InfoTain BD

InfoTain BD Welcome, friends! This is your hub for a variety of information and entertainment.

Stay tuned for engaging discussions, fun facts, and plenty of entertainment to keep you hooked!

”নিয়োগ বিজ্ঞপ্তি”চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।চরভদ্রাসন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফরিদপুর।...
25/07/2025

”নিয়োগ বিজ্ঞপ্তি”
চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
চরভদ্রাসন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফরিদপুর।
মোবাইল - 01720320109

21/07/2025

আপনারা যত বেশি আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশি বাড়বে। বাচ্চাদেরকে ভালোবাসার কারণেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া আসবেন না। আজ রক্তের কোনো প্রয়োজন নেই। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। প্রথম ২৪ ঘণ্টায় আমরা রক্ত দেই না। কাল সকাল ৮টার পর আসুন রক্ত দিতে। ভীড় কম করে আমাদের সাহায্য করুন।

ডা. মারুফুল ইসলাম যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

20/07/2025

আমি ব্যাক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত নই। আমি সর্বদা অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করি, তা যেকোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীই হোক না কেন।

জুলাই বিপ্লবের পর এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই দলের অধিকাংশ নেতৃবৃন্দ সরাসরি ওই ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের পক্ষ থেকে এনসিপির প্রতি এক ধরনের আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

আমরা চাই, এনসিপি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এমন একটি মানবিক ও নৈতিক ভিত্তিসম্পন্ন সংস্কৃতি প্রতিষ্ঠা করুক, যেখানে অন্যায়, দমন-পীড়ন ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। এমন একটি রাজনৈতিক দল গড়ে উঠুক, যেখান থেকে মানুষ শিখতে পারবে, যার আদর্শ হবে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের প্রতি নিষ্ঠা।

কিন্তু সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের অনেককেই ব্যথিত ও মর্মাহত করেছে। কয়েকটি মূল্যবান জীবন অকালে ঝরে গেছে। অন্যায়ভাবে কোনও মৃত্যুই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় দায়ভার কে নেবে — এনসিপি নাকি সরকার?

গোপালগঞ্জবাসী মূলত আওয়ামী লীগের নাম নয়, তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতি আবেগ ও আনুগত্য প্রকাশ করে। অতএব, যেকোনো বিরুদ্ধমত সেখানকার মানুষের কাছে এক ধরনের প্রতিরোধ সৃষ্টি করতে পারে — এটি স্বাভাবিক এবং তা রাজনৈতিকভাবে বোঝা দরকার ছিল। এনসিপির বেশিরভাগ নেতাকর্মী, যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করে দেশত্যাগে বাধ্য করেছিল, তাদের হয়তো আরও কৌশলী সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল।

স্বীকার করতেই হবে, দেশের প্রতিটি জেলার মতো গোপালগঞ্জেও তাদের সাংবিধানিকভাবে প্রচার-প্রচারণার অধিকার রয়েছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাধারণ জনগণের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল আচরণ কাম্য।

ঘটনার পর এনসিপি-এর পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা “মুজিববাদীদের অস্তিত্ব রাখবে না”। এই বক্তব্য অত্যন্ত বিতর্কিত ও উদ্বেগজনক। কারণ, গোপালগঞ্জে যদি বেশিরভাগ মানুষ নিজেদের মুজিববাদী হিসেবে দেখে, তাহলে এ বক্তব্য কী তাদের প্রতি হুমকি নয়?

