Haji Abdul Karim and Sameatheben Foundation

Haji Abdul Karim and Sameatheben Foundation হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক ও অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান। রেজি নং ফরিদ ৯৮৪।

28/12/2025

আলহামদুলিল্লাহ, সমাজে মূলধারায় ফেরার এক নতুন শুরু। মকরমপট্টির সাহেদা বেগম, পিঠার দোকানে সামান্য আর্থিক সহায়তা হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা: মরহুম হাজী আব্দুল করিম মিয়া, সহ প্রতিষ্ঠাতা: সমাজ উন্নয়নে ২০২৪ সনে ঢাকা বিভাগের শ্রেষ্ট অদম্য নারীতে ভূষিত।

27/12/2025

আলহামদুলিল্লাহ,
সমাজে মূলধারায় ফেরার এক নতুন শুরু।
গোলাম নবীর ছোট্ট চায়ের দোকানে সামান্য আর্থিক সহায়তা
হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন।
প্রতিষ্ঠাতা: মরহুম হাজী আব্দুল করিম মিয়া
সহ প্রতিষ্ঠাতা: সমাজ উন্নয়নে ২০২৪ সনে ঢাকা বিভাগের শ্রেষ্ট অদম্য নারীতে ভূষিত।

🤲 “মানবতার হাত বাড়িয়ে দেই—একটি পরিবারের জীবনে আলো ফেরাতে আপনাদের একটু সদকাই যথেষ্ট” 🤲হিরালদী গ্রামের রাসু ভাই—অভাব, অনটন...
09/12/2025

🤲 “মানবতার হাত বাড়িয়ে দেই—একটি পরিবারের জীবনে আলো ফেরাতে আপনাদের একটু সদকাই যথেষ্ট” 🤲

হিরালদী গ্রামের রাসু ভাই—অভাব, অনটন, রোগ-শোক আর কষ্টের যন্ত্রণায় বহুদিন ধরেই নিরব লড়াই করে আসছেন।
হঠাৎ ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা—পায়ের মোটা হাড় সম্পূর্ণ ভেঙে যায়, হাতের জয়েন্ট আলাদা হয়ে যায়। চিকিৎসার সামর্থ্য না থাকায় দিন দিন তিনি পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
ঘরে বিশাল পরিবারের দায়িত্ব, আর সামনে অন্ধকার ভবিষ্যৎ—একজন অসহায় মানুষের জীবনে যেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল।

কিন্তু আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না।
মানবতার সেতুবন্ধন হয়ে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের পক্ষ থেকে রাসু ভাইয়ের পরিবারকে একটি অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
এই অটোভ্যান শুধু একটি বাহন নয়—এটি তার পরিবারের জন্য রিজিকের দ্বার খুলে দেওয়ার একটি আলো, একটি নতুন আশার নাম।

রাসুল (সাঃ) বলেছেন,
“অসহায়ের পাশে দাঁড়ানোই সর্বোত্তম সদকা।”
আজ আমরা কেউ যদি একটু দয়া, একটু সাহায্য, একটু মানবতা দেখাই—তাহলে কারও জীবনে বড় পরিবর্তন আসতে পারে।

চলুন সবাই মিলে দোয়া করি—
আল্লাহ তায়ালা যেন রাসু ভাইয়ের সমস্ত রোগ-ব্যাধি দূর করেন, অভাব-অনটন দূর করেন এবং নেক হায়াত দান করেন। আমিন।

মানবতা টিকে থাকুক—রহমতের দ্বার খুলে যাক।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”

একটু সহায়তা—একটি পরিবার বাঁচার স্বপ্ন ফিরে পায়। আসুন মানবতার হাত বাড়িয়ে দিন আজই।টুকু সেক – আগুনে নিঃস্ব এক পরিবারের আহ্ব...
06/12/2025

একটু সহায়তা—একটি পরিবার বাঁচার স্বপ্ন ফিরে পায়। আসুন মানবতার হাত বাড়িয়ে দিন আজই।

