
23/06/2025
https://www.facebook.com/share/p/16uhExUGSz/?mibextid=wwXIfr
আমি-আপনি যখন এই সময়ে হয়তো বাসায় একটু শরীরটা এলায় দিয়ে বসে বা শুয়ে বিশ্রাম করছি, ঠিক এই সময়েও ফারহান যাচ্ছে আরও একটা কিডনি প্রসিডিউর এর মধ্য দিয়ে।
ঠিক যখন একটু সুস্থতার আশা উঁকি দিচ্ছিলো, ঠিক তখনই আবার ভয়ংকর রকম অসুস্থ হলো ফারহান। একটু হাসি ফুটলো যখন, ঠিক সেই মুহুর্ত থেকে অনবরত কান্না পিছু ছাড়ে নাই। আবারও সাস্পেক্টেড ক্যান্সার। এইবার ব্লাডারে। সাথে আছে কিডনি ড্যামেজ আর কোমড়, হাঁটুতে ইনফেকশন। আমরা যখন লাস্ট ওকে দেশে দেখেছি, এক মিনিট ও চিৎকার ছাড়া কাটাতে পারে নাই, এতো ব্যাথা।
আপনাদের সব্বার সহায়তায় অনেকটা পথ পাড়ি দিয়েছে ফারহান। কিন্তু আবারও অনেক বাঁধা। আপনাদের দেয়া সকল অর্থ যখন শূন্যের কোঠায় ঠিক তখন আবারও দরকার পড়লো প্রায় ৬০ লক্ষ টাকার।
এই পর্যন্ত ছোট বড় মিলে ৭-৮ টা সার্জারি আর দীর্ঘ সময় ধরে চলা ১০-১২ টা কেমোর পর ওর ওজন ৪০ এর নিচে। এই মুহূর্তে আটকে আছে ওর ঔষধ আর চিকিৎসা। আবার যদি আগের মতো আরেকবার একটু সাহায্যের হাত আমরা বাড়ায় দিই, আমাদের আগের সহযোগিতা টা তাহলে বৃথা যাবে না। অন্তত টাকার অভাবে চিকিৎসা থামবে না ফারহানের।
নিচের ডিটেইলে প্লিজ সবাই যার যার মতো করে সাহায্য পাঠাবেন, আর আশে পাশে যাকে পারেন একটু সাহায্য পাঠাতে বলবেন। ফারহানের হাসি মুখটা দেখতে চাই আমরা। আগের মতো করে।
অর্থ সাহায্য পাঠানোর মাধ্যম:
Bank:
Account Name: Farhan Liaquat
Bank Name: BRAC BANK PLC
District Name: DHAKA-NORTH
Branch Name: DHANMONDI
Account number: 1053329370001
Routing number: 60261205
SWIFT Code: BRAKBDDH
Account Name: Nazma Akhter
Account Number: 20506470200166504
Bank Name: Islami Bank Bangladesh Ltd
Branch Name: Aftabnagar Branch, Islami Bank
Branch Code: 647
Swift Code: IBBLBDDH
Bkash:
01840783226 - Amit Pramanik
01789188611 - Salman Al Raji
𝐏𝐚𝐲𝐏𝐚𝐥: sadifacr@gmail.com
𝐙𝐞𝐥𝐥𝐞: +13147369445, Account Name: Sadifa Chowdhury
For any query:
01682079657 (Adib Rahman Ethar)
01842074386 (Sabir Noor)
01680634280 (Ayman Sakib Nuhas)