আমার বিশ্বাস, মানবিক ও সহনশীল রাজনীতি একটি দেশের টেকসই উন্নয়নের পূর্বশর্ত। কোনো আদর্শ বা মতবাদের বিরোধিতা করতে হলে তা যুক্তি, ধৈর্য ও নৈতিক উচ্চতায় করতে হবে। হিংসা ও প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনোই একটি মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

অতএব, আমি আশা করব এনসিপি ভবিষ্যতে আরও বেশি কৌশলী, মানবিক ও দূরদর্শী হবে। তারা যেন এমন এক রাজনীতি চর্চা করে, যেখানে জনগণের প্রাণহানি নয়, বরং তাদের আস্থা ও সমর্থন অর্জনই প্রধান লক্ষ হয়।
এই কামনায়
সালাহ উদ্দিন আহমেদ সোহাগ
ফরিদপুর।

”নিয়োগ বিজ্ঞপ্তি”পদের নাম: ডিপ্লোমা নার্স  সমরিতা হাসপাতাল, ফরিদপুর সদর, ফরিদপুর।
19/07/2025

”নিয়োগ বিজ্ঞপ্তি”
পদের নাম: ডিপ্লোমা নার্স
সমরিতা হাসপাতাল, ফরিদপুর সদর, ফরিদপুর।

লিভার ক্যান্সার: কিছু লক্ষণ অবহেলা করলে হতে পারে বিপদ!অনেক সময় লিভার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ দেখা দে...
07/07/2025

লিভার ক্যান্সার: কিছু লক্ষণ অবহেলা করলে হতে পারে বিপদ!

অনেক সময় লিভার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। কিন্তু শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলে তা হালকাভাবে নিলে হতে পারে বড় বিপদ!

👇 যা করবেন:
✅ যদি শরীর দুর্বল লাগে,
✅ পেটের ডান পাশে চাপ বা ব্যথা থাকে,
✅ হঠাৎ করে ওজন কমে যায়,
✅ ক্ষুধা কমে যায় —

এই উপসর্গগুলো যদি ২ সপ্তাহ বা তার বেশি সময় থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।

🛑 আপনি যদি হেপাটাইটিস বি/সি-তে আক্রান্ত হন, নিয়মিত মদ্যপান করেন, ফ্যাটি লিভারে ভোগেন, স্থূল বা ডায়াবেটিক হন — তাহলে লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি।

📋 চিকিৎসকের পরামর্শ নিয়ে করাতে পারেন:
🔸 লিভার ফাংশন টেস্ট
🔸 আলফা-ফিটোপ্রোটিন (AFP) টেস্ট
🔸 আল্ট্রাসাউন্ড / সিটি স্ক্যান / এমআরআই

❌ যা করবেন না:
🚫 উপসর্গগুলোকে উপেক্ষা করবেন না
🚫 নিজের মনে চিকিৎসা বন্ধ করে দেবেন না
🚫 মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকুন

আপনার একটু সচেতনতা—বাঁচাতে পারে আপনার জীবন।
সুস্থ থাকুন, সজাগ থাকুন। 🌿

03/07/2025

+880 1747-848622
উক্ত নাম্বার থেকে কল করে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক এবং হাসপাতাল গুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আসলে সে একজন ফ্র*ড।
সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

ধন্যবাদ।

”নিয়োগ বিজ্ঞপ্তি”পদের নাম: সহকারী শিক্ষক পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর সদর, ফরিদপুর।
26/06/2025

”নিয়োগ বিজ্ঞপ্তি”
পদের নাম: সহকারী শিক্ষক
পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর সদর, ফরিদপুর।

নিয়োগ বিজ্ঞপ্তিপদের নাম: সহকারী শিক্ষক হেরিটেজ পাবলিক স্কুল, অনাথের মোর, দক্ষিন ঝিল্টুলি, ফরিদপুর।
25/06/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: সহকারী শিক্ষক
হেরিটেজ পাবলিক স্কুল,
অনাথের মোর, দক্ষিন ঝিল্টুলি, ফরিদপুর।

24/06/2025

পুরনো পেরেকের ছোট্ট আঘাত থেকে শুরু হতে পারে মৃত্যুর যন্ত্রণা!