টুকু সেক – আগুনে নিঃস্ব এক পরিবারের আহ্বান।

গ্রামঃ সাউতিকান্ধা, ভাঙ্গা-ফরিদপুরের টুকু সেক—দুই সন্তানের পিতা। অভাবের সঙ্গে লড়াই করে কোনোমতে চলা পরিবারটি হঠাৎ ভয়াবহ আগুনে সব হারিয়ে আজ নিঃস্ব প্রায়।

সমাজের সকল সৎ ও বিত্তবান মানুষের প্রতি অনুরোধ, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। সাধ্যমতো এগিয়ে আসেন।

হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের পক্ষ থেকে
মোঃ শহিদুল ইসলাম তার ছোট্ট ব্যবসা পুনরায় দাঁড় করানোর উদ্দেশ্যে এককালীন ১০,০০০/- টাকা নগদ সহায়তা প্রদান করেন।

দোয়া করি—
আল্লাহ তায়ালা যেন তাদের কষ্ট সহজ করেন, উপযুক্ত ক্ষতি পূরণ দান করেন এবং পরিবারটিকে শান্তি ও নিরাপত্তায় রাখেন, আমিন।

জনসচেতনতায়-আপনার আশপাশে যেসকল প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে উক্ত বিষয়ে সচেতন করি, যেনো যথা সময়ে তাদের প্রাপ্র সরকারী সু...
18/11/2025

জনসচেতনতায়-
আপনার আশপাশে যেসকল প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে উক্ত বিষয়ে সচেতন করি, যেনো যথা সময়ে তাদের প্রাপ্র সরকারী সুবিধা গ্রহন করতে পারে।

খবর সকাল বিকাল এর  দৃষ্টিতে অত্র ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী-
12/11/2025

খবর সকাল বিকাল এর দৃষ্টিতে অত্র ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী-

  আব্দুল মান্নান , ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্ৰাম সহ আশপাশে....

খবর সংযোগ পত্রিকার দৃষ্টিতে অত্র ফাউন্ডেশনের গত ০৫.১১.২০২৫ খ্রিঃ তারিখে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
10/11/2025

খবর সংযোগ পত্রিকার দৃষ্টিতে অত্র ফাউন্ডেশনের গত ০৫.১১.২০২৫ খ্রিঃ তারিখে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি অজপাড়া গাঁয়ের নাম হিরালদি। সেখানে ২ হাজার জনগণের বসবাস। শিক্ষিত .....

আজকের (০৭.১১.২৫ খ্রিঃ) নয়া দিগন্ত পত্রিকার  ৭নং পেইজে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠানের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাভারে...
07/11/2025

আজকের (০৭.১১.২৫ খ্রিঃ) নয়া দিগন্ত পত্রিকার ৭নং পেইজে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠানের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাভারেজ প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জানাই।

ই সময়ের চোখে অত্র ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী -
07/11/2025

ই সময়ের চোখে অত্র ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী -

গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী রেল ব্রীজ মালিগ্রামে হাজী আব্দুল করিম ও...

Nagorikexpress-https://www.nagorikexpress.com/2025/11/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%af...
06/11/2025

Nagorikexpress-

https://www.nagorikexpress.com/2025/11/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-3/print/?fbclid=IwVERTSAN5uVxleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR4Kj3uXK_Fg-t-8tmci0VXX_Cq9juuks9l51gFgYTh8LM1hs_xyxhjNZiHuRw_aem_ahJQiMpQC5H9UNWwPFj7oA&sfnsn=wa

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী .....

Address

Haji Karim Palace, Holding # 571, Ground Floor, Late Haji Abdul Karim Miah Sarak, Heraldi
Faridpur
7830

Alerts

Be the first to know and let us send you an email when Haji Abdul Karim and Sameatheben Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Haji Abdul Karim and Sameatheben Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram