11/01/2025
ভুয়া নার্সের কারনে রেজিস্টার্ড নার্স উপেক্ষিত!অনুরোধ!
========≠============================== ক্যারিয়ার হিসেবে নার্সিং চয়েস করবেন না! পরিক্ষা দিয়ে ফেলেছেন, সরকারিতে চান্স পাননি। ভুলেও অন্তত বেসরকারি চয়েস করবেন না!! কারন ৪ বছরে পরিবার হতে লক্ষ লক্ষ টাকা এনে খরচ করে পড়াশুনা করবেন কিন্তু আপনার ক্লাসের ৫০/ ৮০ জন স্টুডেন্ট এর মধ্যে ৫ জন হয়ত অনেক কস্টে টাকার চুড়ান্ত ফলাফল দোখতে পারবেন! অনুরোধ, একটু বোঝার চেষ্টা করুন, প্রতি বছর ৩০,০০০ পাশ করে নিয়োগ নাই প্রতি বছরে দুই হাজারও!
অনুরোধ, একটু চোখ কান খোলা রেখে চাকরির বাজার কেমন দেখে নিন!! ভুয়া নার্স দিয়ে ক্লিনিকগুলো চলে আপনাকে নিবেনা!! ইন্টার্ন ভাতা বেসরকারিতে নেই!!
অনুরোধ, ক্যারিয়ার হিসেবে নার্সিং চয়েস করবেন না!! আপনি যেপরিমান স্টাডি করবেন সেপরিমান আনন্দ পাবেননা!!
অনুরোধ, ক্যারিয়ার হিসেবে নার্সিং চয়েস করার আগে একটু যাচাই-বাছাই করে নিন! কারও কথায় বিশ্বাস করে নয়। এখানে আসলেন হয়তো জীবনটাকে শেষ করে দিলেন! এখানে সারাজীবন যে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তা হয়ত অন্যত্র হবেননা!! এখানে প্রচুর আশার আলো পাবেন! অধরাই থেকে যায় সেই সোনার হরিণ!!
পরিশেষে বলব! আপনার আত্মীয় স্বজন / ছোট বোনকে / কাজিনকে/ এলাকার মেধাবী ছেলে মেয়েদের অন্যান্য সেক্টর গুলোকে হাতিয়ে দিন। কমন একটা কথা নার্সিং এ গেলে লাইফ গুছ!!! এই লাইনটি এখন আর ঠিক প্রযোজ্য নয়!! বেসরকারি ৪০০ প্রতিষ্ঠান!! তারমধ্যে হাতে গোনা ১০/২০ ব্যাতিত বাকীগুলো নার্সিং শিক্ষার মান কতটা নিম্নমান তা আপনার অনুমেয় নয়!! তবে নার্সিং ছাড়া অন্যান্য দিক আরও চ্যালেঞ্জের! সেক্ষেত্রে এখন সিদ্ধান্ত আপনার!
আসছে দিনগুলো ভবিষ্যত নার্সদের জন্য অন্ধকারঃ দেখছি!! অনেকের কাছে এই লেখাটুক অপছন্দের কারণ হতে পারে, জেনে রাখুন তিনি তাহারা ভালো প্রতিষ্ঠান রান করছেনা! ধান্দা, ব্যাবসায়ী মনভব ঠিক রাখার জন্য আপনার ভবিষ্যৎ নষ্ট হলে কিছু আসে যায় না!!
বানীতেঃ ইনষ্টিটিউট ইনচার্জ
কালেক্টেড পোস্ট