31/03/2024
🧲নিজের অজান্তেই লিভার নষ্ট করে দেয় 😢 যে লক্ষণগুলো আসুন যেনে নিই:
⭕লিভার বা যকৃৎ হল একটি আবশ্যিক প্রত্যঙ্গ, যা পাচকনালী থেকে আসা রক্তকে পরিস্রুত করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। এই অঙ্গের কোনও সমস্যা হলে শরীরে তার বিরাট প্রভাব দেখা যায়।
⭕ লক্ষণ : প্রথম দিকে তেমন একটা গুরুতর লক্ষণ দেখা যায় না। রোগীর খিদে না পাওয়া, খাবার হজমে সমস্যা, ওজন কমে যাওয়া এই ৩ উপসর্গ সামনে আসলে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ এটা মহা সমস্যার অসুখ। এছাড়া রোগ কিছুটা বাড়লে- পা, পেট, মুখ ফোলে, পেটে ব্যথা হয়। মূলত পেটের ডানদিকে চিনচিনে ব্যথা হয়ে থাকে।
⭕কাদের ঝুঁকি বেশি : যেকোনো মানুষের এই অসুখ হতে পারে। তবে দেখা গেছে কিছু মানুষের এই রোগের আশঙ্কা থাকে খুবই বেশি। এমন ক্ষেত্রে- বাড়িতে আগে কারও এই অসুখ থাকলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, কোলেস্টেরল বেশি থাকলে, ওজন বেশি থাকলে, মদ্যপানের অভ্যাস থাকলে ইত্যাদি ক্ষেত্রে এই রোগ বেশি করে দেখা যায়। তাই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সতর্ক হতে হবে।
⭕রোগ নির্ণয় : লিভার ফাংশন টেস্ট,ইউএসজি অব আপার অ্যাবডোমেন,এই দুটি টেস্ট প্রাথমিকভাবে রোগ সম্পর্কে জানান দেয়। তারপর আরও পরীক্ষা করা হয় প্রয়োজন মতো।
⭕ প্রাকৃতিক চিকিৎসা : প্রথমে দেখতে হবে কী রোগ হয়েছে। তারপর হবে চিকিৎসা। এক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে এ, ই-তে আক্রান্ত হলে রোগ এমনিই কমে যায়। তবে হেপাটাইটিস বি, সি-এর ক্ষেত্রে ন্যাচারোপ্যাথিক সাপ্লিমেন্ট রয়েছে।।
☘️বায়োকেয়ার+ কিডনি, লিভার, হৃদপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক ও অগ্ন্যাশয় সুস্থ রাখে এবং কার্যকারিতা বৃদ্ধি করে।
☘️ Elevated Liver Enzymes (ALT, AST) এবং Bilirubin দ্রুত কমিয়ে আনে
☘️ হার্টের ব্লক প্রতিরোধ করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
☘️ শরীর কে ক্ষতিকারক প্রিজারভেটিভস ও কেমিক্যালস (ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, কৃত্রিম রং, গ্রোথ প্রোমোটার, ইত্যাদি) এর বিষক্রিয়া থেকে রক্ষা করে।
⭕ যেকোনো কনসালটেন্সি নিতে কল দিন আমাদের হটলাইন নাম্বার এ Hotline : +880 1841-114888( Whatsapp)