অনেক সময় আমরা পুরাতন লোহা, মরিচা ধরা পেরেক, পুরোনো বা জীবাণুমুক্ত নয় এমন ধারালো জিনিসে আহত হই — যেমন ভাঙা ছুরি, মরিচা পরা গেট, পুরনো কাঁটা তার।

❗ কিন্তু বেশিরভাগ মানুষ তখন টিটেনাস ভ্যাকসিন নেওয়ার কথা ভাবে না।

🤷‍♂️ কেউ ভাবে – “আহ! ছোট একটা কাটা-ছেঁড়া, এমনিতেই ঠিক হয়ে যাবে।”

অথচ বাস্তবতা হলো…

এই ছোট্ট ক্ষত থেকেই শরীরে ঢুকে যেতে পারে ‘টিটেনাস’ নামের এক ভয়ংকর ব্যাকটেরিয়া!

এর নাম Clostridium tetani, যা শরীরে ঢুকে নার্ভ সিস্টেম আক্রমণ করে।

🔒 মুখের পেশি শক্ত হয়ে যায় (Lockjaw)
😰 শরীর একেবারে শক্ত হয়ে বাঁকা হয়ে যায়
😨 শ্বাসকষ্ট শুরু হয়
⚠️ এমনকি শ্বাস বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে!

---

🛡️ বাঁচার একমাত্র উপায়? টিটেনাস ভ্যাকসিন!

✅ শিশুকালে DPT সিরিজে টিকা দেওয়া হয়
✅ ১০ বছর পরপর বুস্টার টিকা নেওয়া দরকার
✅ দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি!

🙏 নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
টিটেনাস ভ্যাকসিন নিন, জীবন বাঁচান।

বিএমডি (বোন মিনারেল ডেনসিটি) টেস্ট এখন স্প্রিং হিল হসপিটালে।
13/05/2025

বিএমডি (বোন মিনারেল ডেনসিটি) টেস্ট এখন স্প্রিং হিল হসপিটালে।

Best IELTS preparation center in South Bengal.
04/04/2025

Best IELTS preparation center in South Bengal.

ঈদের পর ৫ এপ্রিল, শনিবার থেকে আমাদের ক্লাস, ভর্তি, ইনফরমেশন ডেস্ক সহ সমস্ত অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ।
আমাদের অফিস সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আমাদের এই সপ্তাহেই ৪টি নতুন ব্যাচ শুরু হবে।

বাংলাদেশের মধ্যে আমরা কেন অনন্য?

আমাদের ইউনিক ফিচারসগুলো কি কি;

১) দেশের সর্বনিন্ম কোর্স ফি!!
✅ ৫ মাসের কোর্স ফি মাত্র ৯০০০/-
✅ ৭ মাসের কোর্স ফি মাত্র ১২০০০/-
✅ ২ মাসের স্পোকেন কোর্স ফি মাত্র ৫০০০/-
✅ একটি মক টেস্ট মাত্র ৩০০/-

২) কোর্সের সাথে কি কি ফ্রী পাবেন;
✅ ক্যামব্রিজের ফুল একসেট বই ফ্রী পাবেন।
✅ প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়ালস হার্ডকপি ফ্রী।
✅ আনলিমিটেড মক টেস্ট ফ্রী।
✅ কারেকশন ক্লাস ফ্রী।
✅ ফাইনাল এক্সাম রেজিষ্ট্রেশন সার্ভিস ফ্রী।
✅ ব্রিটিশ কাউন্সিলের সার্টিফিকেট ফ্রী।

