09/12/2025
🤲 “মানবতার হাত বাড়িয়ে দেই—একটি পরিবারের জীবনে আলো ফেরাতে আপনাদের একটু সদকাই যথেষ্ট” 🤲
হিরালদী গ্রামের রাসু ভাই—অভাব, অনটন, রোগ-শোক আর কষ্টের যন্ত্রণায় বহুদিন ধরেই নিরব লড়াই করে আসছেন।
হঠাৎ ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা—পায়ের মোটা হাড় সম্পূর্ণ ভেঙে যায়, হাতের জয়েন্ট আলাদা হয়ে যায়। চিকিৎসার সামর্থ্য না থাকায় দিন দিন তিনি পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
ঘরে বিশাল পরিবারের দায়িত্ব, আর সামনে অন্ধকার ভবিষ্যৎ—একজন অসহায় মানুষের জীবনে যেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল।
কিন্তু আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না।
মানবতার সেতুবন্ধন হয়ে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের পক্ষ থেকে রাসু ভাইয়ের পরিবারকে একটি অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
এই অটোভ্যান শুধু একটি বাহন নয়—এটি তার পরিবারের জন্য রিজিকের দ্বার খুলে দেওয়ার একটি আলো, একটি নতুন আশার নাম।
রাসুল (সাঃ) বলেছেন,
“অসহায়ের পাশে দাঁড়ানোই সর্বোত্তম সদকা।”
আজ আমরা কেউ যদি একটু দয়া, একটু সাহায্য, একটু মানবতা দেখাই—তাহলে কারও জীবনে বড় পরিবর্তন আসতে পারে।
চলুন সবাই মিলে দোয়া করি—
আল্লাহ তায়ালা যেন রাসু ভাইয়ের সমস্ত রোগ-ব্যাধি দূর করেন, অভাব-অনটন দূর করেন এবং নেক হায়াত দান করেন। আমিন।
মানবতা টিকে থাকুক—রহমতের দ্বার খুলে যাক।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”