রোগে কষ্ট পায়। আবার এ কথাটিও স্মরণ রাখিতে হইবে যে যাহাদের মাথায় অত্যন্ত গরম যাদের মাথায় অত্যন্ত জ্বালা বোধ করিতে থাকেন তাহারাও কি গ্রীষ্মকালে গোসল না করিয়া থাকিতে পারেন না। তাই গোছলের ইচ্ছা, অনিচ্ছা গভীর পর্যবেক্ষণে করে দেখে সিদ্ধান্ত নিতে হবে রোগী সালফারের কি-না।
কার্টেসি: ডাঃ ইয়াকুব আলী সরকার

গল্পের মাধ্যমে দারুণ শিক্ষা-
14/06/2025

গল্পের মাধ্যমে দারুণ শিক্ষা-

আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে * #কোলেষ্টেরল।* এর সাথে কিছু সাঙ্গ পাঙ্গ আছে। তবে একেবারে ডানহাত * #ট্রাইগ্লিসারাইড।* এদের কাজ হচ্ছে রাস্তায় রাস্তায় মাস্তানি করে রাস্তা block করা , শহরকে ব্যতিব্যস্ত রাখা। * #হৃৎপিন্ড* হলো এই শহরের প্রাণকেন্দ্র। শহরের সব রাস্তাগুলো এসে মিশেছে প্রাণকেন্দ্রে। সমাজবিরোধীর সংখ্যা বেশী হলে কি হয় আপনারা সবাই জানেন। এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অচল করে দিতে চায়।
আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে, তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?

হ্যাঁ, আছে। তার নাম * * এই ব্যক্তি পাড়ায় পাড়ায় মাস্তানী করা এসব মাস্তানদের রাস্তা থেকে তুলে এনে জেলে ভরে রাখে।
জেল মানে * #লিভার* । *লিভার* এইগুলোকে বাইল সল্ট বানিয়ে শহরের পয়নিষ্কাশন লাইনের মাধ্যমে (পায়খানার সাথে) শহর থেকে বের করে দেয়। কি অদ্ভুত শাস্তি মাস্তানদের! আর একজন আছে * *.
তিনি‌ আবার ক্ষমতালোভী। তিনি ক্ষমতার জোরে তাদের জেলখানা থেকে তুলে আবার রাস্তায় বসিয়ে দেন।মাস্তানদের মাতলামো তে পুরো শহরে জ্যাম লেগে যায়।
*H D L* হায় হায় করে দৌড়ে আসে। কিন্তু সে *L D L* আর মাস্তানদের যৌথ শক্তির সাথে পেরে ওঠেনা। পুলিশের *(H D L*) সংখ্যা যত কমে মাস্তানরা ততই উল্লসিত হয়।
শহরের পরিবেশ হয়ে ওঠে অস্বাস্থ্যকর।
এমন শহর কার ভালো লাগে বলুন?
আপনি মাস্তানদের কমিয়ে পুলিশ বাড়াতে চান?
*তবে হাঁটুন।*
আপনার প্রতি কদমে পুলিশ পোস্টিং *(H D L)* বাড়বে,
যত পুলিশ বাড়বে , ততই *Cholesterol* (মাস্তান) *Triglyceride* (মাস্তানের চামচে) , *L D L* কমবে।
আপনার শহর *(শরীর)* প্রানচাঞ্চল্য ফিরে পাবে।
আপনার শহরের প্রানকেন্দ্র *(হার্ট)* মাস্তানদের অবরোধ *(হার্ট ব্লক )* থেকে বাঁচবে।
আর শহরের প্রানকেন্দ্র *(হার্ট)* সুস্থভাবে বাঁচা মানে আপনিও সুস্থভাবে বাঁচবেন।

সেজন্য সময় বা সুযোগ পেলেই শুরু করুন ।

13/06/2025

মনের কথা সহজে বলে না। শান্তনা দিলে রাগ আরও বেড়ে যায়- নেট্রাম মিউর (AAHH).

13/06/2025

একদন্ডও চুপ করে থাকতে পারে না- Calcarea phos (AAHH).

13/06/2025

অপরিচিত লোক দেখে ভয় পায়-Baryta Carb ( AAHH).

13/06/2025

হোমিওপ্যাথিক চিকিৎসকের একমাত্র লক্ষ্য রোগীর চিকিৎসা, রোগের নয়-AAHH.

13/06/2025

হোমিওপ্যাথ মাত্রই জানেন রোগ দেহের নয়, রোগ হলো দেহরাজ্যের রাণী- জীবনী শক্তির। আ.আ. হো. হ।

ক্যাল্কেরিয়া কার্বের অদ্ভুত তুলনা-
01/06/2025

ক্যাল্কেরিয়া কার্বের অদ্ভুত তুলনা-

Address

Gopalpur Bazar
Durgapur

Alerts

Be the first to know and let us send you an email when আশার আলো হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram