24/09/2025
                                        ♦️⭐ Eclampsia/Convulsion Case – General Management♦️♦️
1. জরুরি পদক্ষেপ
Help এর জন্য ডাকুন
ABC (Airway, Breathing, Circulation) চেক করুন
2. শ্বাস-প্রশ্বাস
শ্বাস নিচ্ছে → এয়ারওয়ে ঠিক রাখুন + O₂ (৪–৬ L/min) মাস্ক/ন্যাজাল ক্যানুলা
শ্বাস নিচ্ছে না → অ্যাম্বু ব্যাগ & মাস্ক দিয়ে ভেন্টিলেশন + O₂ (৪–৬ L/min)
3. পজিশন
খিঁচুনি/অচেতন → বাম পাশ (Eclamptic position)
মুখ-গলা পরিষ্কার করুন
আঘাত থেকে রক্ষা করুন, চেপে ধরবেন না, একা ফেলে রাখবেন না
4. IV Access & Fluid
IV Line খুলুন → Normal Saline/Hartmann’s solution
মূত্রের পরিমাণ ও প্রোটিনইউরিয়া মনিটর করুন
ক্যাথেটার দিন → Anticonvulsant drug দেওয়ার জন্য
5. রক্তচাপ নিয়ন্ত্রণ
যদি DBP > 110 mmHg এবং SBP > 160 mmHg → Antihypertensive দিন
লক্ষ্য: DBP 90 mmHg রাখতে হবে
6. Fluid Balance
Strict I/O chart রাখুন
≤ 80 ml/hour
≤ 2 L/24 hr
7. Nutrition
অচেতন → Ryle’s Tube Feeding (250 ml fluid প্রতি ২ ঘণ্টা)
চেতন → Oral feeding
8. Antibiotics
Inj. Amoxycillin → প্রতি ৮ ঘণ্টায়
অথবা Inj. Ceftriaxone ১ gm → প্রতি ১২ ঘণ্টায়
9. Monitoring
Pulse, BP, Respiration, Reflexes → প্রতি ৩০ মিনিটে
FHR, Urine output, Lung auscultation
চোখ, ত্বক ও মুখের যত্ন
10. Investigation
Rh typing
S. Creatinine, Electrolytes, SGPT, Bilirubin
Urine for protein
Bedside clotting test
CBC, Blood Group & Rh, Coagulation profile
★★Specific Management -★★
★★Anticonvulsant Drugs ★★
বি:দ্র:- ছবিতে দেওয়া ডোজ মেইনটেইন করে ম্যানেজ করবেন/ ম্যাগনেশিয়াম সালফেট দিবেন। 
শেয়ার করবেন বাকীদের জন্য।
Midwife Kanata