৩) আমরা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল পার্টনার
এবং অথরাইজড রেজিস্ট্রেশন সেন্টার।
৪) এক ঝাক তরুণ ও প্রতিভাবান ইন্সট্রাক্টর। যাদের
মিনিমাম IELTS স্কোর 7.
৫) আমাদের ইনস্ট্রাক্টরবৃন্দ বৃটিশ কাউন্সিল কর্তৃক
প্রশিক্ষণপ্রাপ্ত।
৬) আমাদের কোর্স সিলেবাস এবং ক্লাস মেটেরিয়ালস
ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রদত্ত।
৭) গত দুই বছরের বেশি সময় ধরে চলমান আমাদের
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কোর 6 - 8.
৮) গত দুই বছরে আমাদের কোন নেগেটিভ রিভিউ
নেই, আলহামদুলিল্লাহ।
৯) আমাদের প্রতিষ্ঠানটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
১০) আমাদের প্রতিষ্ঠানে বিশ্বমানের সার্ভিস প্র‍্যাক্টিস
করা হয়।
১১) বিশ্বের যেকোন দেশে স্টুডেন্ট ভিসার জন্য A-Z
সার্ভিস দেয়া হয়, তাও একদম ফ্রী।
১২) কোর্স ফি ইন্সটলমেন্টে দেওয়া যায়।
১৩) প্রত্যেকটা মিসড ক্লাস করিয়ে নেয়া হয়।
১৪) সুপরিষর দুইটি ফ্লোরে আমাদের ১০টি ক্লাস রুম।
পর্যাপ্ত টিচার্স রুম, মক টেস্ট রুম এবং অফিস
স্পেস।
১৫) পর্যাপ্ত স্টাফ এবং ইন্সট্রাকটর।
১৬) আমাদের প্রতিষ্ঠান থেকে ব্রিটিশ কাউন্সিলে
IELTS Exam এর জন্য রেজিষ্ট্রেসন করলে ২টি
মক টেস্ট ফ্রী!!
১৭) আমাদের এখানে প্রতিদিনই মক টেস্ট দেওয়া
যায়। মক টেস্টের জন্য কোন শিডিউলের
প্রয়োজন নেই। একটি মক টেস্ট মাত্র ৩৩০ টাকা।
১৮) ২৪ ঘণ্টার মধ্যে মক টেস্টের রেজাল্ট প্রদান করা
হয় এবং এসেসমেন্ট করে উন্নতির জায়গা দেখিয়ে
দেওয়া হয়।
১৯) আমাদের ক্লাস বা সার্ভিস ভালো না লাগলে, ব্যাচ
শুরুর ৭ দিনের মধ্যে ভর্তি বাতিল করে টাকা
রিটার্ন নিতে পারবেন।

আমরা বিনীতভাবে বলতে চাই, উপরের সুবিধাসমুহ বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠান দেয় না। চ্যালেঞ্জ!!

Faridpur IELTS Center ২০২৪ সালে বৃহত্তর ফরিদপুরের শ্রেষ্ঠ IELTS Preparation সেন্টার হিসেবে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পুরস্কৃত হয়েছে এবং "সার্টিফিকেট অফ এক্সিলেনন্স" প্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ!

আমাদের প্রতিদিনই ভর্তি কার্যক্রম চলে,
এবং প্রতি সপ্তাহেই নতুন ব্যাচ শুরু হয়!

ক্লাস সপ্তাহে তিনদিন।
আমাদের ক্লাস সময়গুলো:
সকাল ১১টা-১টা
দুপুর ১টা-৩টা
বিকাল ৩টা-৫টা
বিকাল ৫টা-৭টা

আমাদের কোর্সসমূহ:

১) SIP - Super IELTS Program
👉 ৫ মাসের কোর্স + ২ মাস এক্সট্রা
👉 বেসিকসহ পুর্ণ IELTS প্রস্তুতি।
👉 কোর্স ফি ১২০০০ টাকা।
👉 সপ্তাহে ৩ দিন ক্লাস।
👉 প্রতি ক্লাস ২ ঘন্টা।।
👉 আনলিমিটেড মক টেস্ট ফ্রী।

২) DIP - Dedicated IELTS Program
👉 ৩ মাসের কোর্স + ২ মাস এক্সট্রা
👉 ডেডিকেটেড IELTS কোর্স।
👉 কোর্স ফি ৯০০০ টাকা।
👉 সপ্তাহে ৩ দিন ক্লাস।
👉 প্রতি ক্লাস ২ ঘন্টা।
👉 আনলিমিটেড মক টেস্ট ফ্রী।

৩) MTP - Mock Test Program
👉 মক টেস্ট কোর্স
👉 ব্রিটিশ কাউন্সিলের অনুরুপ ৪ ঘন্টার এক্সাম।
👉 ১টি মক টেস্ট ৫০০ টাকা।
👉 ২টি মক টেস্ট ৮০০ টাকা।
👉 ৩টি মক টেস্ট ১০০০ টাকা।
👉 ৫টি মক টেস্ট ১৫০০ টাকা।
👉 রিয়েল টেস্ট সেন্টারের পরিবেশ।
👉 পরীক্ষা শেষে রেজাল্ট এবং এসেসমেন্ট।

৪) BEP - Basic English Program
👉 ২ মাসের ইংলিশ স্পোকেন কোর্স।
👉 ২৪টি কোয়ালিটি ক্লাস।
👉 ১০০% কার্যকর একটি কোর্স।
👉 প্রফেশনাল মানুষদের জন্য নিবেদিত।
👉 কোর্স ফি ৫০০০ টাকা
👉 সপ্তাহে ৩ দিন ক্লাস
👉 প্রতি ক্লাস ২ ঘন্টা।

৫) CDP - Child Development Program
👉 ৫ মাসের কোর্স।
👉 পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং কোর্স।
👉 ৫ম থেকে ১০ম শ্রেনীর বাচ্চাদের জন্য প্রযোজ্য।
👉 কোর্স ফি ১২০০০ টাকা।
👉 সপ্তাহে ৩ দিন ক্লাস।
👉 প্রতি ক্লাস ২ ঘন্টা।

আমাদের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ:
👉 প্রতি ক্লাসেই ক্লাশ সীট/রিসোর্স দেয়া হয়।
👉 পার্মানেন্ট কোয়ালিফাইড টিচার।
👉 শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এবং পর্যাপ্ত ক্লাসরুম।
👉 প্রি-প্ল্যানড সিলেবাস এবং লেসন প্ল্যান।
👉 আধুনিক লার্নিং ইন্সট্রুমেন্টস।
👉 কোর্স শেষে ব্রিটিশ কাউন্সিল/IDP রেজিস্ট্রেশন।
👉 কোর্স শেষে সার্টিফিকেট ও পুরষ্কৃত করা হয়।
👉 প্রপার গাইডলাইন ও মোটিভেশন।
👉 বিশ্বমানের কেয়ারিং এবং ম্যানেজমেন্ট।

সরাসরি অফিসে যোগাযোগ করুন;
Faridpur IELTS Center
মনা প্লাজা (৪র্থ তলা), কাঠপট্টি, ফরিদপুর।
মোবাইল: 01717586857
Whatsapp: 01719-708270
Website: www.faridpurieltscenter.com

যদি আপনি এটি পড়েন তাহলে এর অর্থ হল আমি নিহত হয়েছি। সম্ভবত ইসরাইলের দখলদার বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তুতে  পরিণত হয়েছি। ...
25/03/2025

যদি আপনি এটি পড়েন তাহলে এর অর্থ হল আমি নিহত হয়েছি। সম্ভবত ইসরাইলের দখলদার বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। গত ১৮ মাসের যুদ্ধে আমি আমার প্রতিটি মুহূর্ত জনগণের জন্য উৎসর্গ করেছি। আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাবুতে যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি। তবুও আমি কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। আল্লাহর কসম একজন সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি, সত্য প্রকাশের জন্য আমি আমার সবকিছু ঝুকির মুখে ফেলেছি। এখন অবশেষে আমি বিশ্রামে আছি, এমন বিশ্রাম যা আমি গত ১৮ মাসে করিনি। আমি সাংবাদিকতা করেছি কারণ আমি ফিলিস্তিনিদের স্বার্থের বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের এবং এটিকে রক্ষা করতে জনগণের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান। আমি এখন তোমাদের কাছে অনুরোধ করছি গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না। বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না। লড়াই চালিয়ে যাও, আমাদের গল্প বলতে থাকো। যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।


Address


Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when InfoTain BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram